Breaking

Monday, October 25, 2021

WBBSE Class 10th History Suggestion | দশম শ্রেণীর ইতিহাস - ইতিহাসের ধারণা । Chapter 5

WBBSE Class 10th History Suggestion | দশম শ্রেণীর ইতিহাস -ইতিহাসের ধারণা

WBBSE Class 10th History Suggestion. WBBSE Class 10th Bengali Suggestion. WBBSE Class 10 history suggestion 2022. WB WBBSE History suggestion Question and Answer. WBBSE Class 10th History examination 2022. West Bengali Madhyamik History suggestion 2022. WB madhyamik 2022 History suggestion and important question.

WBBSE Class 10th History Suggestion
দশম শ্রেণীর ইতিহাস - পঞ্চম অধ্যায়

WB e Learning

বন্ধুরা ,

এখানে তোমাদের পাঠ্যপুস্তকের দশম শ্রেণীর ইতিহাস - ইতিহাসের ধারণা , পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করা হল। দশম শ্রেণীর ইতিহাসের আসন্ন WBBSE history examination question দেওয়া হল। এখানে মাধ্যমিক ইতিহাসের যেখান থেকে প্রশ্নগুলি তৈরী করা হয়ে সেগুলি হল - (i) বাংলায় ছাপাখানার বিস্তার , (ii) বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিস্তার এবং ঔপনিবেশিক শিক্ষা, রবীন্দ্রনাথ ও বিশ্বভারতী।

এইগুলি মাধ্যমিক পরীক্ষা ছাড়াও বিভিন্ন Competative Exam যেমন - WBCS, PSC, Railway পরীক্ষাতেও প্রয়োজন হবে।

 


দশম শ্রেণীর ইতিহাস - পঞ্চম অধ্যায়


১) উনিশ শতকের বাংলায় নবজাগরনের মুল কেন্দ্র কী ছিল?

উত্তরঃ- মুদ্রণযন্ত্র বা ছাপাখানা।


২) উনিশ শতকের বাংলায় প্রকাশিত বিখ্যাত সাপ্তাহিক সংবাদপত্রগুলি কী কী?

উত্তরঃ- ‘দি ইন্ডিয়া গেজেট’ , হিকির ‘বেঙ্গল গেজেট’ , দি এশিয়াটিক মিরর, দি ক্যালকাটা ক্রনিক্যাল, দি ক্যালকাটা গেজেট।


৩) ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ বা বেদ’ বইটি কে লেখেন?

উত্তরঃ- ম্যানোয়েল-দা-আস-সুম্প সাম।


৪) ‘ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ’ বইটির লেখক কে ?

উত্তরঃ- দোম অন্তিনিয় দো রোজারিও।


৫) ‘বাংলা শব্দকোশ’ বইটি কে লেখেন ?

উত্তরঃ- ম্যানোয়েল-দা-আস-সুম্প সাম।


৬) ‘ A Grammar of the Bengali Language’ বা হালহেদের ব্যাকরণ- বইটি কে লেখেন?

উত্তরঃ- ন্যাথানিয়েলের ব্রাসি হালহেদ।


৭) ভারতে প্রথম প্রকাশিত বাংলা অক্ষরের বইটির নাম কী?

উত্তরঃ- “A Grammar of the Bengali Language”.


৮) কত খ্রিস্টাব্দে ‘A Grammar of the Bengali Language’ বইটি বাংলা অক্ষরে মুদ্রিত বা প্রকাশিত হয়

উত্তরঃ- ১৭৭৮ খ্রিস্টাব্দে ।


৯) “ A Grammar of the Bengali Language “ বইটি কোথায় ছাপানো হয়েছিল?

উত্তরঃ- হুগলিতে , মি. অ্যানড্রুজের ছাপাখানায়।


১০) ‘ বিচল হরফ’ বা ‘Moveable Horof’ ব্যবহৃত হয় কোন বইটি ছাপাতে?

উত্তরঃ- “ A Grammar of the Bengali Language”


১১) কাকে ‘বাংলা মুদ্রণশিল্পের জনক’ বলা হয় ?

উত্তরঃ- চার্লস উইলকিন্স কে ।

১২) পঞ্চানন কর্মকার এর পদবি কি ছিল?

উত্তরঃ- পঞ্চানন মল্লিক।


১৩) পঞ্চানন মল্লিকের আদি নিবাস কোথায় ছিল ?

উত্তরঃ- হুগলি জেলার জিরাট বলাগড় গ্রামে।


১৪) কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ ও ব্যাপটিক মিশন প্রতিষ্টিত হয় ?

উত্তরঃ- ১৮০০ খ্রিস্টাব্দে।


১৫) কত খ্রিস্টাব্দে ব্যাপটিক মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- ১৮০০ খ্রিস্টাব্দে।

Madhyamik History pdf


১৬) কে কত খ্রিস্টাব্দে “ হিন্দুস্তানী প্রেস “ প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- ১৮০২ খ্রিস্টাব্দে হিলক্রিস্ট ।


১৭) কে কত “ পার্শিয়ান প্রেস “ প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- ১৮০৫ খ্রিস্টাব্দে ম্যাথু ল্যাম্পসডেন।


১৮) কে কত খ্রিস্টাব্দে ‘ সংস্কৃত প্রেস’ প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- ১৮০৭ খ্রিস্টাব্দে বাবুরাম।


১৯) বাবুরাম কে ছিলেন?

