হ্যালো বন্ধুরা,
এখানে তুলে ধরা হল ষষ্ঠ শ্রেণীর ইতিহাস নবম অধ্যায়ের প্রশ্নোত্তর । এখানে তোমরা
খুঁজে পাবে ভারত ও সমকালীন বহির্বিশ্ব এর short answer type questions.
খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথমভাগ পর্যন্ত প্রশ্নোত্তর শেয়ার করা হল।
ষষ্ঠ শ্রেণীর ইতিহাস নবম অধ্যায়ের প্রশ্নোত্তর
উঃ- দুই নদীর মধ্যবর্তী দেশ।
২) কোন অঞ্চলকে ‘মেসোপটিমিয়া’ বলা হত?
উঃ- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝের অঞ্চলকে গ্রিকরা বলতো মেসোপটেমিয়া।
৩) সুমেরের লিপিকে কী বলা হত?
উঃ- কিউনিফর্ম বলা হত।
৪) কিউনিফর্ম কোন শব্দ?
উঃ- ইংরেজী শব্দ।
৫) কোথাকার লোকেরা প্রথম কাঠের চাকার ব্যবহার করে?
উঃ- সুমেরের লোকেরা।
৬) কোন রাজা প্রথম লিখিত আইন চালু করেছিলেন?
উঃ- ব্যবিলনের রাজা হামুরাবি।
৭) কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে ওঠে?
উঃ- নীল নদের তীরে।
৮) নীল নদ কোথায় অবস্থিত?
উঃ- আফ্রিকায়।
৯) মিশরকে ‘নীলনদের দান’ আখ্যায়িত করেন কে?
উঃ- গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।
১০) মিশরের রাজাদের কী বলা হত?
উঃ- ফ্যারাও বলা হত।
১১) কোন শব্দ থেকে paper (পেপার) শব্দটি এসেছে?
উঃ- প্যাপিরাস শব্দ থেকে।
১২) মিশরে কী থেকে কাগজ তৈরী করা হত?
উঃ- প্যাপিরাস নামক গাছের ছাল থেকে।
১৩) মিশরীয় লিপির নাম কী?
উঃ- হায়ারোগ্লিফিক লিপি।
১৪) কোন নদীর তীরে চিন সভ্যতা গড়ে ওঠে?
উঃ- হোয়াংহো ও ইয়াংসিকিয়াং।
১৫) কাঠের হরফ দিয়ে ছাপার কৌশল প্রথম কারা আবিষ্কার করে?
উঃ- চিনারা।
১৬) পলিস কী?
উঃ- পাহাড় বেষ্টিত গ্রিসে অনেকগুলি ছোটো রাষ্ট্র গড়ে উঠেছিল।সেগুলিকে বলা হত নগর রাষ্ট্র বা পলিস।
উঃ- ভূমধ্যসাগরে।
২১) পুরাণে ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের কী বলা হয়েছে?
উঃ- যবন বলা হয়েছে।
২২) ইন্দো-গ্রিক রাজাদের মধ্যে সবথেকে বিখ্যার রাজা কে ছিলেন?
উঃ- মিনান্দার।
২৩) মিনান্দারের রাজধানী কোথায় ছিল?
উঃ- সাকল।বর্তমান পাকিস্তানের শিয়ালকোট
২৪) কাদের আক্রমণে ব্যাকট্রিয়ার গ্রিক শাসন ধ্বংশ হয়?
উঃ- মধ্য এশিয়ার যাযাবর গোষ্ঠীর আক্রমণে।
২৫) ভারতীয় উপমহাদেশে কারা ‘শক’ নামে পরিচিত?
উঃ- সেক’রা ।
২৬) ভারতীয় উপমহাদেশে কারা ‘কুষাণ’ নামে পরিচিত?
উঃ- ইউয়ে-ঝি রা।
২৭)ভারতীয় উপমহাদেশে পার্থীয়রা কী নামে পরিচিত?
উঃ- পহ্লব নামে।
২৮) সেলুকাস কোথাকার রাজা ছিলেন?
উঃ- গ্রিসের রাজা ছিলেন।
২৯) মেগাস্থিনিস কে ছিলেন?
উঃ- গ্রিক রাজা সেলুকাসের দূত ছিলেন।
৩০) মেগাস্থিনিস কার শাসনকালে ভারতে আসেন?
উঃ- সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে।
৩১) হুনরা কত খ্রিষ্টাব্দে ভারত আক্রমণ করে?
উঃ- আনুমানিক ৪৫৮ খ্রিষ্টাব্দে।
৩২) হুন আক্রমণের সময় ভারতের শাসক কে ছিলেন?
উঃ- স্কন্দগুপ্ত।
৩৩) বিক্রমাব্দ কী?
উঃ- শক শাসক প্রথম অয় একটি অব্দ গণনা চালু করেছিলেন। সেই অব্দটি অয়অব্দ এবং বিক্রমাব্দ নামে পরিচিত।
৩৪) ইরিথ্রিয়ান সাগর কী?
উঃ- ভারতমহাসাগর, লোহিতসাগর ও পারস্য উপসাগরকে প্রাচীন গ্রিক ও রোমান ভূগোলে ইরিথ্রিয়ান সাগর বলা হত।
৩৫) ইরিথ্রিয়ান সাগরে যাতায়াত ও বাণিজ্য বিষয়ে লেখা বইটির নাম কী?
উঃ- পেরিপ্লাস অভ দ্য ইরিথ্রিয়ানসী।
৩৬) পেরিপ্লাস কথার অর্থ কী?
উঃ- i) জলযানে করে ঘুরে বেড়ানো এবং ii) জলপথে যাতায়াতের বর্ণনা।
৩৭) প্রাচীন ভারতের একটি বিখ্যাত বন্দর-নগরের নাম লেখ?
উঃ- তাম্রলিপ্ত।
৩৮) তাম্রলিপ্ত বর্তমানে কোথায় অবস্থিত?
উঃ- পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছাকাছি অবস্থিত।
৩৯) জুনাগড় প্রশস্তি কোন ভাষায় রচিত হয়?
উঃ- সংস্কৃত ভাষায়।
৪০) যবনিকা কী?
উঃ- উপমহাদেশের নাটকের মঞ্চে ব্যবহৃত পর্দাকে সংস্কৃতে বলা হত যবনিকা।
৪১) ফো-কুয়ো-কি বইটি কে লেখেন?
উঃ- চিনা পন্ডিত ফাসিয়ান।(ফা-হিয়েন)
৪২) নালন্দা মহাবিহারের বিখ্যাত পন্ডিতের নাম লেখ?
উঃ- পন্ডিত শীলভদ্র।
আরও পড়ুনঃ
অধ্যায় ১ঃ ইতিহাসের ধারণা | Click Here |
অধ্যায় ২ঃ ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ | Click Here |
অধ্যায় ৩ঃ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা | Click Here |
অধ্যায় ৪ঃ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা ২ | Click Here |
অধ্যায় ৫ঃ খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেহশ | Click Here |
অধ্যায় ৬ঃ সাম্রাজ্য বিস্তার ও শাসন | Click Here |
অধ্যায় ৭ঃ অর্থনীতি ও জীবনযাত্রা | Click Here |
অধ্যায় ৮ঃ প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চা | Click Here |
অধ্যায় ৯ঃ ভারত সমকালীন বহির্বিশ্ব | Click Here |
No comments:
Post a Comment