Header Ads Widget

Breaking

Sunday, August 29, 2021

ষষ্ঠ শ্রেণীর ইতিহাস নবম অধ্যায়ের প্রশ্নোত্তর | Class 6 History Chapter 9

ষষ্ঠ শ্রেণীর ইতিহাস নবম অধ্যায়ের প্রশ্নোত্তর | Class 6 History Chapter 9

Class 6 History Chapter 9
ষষ্ঠ শ্রেণীর ইতিহাস নবম অধ্যায়ের প্রশ্নোত্তর

হ্যালো বন্ধুরা,
এখানে তুলে ধরা হল ষষ্ঠ শ্রেণীর ইতিহাস নবম অধ্যায়ের প্রশ্নোত্তর । এখানে তোমরা খুঁজে পাবে ভারত ও সমকালীন বহির্বিশ্ব এর short answer type questions. খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথমভাগ পর্যন্ত প্রশ্নোত্তর শেয়ার করা হল।

ষষ্ঠ শ্রেণীর ইতিহাস নবম অধ্যায়ের প্রশ্নোত্তর 
১) মেসোপটেমিয়া কথার অর্থ কী?
উঃ- দুই নদীর মধ্যবর্তী দেশ।

২) কোন অঞ্চলকে ‘মেসোপটিমিয়া’ বলা হত?
উঃ- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝের অঞ্চলকে গ্রিকরা বলতো মেসোপটেমিয়া।

৩) সুমেরের লিপিকে কী বলা হত?
উঃ- কিউনিফর্ম বলা হত।

৪) কিউনিফর্ম কোন শব্দ?
উঃ- ইংরেজী শব্দ।

৫) কোথাকার লোকেরা প্রথম কাঠের চাকার ব্যবহার করে?
উঃ- সুমেরের লোকেরা।

৬) কোন রাজা প্রথম লিখিত আইন চালু করেছিলেন?
উঃ- ব্যবিলনের রাজা হামুরাবি।

৭) কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে ওঠে?
উঃ- নীল নদের তীরে।

৮) নীল নদ কোথায় অবস্থিত?
উঃ- আফ্রিকায়।

৯) মিশরকে ‘নীলনদের দান’ আখ্যায়িত করেন কে?
উঃ- গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।
১০) মিশরের রাজাদের কী বলা হত?
উঃ- ফ্যারাও বলা হত।

১১) কোন শব্দ থেকে paper (পেপার) শব্দটি এসেছে?
উঃ- প্যাপিরাস শব্দ থেকে।

১২) মিশরে কী থেকে কাগজ তৈরী করা হত?
উঃ- প্যাপিরাস নামক গাছের ছাল থেকে।

১৩) মিশরীয় লিপির নাম কী?
উঃ- হায়ারোগ্লিফিক লিপি।

১৪) কোন নদীর তীরে চিন সভ্যতা গড়ে ওঠে?
উঃ- হোয়াংহো ও ইয়াংসিকিয়াং।

১৫) কাঠের হরফ দিয়ে ছাপার কৌশল প্রথম কারা আবিষ্কার করে?
উঃ- চিনারা।

১৬) পলিস কী?
উঃ- পাহাড় বেষ্টিত গ্রিসে অনেকগুলি ছোটো রাষ্ট্র গড়ে উঠেছিল।সেগুলিকে বলা হত নগর রাষ্ট্র বা পলিস।

২০) রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে?
উঃ- ভূমধ্যসাগরে।

২১) পুরাণে ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের কী বলা হয়েছে?
উঃ- যবন বলা হয়েছে।

২২) ইন্দো-গ্রিক রাজাদের মধ্যে সবথেকে বিখ্যার রাজা কে ছিলেন?
উঃ- মিনান্দার।

২৩) মিনান্দারের রাজধানী কোথায় ছিল?
উঃ- সাকল।বর্তমান পাকিস্তানের শিয়ালকোট

২৪) কাদের আক্রমণে ব্যাকট্রিয়ার গ্রিক শাসন ধ্বংশ হয়?
উঃ- মধ্য এশিয়ার যাযাবর গোষ্ঠীর আক্রমণে।

