Header Ads Widget

Breaking

Tuesday, February 1, 2022

Class 7 history chapter 3 questions and answers

Class 7 History Chapter 3 Questions and Answers

Here I share Class 7 History Chapter 3 Questions and Answers. Class 7 History Chapter 3 Questions and Answers West Bengal Board. Class 7 History Chapter 3 Questions and Answers in Bengali. WBBSE History Chapter 3 All Questions and Answers. Class 7 History Short Questions and Answers.

তৃতীয় অধ্যায়


ভারতের সমাজ , অর্থনীতি  ও সংস্কৃতির কয়েকটি ধারা


খ্রিস্টীয় সপ্তম শতকে ভারতে গড়ে ওঠা কয়েকটি গোষ্ঠীর নাম লেখ ?

উঃ সামন্ত, রাজা, রৌণক।


► সমাজ পিরামিড স্তম্ভে রাজার স্থান কোথায় ছিল?

উঃসবার উঁচুতে।


► সমাজ পিরামিড স্তম্ভে সামন্তদের স্থানকোথায় ছিল?

উঃজনগণের উপরে তৃতীয় সারিতে।


► সামন্ততন্দ্র বলতে কি বোঝ?

উঃ খ্রিস্টীয় নবম শতকে পশ্চিম ইউরোপে এক রকম সামরিক ও রাজনৈতিক ব্যবস্থা দেখাগিয়েছিল।একে বলা হত সামন্ততন্ত্র।


► চোল রাজ্যের বিখ্যাত একটি শিল্পের নাম লেখ?

উঃ- ব্রোঞ্জ হস্তশিল্প।


► চোল রাজ্যের প্রধান কে কী বলা হত?

উঃ- রাজা।


► উর কী?

উঃ- চোল সাম্রাজ্যে কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামের শাসনভার ন্যাস্ত থাকত যে সভার উপর তাকে উর বা গ্রাম-পরিষদ বলা হত।


► নাড়ু কী?

উঃ- চোল সাম্রাজ্যে গড়ে ওঠা কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হত নাড়ু।


► উর এবং নাড়ু এই দুই সভার কাজ কী ছিল?

ঊঃ- উর এবং নাড়ু এই দুই স্থানীয় সভা স্বায়ত্তশাসন, বিচার এবং রাজস্ব বা কর সংগ্রহের দায়িত্ব পালন করত।


► নগরম কী?

উঃ- চোল সাম্রাজ্যে ব্যবসায়ীদের স্বার্থে এবং বিভিন্ন সমস্যার মোকাবিলার জন্য যে পরিষদ গঠিত হয়েছিল তা নগরম নামে পরিচিত।


► পাল – সেন যুগের রাজারা কৃষকদের কাছ থেকে কী পরিমাণ কর নিতেন?

উঃ- উৎপন্ন ফসলের এক-ষষ্ঠাংশ ( ১/৬ ভাগ)।


► বাংলার লোকেরা কাদের কাছ থেকে আলু খেতে শিখেছিল?

উঃ- পোর্তুগিজদের কাছ থেকে।


► বাংলার বাইরে থেকে আগত দুটি গৃহপালিত পশুর নাম লেখ?

উঃ- ঘোড়া ও উট।


► পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসা বিঞ্জানীর নাম লেখ?

উঃ- চক্রপাণি দত্ত।


► চক্রপাণি দত্তের লেখা বিখ্যাত বইটির নাম লেখ?

উঃ চিকিৎসা-সংগ্রহ।


► প্রাচীন ভারতের দুজন বিখ্যাত চিকিৎসা বিঞ্জানীর নাম লেখ?

উঃ- চরক ও সুশ্রুত।


► কীভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়?

উঃ- মাগধী অপভ্রংশ ভাষার গৌড়-বঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়।


► রামচরিত কাব্যটি কে রচনা করেন?

উঃ- সন্ধ্যাকর নন্দী।


► চক্রপাণিদত্তের চিকিৎসা-বিজ্ঞানের বইগুলি কোন ভাষাতে লেখা হয়েছিল?

উঃ- সংস্কৃত ভাষাতে।


► রামপালের ছেলের নাম কী ছিল?

উঃ- মদন পাল।


► কার শাসনকালে সন্ধ্যাকর নন্দী রামচরিত কাব্যটি লিখেছিলেন ?

উঃ- মদনপালের শাসন কালে।


► রামচরিতের কাহিনী কার অনুকরণে লেখা হয়েছিল?

উঃ- রামায়নের গল্প অনুকরনে।


► রামপালের রাজধানী কোথায় ছিল?

উঃ- রামাবতী।


► সন্ধ্যাকর নন্দী তার কাব্য ‘রামচরিত’ এ সীতার সঙ্গে কার তুলনা করেছেন?

উঃ- সীতার সঙ্গে রামপালের বরন্দ্রভূমি উদ্ধারের তুলনা করেছেন।


► কীভাবে তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধমতের জন্ম হয়েছিল?

উঃ- পালযুগে মহাযান বৌদ্ধধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে ব্জ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধমতের জন্ম হয়েছিল।


► সিদ্ধাচার্য কাদের বলা হত?

উঃ- তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধমতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য।


► চর্যাপদ কী ?

