Breaking

Wednesday, July 6, 2022

Madhyamik History questions answers chapter 8 | wbelearning

Madhyamik History questions answers chapter 8
মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায়

Check out the Madhyamik History questions answers online WB Madhyamik History Exam. Madhyamik History 2023 Suggestion. West Bengal Madhyamik History suggestion

Madhyamik History Study material WB Madhyamik History. WBBSE HS (Class 10) Chapter 8 ‘দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির উদ্যোগ ও বিতর্ক’ সম্পূর্ণরূপে পরীক্ষা-ভিত্তিক পদ্ধতির উপর ভিত্তি করে History Questions গুলি প্রস্তুত করা হয়েছে। যাতে ছাত্ররা তাদের Madhyamik Examination 2023 শে ইতিহাস পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারে।

Madhyamik History questions answers chapter 8

১। ভারত স্বাধীনতা লাভের পর যে সব জটিল সমস্যার সম্মুখীন হয় তার মধ্যে অন্যতম সমস্যাটি কী ছিল?
উঃ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি জনিত সমস্যা।


২। দেশ ভাগের পর ভারতের লোকসংখ্যা কত ছিল?
উঃ ৩৯ কোটি।


৩। কত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ঘোষনা করে যে ইংরেজরা দেশত্যাগের পর কোনো দেশীয় রাজ্যের অস্তিত্ব স্বীকার করবেনা?
উঃ- ১৯৪৭ সালের ১৫ই জুন।


৪। কাকে ভারতের ‘লৌহ মানব’ বলা হয়?
উঃ- বল্লভভাই প্যাটেল কে।


৫। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
উঃ- সর্দার বল্লভভাই প্যাটিল।


৬। দেশভাগের সময় ভারতের বড়লাট কে ছিলেন?
উঃ- লর্ড মাউন্টব্যাটেন।


৭। কত খ্রিস্টাব্দে ‘জুনাগড়’ রাজ্যটি ভারতে অন্তর্ভুক্ত হয়?
উঃ- ১৯৪৯ খ্রিস্টাব্দে, জানুয়ারি।

৮। ভারতের কোন রাজ্যগুলিতে ‘ফরাসি উপনিবেশ’ গড়ে ওঠে?
উঃ- বাংলায় চন্দননগর, মাদ্রাজে পন্ডিচেরী ও পশ্চিম উপকুলে মাহে প্রভৃতি স্থানে।


৯। ভারতের কোথায় কোথায় ‘পোর্তুগিজ উপনিবেশ’ গড়ে ওঠে?
উঃ- গোয়া, দমন, দিউ, দাদরা ও নগর হাভেলীতে।


১০। কাশ্মীরের আয়তন কত?
উঃ- ৮৪,৪৭১ বর্গমাইল।

Madhyamik History pdf

১১। ভারতের স্বাধীনতার প্রাক্কালে কাশ্মীরের রাজা কে ছিলেন?

উঃ- রাজা হরি সেন।


১২। শেখ আবদুল্লা কে ছিলেন?

উঃ- কাশ্মীরের রাজনৈতিক দল ‘ন্যাশনাল কনফারেন্স’ এর সভাপতি।


১৩। কাশ্মীরে ‘আজাদ কাশ্মীর’ নামে সরকার গঠন করেন কে?

উঃ- শেখ আবদুল্লা।


১৪। কত খ্রিস্টাব্দে কাশ্মির ভারতের সঙ্গে যুক্ত হয়?

উঃ- ১৯৪৭ সালের ২৬শে অক্টোবর।


১৫। কত খ্রিস্টাব্দে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ এড়াতে ভারত ‘সম্মিলিত জাতীপুঞ্জের’ কাছে কাশ্মীর সমস্যা উপস্থাপন করে?

উঃ- ১৯৪৭ সালের ৩১শে ডিসেম্বর।


১৬। কাশ্মীরে গণভোট নেওয়ার উদ্দেশ্যে কাকে কাশ্মীরে পাঠানো হয়?

উঃ- এ্যাডমিরাল নিমিজ কে।


১৭। ভাররের সর্বাপেক্ষা বৃহৎ দেশীয় রাজ্যটির নাম কী ছিল?

উঃ- হায়দ্রাবাদ।


১৮। কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যটি ভারতের সঙ্গে যুক্ত হয়?

উঃ- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি।


১৯। কত খ্রিস্টাব্দে ‘নেহরু-লিয়কৎ’ চুক্তি বা ‘দিল্লী চুক্তি’ স্বাক্ষরিত হয়?

উঃ- ১৯৫০ সালের ১৭ই এপ্রিল।


২০। কাদের মধ্যে ‘নেহরু-লিয়াকৎ’ চুক্তি স্বাক্ষরিত হয়?

উঃ ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকৎ আলি খাঁ’র মধ্যে।


২১। ‘এপার গঙ্গা ওপার গঙ্গা’ আত্মজীবনিটি কে লেখেন?

উঃ- জ্যোতির্ময়ী দেবী।


২২। ‘ছেড়ে আসা গ্রাম’ আত্মজীবনিটি কার লেখা?

