Breaking

Tuesday, June 28, 2022

Class 10 History - Chapter 7 | Class 10th History Question Answer

Class 10 History - Chapter 7 | Class 10th History Question Answer

Class 10 History-chapter 7, Class 10th History question answer
দশম শ্রেণীর ইতিহাস 

WBBSE Solution Class 10 History. In this article, I share Class 10th History Question Answerপশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) জানিয়ে দিয়েছেন 2023 সালের Madhyamik Exam শুর হবে 23rd February 2023.

তাই Madhyamik Exam 2023 তে ভালো ফল করতে আমাদের এই website টিকে প্রতিনিয়ত অনুসরন কর, এখানে তুমি Class 10 History Chapter 1 থেকে শুরু করে History Chapter 8 পর্যন্ত প্রশ্নোত্তরগুলি পেয়ে যাবে।

Check out the best solution for Class 10th History. You can get all the questions from class 10th history by referencing the official book.


১) কোন শতকে ভারতের ইতিহাসের অন্ধকারাচ্ছন্ন যুগ বলে?

উঃ অষ্টাদশ শতককে।


২। অষ্টাদশ শতকে সমাজে কি কি কুপ্রথাগুলি প্রচলিত ছিল?

উঃ বাল্যবিবাহ, কৌলিন্যপ্রথা, সতীদাহ, কন্যাবিক্রয়, বিধবার প্রতি অত্যচার ইত্যাদি।


৩। কত খ্রিস্টাব্দে ‘ইলবার্ট বিল’ ভারতে আসে?

উঃ ১৮৮৩ খ্রিস্টাব্দে।


৪। কত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের মুম্বাই অধিবেশন বসে?

উঃ ১৮৮৯ খ্রিস্টাব্দে।


৫। জাতীয় কংগ্রেসের মুম্বাই অধিবেশনে অংশগ্রহনকারী প্রথম দু’জন বঙ্গনারী কে ছিলেন

উঃ স্বর্ণকুমারী দেবী ও কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।


৬। প্রথম ভারতীয় মহিলা গ্রাজুয়েট ও চিকিৎসক কে ছিলেন?

উঃ কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।

৭। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় কে ছিলেন?

উঃ দ্বারকনাথ গঙ্গোপাধ্যায়ের সহধর্মিনী (স্ত্রী)।


৮। ‘প্রতাপাদিত্য উৎসব’ এবং ‘বীরাষ্টমী ব্রত’ এর সূচনা করেন কে?

উঃ সরলাদেবী চৌধুরানী।


৯। কত খ্রিস্টাব্দে ‘প্রতাপাদিত্য উৎসব’ এর সূচনা হয়?

উঃ ১৯০৩ খ্রিস্টাব্দে।


১০। ‘ভারতী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ সরলাদেবী চৌধুরানী।


১১। ‘ভারত মহিলা’ পত্রিকাটি কে সম্পাদনা করেন?

উঃ সরযুবালা দত্ত।


১২। ‘বামাবোধিনী’ পত্রিকাটি কে সম্পাদন করেন?

উঃ উমেশচন্দ্র দত্ত।


১৩। শ্রীমতী অবলা বসু কে ছিলেন?

উঃ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর পত্নী।


১৪। কত খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারিভাবে দু-ভাগে ভাগ হয়ে যায়?

উঃ ১৯০৫ সালের ১৬ ই অক্টোবর।


১৫। কারা প্রস্তাবনায় সারা দেশে ‘অরন্ধন’ উৎসব পালিত হয়?

উঃ রামেন্দ্রসুন্দর ত্রীবেদির প্রস্তাবনায়।

১৬। ‘রাখীবন্ধন’ উৎসবের পরিকল্পনা কে গ্রহণ করেছিলেন?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।


১৭। ‘বঙ্গনারীর রাখীবন্ধন’ কবিতাটি কে লেখেন?

উঃ সাহানা দেবী।


১৮। সাহানা দেবী কে ছিলেন?

উঃ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাগিনেয়ী।


১৯। ‘বঙ্গনারীর রাখীবন্ধন’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উঃ ‘ভারতী’ পত্রিকায়।


২০। ‘অমৃতবাজার পত্রিকা’ এর সম্পাদক কে ছিলেন?

উঃ মতিলাল ঘোষ।

Madhyamik History pdf


২১। ‘স্বদেশানুরাগ’ নামক রচনাটি কে লিখেন?

উঃ খায়রান্নেসা খাতুন।


২২। ‘স্বদেশানুরাগ’ রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উঃ ‘নবনূর’ পত্রিকায়।


২৩। কত খ্রিস্টাব্দে ‘রাওলাট আইন’ প্রণয়ন করা হয়?

উঃ ১৯১৯ খ্রিস্টাব্দের ২১শে ফেব্রুয়ারি।


২৪। কত খ্রিস্টাব্দে ‘জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড’ ঘটে?

উঃ ১৯১৯ খ্রিস্টাব্দে।


২৫। কত খ্রিস্টাব্দে ‘অসহযোগ আন্দোলন’এর প্রস্তাব গৃহিত হয়?

