Header Ads Widget

Breaking

Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts

Wednesday, March 23, 2022

March 23, 2022

Which Course is best after Madhyamik Exam?

Madhyamik Exam এর পর কোন কোন বিষয় নিয়ে পড়বে 


Madhyamik বা Madhyamik Exam এর পর একটি সঠিক কোর্স নির্বাচন করা খুবই কঠিন। তুমি সঠিক কোর্স নির্বাচন সম্পর্কে অনেক বিভ্রান্ত হও. এ অবস্থায় শুধু তুমি নও, অধিকাংশ শিক্ষার্থীই বিপাকে পড়ে থাকে। তবে এই পরিস্থিতিতে তোমাকে তোমার জ্ঞান ও তোমার চেয়ে বয়সে বড়োদের কাছে থেকে পরামরশ নিতে হবে কারণ একটি ছোট ভুল তোমাকে তোমার পুরো ক্যারিয়ার এবং চাকরি জীবনেও বিভ্রান্তিতে পড়তে হতে পারে। তাই উদ্বিগ্ন না হয়ে শান্ত থাক এবং আপনার নিখুঁত কোর্স/স্ট্রিম বেছে নিতে আমার Article টিকে অনুসরণ করুন। আশা করি এ থেকে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে।

প্রথমে আমি তোমাকে এই বিকল্প দুটি 1) প্যাশন 2) আর্থিক অবস্থা অনুসরণ করার অনুরোধ করব।কারণ তোমার জীবনে চলার পথ ও পেশা নির্বাচন করার সময় তারা উভয়ই একে অপরের উপর নির্ভরশীল। তোমাকে তোমার পরিবার থেকে আর্থিক সহায়তার কথাও মাথায় রাখতে হবে। অন্যথায় একটি ব্যয়বহুল কোর্স বেছে নেওয়ার পরে আপনাকে মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হবে যা তোমাকে হতাশ করে দেবে । শিথিল থাক এবং মনোযোগ সহকারে নিবন্ধটি পড়।

Madhyamik Exam এর পর  অন্যদের ব্যয়বহুল সংলাপ শুনবেন না। শুধু তোমার অভিভাবকের সাথে তোমার মতামত নিয়ে আলোচনা করবে এবং তাদের বল তুমি কোন ক্ষেত্রে বা বিষয়ে আগ্রহী। শুধু তোমার ঠান্ডা মাথায় চিন্তা কর, কোন বিষয়ের ক্ষেত্রে তোমার বেশি আগ্রহ রয়েছে বা কোন বিষয়ে তুমি পারদর্শি, কোন বিষয় তুমি ভালোবাস, কোন বিষয়ে তোমার আগ্রহ আছে। হৃদয় থেকে আগ্রহ। এর পরে, আপনি সহজেই আপনার উত্তর পাবেন। একটি বর্গাকার গর্তে একটি বৃত্তাকার পেগ ঢেলে দেওয়ার চেষ্টা করবেন না কারণ এটি কখনই সম্ভব নয়।

আমি জানি এই সময়ে তুমি তোমার পেশাগত জীবনের সমস্ত ক্যারিয়ারের সুযোগ জান না। তাই এখানে আমি Science, Arts এবং Commerce সমস্ত দিক উল্লেখ করছি। যেখান থেকে তুমি সহজেই বেছে নিতে পারবে কোনটি তোমার জন্য ভালো এবং কোনটিতে তোমার প্রবল ইচ্ছা রয়েছে। আমার Article এর শেষে, আমি তোমাকে এই 3টি স্ট্রিমের মধ্যে মৌলিক তুলনা করে দেখাব। এটি তোমার মনে জেগে ওঠা প্রশ্নের উত্তরটিও স্পষ্ট হয়ে যাবে।

এখন নিম্নলিখিত পয়েন্টগুলিতে মনোনিবেশ কর এবং দেখ কোনটি তোমার সাথে মিলে যায়। এক নজরে নিচের পয়েন্টগুলো দেখুন-