Breaking

Monday, April 29, 2024

WBBSE Class 4 Why Is The Sky So High Bengali Meaning with Extra Question Answer

WBBSE Class 4 Why Is The Sky So High Bengali Meaning with Extra Question Answer

WB e-Learning is the West Bengal Board Of Secondary Education website or article publishing platform. Here I gonna share WBBSE Class 4 Why Is The Sky So High that is the story I have explained in Bengali.

WB Class 4 english  Why Is The Sky So High Solution with Bengali meaning

যদি তুমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অথবা বাংলা মাধ্যমের শিক্ষার্থী হও তবে আজকের এই প্রতিবেদনটি তোমার জন্য। আমি এই প্রতিবেদনে Class 4 English বই এর Lesson 1 "Why Is The Sky So High" গল্পটি লাইন বাই লাইন বাংলা অনুবাদ করেছি। আজকের এই প্রতিবেদনটি তোমার খুব উপকারে আসবে।

এই গল্পটি পড়ার পর তুমি বিষয় সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করবে। এই গল্পটির উপর ভিত্তি করে একটি WorkSheet তৈরী করা হয়েছে। WorkSheet টির PDF লিংক শেষে দেওয়া রয়েছে। তুমি সেটিকে Download করে নিয়ে নিজেই বাড়িতে বসে সেগুলিকে Solve করার চেষ্টা করবে। WorkSheet টির সমাধান করে তুমি তোমার শিক্ষকের কাছে সেটিকে চেক করে নেবে কোথাও ভুল হয়েছে কিনা।


Why Is The Sky So High (1st Stanza)

 It was 10'O clock in the night-এখন রাত ১০টা বাজে। 

Mimi and Raju had not yet gone to bed.-তখনও মিমি এবং রাজ্য বিছানায় যায়নি।

They wanted a bedtime story from their mother.- তারা তাদের মা'র কাছ থেকে একটি ঘুম পাড়ানি গল্প শুনতে চেয়েছিল।

So Mimi and Raju's mother lay down with them on the bed.- তাই মিমি এবং রাজুর মা তাদের নিয়ে বিছানায় শুয়ে পড়ল।

'All right, then, "mother said, "I'll tell you a story."- মা বলল, তাহলে ঠিক আছে, আমি তোমাদের একটি গল্প শুনাব।

I heard this from my mother when I was your age.- যখন আমি তোমাদের বয়সি ছিলাম, আমি আমার মা'র কাছ থেকে এটি শুনেছি।

What is the story all about?- গল্পটি কী?

Mimi and Raju asked, all excited.- বিষ্ময়ে মিমি এবং রাজু জিজ্ঞেস করল।

It's about the sky, mother said, smiling.- মা হাসতে হাসতে বলল, এটি আকাশ নিয়ে।

Do you want to hear it?- তোমরা কী এটি শুনতে চাও?

Oh yes! they said.- ওহ হ্য্যঁ! তারা বলল।

Mother began the tale.- মা গল্পটি বলতে শুরু করল।

Long ago, everybody could touch the sky.- অনেকদিন আগে, প্রত্যেকে আকাশ ছুতে পারত।

The sky stretched like an umbrella over the Earth.- আকাশ একটি ছাতার মতো পৃথিবীকে ঢেকে রাখত।

He played with little children.- সে ছোট্টো শিশুদের সঙ্গে খেলা করত।

They threw balls at him.- শিশুরা তার দিকে বল ছুড়ত।

 He threw the balls back.- সেও বলটি ফিরিয়ে দিত।

The sky and the children laughed together in happiness.- আকাশ ও শিশুরা  একসাথে আনন্দে হাসত। 

The sky was very close to the Earth.- আকাশ তখন পৃথিবীর খুব কাছাকাছি ছিল।

Why Is The Sky So High (2nd Stanza)

In those days, there lived an old woman.-ওই দিনগুলিতে, সেখানে একটি বৃদ্ধ মহিলা বাস করত।

She was the oldest women in the village - সে গ্রামের সবচেয়ে বৃদ্ধ মহিলা ছিল।

She lived in a little mud hut - সে একটি ছোট্ট মাটির কুটিরে বাস করত।

Her hut was beside a paddy field - তার কুটিরটি একটি ধান ক্ষেতের পাশে ছিল।

There were coconut trees at a distance - সেখানে নারিকেল'এর গাছগুলি কিছু দূরে ছিল।

She had very little work to do - তার খুব কম কাজ ছিল।

She had nowhere to go. - তার কোথাও যাওয়ার ছিল না।

So all day long, she cleaned her hut. - তাই সারাদিন ধরে, সে তার কুটিরটি পরিষ্কার করত।

