Breaking

Wednesday, September 29, 2021

WBBSE Madhyamik History Suggestion 2022 PDF Download

WBBSE Madhyamik History Suggestion 2022 PDF Download

মাধ্যমিক ইতিহাস ২০২২

পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস সাবস্টেশন 2022 পিডিএফ নতুন সিলেবাস অনুযায়ী প্রস্তুত করা হল। বিষয়গুলিতে ভাল স্কোর করতে সহায়তা করবে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (WBBSE) ২০ শে মার্চ থেকে মাধ্যমিক ২০২২ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে। এই বছর মাধ্যমিক ইতিহাস পরীক্ষা ২০২২ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে। WBBSE মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য পান।


জীবনমুখপাধ্যায়ের লেখা দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর

প্রশ্নঃ -কোথায় প্রথম অলিম্পিক গেমসের খেলা অনুষ্ঠিত হয়?

উত্তরঃ - প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নগরীতে। 

প্রশ্নঃ -  কত খ্রিস্টাব্দে অলিম্পিক গেমসের সূচনা হয় ?

উত্তরঃ - ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে। 

প্রশ্নঃ - মেয়েদের জলক্রীয়া উদ্যানচর্চার উল্লেখ রয়েছে কোন কাব্যে ?

উত্তরঃ - পবন্দুত কাব্যে। 

প্রশ্নঃ - হিন্দুমেলা কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ - ১৮৬৭ খ্রিস্টাব্দে। 

প্রশ্নঃ - মল্লযুদ্ধে পারদর্শী দুজন বাংলালির নাম লেখ ?

উত্তরঃ - জোতিন্দ্রপ্রসাদ গুহ এবং ফনীন্দ্রকৃষ্ণ গুহ। 

প্রশ্নঃ - মল্ল বিদ্যা কি ?

উত্তরঃ - কুস্তি কে মল্লবিদ্যা বলা হয়। 

প্রশ্নঃ - ভারতীয় উপমহাদেশে ফুটবল খেলার আবির্ভাব হয় কিভাবে ?

উত্তরঃ - ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাবিকদের মাধ্যমে। 

প্রশ্নঃ - ভারতে কবে প্রথম ফুটবল খেলা শুরু হয় ?

উত্তরঃ - সম্ভবত ১৮৫৪ সালের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে। 

প্রশ্নঃ - ভারতের কোথায় প্রথম ফুটবল খেলার আসর বসে ?

উত্তরঃ - এসপ্ল্যানেড ময়দানে। 

প্রশ্নঃ - কোন বাঙালি ফুটবলে প্রথম পা  ছোঁয়ান ?

উত্তরঃ - নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। 

প্রশ্নঃ - ক্রিকেট খেলার সূচনা হয় কোথায়  ?

উত্তরঃ - সপ্তম শতকে দক্ষিণ ইংল্যান্ডের একটি গ্রামে। 

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম ক্রিকেট ক্লাব অনুষ্ঠিত হয়?

উত্তরঃ - ১৮৯২ সালে। 

প্রশ্নঃ - ভারতে প্রতিষ্ঠিত প্রথম ক্রিকেট ক্লাবটির নাম কি ?

উত্তরঃ - ক্যালকাটা ক্রিকেট ক্লাব। 

প্রশ্নঃ - ভারতের প্রথম ওভারহেড বোলারের নাম কি ?

উত্তরঃ - নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। 

প্রশ্নঃ - টাউন ক্লাব কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ - সারদারঞ্জন রায়। 

প্রশ্নঃ - রেব্জারস ক্লাব যে খেলার সঙ্গে সম্পর্কিত তার নাম লেখ?

উত্তরঃ - হোকি খেলার সঙ্গে। 

প্রশ্নঃ - মানুষ কৃষিকাজ করতে শেখে কোন যুগে ?

উত্তর- নতুন পাথরের যুগে। 

প্রশ্নঃ - রসগোল্লা: বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থটি কে লেখেন ?

উত্তরঃ - হরিপদ ভৌমিক। 

প্রশ্নঃ - ভারতে আলু চাষের প্রচল করে করা ?

উত্তরঃ - পর্তুগিজরা। 

প্রশ্নঃ - কোন দেশকে "কেকের দেশ " বলা হয় ?

