Madhyamik History 2022 Suggestion | WBBSE Class 10 History
Madhyamik history suggestions 2022. WBBSE Madhyamik exam suggestion 2022. West Bengal secondary education history suggestion. Madhyamik history suggestion for Bengali students. This note helps you to prepare for your Madhyamik examination in 2022. History exam suggestion for the new syllabus. Madhyamik history suggestion.
পশ্চিমবঙ্গ মধ্যেশিক্ষা পর্ষদ এর নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ( Short Answer type Questions ) ও সেগুলির উত্তর শেয়ার করলাম। Madhyamik history exam 2022 এর সকল প্রশ্নের উত্তর তোমাদের জন্য প্রস্তুত করা হলো। আশা করবো খুব উপকৃত হবে।
১) কত খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ ঘটে ?
উত্তরঃ - ১৮৫৭ খ্রিস্টাব্দে ২৯ শে মার্চ ।
২) মহাবিদ্রোহকে "মুসলমানদের ষড়যন্ত্র " বলে অভিহিত করেন ?
উত্তরঃ - ব্রিটিশ সেনাধ্যক্ষ জেনারেল আউট্রাম।
৩) মহাবিদ্রোহকে প্রথম "জাতীয় বিদ্রোহ" কে বলেছেন?
উত্তরঃ - টোর পার্টির নেতা "ডিসরেলি" (Disraeli)
৪) মহাবিদ্রোহকে " ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ " আক্ষায়ীত কে করেছেন ?
উত্তরঃ - বীর সাভারকর ( V.D.Savarkar)
৫) মহাবিদ্রোহকে ‘স্বাধীনতার যুদ্ধ’ ও ‘জাতীয় মুক্তিসংগ্রাম’ বলে অখ্যায়িত করেছেন কারা?
উত্তরঃ - অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও অধ্যাপক সুশোভন সরকার।
৬) "1857 in Our History" প্রবন্ধটি রচনা করেন কে ?
উত্তরঃ - পি.সি.যোশী।
৭) "A History of Indian Freedom Struggle" গ্রন্থটি কে লেখেন ?
উত্তরঃ - ই. এম. এস. নাম্বুদিরিপাদ। ( E. M. S. Namboodiripad )
৮) কত খ্রিস্টাব্দে বাহাদুরশাহ কে দিল্লির সম্রাট বলে ঘোষণা করা হয় ?
উত্তরঃ - ১৮৫৭ সালের ১৫ ই মে।
৯) "সংবাদ প্রভাকর" পত্রিকাটি সম্পাদনা করেন কে ?
উত্তরঃ - ঈশ্বরচন্দ্র গুপ্ত।
১০) 'সংবাদ পূর্ণ চন্দ্রোদয়' পত্রিকাটি প্রকাশ করেন কে ?
উত্তরঃ - উদয়চাঁদ আঢ্য।
১১) 'সম্বাদ ভাস্কর' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ - গৌরীশঙ্কর ভট্টাচার্য।
১২) 'সমাচার সুধাবর্ষণ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ - শ্যামসুন্দর সেন।
১৩) কত সালে মহারানী ভিক্টরিয়া ভারতের শাসনভার দায়িত্ব করেছিলেন ?
উত্তরঃ - ১৮৫৭ খ্রিস্টাব্দের ১ নভেম্বর।
১৪) সিপাহী বিদ্রোহ বাi মহাবিদ্রোহেরi সময় ভারতের গভর্নর কে ছিলেন?
উত্তরঃ - লর্ড ক্যানিং।
১৫) সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন ?
উত্তরঃ - মঙ্গল পান্ডে।
১৭) কোথায় প্রথম সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল ?
উত্তরঃ - ব্যারাকপুরে।
১৮) ১৮৫৭ খ্রিস্টাব্দের সিপাহীবিদ্রোহের প্রতক্ষ্য কারণ লেখ ?
উত্তরঃ - এনফিল্ড রাইফেলের প্রবর্তন।
১৯) ইংরেজরা কাকে রেঙ্গুনে নির্বাসিত করেছিল ?
উত্তরঃ - দ্বিতীয় বাহাদুর শাহকে।
২০) ঊনবিংশ শতাব্দীকে "সমিতির যুগ" বলে আখ্যায়িত করেন কে ?
উত্তরঃ - ড. অনিল শীল।
২১) "বঙ্গভাষা প্রকাশিকা সভা" প্ৰতিষ্ঠা করেন করা ?
উত্তরঃ - রামমোহন শিষ্যরা।
২২) কত সালে বঙ্গভাষা প্রকাশিত সভা প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ - ১৮৩৬ খ্রিস্টাব্দে।
২৩) কত খ্রিস্টাব্দে "জমিদার সভা" প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ - ১৮৩৮ খ্রিস্টাব্দে ১২ ই নভেম্বর।
২৪) 'ইংলিশ ম্যান' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ - উইলিয়াম কোল্ড হ্যারি।
২৫) ইংল্যান্ডে কে " British India Society” স্থাপিত করেছিলেন ?
