Header Ads Widget

Breaking

Wednesday, March 15, 2023

WBBSE Class 10 History MCQ Questions and Answers Pdf

WBBSE Class 10 History MCQ Questions and Answers: Did you have trouble finding History Questions for your exam? Don't worry, 

I will provide history questions for these students with a comprehensive collection of multiple-choice questions and answers to help them prepare for their upcoming exams. 

These questions are designed to test the student's knowledge of the various concepts and topics covered in the WBBSE Class 10 History syllabus.

WBBSE Class 10 History MCQ Questions and Answers

WBBSE Class 10 History MCQ Questions and Answers

WBBSE Class 10 Historyর এই আর্টিকল এ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমদিত ইতিহাস বইটির সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি তোমাদের সুবিধার্তে নীম্নে দেওয়া হল এবং এর PDF তুমি নীচে পেয়ে যাবে।

1➤ ছাত্র সমাজকে প্রথম রাজনৈতিক সচেনতা দিয়েছিল-

ⓐ ভারতসভা
ⓑ জমিদার সভা
ⓒ ইয়ঙ্গ বেঙ্গল দল
ⓓ বেঙ্গল ভলান্টিয়ার্স

2➤ কেরালায় দলিত আন্দোলনের নেতৃত্ব দেন-

ⓐ কেশবচন্দ্র সেন
ⓑ বিবেকানন্দ
ⓒ নারায়ণ গুরু
ⓓ গুরু রামকৃষ্ণ

3➤ আইন অমান্য আন্দওলনে বাংলার একজন নেত্রী-

ⓐ বাসন্তী দেবী
ⓑ প্রভাবতী দেবী
ⓒ লতিকা ঘোষ
ⓓ কমলা নেহরু

4➤ তমলুকে নারী স্বেচ্ছাবাহিনীর নাম ছিল

ⓐ প্রমীলা সেনা
ⓑ ভগিনী সেনা
ⓒ অগ্নিকন্যা সেনা
ⓓ ফুল সেনা

5➤ সর্বপ্রথম ‘বয়কট' আন্দোলনের ডাক দেন –

ⓐকৃষ্ণকুমার মিত্র
ⓑ রাসবিহারী ঘোষ
ⓒ অরবিন্দ ঘোষ
ⓓচিত্তরঞ্জন দাশ

6➤ গান্ধিবুড়ি’ বলা হয় –

ⓐ মাতঙ্গিনি হাজরাকে
ⓑ বাসন্তী দেবীকে
ⓒ সরোজিনী নাইডুকে
ⓓ ঊষা মেহতাকে

7➤ অল ইন্ডিয়া হোমরুল লিগ’ গড়ে তোলেন -

ⓐঅ্যানি বেসান্ত
ⓑ নেলী সেনগুপ্তা
ⓒঊর্মিলা দেবী
ⓓ নিবেদিতা

8➤ বঙ্গভঙ্গ বিরোধী ছাত্র আন্দোলন দমনে বাংলায় কোন আইন জারি হয়?

ⓐলিয়ন্স সার্কুলার
ⓑ অস্ত্র আইন
ⓒ কালাইল সার্কুলার
ⓓ পেডলার সার্কুলার

9➤ তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নেতা ছিলেন –

ⓐ বাঘা যতীন
ⓑ গণেশ ঘোষ
ⓒ সতীশচন্দ্র সামন্ত
ⓓ সূর্য সেন

10➤ বাংলার মুসলিম মেয়েদের মধ্যে শিক্ষাবিস্তারে ভূমিকা নেন—

ⓐ সরোজিনী নাইডু
ⓑ বাসন্তী দেবী
ⓒ বীণা দাস
ⓓ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

11➤ ‘ছেড়ে দাও রেশমী চুড়ি’ গানের রচয়িতা -

ⓐ বীণা দাস
ⓑ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓒ চারণকবি মুকুন্দ দাস
ⓓ জীবনানন্দ দাশ