উঃ ১৯২০ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে।


২৬। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়

উঃ ১৯২০ খ্রিস্টাব্দের নাগপুর অধিবেশনে।


২৭। ব্রিটিশ সরকার কাকে ‘কাইজার-ই-হিন্দ’ উপাধি দিয়েছিলেন?

উঃ মহাত্মা গান্ধীকে।


২৮। কাকে ‘দেশবন্ধু’ বলে ডাকা হয়?

উঃ চিত্তরজ্ঞন দাসকে।


২৯। বাসন্তী দেবী কে ছিলেন?

উঃ চিত্তরঞ্জন দাশের পত্নী ছিলেন।


৩০। ‘বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস’ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ ১৯২২ খ্রিস্টাব্দে চট্টোগ্রামে।


৩১। কত খ্রিস্টাব্দে ‘নারী কর্মমন্দির’ প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯২১ খ্রিস্টাব্দে।


৩২। গেন্ডারিয়া মহিলা সমিতি গড়ে তুলেন কে?

উঃ ১৯২৪ খ্রিস্টাব্দে আশালতা সেন।


৩৩। কত খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়?

উঃ ১৯৩০ খ্রিস্টাব্দে।


৩৪। কত খ্রিস্টাব্দে কোথায় ‘নারী সত্যাগ্রহ সমিতি’ প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৩০ সালের ১৩ মার্চ কলকাতায়।


৩৫। কত খ্রিস্টাব্দে ‘ভারতছাড়ো’ আন্দোলনের প্রস্তাব গৃহিত হয়?

উঃ ১৯৪২ খ্রিঃ ৮ই আগষ্ট।


৩৬। ‘দীপালি সংঘ’ কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন?

উঃ ১৯২৩ খ্রিস্টাব্দে লীলানাগ ঢাকায়।


৩৭। কত খ্রিস্টাব্দে ‘দীপালি ছাত্র সংঘ’ প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯২৬ খ্রিস্টাব্দে।


৩৮। কথায় ছাত্রী ভবন গড়ে ওঠে?

উঃ কলকাতায়।


৩৯। কাকে ‘মাস্টার’দা’ বলা হয়?

উঃ সূর্য সেন কে।


৪০। সুভাষচন্দ্র বসুর শিক্ষাগুরু কে ছিলেন?

উঃ বেণীমাধব দাস।


Class 10 History Question Answer

Class 10 History প্রশ্নোত্তরগুলি তোমাদের আসন্ন Madhyamik Exam 2023 পরীক্ষায় বিশেষভাবে তোমার ইতিহাসের জ্ঞানের পরিধি বাড়াতে সহায়ক হবে। Class 10th History Question গুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) অনুমোদিত জীবন মুখোপাধায়ের লেখা ‘স্বদেশ পরিচয় ও পরিবেশ’ ইতিহাসে বই থেকে তৈরী করা হয়েছে।


৪১। কত খ্রিস্টাব্দে ‘ঝাঁসির রানী বাহিনী’ গঠিত হয়?

উঃ ২৯৪৩ খ্রিস্টাব্দে।


৪২। ‘ঝাঁসির রাণী বাহিনী’র’ প্রধান কে ছিলেন?

উঃ ডা. লক্ষ্মী স্বামীনাথন।


৪৩। কত খ্রিস্টাব্দে ডিরোজিও ‘হিন্দু কলেজের’ অধ্যাপক নিযুক্ত হন?

উঃ ১৮২৭ খ্রিস্টাব্দে।


৪৪। কত খ্রিস্টাব্দে ডিরোজিও ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ গড়ে তুলেন?

উঃ ১৮২৭ খ্রিস্টাব্দে।


৪৫। ভারতের প্রথম ছাত্র সংগঠনের নাম লেখ?

উঃ অ্যকাডেমিক অ্যাসোসিয়েশন।


৪৬। কত খ্রিস্টাব্দে ‘সাধারণ জ্ঞানোপার্জিকা সভা’ প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯৩৮ খ্রিস্টাব্দে।


৪৭। কত খ্রিস্টাব্দে ‘ দেশহিতৈষিণী সভা’ প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৪১ খ্রিস্টাব্দে।


৪৮। কত খ্রিস্টাব্দে ‘স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ বা ‘ছাত্রসভা’ গড়ে ওঠে?

উঃ ১৮৭৫ খ্রিস্টাব্দে।


৪৯। কাদের উদ্যোগে ‘ছাত্রসভা’ গড়ে ওঠে?

উঃ আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে।


৫০। কত খ্রিস্টাব্দে সরকারিভাবে বঙ্গভঙ্গ পরিকল্পনা ঘোষিত হয়?

উঃ ১৯০৫ সালের ১৯ শে জুলাই।


৫১। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়?

উঃ ১৯০৫ সালের ১৬ ই অক্টোবর।


৫২। কত খ্রিস্টাব্দে ‘অ্যান্টি সার্কুলার সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯০৫ খ্রিস্টাব্দের ৪ ই নভেম্বর।


৫৩। ‘অ্যন্টি-সার্কুলার সোসাইটি’ এর সভাপতি ও সম্পাদক কে ছিলেন?