উত্তরঃ - উইলিয়াম এডাম ( William Adam )
২৬) কত খ্রিস্টাব্দে ' British India Society' প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ - ১৮৩৯ খ্রিস্টাব্দে।
২৭) "Indian Association" বা 'ভারত-সভা' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ - ১৮৭৬ খ্রিস্টাব্দের ২৬ শে জুলাই।
২৮) কোন সভাবেশে 'ভারত-সভা' প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় ?
উত্তরঃ - কলকাতার অ্যালবার্ট হলে।
২৯) 'ভারত-সভা'র প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
৩০) সুরেন্দ্রনাথের আত্মজীবনীর নাম কি ?
উত্তরঃ - A Nation in Making
৩১) "শিক্ষিত সমাজ দেশের কণ্ঠ ও মস্তিস্ক। শিক্ষিত বাঙালিরা এখন ............ সমান প্রেরণা জোগায়। " - এই মন্তব্যটি কার?
উত্তরঃ - স্যার হেনরি কটন।
৩২) কত খ্রিস্টাব্দে 'সিভিল সার্ভিসে' পরীক্ষার্থীদের বয়স একুশ থেকে কমিয়ে উনিশ করা হয় ?
উত্তরঃ - ১৮৭৬ খ্রিস্টাব্দের ২৪ শে ফেব্রুয়ারি। ( লর্ড লিটন )
৩৩) "ভার্নাকুলার প্রেস অ্যাক্ট" এর অর্থ কি ?
উত্তরঃ - মাতৃভাষা সংবাদপত্র আইন।
৩৪) কত খ্রিস্টাব্দে "মাতৃভাষা সংবাদপত্র আইন " পাশ হয় ?
উত্তরঃ - ১৮৭৮ ১৪ ই মার্চ খ্রিস্টাব্দে।
৩৫) 'মাতৃভাষা সংবাদপত্র আইন' পাশ করেন কে ?
উত্তরঃ - লর্ড লিটন।
৩৬) কত খ্রিস্টাব্দে "মাতৃভাষা সংবাদপত্র আইন" প্রত্যাহার করা হয় ?
উত্তরঃ - ১৮৮১ খ্রিস্টাব্দের ২৮ শে জানুয়ারি।
৩৭) কার শাসনকালে "মাতৃভাষা সংবাদপত্র আইন" প্রত্যাহার করা হয় ?
উত্তরঃ - লর্ড রিপনের শাসনকালে।
৩৯) 'ডিফেন্স আসোসিয়েশন' ( Defence Association ) কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ - কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার ব্র্যানসন।
৪০) 'বোম্বাই প্রেসিডেন্সি সভা' র প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ - ফিরোজশাহ মেহতা ও বদরুদ্দীন তৈয়াবজি।
৪১) কত খ্রিস্টাব্দে 'পুনা সর্বজনীক সভা' প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ - ১৮৬৭ খ্রিস্টাব্দে।
৪২) কত খ্রিস্টাব্দে 'মহাজন সভা' প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ - ১৮৮৪ খ্রিস্টাব্দে মাদ্রাজে।
৪৩) কত খ্রিস্টাব্দে 'চৈত্র মেলা' বা 'হিন্দু মেলা' আয়োজিত হয় ?
উত্তরঃ - ১৮৬৭ খ্রিস্টাব্দের ১২ এপ্রিল।
৪৪) 'মিলে সবে ভারত-সন্তান' গানটি কে রচনা করেন ?
উত্তরঃ - সত্যেন্দ্রনাথ ঠাকুর।
৪৫) 'সাহিত্যসম্রাট' কাকে বলা হয় ?
উত্তরঃ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে।
৪৬) 'আনন্দমঠ' উপন্যাসটি কার লেখা ?
উত্তরঃ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।
৪৭) 'আনন্দমঠ' উপন্যাসের সঙ্গে কার তুলনা করা হয় ?
উত্তরঃ - রুশোর 'সোশ্যাল কনট্র্যাক্ট' এর।
৪৮) 'ললিতা' ও 'মানস' কাব্যগ্রন্থ দুটি কার লেখা ?
উত্তরঃ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।
৪৯) 'বন্দেমাতরম' সংগীতটি কে লেখেন ?
উত্তরঃ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৫০) 'বর্তমান ভারত' গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ - স্বামী বিবেকানন্দের।
৫১) 'বর্তমান ভারত' গ্রন্থটি ধারাবাহিকভাবে কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তরঃ - উদ্বোধন পত্রিকায়।
৫২) 'বীরভোগ্যা বসুন্ধরা' কথার অর্থ কি ?
উত্তরঃ - বীররাই বসুন্ধরা ভোগ করে।
৫৩) কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম হিন্দু সম্মেলনে যোগ দিতে বিলেতে যান ?
উত্তরঃ - ১৮৯৩ খ্রিস্টাব্দে।
৫৪) গোরা উপন্যাসটি কার লেখা ?
উত্তরঃ - রবীন্দ্রনাথ ঠাকুরের।
৫৫) কত খ্রিস্টাব্দে "গোরা" উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ?
উত্তরঃ - ১৯০৯ খ্রিস্টাব্দে।
File Name: Class 10 Madhyamik History All Chapter Pdf.
File Size: 2.13 MB
Download: Click Here to Download
আরও পড়ুনঃ
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ১ | Click Here |
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ২ | Click Here |
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ৩ | Click Here |
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
No comments:
Post a Comment