One hot summer day, There was dust everywhere.- এক উষ্ম গ্রীষ্মের দিনে, সর্বত্র ধূলো ছিল।

People were coughing (কফিং)  and sneezing (সিনিজিং) .- লোকজন কাশছিল এবং হাচ্ছিল।

Even the Sky coughed and sneezed.- এমনকি আকাশও কাশি ও হাঁচি দিল।

The old women's hut was also covered with dust. - বৃদ্ধ মহিলাটির কুটিরটিও ধুলোয় ঢেকে গেল।

She swept and swept the little hut.- সে ছোট্ট কুটিরটিকে ঝাড়ের পর ঝাড় দিল।

She swept the inside of her hut.- সে তার কুটিরটির ভিতরের দিকে ঝাড় দিল।

She swept the outside to her hut.- সে তার কুটিরের বাইরের দিকেও ঝাড় দিল।

Dust rose all around her in brown clouds.- তার চারপাশের ধুলো বাদামি মেঘে উড়ে গেল।

The Sky could not breathe easily.- আকাশ খুব সহজে শ্বাস নিতে পারত না।

The dust got into his nose and made him sneeze.- ধুলো তার নাকে প্রবেশ করল এবং তাকে হাঁচালো।

The sneeze shook the world with its loud sound.- হাঁচি তার বিকট শব্দে পৃথিবীকে কাঁপিয়ে দিল।

The sneeze of the sky was thander.- আকাশের হাঁচি ছিল বজ্র।

People covered their heads and ran indoors in fear. - লোকজন মাথা ঢেকে ভয়ে ঘরের ভেতর ছুটল।

But the old woman kept on sweeping with her broom.- কিন্তু বুড়ি তার ঝাটা দিয়ে ঝাড়ু দিতে থাকে।

The Dust from her broom got into the sky's eyes and made them water.-তার ঝাটা থেকে ধুলো আকাশের চোখে প্রবেশ করল এবং জল করে দিল।

The water fell as drops of rain. - জল বৃষ্টির ফোঁটা হয়ে পড়ল।

Raindrops fell on to the areas she had just swept. - বৃষ্টির ফোঁটাগুলি সেখানে পড়ল যেখানে সে সবেমাত্র ঝাড় দিয়েছিল।

Why Is The Sky So High (3rd Stanza)

The old woman looked angrily at the Sky.- বৃদ্ধ মহিলাটি ক্ষুব্ধভাবে আকাশের দিকে তাকাল।

"Stop raining at once," she ordered.- সে আদেশ করল, এখনই বৃষ্টি থামাও।

The Sky could not stop raining.- আকাশ বৃষ্টি থামাতে পারত না।

His eyes were full of dust with all her sweeping.- তার সমস্ত ঝাড় দেওয়া ধুলাগুলিতে তার দূটি চোখ ভোরে গিয়েছিল।

She picked up her broom.- সে তার ঝাটাটি তুলল।

and started to sweep.- এবং ঝাড় দিতে আরম্ভ করল।

She sweep harder and harder.- সে আরো শক্ত করে ঝাড় দেওয়া শুরু করল।

More and more dust flew up.- আরো বেশি ধুলা উড়তে লাগল।

The Sky jumped out of her way. - আকাশ তার পথ থেকে লাফিয়ে বেরিয়ে গেল।

He tried to avoid the dust. - সে ধুলো এড়ানোর চেষ্টা করত।

"Please, stop sweeping," he pleaded. - সে আনুনয় করে বলল, দয়া করে ঝাড় দেওয়া বন্ধ কর।

The old woman did not listen to his request. - বৃদ্ধাটি তার অনুরোধে কোনো কর্ণপাত করল না।

She kept on sweeping. - সে ঝাড় দিয়েই চলল।

She wanted to keep her hut clean.- সে তার কুটিরটিকে পরিষ্কার রাখতে চাইত।

The Sky could take it no more. - আকশ আর বেশি নিতে পারল না।

He sneezed and coughed. সে হাঁচি আর কাশি দিল।

He thundered and rained. - সে বজ্রপাত ও বৃষ্টি দিতে লাগল।

At last, the Sky flew up. - অবশেষে, আকাশ উড়ে গেল।

He flew out of reach of the old woman's broom. - সে বৃদ্ধাটির ঝাটার নাগালের বাইরে উড়ে গেল।

The Sky never came down again. - আকাশ আর কখনও নেচে নেমে আসল না।

But the Sky is still a friend to little children. কিন্তু আকাশ এখনও ছোট শিশুদের বন্ধু।

From a distance, he watches them play and smiles happily. - দূর থেকে সে তাদের খেলা দেখে ও আনন্দে হাসে।