উঃ সভাপতি ছিলেন অধ্যাপক কৃষ্ণকুমার মিত্র এবং সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু।


৫৪। কত খ্রিস্টাব্দে কোথায় প্রথম ‘জাতীয় বিদ্যালয়’ গড়ে ওঠে?

উঃ ১৯০৫ খ্রিস্টাব্দের ৮ ই নভেম্বর রঙপুরে।


৫৬। কত খ্রিস্টাব্দে কার উদ্যোগে ‘ জাতীয় শিক্ষা পরিষদ’ গড়ে ওঠে?

উঃ ১৯০৬ খ্রিস্টাব্দের ১১ মার্চ সত্যেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে।


৫৭। কত খ্রিস্টাব্দে কোথায় ‘জাতীয় কলেজ’ প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯২১ খ্রিষ্টাব্দের ৪ ফেব্রুয়ারী কলকাতায়।


৫৮। কত খ্রিস্টাব্দে কার নেতৃতে ‘নওজোয়ান ভারতসভা’ গড়ে ওঠে?

উঃ ১৯২৬ খ্রিষ্টাব্দে ভগৎ সিং এর নেতৃতে পাজ্ঞাবে।


৫৯। কত খ্রিষ্টাব্দে ‘হিন্দুস্থানী সেনাদল’ গঠিত হয়?

উঃ ১৯২৮ খ্রিষ্টাব্দে।


৬০। ‘অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?

উঃ ১৯২৮ খ্রিস্টাব্দে কলকাতায়।


৬১। গান্ধিজি কত খ্রিস্টাব্দে ডান্ডি অভিযান শুরু করেন?

উঃ ১৯৩০ খ্রিস্টাব্দের ১২ মার্চ।


৬২। কত খ্রিস্টাব্দে ‘ভারতছাড়ো আন্দোলন’ শুর হয়?

উঃ ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ই আগস্ট।


৬৩। ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ নামের স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলেন কে?

উঃ হেমচন্দ্র ঘোষ।


৬৪। কোন দিন ‘রশিদ আলি দিবস’ পালিত হয়?

উঃ ১৯৪৫ খ্রিস্টাব্দের ১২ই ফেব্রুয়ারী।


৬৫। কোথা থেকে ‘দলিত’ শব্দেটি এসেছে?

উঃ ‘দলন’ শব্দ থেকে।


৬৬। ‘দলন’ কথার অর্থ কী?

উঃ পিষ্ট করা, দমন করা, বলপূর্বক দমিয়ে রাখা।


৬৭। দলিত কে?

উঃ সংকীর্ণ অর্থে দলিত হল হিন্দু জাতিভেদ ও বর্ণভেদযুক্ত সমাজের অস্পৃশ্য অংশ।


৬৮। ‘অবর্ণ’ বা অতিশূদ্র’ কাকে বলে?

উঃ চতুর্বর্ণযুক্ত হিন্দু সমাজের বাইরে বা সর্বনিম্নস্তরে অবস্থানকারী শূদ্রদের নীচে একটি স্তর আছে যাদের ‘অবর্ণ’ বা ‘অতিশূদ্র’ বলা হয়।


৬৯। কাকে ‘মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা’ বলা হয়?

উঃ জ্যোতিবা ফুলে’কে।


৭০। ‘সত্যশোধক সমাজ’ কে প্রতিষ্ঠা করেন?

উঃ জ্যোতিবা ফুলে।


৭১। কত খ্রিস্টাব্দে ব্রাহ্মণ বিরোধী ‘জাস্টিস পার্টি’ প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৯১৬ খ্রিস্টাব্দে।


৭২। কে কত খ্রিস্টাব্দে ‘ভারত লেবার পার্টি’ প্রতিষ্ঠা করেন?

উঃ ১৯৩৫ সালে ডঃ বি. আর. আম্বেদকর।


৭৩। কবে ‘সারা ভারত তপশীলি সম্প্রদায় ফেডারেশন’ গঠিত হয়?

উঃ ১৯৪২ সালে।


৭৪। ‘সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি’ কে প্রবর্তন করেন?

উঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী র‍্যামসে ম্যাকডোনাল্ড।


৭৫। কাদের মধ্যে পুণা চুক্তি স্বাক্ষরিত হয়?

উঃ ১৯৩২ খ্রিস্টাব্দে গান্ধিজি এবং ডঃ বি.আর.আম্বেদকর’এর মধ্যে।


৭৬। চন্ডাল কারা?

উঃ বাংলার প্রাচীনতম অধিবাসীরা চন্ডাল নামে পরিচিত ছিল। ১৯১১ সালের জনগনণায় তাদের নাম হয় ‘নমঃশূদ্রে’।


৭৭। ‘মাতুয়া’ আন্দোলন গড়ে তোলেন কে?

উঃ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর।


File Name: Class 10 Madhyamik History All Chapter Pdf.

File Size: 2.13 MB

Download: Click Here to Download

আরও পড়ুনঃ 


মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের  প্রশ্নোত্তর  Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ১ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ২ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ৩ Click Here
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here
মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here


No comments:

Post a Comment