Header Ads Widget

Breaking

Wednesday, August 10, 2022

Most Important history questions answer pdf | Madhyamik History Suggestion 2023

Most Important History Questions answer pdf | Madhyamik History Suggestion 2023

Madhyamik History Suggestion

Lists 50 Most Important History Questions Common In Examination. Download the pdf file and read it before the exam. It will be helpful for exam preparation. You can also download the question Answers for all subjects. 

It is the Most Important History question answer for Madhyamik Exam 2023. It is the best History Suggestion for Madhyamik Exam 2023 with Sure Common in Examination. These Questions are collected from Madhyamik Test Paper 2018-19.

১। ‘Silent Spring’ গ্রন্থটিকে রচনা করেন?

উঃ র‍্যাচেল কারসন।


২। ‘নববিধান ব্রাহ্ম সমাজে’র প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ কেশবচন্দ্র সেন।


৩। ‘দামিন-ই-কোহ’ কথাটির অর্থ কী?

উঃ পাহাড়ের প্রান্ত দেশ।


৪। মহাবিদ্রোহে সিপাহীরা কাকে ‘ভারতের সম্রাট’ বলে ঘোষণা করেছিলেন?

উঃ দ্বিতীয় বাহাদুর শাহকে।


৫। ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ দ্বারকনাথ বিদ্যাভূষণ।

৬। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

উঃ মহাফেজখানায়। (দিল্লিতে)


৭। বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়?

উঃ ঊনিশ শতককে।


৮। ‘উলগুলান’ বলতে কি বুঝো?

উঃ প্রবল বিদ্রোহ/বিক্ষোভ/বিশৃঙ্খলা।


৯। ১৯১১ সালে আই এফ এ শিল্ডজয়ী মোহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন?

উঃ শিবনাথ ভাদুড়ি।


১১। ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?

উঃ দিল্লিতে অবস্থিত।


১২। কোথায় বিরসা মুন্ডার নেতৃত্বে আদিবাসী আন্দোলন শুরু হয়?

উঃ রাচীর দক্ষিণাঞ্চলে।


১৩। ‘স্ত্রীশিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না’ – একথা কে বলেছেন?

উঃ স্বামী বিবেকানন্দ।


১৪। 'আত্মীয় সভা' কে প্রতিষ্ঠা করেন?

উঃ রাজা রামমোহন রায়।

Madhyamik History pdf

১৫। বঙ্গদর্শন কে প্রকাশ করেন?

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


১৬। ‘প্রান্তিক মানব’ গ্রন্থটি কে রচনা করেন?

উঃ প্রফুল্ল কুমার চক্রবর্তী।


১৭। বর্তমান ভারতের একটি গোয়েন্দা সংস্থার নাম লেখ?

উঃ RAW (Research and Analysis Wing).


১৮। বাংলা তথা ভারতের প্রথম সংবাদিক কে ছিলেন?

উঃ জেমস অগাস্টাস হিকি।

১৯। ‘ভারতসভা’ কে প্রতিষ্ঠা করেন?

উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধায়।


২০। প্রথম ভাষাভিত্তিক প্রদেশ কোনটি?

উঃ অন্ধ্রপ্রদেশ।


২১। সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীমুলক গ্রন্থটির নাম কী?

উঃ জীবনের ঝরাপাতা।


২২। ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ উমেশচন্দ্র দত্ত।


২৩। ‘দিকু’ কাদের বলা হত?

উঃ সাঁওতাল পরগনা অঞ্চলে বহিরাগত সুদখোর মহাজন ও জমিদারদের দিকু বলা হত।


২৩। ‘জমিদার সভা’ কে প্রতিষ্ঠা করেন?

উঃ দ্বারকনাথ ঠাকুর।


২৪। ‘বাঙ্গালির ইতিহাস’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

উঃ নীহাররজ্ঞন রায়।


২৫। ‘হান্টার কমিশন’ কবে গঠিত হয়?

উঃ ১৮৮২ খ্রিস্টাব্দের ৩ রা ফেব্রুয়ারী।


২৭। ভারতের প্রথম ভাইসরয় কে?

উঃ লর্ড ক্যানিং।


২৮। ‘বঙীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভা’ এর প্রথম সভাপতি কে?

উঃ গুরুদাস চট্টোপাধ্যায়।


২৯। ‘Letter from the Father to his Daughter’ এটি হিন্দিতে কে অনুবাদ করে?

উঃ মুন্সি প্রেমচাঁদ।



File Name: Most Important questions answer Pdf.
File Size: 426 kb
Download: Click Here to Download


File Name: Class 10 Madhyamik History All Chapter Pdf.
File Size: 2.13 MB
Download: Click Here to Download
আরও পড়ুনঃ 

মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের  প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ১ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ২Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ৩Click Here
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তরClick Here
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তরClick Here
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here


No comments:

Post a Comment