WB Madhyamik History Suggestion 2021
বন্ধুরা ,
এখানে Madhyamik History Suggestion 2021-22 এর Short Answer Type Question
(SAQ) দেওয়া হল। এখানে তোমরা পেয়ে থাকবে ইতিহাসের ধারণা - ষষ্ঠ অধ্যায়ের
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। যে টপিকগুলি থেকে প্রশ্ন করা হয়েছে তা হল - (i)
বিংশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির
সংযোগ - (ক) স্বদেশী আন্দোলন , (খ) কৃষক আন্দোলনে গান্ধী-পর্ব , (গ) অসহযোগ
আন্দোলন, (ঘ) আইন অমান্য আন্দোলন , (ঙ) সারা ভারত কিষান কংগ্রেস। (ii) বিংশ
শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র,
বৈশিষ্ঠ্য ও পর্যালোচনা। WB Madhyamik History suggestion 2021-22 মাধ্যমিক ইতিহাস বছরের
প্রশ্নোত্তর।পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরামর্শ ২০২১-২২ পরীক্ষার
গুরুপূর্ণ প্রশ্নোত্তর। পরীক্ষার পরামর্শগুলি ছাত্রদের পরবর্তী বোর্ড
পরীক্ষার জন্য সবচেয়ে কাঙ্খিত উপাদান। পরীক্ষার্থীদের ভালো নম্বর পাওয়ার
জন্য এই পদক্ষেপ।
মাধ্যমিক ইতিহাস - ইতিহাসের ধারণা - ষষ্ঠ
১১) কত খ্রিস্টাব্দে "অযোধ্যা খাজনা আইন" ( Oudh Rent Act ) পাশ হয় ?
উত্তরঃ - ১৯২১ খ্রিস্টাব্দে।
১২) "একা বা একতা" আন্দোলন কি ?
উত্তরঃ - ১৯২১ খ্রিস্টাব্দের শেষে ১৯২২ এর সূচনায় সামন্ততান্ত্রিক অনাচারের বিরুদ্ধে যুক্তপ্রদেশের হরদৈ , বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি অঞ্চলে এক কৃষক বিদ্রোহ ঘটে। এই বিদ্রোহ "একা বা একতা " বিদ্রোহ বা আন্দোলন নাম খ্যাত। আন্দোলন চলাকালে যে-কোনো অবস্থায় কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ নেন- তাই এই আন্দোলনের নাম "একা বা একতা" আন্দোলন।
১৩) কত খ্রিস্টাব্দে "মোপলা বিদ্রোহ" হয় ?
উত্তরঃ - ১৯২১ সালে।
১৪) ভারতের কোথায় 'মোপলা বিদ্রোহ' ঘটে ?
উত্তরঃ - কেরালার মালাবার উপকূলে।
১৫) ভারতের কোথায় রুম্পা উপজাতিদের বসবাস ছিল ?
উত্তরঃ - অন্ধ্রপ্রদেশের গোদাবরী উপত্যকায়।
১৬) কত খ্রিস্টাব্দে 'কৃষক প্রজা পার্টি' দল গঠন করা হয় ?
উত্তরঃ - ১৯২৯ খ্রিস্টাব্দে।
১৭) বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন কে ?
উত্তরঃ - স্বামী শাহজানন্দ সরস্বতী।
১৮) 'বিহার প্রাদেশিক কিষান সভা' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ - ১৯২৯ খ্রিস্টাব্দে।
১৯) কে “বিহার প্রাদেশিক কিষাণ সভাi” প্রথম সম্পাদন করেন?
উত্তরঃ - শ্রীকৃষ্ণ সিংহ।
২০) পাঞ্জাবে কে 'ইউনিয়নিস্ট দল ' প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ - ফজল-ই-হুসেন।
২১) 'পাঞ্জাব রিয়াসটি প্রজামণ্ডল' কে কত সালে প্রতিষ্ঠিত করেন ?
উত্তরঃ - ১৯২৮ সালের জুলাই মাসে খড়ক সিং।
২২) জাগির সিং ও মাস্টার হরি সিং কে ছিলেন ?
উত্তরঃ - পাঞ্জাবের কমিউনিস্ট কৃষক নেতা।
২৩) কার নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ ঘটে?
উত্তরঃ - বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে
২৪) কত সালে বারদৌলি সত্যাগ্রহ হয় ?
উত্তরঃ - ১৯২৮ সালের ১২ জুন।
২৫) কত খ্রিস্টাব্দে " চৌরিচৌরা কান্ড " ঘটে ?
উত্তরঃ - ১৯২২ খ্রিস্টাব্দের ৪ ফেব্রুয়ারি।
২৬) 'ইয়ং ইন্ডিয়া' পত্রিকাটি প্রকাশ করেন কে ?
উত্তরঃ - মহাত্মা গান্ধী।
২৭) মনিবেন প্যাটেল কে ছিলেন ?
উত্তরঃ - সর্দার বল্লভভাই প্যাটেলের কন্যা ছিলেন।
২৮) বল্লভভাই প্যাটেলকে কারা “ সর্দার ” উপাধিতে ভূষিত করেন?
উত্তরঃ - বারদৌলিয়ার মহিলারা।
২৯) কত খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হয় ?
উত্তরঃ - ১৯৩০ খ্রিষ্ট্রাব্দে।
৩০) কত খ্রিস্টাব্দে "কংগ্রেস সমাজতন্ত্রী দল" (Congress Socialist Party) প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ - ১৯৩৪ খ্রিস্টাব্দের ২৩ শে অক্টোবর।
৩১) "হরিজন" পত্রিকা প্রকাশ করেন কে ?
উত্তরঃ - গান্ধিজি ১৯৪২ খ্রিস্টাব্দে।
৩২) কত খ্রিস্টাব্দে 'ভারত ছাড়ো' আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় ?
উত্তরঃ - ১৯৪২ খ্রিস্টাব্দের ৮ ই অগাস্ট।
৩৩) 'সঞ্জীবনী' পত্রিকাটি কে প্রকাশ করেন ?
উত্তরঃ - কৃষ্ণকুমার মিত্র।
৩৪) 'স্বদেশী যুগে বাংলার প্রথম শ্রমিক ধর্মঘট' কোনটি ?
উত্তরঃ - ১৯০৫ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে হাওড়ার বার্ন ওয়ার্কস এর কর্মীদের ধর্মঘট।
৩৫) "বাংলার প্রথম ট্রেড ইউনিয়ন' কোনটি ?
উত্তরঃ - প্রিন্টার্স এন্ড কম্পোজিটার্স লিগ।
৩৬) কত খ্রিস্টাব্দে 'রেলওয়ে মেনস ইউনিয়ন ' প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ - ১৯০৬ খ্রিস্টাব্দে।
৩৭) কত খ্রিস্টাব্দে 'লক্ষ্ণৌ' চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ - ১৯১৬ খ্রিস্টাব্দে।
৩৮) কত খ্রিস্টাব্দে "নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস" (All India trade Union Congress) প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ - ১৯২০ খ্রিস্টাব্দে।
৩৯) A.I.T.U.C এর সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ - লালা লাজপৎ রায়।
৪০) ‘ভারতের কমিউনিস্ট পার্টি’ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ - ১৯২৫ খ্রিস্টাব্দে।
৪১) 'গণবাণী' পত্রিকা কে সম্পাদন করেন ?
উত্তরঃ - মুজাফফর আহমদ। ( ১৯২৩ খ্রিস্টাব্দ )
৪২) 'শ্রমিক' পত্রিকা কে সম্পাদিত করেন ?
উত্তরঃ - সন্তোষকুমারী গুপ্ত।
৪৩) 'লেবার-কিষান গেজেট' পত্রিকাটি কে সম্পাদন করেন ?
উত্তরঃ - সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার।
৪৪) কত খ্রিস্টাব্দে 'সাইমন কমিশন' ভারতে আসে ?
উত্তরঃ - ১৯২৭ খ্রিস্টাব্দে।
৪৫) সাইমন কমিশনের কতজন সদস্য ছিল ?
উত্তরঃ - ৭ জন সদস্য।
৪৬) সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে বোম্বাই বন্দরে উপনীত হয় ?
উত্তরঃ - ১৯২৮ খ্রিস্টাব্দের ৩রা ফেব্রুয়ারী।
৪৭) কোন দিনটি "গান্ধী দিবস" হিসেবে পালিত হয় ?
উত্তরঃ - ৬ ই জুলাই ( ১৯৩০) .
৪৮) কত খ্রিস্টাব্দে বোম্বাই সরকার 'শ্রম বিরোধী আইন' পাশ করেন ?
উত্তরঃ - ১৯৩৮ খ্রিস্টাব্দে।
৪৯) কাকে পাঞ্জাব কেশরী বলা হয় ?
উত্তরঃ - লালা লালা লাজপত রায়কে।
৫০) কলকাতায় সাইমন কমিশন বিরোধী আন্দোলন কে পরিচালনা করেন ?
উত্তরঃ - সুভাষ চন্দ্র বসু।
৫১) কত খ্রিস্টাব্দে ভারত শাসন আইন প্রবর্তিত হয় ?
উত্তরঃ - ১৯৩৫ খ্রিস্টাব্দে।
৫২) 'নেহেরু রিপোর্ট ' কি?
উত্তরঃ - সাইমন কমিশনের বিরোধিতার সঙ্গে ভারতের সাংবিধানিক সংস্কার নিয়ে চিন্তাভাবনা করার জন্য মতিলাল নেহেরুর নেতৃত্বে ভারতীয়দের নিয়ে গঠিত একটি সর্বদলীয় কমিটি গঠিত হয়। এই কমিটির রিপোর্টে সাংবিধানিক সংস্কারের বিকল্প প্রতিবেদন পেশ করেন, যা 'নেহেরু রিপোর্ট' নাম পরিচিত।
৫৩) জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনেIসভাপতিত্ব কে করেছিলেন?
উত্তরঃ - জওহরলাল নেহরু।
৫৪) স্বাধীনতার পূর্বে কোন দিনটিকে ভারতের "স্বধীনতা দিবস" হিসেবে পালিত হত ?
