Header Ads Widget

Breaking

Sunday, October 3, 2021

WBBSE Madhyamik History Questions and Answers Chapter 2 | Class - X History Question & Answer

WBBSE Madhyamik History Questions and Answers Chapter 2

WBBSE Madhyamik Exam 2022 Question-answer 2022, Class 10th History Question with. Answers. History questions and answers note Bengali. Madhyamik exam solicitation answer wb 2022.

WBBSE Madhyamik History Questions and Answers Chapter 2
সংস্কারঃ বৈশিষ্ঠ্য ও পর্যালোচনা 

জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস বই এর দ্বিতীয় অধ্যায়ের মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্নোত্তর শেয়ার করলাম। এখানে রাজা রামমোহন রায় ও সমাজ সংস্কারকদের দ্বারা পাশ্চাত্য সভ্যতা জরাজীর্ন ভারতীয় সভ্যতা ও সমাজ জীবনের ওপর বেশকিছু প্রশ্নোত্তর দেওয়া হলো।


জীবনমুখপাধ্যায়ের দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ২

প্রশ্নঃ- ভারতীয় নবজাগরণের অগ্রদুত কাকে বলাi হয়?
উত্তরঃ - রাজা রামমোহন রায়কে।
 
প্রশ্নঃ - কাকে ভারতেরiপ্রথম আধুনিক মানুষ বলাiহয়?
উত্তরঃ - রাজা রামমোহন রায়কে।
 
প্রশ্নঃ - “অ্যাংলোiহিন্দু স্কুল” কে প্রতিষ্ঠা করেনi?
উত্তরঃ - ১৮২২ ( ১৮১৬) খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়।
 
প্রশ্নঃ - Indian Academy এর পূর্ব নাম কীiছিলi?
উত্তরঃ - অ্যাংলো হিন্দু স্কুল।

প্রশ্নঃ - “হিন্দু কলেজ” কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?
উত্তরঃ - ১৮১৭ খ্রিস্টাব্দের ২০ শে জানুয়ারি।
 
প্রশ্নঃ - হিন্দু কলেজের বর্তমানiনাম কী?
উত্তরঃ - প্রেসিডেন্সি কলেজ।
 
প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে " হিন্দু কলেজ " এর নাম বদলে " প্রেসিডেন্সি কলেজ " নামকরণ করা হয় ?
উত্তরঃ - ১৮৫৫ খ্রিস্টাব্দে।
 
প্রশ্নঃ - Hindu College কে প্রতিষ্ঠাiকরেন?
উত্তরঃ - রাজা রামমোহন রায়ের সহায়তায় ডেভিড হেয়ার।
 
প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে " জনশিক্ষা কমিটি " গঠিত হয় ?
উত্তরঃ - ১৮২৩ খ্রিস্টাব্দে।
 
প্রশ্নঃ - রাজা রামমোহন রায়কে " আধুনিক ভারতের শ্রষ্ঠা " বলে কে অভিহিত করেন ?
উত্তরঃ - ইংরেজ ঐতিহাসিক স্পিয়ার।
 
প্রশ্নঃ - ‘School Book Society’ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ - ১৮১৭ খ্রিস্টাব্দের ৪ ঠা জুলাই।
 
প্রশ্নঃ - কত খ্রিষ্টাব্দে “Calcata Female School” প্রতিষ্ঠা করাI হয়?
উত্তরঃ - ১৮৪৯ খ্রিস্টাব্দে ( ডিঙ্কওয়াটার বেথুন )

প্রশ্নঃ - ‘Hindu Metropolitan College’ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ - ১৮৫৩ খ্রিস্টাব্দে।
 
প্রশ্নঃ - " হিন্দু কলেজ " এর তরুন অধ্যাপক কে ছিলেন ?
উত্তরঃ - ডিরোজিও।

প্রশ্নঃ - কবে ‘Kolkata School Society’ প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ - ১৮১৮ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - কবে ‘Kolkata Medical College’ প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ - ১৮৩৫ খ্রিস্টাব্দে ১ লা ফেব্রুয়ারী ।

 
প্রশ্নঃ - বেথুন সাহেব এর পুরো নাম কি ?
উত্তরঃ - জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন।
 
প্রশ্নঃ - বেথুনের প্রকৃত নাম কি ?
উত্তরঃ - বিটন।
 
প্রশ্নঃ - ‘Hindu Female School’ বা হিন্দু বালিকাI বিদ্যালয় কে স্থাপন করেন?
উত্তরঃ - 1849 খ্রিস্টাব্দের 7 ই মে বেথুন সাহেব।

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে বেথুন সাহেব মারা যান ?
উত্তরঃ - ১৮৫১ খ্রিস্টাব্দে।
 
প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে " স্কুল ফর নেটিভ ডক্টরস " প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ - ১৮২২ সালের ২১ শে জুন ( কলকাতা ).

