West Bengal Board class 6 history chapter 4 question answer pdf
West Bengal Board class 6 history chapter 4 question answer pdf
১। