Breaking

Monday, March 20, 2023

Class 10 History MCQ Online Test Chapter 5 Question

If you're a student of West Bengal Board (WBBSE) and finding Class 10 History MCQ Online Test or  Multiple-Choose Questions for Class 10 everywhere. Then stop finding because You've in right place.

In this article, you'll find Class 10 history chapter 5 Questions and answers as multiple-choose questions which cover topics such as Alternative thinking and initiatives বা বিকল্প চিন্তা ও উদ্যোগঃ 
  • বাংলাইয় ছাপাখানার বিবরণ
  • বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ
  • ঔপনিবেশিক ধারণার সমালোচনা ইত্যাদি।

Class 10 History MCQ Online Test: 

Class 10 History MCQ Online Test শিক্ষার্থীদের তাদের জ্ঞান মূল্যায়ন করতে এবং প্রকৃত পরীক্ষার জন্য প্রস্তুত করতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে।

পশ্চিমবঙ্গে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য, WBBSE Class 10 History Chapter 5 পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং অনলাইন পরীক্ষা তাদের এই বিষয়ে তাদের সামগ্রিক কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করতে পারে।

Class 10 History MCQ Online Test Chapter 5 Question
Class 10 History MCQ Online Test

Class 10 History MCQ Online Test Chapter 5 Question

1➤ ‘ইস্ট ইন্ডিয়া কলেজ’ অন্য যে নামে পরিচিত –

ⓐ হিন্দু কলেজ
ⓑ বিদ্যাসাগর কলেজ
ⓒ ফোর্ট উইলিয়াম কলেজ
ⓓ কোনোটিই নয়

2➤ ভারতে মুদ্রণযন্ত্রের প্রচলন করে -

ⓐ ফরাসিরা
ⓒ পোর্তুগিজরা
ⓑ চিনারা
ⓓ ডাচরা

3➤ ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়—

ⓐ ১৮১৫ খ্রিস্টাব্দে
ⓒ ১৮১৭ খ্রিস্টাব্দে
ⓑ ১৮১৬ খ্রিস্টাব্দে
ⓓ ১৮১৮ খ্রিস্টাব্দে

4➤ ‘প্রতাপাদিত্য চরিত্র’ রচনা করেন—

ⓐ তারিণীচরণ মিত্র
ⓒ রামরাম বসু
ⓑ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ⓓ বিদ্যাসাগর

5➤ সন্দেশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-

ⓐ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
ⓑ লীলা মজুমদার
ⓒ সুকুমার রায়
ⓓ সত্যজিৎ রায়

6➤ ছাপাখানার জনক বলে পরিচিত -

ⓐ জোহানেস গুটেনবার্গ
ⓑ উইলিয়াম কেরি
ⓒ মার্শম্যান
ⓓ স্যার জন ম্যাক

7➤ ‘লাইনো টাইপ’ নামে উন্নত বাংলা অক্ষর তৈরি করেন

ⓐ পঞ্চানন কর্মকার
ⓒ হ্যালহেড
ⓑ সুরেশচন্দ্র মজুমদার
ⓓ হিকি

8➤ জন অ্যান্ড্রুজ ছাপাখানা গড়ে তোলেন

ⓐ শ্রীরামপুরে
ⓒ হাওড়ায়
ⓑ হুগলিতে
ⓓ কলকাতায়

9➤ ‘বাংলার গুটেনবার্গ’ বলে পরিচিত –

ⓐ পঞ্চানন কর্মকার
ⓒ হেস্টিংস
ⓑ চার্লস উইলকিনস
ⓓ হ্যালহেড

10➤ ‘হাফটোন ব্লক’ এর ব্যবহার কোন প্রেসে প্রথম শুরু হয়?