প্রশ্নঃ - কলকাতা মেডিক্যালiকলেজের প্রথম অধ্যক্ষiকে ছিলেনi?
উত্তরঃ - ডাঃ যোসেফ ব্রামলি।
 
প্রশ্নঃ - মধুসূদন গুপ্ত কোথায় জন্ম গ্রহণ করেন ?
উত্তরঃ - ১৮০৬ খ্রিস্টাব্দে হুগলি জেলার বৈদ্যবাটিতে।
 
প্রশ্নঃ - ‘London Farmakopiya’ গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন কে?
উত্তরঃ - ১৮৪৯ খ্রিস্টাব্দে মধুসূদন গুপ্ত।
 
প্রশ্নঃ - মধুসূদন গুপ্ত বাংলায় অনুবাদকৃত গ্রন্থগুলির নাম লেখো ?
উত্তরঃ - লন্ডন ফার্মাকোপিয়া ( ১৮৪৯) , অ্যানাটমি ( ১৮৫৩ ) , অ্যানাটমিস্টস ভ্যাডে-মেকাম।
 
প্রশ্নঃ - বিশ্বiবিদ্যালয় আইন কবে পাশiহয়?
উত্তরঃ - ১৮৫৭ খ্রিস্টাব্দে।
 
প্রশ্নঃ - Kolkata University এর প্রথম উপাচার্যI নিযুক্ত হন কে?
উত্তরঃ - স্যার উইলিয়াম জেমস কোলভিন।

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম বি.এ. পরীক্ষা আয়োজিত হয় ?
উত্তরঃ - ১৮৫৮ খ্রিস্টাব্দে।
 
প্রশ্নঃ - এশিয়ার প্রথম ডি.লিট ডিগ্রি প্রাপক ছাত্রের নাম কি ?
উত্তরঃ - বেণীমাধব বড়ুয়া।
 
প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় চাপাখানা স্থাপিত হয় ?
উত্তরঃ - ১৯০৮ খ্রিস্টাব্দে।
 
প্রশ্নঃ - বিশ্বiবিদ্যালয় আইন কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ - ১৯০৯ খ্রিস্টাব্দে।
 
প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে বিজ্ঞান কলেজ স্থাপিত হয় ?
উত্তরঃ - ১৯১৪ খ্রিস্টাব্দে।
 
প্রশ্নঃ - কে ‘ব্রাহ্ম সভাi’ প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ - রাজা রামমোহন রায়।
 
প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় " ব্রাহ্ম সভা " প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ - ১৮২৮ খ্রিস্টাব্দে।
 
প্রশ্নঃ - কে কত খ্রিষ্টাব্দে ‘ব্রাহ্মiসমাজ’ প্রতিষ্ঠাiকরেন?
উত্তরঃ - ১৮৩০ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়।
 
প্রশ্নঃ - কার চেষ্টায় ‘সতীদাহ প্রথা’ নিষিদ্ধ হয়?
উত্তরঃ - ১৮২৯ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায়।
 
প্রশ্নঃ - কে ‘সতীদাহ প্রথাi’ নিবারণ আইনi পাশ করেনi?
উত্তরঃ - লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ( ১৮২৯ )

প্রশ্নঃ - ‘তত্ত্ববোধিনী সভাI’ কে প্রতিষ্ঠাIকরেন?
উত্তরঃ - ১৮৩৯ খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্নঃ - ব্রহ্মানন্দ কার উপাধি ছিল ?
উত্তরঃ - কেশবচন্দ্র সেনের।
 
প্রশ্নঃ - কেশবচন্দ্র সেনকে ব্রহ্মাIনন্দ উপাধি কে প্রদাIনIকরেন?
উত্তরঃ - দেবেন্দ্রনাথ ঠাকুর।
 
প্রশ্নঃ - সর্বভারতীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ - ১৮৬৬ খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন।
 
প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে " তিন আইন " পাশ হয় ?
উত্তরঃ - ১৮৭২ খ্রিস্টাব্দে।
 