উত্তরঃ - ২৬ শে জানুয়ারী।
৫৫) ভারতে কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ কে ছিলেন ?
উত্তরঃ - নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
৫৬) ভারতের বাইরে ‘কমিউনিস্ট পার্টি’ কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ - ১৯২০ খ্রিস্টাব্দের ১৭ ই অক্টোবর। রাশিয়ার তাসখণ্ডে।
৫৭) "গান্ধী বনাম লেনিন" ইংরেজি পত্রিকাটি কে প্রকাশ করেন ?
উত্তরঃ - শ্রীপদ অমৃত ডাঙ্গে।
৫৮) কত খ্রিস্টাব্দে "গান্ধী বনাম লেনিন" পত্রিকাটি প্রকাশিত হয় ?
উত্তরঃ - ১৯২১ খ্রিস্টাব্দে।
৫৯) ভারতে প্রথমi প্রকাশিত কমিউনিস্ট পত্রিকাiটির নাম লেখ?
উত্তরঃ - দি সোস্যালিস্ট।
৬০) কত খ্রিস্টাব্দে "দি সোস্যালিস্ট" নাম সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশিত হয় ?
উত্তরঃ - ১৯২২ খ্রিস্টাব্দে।
৬১) লাহোর সাম্যবাদী আন্দোলনের পথিকৃৎ কে ছিলেন ?
উত্তরঃ - গোলাম হোসেন।
৬২) "ইনকিলাব" পত্রিকাটি কে সম্পাদিত করেন ?
উত্তরঃ - গোলাম হোসেন।
৬৩) 'ইনকিলাব' পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হয় ?
উত্তরঃ - উর্দু ভাষায়।
৬৪) কত খ্রিস্টাব্দে কোথায় প্রথম সর্বভারতীয় কমিউনিস্ট সম্মেলন অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ - কানপুরে ১৯২৫ খ্রিস্টাব্দের ২৬ শে ডিসেম্বর।
৬৫) The Labour Swaraj Party of the Indian National Congress কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?
উত্তরঃ - ১৯২৫ খ্রিস্টাব্দের ১লা নভেম্বর।
৬৬) কত খ্রিস্টাব্দে 'সাইমন কমিশন' বয়কট আন্দোলন শুরু হয় ?
উত্তরঃ - ১৯২৭ খ্রিস্টাব্দে।
৬৭) কানপুরে সর্বভারতীয় কমিউনিস্ট পার্টির সম্মেলনেIসভাপতিত্ব করেন কে?
উত্তরঃ - সিঙ্গারাভেলু চেট্টিয়ার।
৬৮) কত খ্রিস্টাব্দে লাহোর জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ - ১৯২৯ খ্রিস্টাব্দে।
৬৯) "ভারত কোন পথে" (Whither India) শীর্ষক প্রবন্ধটি কে প্রকাশ করেন ?
উত্তরঃ - জওহরলাল নেহেরু।
৭০) কে জাতীয় কংগ্রেসের ত্রিপুরী সম্মেলনেi সভাপতিত্ব করেন?
উত্তরঃ - সুভাষ চন্দ্র বসু।
৭১) ফরোয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ - সুভাষচন্দ্র বসু।
৭২) ভারতে 'Radical Humanisum' এর প্রবক্তা কে ছিলেন ?
উত্তরঃ - মানবেন্দ্র নাথ রায়।
৭৩) মানবেন্দ্র নাথ রায়ের প্রকৃত নাম কি?
উত্তরঃ - নরেন্দ্রনাথ ভট্টাচার্য।
৭৪) 'ইন্ডিয়া ইন ট্রানজিশন'," নব মানবতাবাদ:একটি ইস্তেহার"- গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তরঃ - মানবেন্দ্রনাথ রায়।
৭৫) কত খ্রিস্টাব্দে খেদা আন্দোলন হয় ?
উত্তরঃ - ১৯১৮ খৃস্টাব্দে।
৭৬) কত খ্রিস্টাব্দে চম্পারণ বিদ্রোহ হয় ?
উত্তরঃ - ১৯১৭ খ্রিস্টাব্দে।
৭৭) কত খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ হয় ?
উত্তরঃ - ১৯২১ খ্রিস্টাব্দে।
৭৮) কত খ্রিস্টাব্দে রুম্পা বিদ্রোহ হয় ?
উত্তরঃ - ১৯২২ খ্রিস্টাব্দে।
৭৯) কত খ্রিস্টাব্দে 'প্রথম বলশেভিক মামলা' শুরু হয় ?
উত্তরঃ - ১৯২২ খ্রিস্টাব্দে।
৮০) কত খ্রিস্টাব্দে কানপুর ষড়যন্ত্র মামলা হয় ?
উত্তরঃ - ১৯২৪ খ্রিস্টাব্দে।
File Name: Class 10 Madhyamik History All Chapter Pdf.
File Size: 2.13 MB
Download: Click Here to Download
আরও পড়ুনঃ
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ১ | Click Here |
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ২ | Click Here |
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ৩ | Click Here |
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
No comments:
Post a Comment