WBBSE Class 10 history chapter 4: Are looking at Class 10th History questions and answers to chapter 4. Then you're in right place. After reading Class 10 History Chapter 4 Questions you'll judge yourself, How much need improvement in your study.
If you're a student of the West Bengal Board of Secondary Education and preparing for your upcoming Madhyamik Exam then You've to follow our post regularly. Here you'll get all the necessary notes for Class 10 History and other subjects also.
WBBSE Class 10 history chapter 4 question answer in Bengali Pdf
1➤ জমিদার সভার সভাপতি ছিলেন—
ⓑ প্রসন্নকুমার ঠাকুর
ⓒ রাধাকান্ত দেব
ⓓ আনন্দমোহন বসু
2➤ বর্তমান ভারত’ প্রথম প্রকাশিত হয়-
ⓑ দিগদর্শনে
ⓒ উদ্বোধন পত্রিকায়
ⓓ হিকির গেজেটে
3➤ জমিদার সভা ছিল একটি
ⓑ রাজনৈতিক সংগঠন
ⓒ অরাজনৈতিক সংগঠন
ⓓ ধর্মীয় সংগঠন
4➤ নানা সাহেবের প্রকৃত নাম কী?
ⓑ গোবিন্দ ধন্দু পন্থ
ⓒ হজরত মহল
ⓓ আব্দুল ওয়াহাব
5➤ মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন
ⓑ ভাইসরয়
ⓒ লর্ড মাউন্টব্যাটেন
ⓓ ভারত সচিব
6➤ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন -
ⓑ লর্ড এলগিন
ⓒ লর্ড ক্যানিং
ⓓ লর্ড ক্লাইভ
7➤ মহারানির ঘোষণাপত্র জারি হয়েছিল ১৮৫৮ সালের-
ⓑ ১ সেপ্টেম্বর
ⓒ ৭ সেপ্টেম্বর
ⓓ ১ নভেম্বর
8➤ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম জাতীয় বিদ্রোহটি হলো
ⓑ সাঁওতাল বিদ্রোহ
ⓒ সিপাহি বিদ্রোহ
ⓓ মুন্ডা বিদ্রোহ
9➤ প্রকৃত অর্থে সিপাহি বিদ্রোহ প্রথম দেখা দিয়েছিল—
ⓑ মিরাটে
ⓒ ঝাঁসিতে
ⓓ অযোধ্যায়
10➤ সিপাহি বিদ্রোহের সময়ে অযোধ্যায় বিদ্রোহীদের নেতৃত্ব দেন—
ⓑ লক্ষ্মীবাঈ
ⓒ কুনওয়ার সিং
ⓓ নানা সাহেব
11➤ কোম্পানির আমলের শেষ গভর্নর জেনারেল ছিলেন—
ⓑ লর্ড ডালহৌসি
ⓒ লর্ড ডাফরিন
ⓓ লর্ড লিটন
12➤ ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় রচিত উপন্যাসটি হলো-
ⓑ দুর্গেশনন্দিনী
ⓒ আনন্দমঠ
ⓓ ক্যাপটিভ লেডি
13➤ জমিদার সভা প্রতিষ্ঠিত হয়—
ⓑ ১৮৩৮ খ্রিস্টাব্দে
ⓒ ১৮৫০ খ্রিস্টাব্দে
ⓓ ১৮৫৮ খ্রিস্টাব্দে
14➤ দেশীয় সংবাদপত্র আইন প্রবর্তিত হয়—
ⓑ ১৮৭৮ খ্রিস্টাব্দে
ⓒ ১৮৮১ খ্রিস্টাব্দে
ⓓ ১৮৯০ খ্রিস্টাব্দে
15➤ ১৯০৫ খ্রিস্টাব্দে ভারতমাতা চিত্রটি এঁকেছেন—
ⓑ সরলাদেবী
ⓒ অবনীন্দ্রনাথ ঠাকুর
ⓓ রবীন্দ্রনাথ ঠাকুর
16➤ ঊনবিংশ শতাব্দীকে 'সমিতির যুগ' বলে অভিহিত করেছেন-
ⓑ ড. নিমাইসাধন বসু
ⓒ ড. অনিল শীল
ⓓ ড. অমলেশ ত্রিপাঠী
17➤ ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা' ছিল বাংলার প্রথম-
ⓑ কবিদের সভা
ⓓ শ্রমিক সভা
ⓓ শ্রমিক সভা
18➤ লর্ড ইলবার্ট হলেন—
ⓑ শিক্ষাদপ্তরের কর্মকর্তা
ⓒ সুপ্রিম কোর্টের বিচারক
ⓓ হিন্দু কলেজের অধ্যক্ষ
19➤ সিপাহি বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলে অভিহিত করেন—
ⓑ ভি. ডি. সাভারকর
ⓒ চার্লস বল
ⓓ পি. ভি. যোশী
20➤ ‘সত্যানন্দ’ চরিত্রটি আছে-
ⓑ গোরা
ⓒ আনন্দমঠ
ⓓ ঘরোয়া গ্রন্থে
21➤ ‘আনন্দমঠ’ প্রকাশিত হয় –
ⓑ ১৮৮২ খ্রিস্টাব্দে
ⓒ ১৮৭৮ খ্রিস্টাব্দে
ⓓ ১৯০৫ খ্রিস্টাব্দে
22➤ ‘বর্তমান ভারত’-এর লেখক হলেন-
ⓑ রবীন্দ্রনাথ
ⓒ স্বামী বিবেকানন্দ
ⓓ অবনীন্দ্রনাথ
23➤ ভারতমাতা চিত্রটি আঁকেন-
ⓑ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓒ গগনেন্দ্র নাথ ঠাকুর
ⓓ নন্দলাল বসু
24➤ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর অবসান ঘটে
ⓑ ১৯১৯ খ্রিঃ
ⓒ ১৮৫৮ খ্রিঃ
ⓓ ১৯৪৭ খ্রিঃ
25➤ ভারতসভার প্রথম সভাপতি ছিলেন-
ⓑ আনন্দমোহন বসু
ⓒ রেভাঃ কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
ⓓ শিবনাথ শাস্ত্রী
26➤ ‘বন্দেমাতরম' সঙ্গীতটি রচিত হয়--
ⓑ ১৮৭৫ খ্রিঃ
ⓒ ১৮৭২ খ্রিঃ
ⓓ ১৮৭৬ খ্রিঃ
27➤ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন-
ⓑ রাজনারায়ণ বসু
ⓒ স্বামী বিবেকানন্দ
ⓓ রমেশচন্দ্র মজুমদার
28➤ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন-
ⓑ কবি
ⓒ নাট্যকার
ⓓ ব্যঙ্গ চিত্রশিল্পী
29➤ মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রধান উদ্দেশ্য ছিল—
ⓑ ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ
ⓒ ভারতীয় প্রজাদের স্বায়ত্বশাসনের অধিকার প্রদান
ⓓ মহাবিদ্রোহে (১৮৫৭) বন্দী ভারতীয়দের মুক্তিদান
30➤ ল্যান্ডহোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন-
ⓑ দ্বারকানাথ ঠাকুর
ⓒ রাজা রাধাকান্তদেব
ⓓ রাজা রামমোহন রায়
দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বিকল্পধর্মী প্রশ্নোত্তর (MCQ) ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে
Language: Bengali
Page No: 4
Size: 352KB
Download: Click Here To Download
No comments:
Post a Comment