Header Ads Widget

Breaking

Sunday, October 10, 2021

Madhyamik History Chapter 2 Questions Answers Part 3 | জীবন মুখোপাধ্যায় । Class 10th History Question suggestion 2022

Madhyamik History Chapter 2 Questions Answers Part 3

Madhyamik history chapter 2 Question Answers part 3
ধর্মসংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা 

WB eLearning.

বন্ধুরা,
        এখানে শেয়ার করা হলো দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর। মধ্যযুগীয় ভারতের ধর্ম ও সমাজজীবন কুসংস্কার , জড়তা, অনুষ্ঠানসর্বস্বতা এবং লোকাচারের ধর্মের নাম অধর্মের উপাসনা সম্পর্কে যথেষ্ঠ ধারণা পাবে। 


উনিশ শতকের বাংলা ধর্মসংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা 


 নং   
প্রশ্ন     উত্তর 
০১) "তুহাফত-ই-মুয়াহিদ্দিন" পুস্তকটি কে রচনা করেন?রাজা রামমোহন রায়। 
০২) "তুহাফত-ই-মুয়াহিদ্দিন" কোন ভাষায় রচিত হয়?ফরাসি ভাষায়।
০৩) "তুহাফত-ই-মুয়াহিদ্দিন" কথার অর্থ কী?একেশ্বরবাদিদের প্রতি।
০৪) 'আত্মীয় সভা' কে প্রতিষ্ঠা করেন?রাজা রামমোহন রায়।
০৫)কত খ্রিষ্টাব্দে রাজা রামমোহন রায় 'আত্মীয় সভা' প্রতিষ্ঠা করেন?১৮১৫ খ্রিষ্টাব্দে।
০৬)নিরাকার ব্রহ্মের উপাসনাই প্রাচীন হিন্দু শাস্ত্র কর্তৃক স্বীকৃত শ্রেষ্ঠ ধর্ম' একথা কার?রাজা রামমোহন রায়ের।
০৭)

'ব্রহ্ম সভা' কে কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেন?

১৮২৮ খ্রিস্টাব্দে (মতান্তরে ১৮২৯)
০৮)'ব্রহ্ম সমাজ' প্রতিষ্ঠা করেন কে?১৮৩০ খ্রিঃ রাজা রামমোহন রায়।
০৯)'ব্রহ্মধর্মের অনুষ্ঠান-পদ্ধতি' নামে গ্রন্থ রচনা করেন কে?দেবেন্দ্রনাথ ঠাকুর।
১০)'তত্ত্ববোধিনী সভা' কে প্রতিষ্ঠা করেন?১৮৩৯ খ্রিঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।
১১)'তত্ত্ববোধিনী' পত্রিকা প্রকাশ করেন কে?১৮৪৩ খ্রিঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।
১২)'তত্ত্ববোধিনী পাঠশালা' স্থাপন করেন কে?১৮৪০ খ্রিঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।
১৩)'তত্ত্ববোধিনী পাঠশালার' প্রথম শিক্ষক কে ছিলেন?অক্ষয়কুমার দত্ত।
১৪)'ব্রহ্মা নন্দ' উপাধিটি কেশবচন্দ্র সেনকে কে প্রদান করেন?১৮৬২ খ্রিঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।
১৫)দেবেন্দ্রনাথের 'ব্রহ্মসমাজ' পরবর্তীকালে কি নামে পরিচিত লাভ করে?আদি ব্রাহ্মসমাজ। 
১৬)কত খ্রিষ্টাব্দে 'সাধারণ ব্রাহ্মসমাজ' প্রতিষ্ঠিত হয়?১৮৭৮ খ্রীঃ ১৫ই মে।
১৭)'সাধারণ ব্রাহ্মসমাজ' কে প্রতিষ্ঠা করেন?কেশবচন্দ্র সেন।
১৮)কে 'নববিধান ব্রাহ্মসমাজ' প্রতিষ্ঠা করেছিলেন?কেশবচন্দ্র সেন।
১৯)'যত মত তত পথ' এটি কার উক্তি?শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব।
২০)'শিবজ্ঞানে জীব সেবার কথা কে বলেন?শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব।
২১)রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠাস করেন?১৮৯৭ খ্রিঃ স্বামী বিবেকানন্দ।
২২)কত খ্রিষ্টাব্দে স্বামী বিবেকানন্দ বিশ্বধর্ম সম্মেলনে বিলেতে যান?১৮৯৩ খ্রিষ্টাব্দে।
২৩)নবজাগরণ কথার অর্থ কী?পুনর্জন্ম।
২৪)মুনাফা কথার অর্থ কী?লাভ।
২৫)'নীলদর্পণ' নাটকটি কবে প্রকাশিত হয়?১৮৬০ খ্রিষ্টাব্দে।
২৬)'বামাবোধিনী' পত্রিকাটি কবে প্রকাশিত হয়?১৮৬৩ খ্রিষ্টাব্দে।
২৭)উডের ডেসপ্যাচ' কত খ্রিষ্টাব্দে ভারতে আসে?১৮৫৪ খ্রিঃ ১৯ জুলাই।
২৮)'আনন্দমঠ' প্রতিষ্ঠা করেন কে?স্বামী বিবেকানন্দ।
২৯)দেবেন্দ্রনাথ কে ছিলেন?দ্বারকনাথ ঠাকুরের পুত্র।
৩০)নেটিভ ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী পুত্রের বয়স কত?১৮ বছর হতে হবে।
৩১)আনন্দমঠ' উপন্যাসটি কার লেখা?বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।

File Name: Class 10 Madhyamik History All Chapter Pdf.

File Size: 2.13 MB

Download: Click Here to Download

আরও পড়ুনঃ 

মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের  প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ১ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ২Click Here
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তরClick Here
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

No comments:

Post a Comment