Header Ads Widget

Breaking

Saturday, October 2, 2021

Madhyamik History short question and answer chapter 2 | দশম শ্রেণীর ইতিহাসের ২ য় অধ্যায়ের প্রশ্নোত্তর

Madhyamik History short question and answer chapter 2

Madhyamik History short question and answer in Bengali.Madhyamik History short question and answer wb.Madhyamik History short question and answer west Bengal board. WB Madhyamik History suggestion 2022. WB Madhyamik History notes Bengali.

Madhyamik History short question and answer chapter 2
সংস্কার: বৈশিষ্ঠ্য ও পর্যালোচনা 

এই পোস্টে তোমাদের জন্য জীবন মুখোপাধ্যায়ের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর শেয়ার করা হল। উনিশ শতকের বাংলা তথা ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ও সৃষ্টিশীল অধ্যায়।আশা করি তোমাদের খুব উপকারে আসবে।


জীবনমুখপাধ্যায়ের লেখা দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর

প্রশ্নঃ - নবজাগরণ কাকে বলে ?
উত্তরঃ - ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে বাংলার ধর্ম, সমাজ, শিক্ষা, সংস্কৃতি ও রাষ্ট্রীয় জীবনে এক ব্যাপক পরিবর্তনের সূচনা হয়। বাংলাকে কেন্দ্র করে এই পরিবর্তন ক্রমে সারা ভারতে ছড়িয়ে পড়ে। ভারত ইতিহাসের শুরু হয় এক নতুন যুগের। এই যুগ বা চেতনার নাম নবজাগরণ।

প্রশ্নঃ - কোন সময়টিকে বাংলা তথা ভারতের ইতিহাসে এক অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় ?
উত্তরঃ - অষ্টাদশ শতককে।

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয় ?
উত্তরঃ - ১৭৫৭ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় ?
উত্তরঃ - ১৮২৯ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - কার প্রচেষ্টায় সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় ?
উত্তরঃ - রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায়।

প্রশ্নঃ - ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ - কেশব চন্দ্র সেন।
প্রশ্নঃ - কবে বামাবোধিনী সভা স্থাপিত করা হয়?
উত্তরঃ - ১৮৬৩ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - ‘বামাবোধিনী পত্রিকা’ প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে?
উত্তরঃ - ১৮৬৩ খ্রিস্টাব্দে, আগস্ট।

প্রশ্নঃ - বামাবোধিনীIপত্রিকাটি’র সম্পাদকIকে ছিলেনI?
উত্তরঃ - অধ্যক্ষ উমেশচন্দ্র দত্ত।

প্রশ্নঃ - বিধবা বিবাহ আইন কত সালে বাস্তবায়ন করা হয়?
উত্তরঃ - ১৮৫৬ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - একটি ইংরেজী সাপ্তাহিকIপত্রিকার নাম বলো?
উত্তরঃ - " হিন্দু প্যাট্রিয়ট ".

প্রশ্নঃ - Hindu Patriot পত্রিকাটি কে সম্পাদন করেন?
উত্তরঃ - হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়।

প্রশ্নঃ - কবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা টি প্রথম পাবলিশ করা হয়?
উত্তরঃ - ১৮৫৩ খ্রিস্টাব্দের ৬ ই জানুয়ারি।

প্রশ্নঃ - "হিন্দু প্যাট্রিয়ট " পত্রিকাটি প্রকাশের সময় ভারতের বড়লাট কে ছিলেন ?
উত্তরঃ - লর্ড ডালহৌসি।

Madhyamik History pdf

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয় ?
উত্তরঃ - ১৮৫৫ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয় ?
উত্তরঃ - ১৮৫৭ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ?
উত্তরঃ - ১৮৫৮ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - হুতুম পেঁচার নকশা গ্রন্থটি কত খ্রিস্টাব্দে পাবলিশ করা হয়?
উত্তরঃ - ১৮৬৪ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন সিংহের জন্ম হয় ?
উত্তরঃ - ১৮৪০ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে কালীপ্রসন্ন সিংহ মারা যান ?
উত্তরঃ - ১৯৭০ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয় ?
উত্তরঃ - ১৮৬০ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - "নীলদর্পণ" নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন ?
উত্তরঃ - মাইকেল মধুসূদন দত্ত।

প্রশ্নঃ - ‘গ্রামবার্তা প্রকাশিকাI’ পত্রিকাটি সম্পাদনাIকরেন কে?
উত্তরঃ - কাঙ্গাল হরিনাথ মজুমদার।