উঃ- দক্ষিণারঞ্জন বসু।


২৩। ‘শিকড়ের সন্ধানে’ আত্মজীবনিটি কার লেখা?

উঃ- কালীপ্রসাস মুখোপাধ্যায়ের।


২৪। ‘দেশভাগ দেশত্যাগ’ গ্রন্থটি কার লেখা?

উঃ- সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের।


২৫। ‘স্বাধীনতার স্বাদ’ গ্রন্থটি কার লেখা?

উঃ- মানিক বন্দ্যোপাধ্যায়ের।


২৬। ‘সূর্যদীঘল বাড়ি’ গ্রন্থটি কে লেখেন?

উঃ- আবু ইসহাক।


২৭। কত খ্রিস্টাব্দে ‘ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন’ গড়ে ওঠে?

উঃ- ১৯৪৮ খ্রিস্টাব্দে।


২৮। SRC এর পুরোনাম কী?

উঃ- State Reorganisation Commission.


২৯। কার নেতৃতে ‘ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন’ গড়ে ওঠে?

উ- বিচারপতি S.K.Dar এর নেতৃত্বে।


৩০। ‘ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশন’ আর কি নামে পরিচিত?

উঃ- ‘দার কমিশন’ নামে।


৩১। প্রথম কোন অঞ্চলে ‘ভাষাভিত্তিক রাজ্য’ গঠনের দাবি ওঠে?

উঃ- অন্ধ্র (অন্ধ্রপ্রদেশ) অঞ্চলে।


৩২। কাকে অন্ধ্রকেশরী’ বলা হয়?

উঃ- টি. প্রকাশম কে।


৩৩। মাদ্রাজকে ভেঙ্গে কোন দুটি স্বতন্ত্র প্রদেশ গড়ে ওঠে?

উঃ- অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু।


৩৪। চেন্নাই এর পূর্বনাম কী ছিল?

উঃ- মাদ্রাজ।


৩৫। কত খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্ম হয়?

উ- ১৯৫৩ খ্রিস্টাব্দে। (অক্টোবর)


৩৬। কত খ্রিস্টাব্দে তামিলনাড়ু রাজ্যের জন্ম হয়?

উঃ- ১৯৫৩ খ্রিস্টাব্দে।


৩৭। কত খ্রিস্টাব্দে ‘ রাজ্য পুনর্গঠন আইন’ পাশ হয়?

উঃ- ১৯৫৬ খ্রিস্টাব্দে।


৩৯। কোন কোন অঞ্চল যুক্ত হয়ে ‘কেরালা’ গঠিত হয়?

উঃ- মালাবার ও ত্রিবাঙ্কুর-কোচিন যুক্ত হয়ে।


৪০। কোন কোন অঞ্চল জুড়ে মুম্বাই প্রদেশ গড়ে ওঠে?

উঃ- কচ্ছ, সৌরাষ্ট্র ও হায়দ্রাবাদের মারাঠী ভাষী অঞ্চল জুড়ে।


৪১। মুম্বাই প্রদেশ ভাঙ্গে কোন দুটি প্রদেশ গঠন করা হয়?

উঃ- মহারাষ্ট্র ও গুজরাট।


৪২। কত খ্রিস্টাব্দে মুম্বাই প্রদেশ ভেঙে মহারাষ্ট্র ও গুজরাট প্রদেশ দু’টি গঠন করা হয়?

উঃ- ১৯৬০ খ্রিস্টাব্দে।


৪৩। মহারাষ্ট্রের রাজধানীর নাম কী?

উঃ- বোম্বাই।


৪৪। গুজরাটের রাজধানীর নাম কী?

উঃ- আমেদাবাদ।


৪৫। কত খ্রিস্টাব্দে ‘নাগাল্যান্ড’ রাজ্যটি গঠিত হয়?

উঃ- ১৯৬০ খ্রিস্টাব্দে।


৪৬। ‘নাগাল্যান্ড’ রাজ্যটির রাজধানির নাম কী?

উঃ- কোহিমা।


৪৭। কত খ্রিস্টাব্দে ‘মেঘালয়’ রাজ্যটি গড়ে ওঠে?

উঃ- ১৯৭০ খ্রিস্টাব্দে।


৪৮। পাঞ্চাব কে ভেঙে কোন তিনটি রাজ্য গঠেন করা হয়?

উঃ- পাঞ্চাব, হরিয়ানা ও হিমাচল প্রদেশ। ১৯৬৬ খ্রিঃ


৪৯। ১৯৬৪ খ্রিস্টাব্দে কয়টি ভাষা ভারতীয় সংবিধান অন্তর্ভুক্ত হয়?

উঃ- ১৪টি।


৫০। শরণার্থী কাদের বলা হয়?

উঃ- দেশত্যাগী অসহায় মানুষদের।


File Name: Class 10 Madhyamik History All Chapter Pdf.

File Size: 2.13 MB

Download: Click Here to Download

আরও পড়ুনঃ 

মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের  প্রশ্নোত্তর  Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ১ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ২ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ৩ Click Here
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here
মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here
মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here


No comments:

Post a Comment