প্রশ্নঃ - " তিন আইন " কি ?
উত্তরঃ - ব্রাহ্মসমাজের আন্দোলনের ফলে ১৮৭২ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বাল্যবিবাহ , অসবর্ণ বিবাহ , বহুবিবাহ , স্ত্রীশিক্ষা , পর্দাপ্রথা প্রভৃতি সামাজিক কুসংস্কারগুলি নিষিদ্ধ করে ও বিধবাবিবাহ , অসবর্ণ বিবাহ কে সীকৃতি দেয়। যে আইনের মাধ্যমে এইগুলি জারি করা হয় তাকে তাকে " তিন আইন " বলে।
 
প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে " সাধারণ ব্রাহ্ম সমাজ " প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ - ১৮৭৮ খ্রিস্টাব্দের ১৫ ই মে।
 
প্রশ্নঃ - " সঙ্গত সভা " প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ - ১৮৬০ খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন।
 
প্রশ্নঃ - আত্মীয়Iসভা কে প্রতিষ্ঠাIকরেন?
উত্তরঃ - ১৮১৫ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়।
 
প্রশ্নঃ - " সহমরণ বিষয়ে প্রবর্তক ও বিবর্তকের সম্বাদ " পুস্তিকাটি কে প্রকাশ করেন ?
উত্তরঃ - ১৮১৮ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়।
 
প্রশ্নঃ - ‘ধর্মসভাi’ প্রতিষ্ঠাIকরেন কেI?
উত্তরঃ - রাধাকান্ত দেব।
 
প্রশ্নঃ - " বিধায়ক বিষেধকের সম্বাদ " পুস্তিকাটি কে প্রকাশ করেন ?
উত্তরঃ - কাশীনাথ তর্কবাগীশ।
 
প্রশ্নঃ - " সহমরণ বিষয় " নামক পুস্তকটি কে লেখেন ?
উত্তরঃ - কাশীনাথ তর্কবাগীশ।
 
প্রশ্নঃ - " সহমরণ বিষয় " নামক পুস্তকটি কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ - ১৯২৯ খ্রিস্টাব্দে।
 
প্রশ্নঃ - ডিরোজিও এর প্রকৃত নাম কি ?
উত্তরঃ - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
 
প্রশ্নঃ - নব্যবঙ্গ আন্দোলনের নেতা কে ছিলেন ?
উত্তরঃ - ডিরোজিও।

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে " অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন " নাম বিতর্ক সভা প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ - ১৮২৭ খ্রিস্টাব্দে মানিকতলায়।
 
প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে " পার্থেনন " পত্রিকা প্রকাশিত হয় ?
উত্তরঃ - ১৮২৯ খ্রিস্টাব্দে।
 
প্রশ্নঃ - পার্থেননIপত্রিকার সম্পাদক কে ছিলেনI?
উত্তরঃ - ডিরোজিও।
 
প্রশ্নঃ - " ক্যালেইডোস্কোপ " পত্রিকাটি কে প্রকাশ করেন ?
উত্তরঃ - ডিরোজিও।
 
প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে ডিরোজিও মারা যান ?
উত্তরঃ - ১৮৩১ খ্রিস্টাব্দে।
 
প্রশ্নঃ - " ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ " আন্দোলনের নেতা কে ছিলেন ?
উত্তরঃ - ডিরোজিও।
 
প্রশ্নঃ - বিধবাবিবাহ আইন প্রণয়ন করেন কে ?
উত্তরঃ - ১৮৫৬ খ্রিস্টাব্দের ২৬ শে জুলাই লর্ড ক্যানিং।
 
প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে বাংলায় প্রথম বিধবাবিবাহ অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ - ১৮৫৬ খ্রিস্টাব্দের ৭ ই ডিসেম্বর।
 
প্রশ্নঃ - বিদ্যাসাগরের যে পুত্রের সঙ্গে ভবসুন্দরী নামে বিধবারIবিয়ে দেন তার নাম কীI?
উত্তরঃ - নারায়ণচন্দ্র।
 
"বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়
সদরে করেছে রিপোর্ট , বিধবাদের হবে বিয়ে। "


File Name: Class 10 Madhyamik History All Chapter Pdf.

File Size: 2.13 MB

Download: Click Here to Download

আরও পড়ুনঃ 

মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের  প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ১ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ৩Click Here
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তরClick Here
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here

No comments:

Post a Comment