Header Ads Widget

Breaking

Saturday, July 16, 2022

Madhyamik - Madhyamik Poriksha Preparation 2023

Madhyamik Poriksha Preparation 2023

Madhyamik Pariksha Preparation 2023

Here I share Madhyamik Pariksha Preparation 2023 Questions also answers. These questions are based on Multiple Choice Questions (MCQ). These Questions are very important for the upcoming Madhyamik Exam 2023. I hope these questions are useful for you.

1➤ 'সত্তর বৎসর' আত্মজীবনিটি হল-

ⓐ রবীন্দ্রনাথ ঠাকুরের
ⓑ সরলা দেবী চৌধুরানীর
ⓒ বিপিনচন্দ্র পালের
ⓓ মহাত্মা গান্ধীর

2➤ ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেছিলেন?

ⓐ খুশবন্ত সিং
ⓑ সাদাৎ হাসান মান্টো
ⓒ মুন্সি প্রেমচাঁদ
ⓓ কৃষ্ণা চন্দ্র

3➤ 'বামাবোধীনি পত্রিকার' মুল উদ্দেশ্য কী ছিল?

ⓐ জাতীয়তাবাদের প্রসার ঘটানো
ⓑ ব্রিটিশ বিরোধীতা করা
ⓒ বাংলা ভাষার উন্নতি সাধন
ⓓ মেয়েদের কথা ও সমস্যা তুলে ধরা

4➤ বিধবা বিবাহের স্বপক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন কে?

ⓐ রামমোহন
ⓑ বিদ্যাসাগর
ⓒ ডিরোজিও
ⓓ রাধাকান্ত

5➤ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?

ⓐ জেমস উইলিয়াম কেলভিন
ⓑ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
ⓒ আশুতোষ মুখোপাধ্যায়
ⓓ প্রশান্ত মহালানবীশ

6➤ 'বাঁশের কেল্লা' তৈরী করেন-

ⓐ দুদুমিঞা
ⓑ তিতুমীর
ⓒ দুর্জন সিংহ
ⓓ ভবানী পাঠক

7➤ 'হুল' কথাটি যে বিদ্রোহের সঙ্গে সম্পৃক্ত-

ⓐ মুন্ডা বিদ্রোহের
ⓑ সাঁওতাল বিদ্রোহের
ⓒ কোল বিদ্রোহের
ⓓ মহাবিদ্রোহের

8➤ মঙ্গল পান্ডে ছিলেন-

ⓐ ১৮৫৭ সালের মহাবিদ্রোহের নেতা
ⓑ স্বাধীনতা সংগ্রামী
ⓒ কৃষক বিদ্রোহের নেতা
ⓓ শ্রমিক আন্দোলনের নেতা

9➤ জমিদার সভার সভাপতি ছিলেন-

ⓐ রাজা রামমোহন রায়
ⓑ রাধাকান্ত দেব
ⓒ বিদ্যাসাগর
ⓓ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

10➤ 'বন্দেমাতরম' সংগীতটি আছে-

ⓐ 'গোরা' উপন্যাসে
ⓑ 'আনন্দমঠ' উপন্যাসে
ⓒ বর্তমান ভারত' গ্রন্থে
ⓓ 'গীতাঞ্জলী' কাব্যগ্রন্থে

11➤ ভারতে 'হাফ টোন প্রিন্টিং' পদ্ধতি প্রবর্তন করেন-

ⓐ সুকুমার রায়
ⓑ উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
ⓒ চার্লস মেটকাফ
ⓓ বসুবন্ধ রায়

12➤ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন-

ⓐ অবনিন্দ্রনাথ ঠাকুর
ⓑ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓒ দ্বারকনাথ ঠাকুর
ⓓ রামমোহন রায়