ⓑ সংস্কৃত প্রেস
ⓐ ইউ রায় অ্যান্ড সন্স
ⓒ গুপ্ত প্রেস
ⓓ রাজেন্দ্র লাইব্রেরি

11➤ 'ব্রাক্মণ-রোমান ক্যাথলিক সংবাদ' গ্রন্থটির লেখক হলেন-

ⓐ উইলিয়ম কেরি
ⓑ দোম আন্তনিও
ⓒ গঙ্গাকিশোর ভট্টাচার্য
ⓓ নাথানিয়েল ব্রাসি হালহেদ

12➤ ‘বাংলা গেজেটি’-র সম্পাদক হলেন--

ⓐ গঙ্গাকিশোর ভট্টাচার্য
ⓑ বরদাপ্রসাদ মজুমদার
ⓒ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
ⓓ পঞ্চানন কর্মকার

13➤ ‘দিগদর্শন' প্রকাশিত হয়েছিল— থেকে

ⓐ শ্রীরামপুর
ⓑ কুচবিহার
ⓒ কলকাতা
ⓓ চুঁচুড়া

14➤ ‘শিবপুর বোটানিক্যাল গার্ডেন' স্থাপিত হয়—সালে।

ⓐ ১৭৪০ খ্রিঃ
ⓑ ১৭৫৭ খ্রিঃ
ⓒ ১৭৮৭ খ্রিঃ
ⓓ ১৮০০ খ্রিঃ

15➤ রাজাবাজার ‘বিজ্ঞান কলেজ' প্রতিষ্ঠিত হয়—সালে।

ⓐ ১৯১৪ খ্রিঃ
ⓑ ১৯২৩ খ্রিঃ
ⓒ ১৯৩৫ খ্রিঃ
ⓓ ১৯৪০ খ্রিঃ

16➤ বাংলায় কলের গান তৈরি করেন-

ⓐ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
ⓑ হেমেন্দ্রমোহন বসু
ⓒ মহেন্দ্ৰ নন্দী
ⓓ জগদীশচন্দ্র বসু

17➤ ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠিত হয়— সালে।

ⓐ ১৯০৫ খ্রিঃ
ⓑ ১৯১২ খ্রিঃ
ⓒ ১৯২১ খ্রিঃ
ⓓ ১৯১৫ খ্রিঃ

18➤ ভারতে ‘হাফটোন' প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন—

ⓐ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
ⓑ সুকুমার রায়
ⓒ পঞ্চানন কর্মকার
ⓓ চার্লস উইলকিন্স

19➤ বিশ্বভারতীয় প্রতিষ্ঠা করেন—

ⓐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ⓑ স্বামী বিবেকানন্দ
ⓒ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓓ দেবেন্দ্রনাথ ঠাকুর

20➤ বাংলা ভাষায় প্রথম ছাপা

ⓐ বর্ণপরিচয়
ⓑ এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ
ⓒ অন্নদা মঙ্গল
ⓓ মঙ্গল সমাচার মতিয়ের

21➤ ➤ 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব্ সায়েন্স’-এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন

ⓐ জগদীশচন্দ্র বসু
ⓑ প্রফুল্লচন্দ্র রায়
ⓒ সি.ভি.রামণ
ⓓ সত্যেন্দ্রনাথ বসু

22➤ বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল-

ⓐ ১৮৪৫ খ্রিঃ
ⓑ ১৮৫৫ খ্রিঃ
ⓒ ১৭৫০ খ্রিঃ
ⓓ ১৮৬০ খ্রিঃ

23➤ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়-

ⓐ ১৯০৫ খ্রিঃ
ⓑ ১৯০৬ খ্রিঃ
ⓒ ১৯২২ খ্রিঃ
ⓓ ১৯১২ খ্রিঃ

24➤ বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়-

ⓐ ১৫৫৬ খ্রিঃ
ⓑ ১৮৭৮ খ্রিঃ
ⓒ ১৭৮৫ খ্রিঃ
ⓓ ১৮০০ খ্রিঃ

25➤ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট-এর প্রথম অধ্যক্ষ ছিলেন-

ⓐ অরবিন্দ ঘোষ
ⓑ যোগেশচন্দ্র ঘোষ
ⓒ সতীশচন্দ্র বসু
ⓓ প্রমথনাথ বসু

দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের বিকল্পধর্মী প্রশ্নোত্তর (MCQ) ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে

File Details

Name: Class 10 History MCQ Online Test Chapter 5 Question Pdf

Language: Bengali

Page No: 3

Size: 309KB

Download: Click Here To Download


No comments:

Post a Comment