প্রশ্নঃ - "‘গ্রামবার্তা প্রকাশিকাI’ " পত্রিকায় কোন গ্রামের উল্লেখ রয়েছে ?
উত্তরঃ - কুষ্টিয়া জেলার কুমারখালী।
প্রশ্নঃ - "‘গ্রামবার্তা প্রকাশিকাI’ " পত্রিকা কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ - ১৮৬৩ খ্রিস্টাব্দে এপ্রিল মাসে।

প্রশ্নঃ - হরিনাথ মজুমদারের প্রচলিত নাম কি ছিল ?
উত্তরঃ - কাঙ্গাল হরিনাথ। ( অন্যান্য নাম কাঙ্গাল ফিকির চাঁদ, ফিকির চাঁদ বাউল )

প্রশ্নঃ - হরিনাথ মজুমদার লিখিত বইগুলির নাম লেখো ?
উত্তরঃ - বিজয় বসন্ত , চারু চরিত্র , কবিতা কৌমুদী , অঙ্কুর সংবাদ , চিত্ত চপলা ,ফকিরের গীতাবলী।

প্রশ্নঃ - ইংরেজ শাসনের প্রাক্কালে ভারতের হিন্দু-মুসলিমরা কোথা থেকে শিক্ষা লাভ করত ?
উত্তরঃ - ভারতবাসী পাঠশালা , টোল , মক্তব ও মাদ্রাসা থেকে।

প্রশ্নঃ - উইলিয়াম এডামের প্রতিবেদন থেকে বাংলা প্রদেশে কতটি টোলের কথা জানা যায় ?
উত্তরঃ - ১৮০০ টি।

প্রশ্নঃ - প্রাচ্যবাদী করা ?
উত্তরঃ - ইংরেজ ঔপনিবেশ ভারত হাতছাড়া হওয়ার ভয়ে কিছু বড়লাট ও আমলারা যেমন ওয়ারেন হেস্টিংস, হোরেস উইলসন, হল্ট ম্যাকেঞ্জি, হেনরি প্রিন্সেপ প্রমুখ মনে করত ভারতে, ফার্সি ও সংস্কৃত ভাষা এবং প্রাচ্যবিদ্যা চর্চায় শিক্ষাক্ষেত্রে প্রচলিত থাকা উচিত। এই গোষ্ঠী প্রাচ্যবাদী নামে পরিচিত।

প্রশ্নঃ - পাশ্চাত্যবাদী করা ?
উত্তরঃ - প্রাচ্যবাদীর বিপক্ষে আর একটি গোষ্ঠী ছিল - এরা ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য বিদ্যার চর্চায় ভারতের পক্ষে মঙ্গলজনক। চার্লস গ্রান্ট, টমাস ব্যাবিংটন মেকলে ,ট্র্যাভেলিয়ান প্রমুখ এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন। এরা পাশ্চাত্যবাদী নামে পরিচিত।

প্রশ্নঃ - কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ - ওয়ারেন হেস্টিংস।

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কলকাতাI মাদ্রাসাI প্রতিষ্ঠাI করেন?
উত্তরঃ - ১৭৮১ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন?
উত্তরঃ - স্যার উইলিয়ম জোন্স।

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে "এশিয়াটিক সোসাইটি " স্থাপিত হয় ?
উত্তরঃ - ১৭৮৪ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - কলকাতা এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন?
উত্তরঃ - স্যার উইলিয়ম জোন্স।

মাধ্যমিক ইতিহাস কুইজ-১ Click Here
মাধ্যমিক ইতিহাস কুইজ-২ Click Here
মাধ্যমিক ইতিহাস কুইজ- ৩ Click Here
মাধ্যমিক ইতিহাস কুইজ-৪ Click Here
মাধ্যমিক ইতিহাস কুইজ-৫ Click Here
মাধ্যমিক ইতিহাস কুইজ-৬ Click Here
মাধ্যমিক ইতিহাস কুইজ-৭ Click Here

প্রশ্নঃ - সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ - জোনাথান ডানকান।

প্রশ্নঃ - বারানসী সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ - জোনাথান ডানকান ১৭৯২ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ - ১৮০০ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায়।
প্রশ্নঃ - কে ‘ক্রমনিম্ন পরিস্রুতনীতি বা চ্যুঁইয়ে পড়া নীতি প্রবর্তন করেন?
উত্তরঃ - টমাস ব্যাবিংটন মেকলে।