13➤ 'নিখিল ভারত ট্রেড ইউনিয়ন' প্রতিষ্ঠা হয়েছিলে-

ⓐ ১৯১৬ খ্রিঃ
ⓑ ১৯২০ খ্রিঃ
ⓒ ১৯২৭ খ্রিঃ
ⓓ ১৯৩০ খ্রিঃ

14➤ বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল-

ⓐ অন্ধ্রপ্রদেশে
ⓑ গুজরাটে
ⓒ উত্তরপ্রদেশে
ⓓ হিমাচল প্রদেশে

Madhyamik History pdf

15➤ ১৯৩৯ খ্রিঃ জেল থেকে মুক্তি পায়-

ⓐ সুভাষচন্দ্র বসু
ⓑ কল্পনা দত্ত
ⓒ প্রীতিলতা ওয়াদ্দেদার
ⓓ সূর্য সেন

16➤ ব্রিটিশ শাসনকালে সাধারনভাবে 'দলিত' নামে পরিচিত-

ⓐ ব্যবসায়ী শ্রেণী
ⓑ পিছিয়ে পড়া শ্রেণী
ⓒ ইংরেজী শিক্ষিত শ্রেণী
ⓓ মধ্যবিত্ত শ্রেণী

17➤ সারা ভারত রাজ্য জনতাসভা গঠিত হয়-

ⓐ ১৯২৪খ্রীঃ
ⓑ ১৯২৬ খ্রীঃ
ⓒ ১৯২৭ খ্রীঃ
ⓓ ১৯৩০ খ্রীঃ

18➤ ১৯৫৩ সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন-

ⓐ সুভাষচন্দ্র বসু
ⓑ জওহরলাল নেহরু
ⓒ মতিলাল নেহরু
ⓓ ডঃ আম্বেদকর

19➤ 'সন্দেশ' পত্রিকা প্রথম প্রকাশ করেছিলেন-

ⓐ সুকুমার রায়
ⓑ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓒ উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
ⓓ কাঙাল হরিনাথ

20➤ বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল ১৯০৫ খ্রিষ্টাব্দের -

ⓐ ১লা অক্টোবর
ⓑ ১৬ই অক্টোবর
ⓒ ২০শে অক্টোবর
ⓓ ৩০শে অক্টোবর

21➤ ভারতের লৌহমানব বলা হয়-

ⓐ জওহরলাল নেহরুকে
ⓑ বল্লভভাই প্যাটেলকে
ⓒ মহাত্মা গান্ধীকে
ⓓ সুভাষচন্দ্র বসুকে

22➤ AITUC প্রতিষ্ঠিত হয়েছিল-

ⓐ ১৯২০ খ্রিঃ
ⓑ ১৯২৫ খ্রিঃ
ⓒ ১৯৩৭ খ্রিঃ
ⓓ ১৯৩৬ খ্রিঃ

23➤ 'সাম্প্রদায়িক বাটোয়ারা' নীতি প্রবর্তন করেন-

ⓐ গান্ধীজী
ⓑ লর্ড কার্জন
ⓒ র‍্যামসে ম্যাকডোনাল্ড
ⓓ মহম্মদ আলি জিন্না

24➤ 'নেহরু-লিয়াকৎ'চুক্তি স্বাক্ষরিত হয়-

ⓐ ১৯৪৭ খ্রিঃ
ⓑ ১৯৫০ খ্রিঃ
ⓒ ১৯৫৩ খ্রিঃ
ⓓ ১৯৫২ খ্রিঃ

25➤ তাম্রলিপ্ত জাতীয় সরকার-এর প্রধান নেতা ছিলেন-

ⓐ সতীশচন্দ্র সামন্ত
ⓑ গণেশ ঘোষ
ⓒ দীনেশ গুপ্ত
ⓓ বাঘা যতীন


File Name: Class 10 Madhyamik History All Chapter Pdf.

File Size: 2.13 MB

Download: Click Here to Download

আরও পড়ুনঃ 


মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের  প্রশ্নোত্তর  Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ১ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ২ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ৩ Click Here
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here
মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here
মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here


No comments:

Post a Comment