২৫) ভারতীয় উপমহাদেশে কারা ‘শক’ নামে পরিচিত?
উঃ- সেক’রা ।

২৬) ভারতীয় উপমহাদেশে কারা ‘কুষাণ’ নামে পরিচিত?
উঃ- ইউয়ে-ঝি রা।
২৭)ভারতীয় উপমহাদেশে পার্থীয়রা কী নামে পরিচিত?
উঃ- পহ্লব নামে।

২৮) সেলুকাস কোথাকার রাজা ছিলেন?
উঃ- গ্রিসের রাজা ছিলেন।

২৯) মেগাস্থিনিস কে ছিলেন?
উঃ- গ্রিক রাজা সেলুকাসের দূত ছিলেন।

৩০) মেগাস্থিনিস কার শাসনকালে ভারতে আসেন?
উঃ- সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে।

৩১) হুনরা কত খ্রিষ্টাব্দে ভারত আক্রমণ করে?
উঃ- আনুমানিক ৪৫৮ খ্রিষ্টাব্দে।

৩২) হুন আক্রমণের সময় ভারতের শাসক কে ছিলেন?
উঃ- স্কন্দগুপ্ত।

৩৩) বিক্রমাব্দ কী?
উঃ- শক শাসক প্রথম অয় একটি অব্দ গণনা চালু করেছিলেন। সেই অব্দটি অয়অব্দ এবং বিক্রমাব্দ নামে পরিচিত।
৩৪) ইরিথ্রিয়ান সাগর কী?
উঃ- ভারতমহাসাগর, লোহিতসাগর ও পারস্য উপসাগরকে প্রাচীন গ্রিক ও রোমান ভূগোলে ইরিথ্রিয়ান সাগর বলা হত।

৩৫) ইরিথ্রিয়ান সাগরে যাতায়াত ও বাণিজ্য বিষয়ে লেখা বইটির নাম কী?
উঃ- পেরিপ্লাস অভ দ্য ইরিথ্রিয়ানসী।

৩৬) পেরিপ্লাস কথার অর্থ কী?
উঃ- i) জলযানে করে ঘুরে বেড়ানো এবং ii) জলপথে যাতায়াতের বর্ণনা।

৩৭) প্রাচীন ভারতের একটি বিখ্যাত বন্দর-নগরের নাম লেখ?
উঃ- তাম্রলিপ্ত।

৩৮) তাম্রলিপ্ত বর্তমানে কোথায় অবস্থিত?
উঃ- পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছাকাছি অবস্থিত।

৩৯) জুনাগড় প্রশস্তি কোন ভাষায় রচিত হয়?
উঃ- সংস্কৃত ভাষায়।

৪০) যবনিকা কী?
উঃ- উপমহাদেশের নাটকের মঞ্চে ব্যবহৃত পর্দাকে সংস্কৃতে বলা হত যবনিকা।

৪১) ফো-কুয়ো-কি বইটি কে লেখেন?
উঃ- চিনা পন্ডিত ফাসিয়ান।(ফা-হিয়েন)

৪২) নালন্দা মহাবিহারের বিখ্যাত পন্ডিতের নাম লেখ?
উঃ- পন্ডিত শীলভদ্র।

আরও পড়ুনঃ

অধ্যায় ১ঃ ইতিহাসের ধারণা Click Here
অধ্যায় ২ঃ ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ Click Here
অধ্যায় ৩ঃ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা Click Here
অধ্যায় ৪ঃ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা ২ Click Here
অধ্যায় ৫ঃ খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেহশ Click Here
অধ্যায় ৬ঃ সাম্রাজ্য বিস্তার ও শাসন Click Here
অধ্যায় ৭ঃ অর্থনীতি ও জীবনযাত্রা Click Here
অধ্যায় ৮ঃ প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চা Click Here
অধ্যায় ৯ঃ ভারত সমকালীন বহির্বিশ্ব Click Here

No comments:

Post a Comment