- বাংলাইয় ছাপাখানার বিবরণ
- বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ
- ঔপনিবেশিক ধারণার সমালোচনা ইত্যাদি।
Class 10 History MCQ Online Test:
Class 10 History MCQ Online Test Chapter 5 Question
1➤ ‘ইস্ট ইন্ডিয়া কলেজ’ অন্য যে নামে পরিচিত –
ⓑ বিদ্যাসাগর কলেজ
ⓒ ফোর্ট উইলিয়াম কলেজ
ⓓ কোনোটিই নয়
2➤ ভারতে মুদ্রণযন্ত্রের প্রচলন করে -
ⓒ পোর্তুগিজরা
ⓑ চিনারা
ⓓ ডাচরা
3➤ ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়—
ⓒ ১৮১৭ খ্রিস্টাব্দে
ⓑ ১৮১৬ খ্রিস্টাব্দে
ⓓ ১৮১৮ খ্রিস্টাব্দে
4➤ ‘প্রতাপাদিত্য চরিত্র’ রচনা করেন—
ⓒ রামরাম বসু
ⓑ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ⓓ বিদ্যাসাগর
5➤ সন্দেশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
ⓑ লীলা মজুমদার
ⓒ সুকুমার রায়
ⓓ সত্যজিৎ রায়
6➤ ছাপাখানার জনক বলে পরিচিত -
ⓑ উইলিয়াম কেরি
ⓒ মার্শম্যান
ⓓ স্যার জন ম্যাক
7➤ ‘লাইনো টাইপ’ নামে উন্নত বাংলা অক্ষর তৈরি করেন
ⓒ হ্যালহেড
ⓑ সুরেশচন্দ্র মজুমদার
ⓓ হিকি
8➤ জন অ্যান্ড্রুজ ছাপাখানা গড়ে তোলেন
ⓒ হাওড়ায়
ⓑ হুগলিতে
ⓓ কলকাতায়
9➤ ‘বাংলার গুটেনবার্গ’ বলে পরিচিত –
ⓒ হেস্টিংস
ⓑ চার্লস উইলকিনস
ⓓ হ্যালহেড
10➤ ‘হাফটোন ব্লক’ এর ব্যবহার কোন প্রেসে প্রথম শুরু হয়?
ⓐ ইউ রায় অ্যান্ড সন্স
ⓒ গুপ্ত প্রেস
ⓓ রাজেন্দ্র লাইব্রেরি
11➤ 'ব্রাক্মণ-রোমান ক্যাথলিক সংবাদ' গ্রন্থটির লেখক হলেন-
ⓑ দোম আন্তনিও
ⓒ গঙ্গাকিশোর ভট্টাচার্য
ⓓ নাথানিয়েল ব্রাসি হালহেদ
12➤ ‘বাংলা গেজেটি’-র সম্পাদক হলেন--
ⓑ বরদাপ্রসাদ মজুমদার
ⓒ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
ⓓ পঞ্চানন কর্মকার
13➤ ‘দিগদর্শন' প্রকাশিত হয়েছিল— থেকে
ⓑ কুচবিহার
ⓒ কলকাতা
ⓓ চুঁচুড়া
14➤ ‘শিবপুর বোটানিক্যাল গার্ডেন' স্থাপিত হয়—সালে।
ⓑ ১৭৫৭ খ্রিঃ
ⓒ ১৭৮৭ খ্রিঃ
ⓓ ১৮০০ খ্রিঃ
15➤ রাজাবাজার ‘বিজ্ঞান কলেজ' প্রতিষ্ঠিত হয়—সালে।
ⓑ ১৯২৩ খ্রিঃ
ⓒ ১৯৩৫ খ্রিঃ
ⓓ ১৯৪০ খ্রিঃ
16➤ বাংলায় কলের গান তৈরি করেন-
ⓑ হেমেন্দ্রমোহন বসু
ⓒ মহেন্দ্ৰ নন্দী
ⓓ জগদীশচন্দ্র বসু
17➤ ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠিত হয়— সালে।
ⓑ ১৯১২ খ্রিঃ
ⓒ ১৯২১ খ্রিঃ
ⓓ ১৯১৫ খ্রিঃ
18➤ ভারতে ‘হাফটোন' প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন—
ⓑ সুকুমার রায়
ⓒ পঞ্চানন কর্মকার
ⓓ চার্লস উইলকিন্স
19➤ বিশ্বভারতীয় প্রতিষ্ঠা করেন—
ⓑ স্বামী বিবেকানন্দ
ⓒ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓓ দেবেন্দ্রনাথ ঠাকুর
20➤ বাংলা ভাষায় প্রথম ছাপা
ⓑ এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গোয়েজ
ⓒ অন্নদা মঙ্গল
ⓓ মঙ্গল সমাচার মতিয়ের
21➤ ➤ 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব্ সায়েন্স’-এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন
ⓑ প্রফুল্লচন্দ্র রায়
ⓒ সি.ভি.রামণ
ⓓ সত্যেন্দ্রনাথ বসু
22➤ বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল-
ⓑ ১৮৫৫ খ্রিঃ
ⓒ ১৭৫০ খ্রিঃ
ⓓ ১৮৬০ খ্রিঃ
23➤ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়-
ⓑ ১৯০৬ খ্রিঃ
ⓒ ১৯২২ খ্রিঃ
ⓓ ১৯১২ খ্রিঃ
24➤ বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়-
ⓑ ১৮৭৮ খ্রিঃ
ⓒ ১৭৮৫ খ্রিঃ
ⓓ ১৮০০ খ্রিঃ
25➤ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট-এর প্রথম অধ্যক্ষ ছিলেন-
ⓑ যোগেশচন্দ্র ঘোষ
ⓒ সতীশচন্দ্র বসু
ⓓ প্রমথনাথ বসু
দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের বিকল্পধর্মী প্রশ্নোত্তর (MCQ) ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে
File Details
Name: Class 10 History MCQ Online Test Chapter 5 Question Pdf
Language: Bengali
Page No: 3
Size: 309KB
Download: Click Here To Download
No comments:
Post a Comment