প্রশ্নঃ - Comity of Public Instruction এর সভাপতি কে ছিলেন?
উত্তরঃ - টমাস ব্যাবিংটন মেকলে।

প্রশ্নঃ - "মেকলে মিনিট" কবে প্রস্তাবিত হয় ?
উত্তরঃ - ১৮৩৫ খ্রিস্টাব্দে , ২ রা ফেব্রুয়ারী।

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে মেকলে তার প্রতিবেদন "মেকলে মিনিট" বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের কাছে পেশ করেন ?
উত্তরঃ - ১৮৩৫ খ্রিস্টাব্দে ২ রা ফেব্রুয়ারী।

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ইংরেজি ভাষাকে সরকারি ভাবে বাস্তবায়িত করেন ?
উত্তরঃ - ১৮৩৫ খ্রিস্টাব্দের ৭ ই মার্চ।

প্রশ্নঃ - কবে "ব্যাপ্টিক মিশন" প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ - ১৮০০ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - "ব্যাপ্টিক মিশন" প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ - উইলিয়াম কেরি। শ্রীরামপুরে।

প্রশ্নঃ - "জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন " প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ - আলেকজান্ডার ডাফ।

প্রশ্নঃ - ‘General Assemblies Institution’ এর বর্তমান নাম কী?
উত্তরঃ - স্কটিশ চার্চ কলেজ।

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে কলকাতা "মেডিক্যাল কলেজ" স্থাপিত হয় ?
উত্তরঃ - ১৮৩৫ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - কোথায় "থোমসোন ইঞ্জিনিয়ারিং কলেজ " স্থাপিত হয় ?
উত্তরঃ - রুরকি - তে।

প্রশ্নঃ - ১৮৩৫ খ্রিস্টাব্দে কোন কোন কলেজ স্থাপিত হয় ?
উত্তরঃ - কলকাতা মেডিক্যাল কলেজ , রুরকি -তে থমাসোন ইঞ্জিনিয়ারিং কলেজ , মাদ্রাজে মাদ্রাজ ইউনিভার্সিটি হাই স্কুল , ও বোম্বাই এ এলফিনস্টোন ইনস্টিটিউশন।

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে " কাউন্সিল অব এডুকেশন " গঠিত হয় ?
উত্তরঃ - ১৮৪২ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - কাকে ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনাকাটা বলা হয় ?
উত্তরঃ - উডের ডেসপ্যাচ কে।

প্রশ্নঃ - ১৮৫৭ খ্রিস্টাব্দে কোন কোন কলেজ স্থাপিত হয় ?
উত্তরঃ - কলকাতা , বোম্বাই , ও মাদ্রাজ এই তিনটি কলেজ স্থাপিত হয়।

প্রশ্নঃ - কত খ্রিস্টাব্দে লাহোর ও এলাহাবাদে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ?
উত্তরঃ - ১৮৮২ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ - কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?
উত্তরঃ - স্যার জেমস উইলিয়াম কোনভিল।

প্রশ্নঃ - কলকাতার "আজাদ হিন্দ বাগ " এর পূর্ব নাম কি ছিল ?
উত্তরঃ - হেদুয়া দীঘি।

প্রশ্নঃ - "ক্যালকাটা ফিমেল স্কুল " এর বর্তমান নাম কি ?
উত্তরঃ - বেথুন স্কুল।

প্রশ্নঃ - "ক্যালকাটা ফিমেল স্কুল " কত সালে স্থাপিত হয় ?
উত্তরঃ - ১৮৪৯ খ্রিস্টাব্দে ৭ ই মে।

প্রশ্নঃ - " কন্যাপ্যেবং পালনীয় শিক্ষানিয়তি যত্নতঃ " কথাটির অর্থ কি ?
উত্তরঃ - এর অর্থ হলো - পুত্রের মতো কন্যাকেও একইভাবে পালন করতে হবে এবং অত্যন্ত যত্নসহকারে শিক্ষা দিতে হবে।

প্রশ্নঃ - ভারতের প্রথম মহিলা এম.এ পাশ করেন কে ?
উত্তরঃ - চন্দ্রমুখী বসু।


File Name: Class 10 Madhyamik History All Chapter Pdf.

File Size: 2.13 MB

Download: Click Here to Download

আরও পড়ুনঃ 


মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের  প্রশ্নোত্তর  Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ২ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ৩ Click Here
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here
মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here

No comments:

Post a Comment