12➤ আলিপুর ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন—

ⓐ বারীন ঘোষ
ⓑ গণেশ ঘোষ
ⓒ সুশীল সেন
ⓓ অরবিন্দ ঘোষ

13➤ দলিতদের 'হরিজন' আখ্যা দিয়েছিলেন-

ⓐ জ্যোতিবা ফুলে
ⓑ নারায়ণ গুরু
ⓒ গান্ধিজি
ⓓ ডঃ আম্বেদকর

14➤ মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়—

ⓐ ১৯৩৪ খ্রিস্টাব্দে
ⓑ ১৯৩৮ খ্রিস্টাব্দে
ⓒ ১৯৩৫ খ্রিস্টাব্দে
ⓓ ১৯৪২ খ্রিস্টাব্দে

15➤ আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন-

ⓐ কমলাদেবী চট্টোপাধ্যায়
ⓑ বেগম রোকেয়া
ⓒ বীণা দাস
ⓓ কল্পনা দত্ত

16➤ সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন-

ⓐ আরউইন
ⓑ মহ: আলি জিন্না
ⓒ র‍্যামসে ম্যাকডোনাল্ড
ⓓ মাউন্টব্যাটেন

17➤ কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু হয়—

ⓐ ১৯২০ খ্রিস্টাব্দ
ⓑ ১৯২২ খ্রিস্টাব্দে
ⓒ ১৯২৫ খ্রিস্টাব্দ
ⓓ ১৯২৮ খ্রিস্টাব্দে

18➤ ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন—

ⓐ সতীশচন্দ্র মুখোপাধ্যায়
ⓑ বটুকেশ্বর দত্ত
ⓒ সতীশচন্দ্ৰ সামন্ত
ⓓ বারীন ঘোষ

19➤ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণ করেছিলেন—

ⓐ শকুন্তলা রায়
ⓑ কল্পনা দত্ত
ⓒ রেণুকা সেন
ⓓ প্রীতিলতা ওয়াদ্দেদার

20➤ রসিদ আলি দিবস পালিত হয়, ১৯৪৬-এর-

ⓐ ১২ ফ্রেব্রুয়ারি
ⓑ ১১ ফ্রেব্রুয়ারি
ⓒ ১০ ফ্রেব্রুয়ারি
ⓓ ২২ ফ্রেব্রুয়ারি

21➤ বীরাষ্টমী ব্রত’ চালু করেন –

ⓐ সরলাদেবী চৌধুরাণী
ⓑ মৃণালিনী দেবী
ⓒ কাদম্বরী দেবী
ⓓ লেডি অবলা বসু

22➤ মহারাষ্ট্রে বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন –

ⓐ বালগঙ্গাধর তিলক
ⓑ মিঠুবেন প্যাটেল
ⓒ কনকলতা বড়ুয়া
ⓓ ভুলাভাই দেশাই

23➤ ভারত ছাড়ো আন্দোলনের একজন মুসলিম নেত্র

ⓐ খৈরুন্নেসা
ⓑ খৈরুন্নেসা
ⓒ রাজিয়া খাতুন
ⓓ মেহেরবানু

24➤ চট্টগ্রাম লুণ্ঠন অভিযানে প্রীতিলতার সহযোগিনী –

ⓐ লীলা নাগ (রায়)
ⓑ কল্পনা দত্ত
ⓒ বাসন্তী দেবী
ⓓ মাতঙ্গিনী হাজরা

25➤ 'হুতোম প্যাঁচার নকশা'-র লেখক হলেন-

ⓐ দীনবন্ধু মিত্র
ⓑ বি আর আম্বেদকর
ⓒ কালীপ্রসন্ন সিংহ
ⓓ মহাত্মা গান্ধী


অষ্টম অধ্যায়ের বিকল্পধর্মী প্রশ্নোত্তর (MCQ) ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে

File Details:

Name: Class 10 History Chapter 7 MCQ Pdf

Language: Bengali

Page no: 3

Size: 388KB

Download: Click Here To Download


No comments:

Post a Comment