উত্তরঃ - স্কটল্যান্ডকে। 

প্রশ্নঃ - তামিলনাড়ুর লোক নৃত্যের নাম কি ?

উত্তরঃ - ভারতনাট্যম। 

প্রশ্নঃ -  কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য ?

উত্তরঃ - কেরালার। 

প্রশ্নঃ - উত্তর ও পশ্চিম ভারতের লোকনৃত্যের নাম কি ?

উত্তরঃ - কত্থক। 

প্রশ্নঃ - অন্দ্রপ্রদেশের লোকনৃত্যের নাম কি ?

উত্তরঃ - কুচিপুরি। 

প্রশ্নঃ - "বিহ" কোন রাজ্যের লোকনৃত্য ?

উত্তরঃ - আসামের। 

প্রশ্নঃ - পূর্বভারতের লোকনৃত্যের নাম কি ?

উত্তরঃ - ছৌ ও ঝুমুর। 

প্রশ্নঃ - মহাভারত কে রচনা করেন ?

উত্তরঃ - ব্যাসবেদ। 

প্রশ্নঃ - অষ্টাধয়ী কে রচনা করেন ?

উত্তরঃ - পাণিনি। 

প্রশ্নঃ - নাট্যশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তরঃ - ভরত। 

প্রশ্নঃ - "বংফিয় নাট্যশালার ইতিহাস " গ্রন্থটি রচনা করেন কে ?

উত্তরঃ - আশুতোষ ভট্টাচার্য। 

প্রশ্নঃ - "দৃশ্যকাব্য পরিচয়" গ্রন্থটি রচনা করেন কে ?

উত্তরঃ - সত্য জীবন মুখোপাধ্যায়। 

প্রশ্নঃ - বায়স্কোপকে বাংলায় কি বলা হত ?

উত্তরঃ - ছবি বলা হয়। 

প্রশ্নঃ - ভারতের প্রথম প্রদর্শিত চলচিত্রটির নাম কি ?

উত্তরঃ - রাজা হরিশ্চন্দ্র। 

প্রশ্নঃ - 'রাজা হরিশ্চন্দ্র" চলচিত্রটির নির্মাতাকে ছিলেন ?

উত্তরঃ - দাদাসাহেব ফালকে। 

প্রশ্নঃ - কোথায় রাজাI হরিশ্চন্দ্র চলচিত্রটি প্রদর্শিত হয়I?

উত্তরঃ - ১৯১৩ সালের ২১ এপ্রিল ভারতের "অলিম্পিয়া থিয়েটার " এ। 

প্রশ্নঃ - "চলচিত্র, মানুষ এবং আরো কিছু" চলচিত্র, গ্রন্থটি রচনা করেন কে ?

উত্তরঃ - ঋত্বিক কুমার ঘটক। 

প্রশ্নঃ - সত্যজিৎ রায় এর চলচিত্র বিষয়ক গ্রন্থটির নাম লেখ?

উত্তরঃ - " বিষয় চলচিত্র। "

প্রশ্নঃ - "সিনেমা এলো কেমন করে" গ্রন্থটি রচনা করেন কে ?

উত্তরঃ - ফারহানা মিলি। 

প্রশ্নঃ - কত সালে চলচ্চিত্র সিনেমার পথ চলা শুরু হয় ?

উত্তরঃ - ১৮৯৫ সালের ২৮ ডিসেম্বর। 

প্রশ্নঃ - "বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা" গ্রন্থটি রচনা করেন কে ?

উত্তরঃ - মলয় রায়। 

প্রশ্নঃ - কোন যুগে মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে ?

উত্তরঃ - নতুন পাথরের যুগে। 

প্রশ্নঃ - পাথরকুচি ও পিচ দিয়ে মজবুত রাস্তা তৈরির কৌশল আবিষ্কার করেন কে ?

উত্তরঃ - টেলফোর্ট ও ম্যাকডোম। 

প্রশ্নঃ - মজবুত রাস্তা তৈরীর কৌশন কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?

উত্তরঃ - ১৮১১ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। 

প্রশ্নঃ - বাষ্পচালিত রেন ইঞ্জিন তৈরী করেন কে ?