Why Is The Sky So High Word Trove with Bengali Meaning

Words Bengali Meaning
Whyকেন
So high এত উঁচু
Skyআকাশ
Yetতবুও
Bedtime storyঘুমপাড়ানি গল্প
Tellবলা
Heardশুনেছিল
Fromথেকে
Ageবয়স
Askedজিজ্ঞেস করল
Excitedউত্তেজিত
Smileহাসি (মৃদু হাসি)
Beganশুরু করল
Taleগল্প
Everybodyপ্রত্যেকে
Touchস্পর্শ (ছোয়া)
Stretchedছড়িয়ে পড়া / ঢেকে রাখা
Likeমতো
Earthপৃথিবী
Withসাথে
Littleছোট্ট
Childrenশিশুরা
Threwছুড়ত
at himতার দিকে
Laughedহাসল
Togetherএকসঙ্গে
Happiness আনন্দ
Oldestসবচেয়ে পুরোনো
Womanমহিলা
Villageগ্রাম
Mudকাদা
Hutকুঁড়ে ঘর / কুটির
Besideপাশে
Paddy fieldধানের জমি
Coconutনারিকেল
Distanceদূরে
Nowhereকোথাও
Cleanপরিষ্কার
Summerগ্রীষ্ম
Dustধূলো
Everywhereসর্বত্র
Peopleলোকজন / জনগন
Coughingকাশছে
Sneezeহাঁচি
Evenএমনকি
Coverঢাকা
Sweptঝাড় দেওয়া
Insideভিতরের দিক
Outsideবাইরের দিক
Roseউঠেছিল / গোলাপ
Aroundচারদিক
Brownবাদামি
Cloudsমেঘগুলি
Breatheশ্বাস
Easilyসহজে
Shookনাড়িয়েছিল
Worldপৃথিবী
Loudজোরালো 
Thunderবজ্র
Fearভয়
Broomঝটা
Raindropsবৃষ্টির ফোটা
areaএলাকা / অঞ্চল
Angrilyরেগে
At once এক্ষুনি
Order আদেশ
Stop থামা
Pick outতুলে নেওয়া
Triedচেষ্টা করল
Avoid এড়িয়ে চলা
Pleaseদয়াকরে
Pleaded আনুনয় বিনয় করা
Listenশুনা
Request অনুরোধ
Keep রাখা
Takeনেওয়া
Moreবেশি
At last অবশেষে
Neverকখনো না
Againআবার
Stillতখনও / এখনো / তথাপি
Distanceদুর
Watchদেখা
Happilyআনন্দ

Class 4 Why is the Sky so high worksheet


1st Stanza

A. Answer the following Questions given below:

1. What did Mimi and Raju want to hear from their mother?

2. What is the story all about?

3. From Whom did Raju's mother hear the story?

4. Long ago, Who could the children touch?

5. How did the Sky stretch over the earth?

6. Long ago, With Whom did the sky play?

7. Who laughed together in happiness?

B. Write the opposite word that followed:

i) Night                 ii) Like                 iii) Little              iv) Happiness   

C. Write the Bengali meaning of the following words:

i) Bedtime Story    ii) Stretch             iii) Children        iv) Happiness

D. Change the Number of the given words:

i) Story                   ii) Ball                 iii) Children        iv) Umbrella

E. Fill in the blanks with a, an or the:

i) _______ Story     ii) ______ Sky    iii) ______ Umbrella     iv) ______ Earth

F. "The sky stretched like an umbrella over the earth" Here 'Like' এর অর্থ হল 'মত' এখন তুমি 'Like' দিয়ে ৫টি ইংরেজিতে বাক্য লিখ।


2nd Stanza

A. Answer the following questions given below:

1. Where did the old woman live in?

2. Where was the old woman's hut?

3. Why were people coughing and sneezing?

4. What was the hut covered with?

5. Why could the sky not breathe easily?

6. What was thunder?

7. Why did the people run indoors?


B. Fill in the blanks with the help of the following words:

1. She was the _________ woman in the village.

2. She had very _________ work to do.

3. The old woman's haut covered with _______.

4. The dust got into the sky's _______ and ______.

5. The water fell as _____________.


Help Box: dust, live, drops of rain, little, nose, eyes


C. Make a sentence with the help of the given words:

i) live:                ii) mud                 iii) broom


3nd Stanza

A. Complete the following sentence with information from the text:

1. The sky could not stop raining because _______________________________.

2. He pleaded, The old woman _______________________________________.

3. __________________________________ of reach of the old woman's broom.

4. He watches them play and ________________________________________.


B. Write the opposite word of these words:

i) full             ii) start                iii) avoid             iv) take                 v) come

C. Write the past form of the following verbs:


Verbs Past form of verbs
Look
Start
Sweep
Jump
Take
Come


No comments:

Post a Comment