উঃ- চর্যাপদ হলো খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন।


► আদি বাংলা ভাষার নিদর্শন কোথায় পাওয়া যায়?

উঃ- চর্যাপদে।


► চর্যাপদের পুঁথি উদ্ধার করেন কে ?

উঃ আচার্য হরপ্রসাদ শাস্ত্রী।


► কোথা থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন?

উঃ নেপাল থেকে।


► নির্বাণ কথার অর্থ কী?

উঃ মুক্তি।


► অশ্বঘোষের মতে ‘নির্বাণ’ বলতে কী বোঝায়?

উঃ অশ্বঘোষ বৌদ্ধধর্মে নির্বাণ বা মুক্তি বোঝাতে তিনি একটি সুন্দর উপমা দিয়ে ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন যে, প্রদীপের তেল ফুরিয়ে গেলে যেমন তার শিখা নিভে যায়, জীবনে ক্লেশ বা দুঃখের অবসান হলে চিরতরে মুক্তি বা নির্বাণ মেলে।


► বৌদ্ধ দার্শনিকদের জ্ঞানচর্চার কেন্দ্র কোথায় ছিল?

উঃ আজদের বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ছড়িয়ে থাকা বৌদ্ধবিহারগুলি।যেমন- নালন্দা, ওদন্তপুরী, ভাগলপুরের বিক্রমশীল, রাজশাহী জেলার সোমপুরী, উত্তরবঙ্গের জগদ্দল, ঢাকার বিক্রমপুরী, প্রভৃতি।


► কোন সম্রাটদের আমলে বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধবিহার তৈরী হয়েছিল?

উঃ গুপ্ত সম্রাটদের আমলে।


► বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন কে?

উঃ পাল সম্রাট ধর্মপাল মগধের উত্তর ভাগে গাঙ্গার তীরে আধুনিক ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন।


► কোন সম্রাটদের আমলে বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধবিহার তৈরী হয়েছিল?

উঃ গুপ্ত সম্রাটদের আমলে।


► বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন কে?

উঃ পাল সম্রাট ধর্মপাল মগধের উত্তর ভাগে গাঙ্গার তীরে আধুনিক ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন।


► কোন যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়?

উঃ পালযুগের।


► পাল যুগের দু’জন বিখ্যাত শিল্পীর নাম লেখ?

উঃ বরেন্দ্রভূমির ধীমান ও তাঁর ছেলে বীটপাল।


► সেন যুগের একজন বিখ্যাত কবির নাম লেখ?

উঃ জয়দেব।


► ‘গীতগবিন্দম’ কাব্যটির লেখেন?

উঃ জয়দেব।


► ‘গীতগোবিন্দম’ কাব্যের বিষয়বস্তু কী ছিল?

উঃ রাধা-কৃষ্ণের প্রেমের কাহিনী।


► লক্ষণসেনের সভাকবি কে ছিলেন?

উঃ ধোয়ী।


► ‘পবনদূত’ কাব্যটি কে রচনা করেন?

উঃ ধোয়ী।


► সেন যুগের কয়েকজন বিখ্যাত কবির নাম লেখ?

উঃ গোবর্ধন, উমাপতিধর ও শরণ।


► পঞ্চরত্ন কাদের বলা হত?

উঃ লক্ষ্মণসেনের রাজসভায় পাঁচ জন সভাকবি থাকতেন। তাঁরা হলেন- জয়দেব, ধোয়ী, গোবর্ধন, উমাপতিধর এবং শরণ।এদের পঞ্চরত্ন বলা হত।


► ‘সদুক্তিকর্ণামৃত’ গ্রন্থটি কে রচনা করেন?

উঃ শ্রীধর দাস।


► বল্লালসেন রচিত দু’টি বিখ্যাত বই এর নাম লেখ?

উঃ দানসাগার ও অদ্ভূতসাগর।


► ‘ব্রাহ্মণসর্বস্ব’ নামে বইটি কে লেখেন?

উঃ লক্ষ্মণসেনের মন্ত্রী হলায়ূধ।


► সেনযুগের একজন গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ এর নাম লেখ?

উঃ শ্রীনিবাস।


► প্রাচীন বাংলার সমাজের প্রধান জীবিকা কী ছিল?

উঃ কৃষি কাজ।


► অতীশ দীপঙ্কর-শ্রীজ্ঞান কোথায় জন্মগ্রহন করেন?

উঃ প্রাচীন বঙ্গাল অঞ্চলের বিক্রমণিপুরের বজ্রযোগিনী গ্রামে।


► অতীশ দীপঙ্কর কার কাছ থেকে দীক্ষা লাভ করেন?

উঃ আচার্য শীলরক্ষিতের কাছে থেকে।


► তিব্বতের রাজধানীর নাম কী?

উঃ লাসা।


► কাকে নাস্তিক পণ্ডিতের ভিটা’ বলা হয়?

উঃ অতীশ দীপঙ্করের বাড়িটিকে বলা হত ‘নাস্তিক পণ্ডিতের ভিটা’।


► তিব্বতে বৌদ্ধধর্ম প্রচার করেন কে ?

উঃ অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান।


► কোথায় আতীশ দীপঙ্করের সমাধি রয়েছে?

উঃ তিব্বতের রাজধানী লাস’য়।


No comments:

Post a Comment