উত্তরঃ - ১৮১৪ খ্রিস্টাব্দে জর্জ স্টিভেনসন। 

প্রশ্নঃ - ‘বৌদ্ধ ধর্মের ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন কে?

উত্তরঃ - বৌদ্ধ সন্ন্যাসী লামা তারানাথ। 

প্রশ্নঃ - কোথায় প্রথম ফটোগ্রাফির সূচনা হয় ?

উত্তরঃ - ১৮৩৯ সালে ইউরোপে। 

প্রশ্নঃ - "ক্যালটাইপ সোসাইটি" কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ - ১৮৪৭ সালে। 

প্রশ্নঃ - Royal Photography Society কথায় এবং কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?

উত্তরঃ - ১৮৫৩ সালে লন্ডনে। 

প্রশ্নঃ - জিগুরাত কি ?

উত্তরঃ - প্রাচীন সুমেরে ধোনি ব্যক্তিরা বিশাল বিশাল অট্টালিকা তৈরী করত। সেখানে প্রত্যেক নগরে একজন করে নগর দেবতা থাকত। তাদের উদ্দেশ্যে বিশাল মন্দির তৈরী করা হত এগুলিকে বলা হত জিরুরাত। 

প্রশ্নঃ - "The archaeology of ancient India cities" বইটি কে লিখেছেন ?

উত্তরঃ - ডঃ দিলীপ কুমার চক্রবর্তী। 

প্রশ্নঃ - "Immortal India" নামে তিন খন্ডের বইটি কে লিখেন ?

উত্তরঃ - জে. এইচ. দভে। 

প্রশ্নঃ - মধ্যযুগের নগর পুস্তকটি কে রচনাI করেনI?

উত্তরঃ - ডঃ অনিরুদ্ধ রায়। 

প্রশ্নঃ - "অর্থশাস্ত্র" গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তরঃ - চাণক্য বা কৌটিল্য। 

প্রশ্নঃ - কে ভারতের সামরিক ইতিহাস নিয়ে বই লিখেন ?

উত্তরঃ - স্যার যদুনাথ সরকার। 

প্রশ্নঃ - মারাঠাদের সামরিক ব্যবস্থাI নিয়ে গবেষণাI করেন কে?

উত্তরঃ - ডঃ সুরেন্দ্রনাথ সেন। 

প্রশ্নঃ - "প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা" বইটি কে রচনা করেন ?

উত্তরঃ - ডঃ শুভেন্দু গুপ্ত। 

প্রশ্নঃ - "হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস" গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তরঃ - ডঃ প্রফুল্লচন্দ্র রায়। 

প্রশ্নঃ - ‘প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস’ গ্রন্থটি রচনাI করেন কেI?

উত্তরঃ - ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ। 

প্রশ্নঃ - "Essays on Ancient Indian science and technology" কে সম্পাদিত করেন ?

উত্তরঃ - মানবেন্দ্র ব্যানার্জি শাস্ত্রী। 

প্রশ্নঃ - ‘বিজ্ঞানের ইতিহাস’ গ্রন্থটি কে রচনাIকরেনI?

উত্তরঃ - সমর সেন। 

প্রশ্নঃ - "প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান " গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তরঃ - ডঃ দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। 

প্রশ্নঃ - হিন্দু মেডিসিন ( Hindu Medicine ) গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তরঃ - এইচ আর জিমার। ( H.R. Zimmer )

প্রশ্নঃ - "Indian Medicine" গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তরঃ - J. Jolly

প্রশ্নঃ - "Technology in medieval India" গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তরঃ - ডঃ ইরফান হাবিব।

প্রশ্নঃ - The Indian Women: From Porda to Mordanity গ্রন্থটি কে রচনাIকরেন ?

উত্তরঃ - বি.আর. দন্দ। 

প্রশ্নঃ - উইমেন ইন মর্দন ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তরঃ - জেরাল্ডিন ফোর্বেস। 

প্রশ্নঃ - "হুগলি জেলার ইতিহাস" গ্রন্থটি রচনা করেন কে ?

উত্তরঃ - সুধীর কুমার মিত্র। 



File Name: Class 10 Madhyamik History All Chapter Pdf.

File Size: 2.13 MB

Download: Click Here to Download

আরও পড়ুনঃ 


মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ১ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ২ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ৩ Click Here
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here
মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here