উত্তরঃ- ফোর্ট উইলিয়াম কলেজের সংস্কৃতের শিক্ষক ছিলেন।


২০) কত খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ‘ মিশন প্রেস ’প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- ১৮০০ খ্রিস্টাব্দে ।

২১) কত খ্রিস্টাব্দে ‘আত্মিয় সভা’ প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- ১৮১৫ খ্রিস্টাব্দে কলকাতায়।


২২) কত খ্রিস্টাব্দে ‘হিন্দু কলেজ’ প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- ১৮১৭ খ্রিস্টাব্দে।


২৩) কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ‘স্কুল বুক সোসাইটি’?

উত্তরঃ- ১৮১৭ খ্রিস্টাব্দে।


২৪) কত খ্রিস্টাব্দে ‘হেয়ার স্কুল’ প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- ১৮১৮ খ্রিস্টাব্দে।


২৫) কত খ্রিস্টাব্দে ‘সংস্কৃত কলেজ’ প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- ১৮২৪ খ্রিস্টাব্দে।


২৬) ‘বাঙ্গাল গেজেটি’ নামে পত্রিকাটি কে প্রকাশ করেন ?

উত্তরঃ- গঙ্গাকিশোর ভট্টাচার্য ।


২৭) বাংলা ‘নোটবই’ এর প্রকাশনার জনৈক কে ছিলেন?

উত্তরঃ- মধুসুদন মল্লিক।


২৮) “ মল্লিকের তৃতীয় ভাগ ইংলিশ রিডারের অর্থপুস্তক” বইটি প্রথম কবে প্রকাশিত হয় ?

উত্তরঃ- ১৮৫২ খ্রিস্টাব্দে।


২৯) “ চন্দ্রোদয় যন্ত্র “ কী?

উত্তরঃ- পঞ্চানন্দ কর্মকারের জামাতা মনোহর কর্মকার ও পুত্ররা একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন, এর নাম ‘চন্দ্রোদয় যন্ত্র’।

৩০) ‘গুপ্তযন্ত্র’ ছাপাখান প্রতিষ্ঠা করেন কে ?

উত্তরঃ- দুর্গাচরণ গুপ্ত।


৩১) কত খ্রিস্টাব্দে ‘বোটানিক্যাল গার্ডেন’ তৈরী করা হয়?

উত্তরঃ- ১৭৮৭ খ্রিস্টাব্দে।


৩২) কথায় ‘বোটানিক্যাল গার্ডেন’ তৈরী করা হয় ?

উত্তরঃ- শিবপুরে।


৩৩) ‘শিবপুর বোটানিক্যাল গার্ডেন’ টির স্থাপক কে ?

উত্তরঃ- কর্নেল রবার্ট কিড।


৩৪) কাকে “ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক” বলা হয় ?

উত্তরঃ- ড. উইলিয়াম রকসবার্গ।


৩৫) সার্ভে অব ইন্ডিয়া’র প্রথম সার্ভেয়ার জেনারেল কে ছিলেন?

উত্তরঃ- জেমস রেনেল।


৩৬) কত খ্রিস্টাব্দে “এশিয়াটিক সোসাইটি” প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ- ১৭৮৪ খ্রিস্টাব্দের ১৫ জানুয়ারি।


৩৭) কোলকাতা ‘এশিয়াটিক সোসাইটি’ এর প্রথম ভারতীয় সভাপতির নাম কী ছিল?

উত্তরঃ- রাজা রাজেন্দ্রলাল মিত্র।


৩৮) ‘বিদ্যাহারাবলী’ বিশ্বকোষটি প্রকাশ করেন কে ?

উত্তরঃ- ফেলিক্স কেরি।


৩৯) বাংলায় রসায়নবিদ্যা-বিষয়ক বইয়ের পথিকৃত কে ছিলেন?

উত্তরঃ- জন ম্যাক।


৪০) ‘ক্রিমিয়াবিদ্যার সার’ ( Principle of Chemistry ) বইটি কার লেখা?

উত্তরঃ- জন ম্যাক ।


৪১) ‘পদার্থবিদ্যাসার’ বইটি কে রচনা করেন?

উত্তরঃ- উইলিয়াম ইয়েটস।


৪২) ‘পদার্থবিদ্যারসার’ বইটি কত সালে প্রকাশিত হয় ?

উত্তরঃ- ১৮২৫ খ্রিস্টাব্দে।


৪৩) ‘জ্যোতির্বিদ্যা’ বইটি কবে প্রকাশিত হয় ?

উত্তরঃ- ১৮৩৩ খ্রিস্টাব্দে।


৪৪) ‘ভূগোল ও জ্যোতিষ’ বইটি কে লেখেন ?

উত্তরঃ- পিয়ার্সন।


৪৫) কত খ্রিস্টাব্দে পশ্বাবলী নামে সাময়িকপত্র প্রকাশিত হয় ?

