Class 6 History Chapter 2 Notes. History Class 6 chapter 2 pdf. Class 6 History Chapter 2 Notes pdf download. ক্লাস ৬ এর দ্বতীয় আখ্যায়ের প্রশ্ন ও উত্তর
Class 6 History Chapter 2 || ক্লাস ৬ এর দ্বতীয় আখ্যায়ের প্রশ্ন ও উত্তর
১। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ কেমন ছিল ?
উঃ - ঘন জঙ্গলে ঢাকা।
২। এপ কাদের বলা হত ?
উঃ - লেজহীন বড়ো মানুষদের এপ বলা হয়।
৩। আদিম কথার মানে কি ?
উঃ - খুব পুরোনো বা গোড়ার দিকের।
৪। আদিম মানুষ কথাটি ব্যবহার করা হয় কেন?
উঃ - খুব পুরোনো সময়ের মানুষ বোঝাতে আদিম মানুষ কথাটি ব্যবহার করা হয়।
৫। এখনও পর্যন্ত পুরোনো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে ?
উঃ - পূর্ব আফ্রিকাতে।
৬। মূলত কীসের ওপর ভিত্তি করে আদিম মানুষদের শ্রেণী বিভাগ করা হয় ?
উঃ - মস্তিষ্কের আকারের ওপর ভিত্তি করে।
৭। অস্ট্রালোপিথেকাস কী ?
উঃ - এপ থেকে পরিবর্তিত মানুষ হল অস্ট্রালোপিথেকাস।
৮। কবে অস্ট্রালোপিথেকাস এর আবির্ভাব ঘটে ?
উঃ - আনুমানিক ৪০ লক্ষ থেকে ৩০ লক্ষ বছর আগে।
৯। দু-পায়ে ভর করে কোনোক্রমে দাঁড়াতে পারত কোন জাতীয় মানুষ ?
উঃ - অস্ট্রালোপিথেকাস জাতীয় মানুষ।
১০। হোমো হ্যাবিলিস কথার অর্থ কী ?
উঃ - দক্ষ মানুষ।
১১। কত বছর আগে হোমো হ্যাবিলিস এর আবির্ভাব হয় ?
উঃ - আনুমানিক ২৬ লক্ষ থেকে ১৭ লক্ষ বছর আগে।
১২। কোন শ্রেণীর মানুষ প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ?
উঃ - হোমো হ্যাবিলিস।
১৩। কোন শ্রেণীর মানুষ প্রথম দলবদ্ধ ভাবে থাকতে শুরু করে ?
উঃ - হোমো হ্যাবিলিস।
১৪। হোমো ইরেক্টাস কথার অর্থ কী ?
উঃ - সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ।
১৫। কত বছর আগে হোমো ইরেক্টাস এর আবির্ভত ঘটে ?
উঃ - আনুমানিক ২০ লক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার বছর আগে।
১৬। প্রথম করা আগুনের ব্যবহার শুরু শিখেছিল ?
উঃ - হোমো ইরেক্টাস শ্রেণীর মানুষ।
১৭। হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কী ?
উঃ - বুদ্ধিমান মানুষ।
১৮। কত বছর আগে হোমো স্যাপিয়েন্স এর আবির্ভাব ঘটে ?
উঃ - আনুমানিক ২ লক্ষ ৩০ হাজার বছর আগে।
১৯। পাথরের যুগকে কয়টি পর্যায়ে ভাগ করা হয় ও কী কী ?
উঃ - তিনটি পর্যায়ে।
যথা - ১) পুরোনো পাথরে যুগ , ২) মাঝের পাথরের যুগ এবং ৩) নতুন পাথরের যুগ।
২০। লুসি কোথায় পাওয়া গিয়েছিল ?
উঃ - আফ্রিকার ইথিওপিয়ায় হাদার নামক স্থানে।
২১। আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শেখে ?
উঃ - আদিম মানুষ পাথরে পাথরে ঘসে আগুন জ্বালাতে শেখে।
২২। লুসি কী ?
উঃ - ১৯৪৭ সালে অস্ট্রালোপিথেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া যায় আফ্রিকার ইথিওপিয়ার হাদার নামক স্থানে। এটি ৩২ লক্ষ বছরের পুরোনো একটি ছোট মেয়ের কঙ্কাল। এর মস্তিস্ক অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড়ো ছিল। এর নাম দেওয়া হয় লুসি।
২৩। হুনসুগি উপত্যকার পাশ দিয়ে কী বয়ে গেছে ?
উঃ - কাথটাহাল্লা খাল বয়ে গেছে।
২৪। আদিম মানুষ কী
দিয়ে অস্ত্র বানাতে ?
উঃ - পাথর দিয়ে।
২৫। প্রাচীন যুগের হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম লেখ ?
উঃ - ডাইনোসর।
২৬। ভারতীয় উপমহাদেশের কোথায় সব থেকে পুরোনো পাথরের অস্ত্র পাওয়া গেছে
?
উঃ - কাশ্মীরের সোয়ান উপত্যকায়।
২৭। ভারতীয় উপমহাদেশের কোন কোন অঞ্চলে হোমো ইরেক্টাস জাতীয় আদিম মানুষের সন্ধান পাওয়া গেছে ?
উঃ - কর্ণাটকের হান্সগি উপত্যকা, রাজস্থানের দিদওয়ানা ও মহারাষ্ট্রের নেভাসাতে।
২৮। ভীমবেটকা গুহাচিত্রটি কোথায় পাওয়া গেছে ?
উঃ - মধ্যপ্রদেশে।
২৯। আলতামিরা গুগল কোথায় অবস্থিত?
উঃ - ইউরোপের স্পেনে।
৩০। ট্যারো - ট্যারো কথার অর্থ কী ?
উঃ - ষাঁড়-ষাঁড়
৩১। রাজস্থানের কোথায় আদিম মানুষের বস্তির সন্ধান পাওয়া যায় ?
উঃ - বাগোড়ে।
আরও পড়ুনঃ
No comments:
Post a Comment