উত্তরঃ- ১৮২২ খ্রিস্টাব্দে।


৪৬) ‘ভারতে বিঞ্জান চর্চার আদিগুরু’ কাকে বলা হয় ?

উত্তরঃ- রামমোহন রায় কে ।


৪৭) কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- ১৮৫৭ খ্রিস্টাব্দে।


৪৮) ‘হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস’- বইটি কে প্রকাশ করেন ?

উত্তরঃ- ১৯০২ খ্রিস্টাব্দে অধ্যাপক প্রফুল্লচন্দ্র রায়।


৪৯) ‘মারকিউরাস নাইট্রাইট’ আবিষ্কার করেন কে ?

উত্তরঃ- প্রফুল্লচন্দ্র রায় ।


৫০) বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আবিষ্কার করেন কে ?

উত্তরঃ- বিঞ্জানী জগদীশচন্দ্র বসু।


৫১) ‘বসু বিঞ্জান মন্দির’ প্রতিষ্ঠা করেন কে ?

উত্তরঃ- জগদীশচন্দ্র বসু।


৫২) কত খ্রিস্টাব্দে ‘বসু বিঞ্জান মন্দির’ প্রতিষ্ঠা করা হয় ?

উত্তরঃ- ১৯১৭ খ্রিস্টাব্দে ৩০ শে নভেম্বর।


৫৩) কোলকাতা মেডিক্যাল কলেজ’এর প্রাক্তন নাম কী ছিল?

উত্তরঃ- মেডিক্যাল কলেজ অব বেঙ্গল।


৫৪) Indian Association For the Caltivation of Science' প্রতিষ্ঠা করেন কে ?

উত্তরঃ- মহেন্দ্রলাল সরকার।


৫৫) ১৮২৭ খ্রিস্টাব্দে কে ‘বাষ্পীয় ইঞ্জিন’ তৈরি করেন ?

উত্তরঃ- গোলকচন্দ্র নন্দী।


৫৬) কাকে ভারতের প্রথম Electrical and Telecom Engineer বলা হয়?

উত্তরঃ- শিবচন্দ্র নন্দীকে।


৫৭) সীতানাথ ঘোষ কে ছিলেন?

উত্তরঃ- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষক ছিলেন।


৫৮) Bengal Chemical and Pharmaceutical works কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- বিঞ্জানী প্রফুল্লচন্দ্র রায়।


৫৯) ‘কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ’ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- ১৮৫৬ খ্রিস্টাব্দে।


৬০) ‘কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ’র বর্তমান নাম কী ?

উত্তরঃ- বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ।


৬১) কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয় ?

উত্তরঃ- ১৯০৫ খ্রিস্টাব্দে।


৬২) কত খ্রিস্টাব্দে ‘জাতীয় শিক্ষা পরিষদ’ গঠিত হয় ?

উত্তরঃ- ১৯০৫ খ্রিস্টাব্দে।


৬৩) কোন দুটি প্রতিষ্ঠানের যুগ্মরূপ হল ‘যাদবপুর বিশ্ববিদ্যাল’?

উত্তরঃ- Bengal National College and School এবং Bengal Techonogical Institute


৬৪) ‘যাদবপুর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’র পুর্ব নাম কী ছিল ?

উত্তরঃ- বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট।


৬৫) ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল হল’ এর রূপকার কে ছিলেন ?

উত্তরঃ- বিশ্বকর্মা স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি।


৬৬) ‘হাওড়া ব্রিজ’ ও ‘বেলুড় রামকৃষ্ণ মিশন মন্দির’ এর নির্মান রূপকার কে ছিলেন?

উত্তরঃ- স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি।


৬৭) রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ‘ব্রহ্মচর্যাশ্রম’ প্রতিষ্ঠা করেছিলেনI?

উত্তরঃ- ১৯০১ খ্রিস্টব্দের ২২ শে ডিসেম্বর শান্তিনিকেতনে।


৬৮) ‘শান্তিনিকেতন আশ্রম’ এর প্রকৃত প্রতিষ্ঠা কে ছিলেন?

উত্তরঃ- মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।( ১৮৩৬ খ্রিঃ)


৬৯) রবীন্দ্রনাথ ঠাকুর আবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠাষ্ঠান কে কী বলে অভিহিত করেন ?

উত্ততঃ- খোপওয়ালা বড়ো বাক্স।


৭০) রবীন্দ্রনাথ কত খ্রিস্টাব্দে ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- ১৯২১ খ্রিস্টাব্দে।


৭১) কত খ্রিস্টাব্দে ভারত সরকার ‘বিশ্বভারতী’কে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদান করেন?

উত্তরঃ- ১৯৫১ খ্রিস্টাব্দে।


৭২) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?

উত্তরঃ- প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।


৭৩) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?

উত্তরঃ- রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর।



File Name: Class 10 Madhyamik History All Chapter Pdf.

File Size: 2.13 MB

Download: Click Here to Download

আরও পড়ুনঃ 

মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের  প্রশ্নোত্তর  Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ১ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ২ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ৩ Click Here
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here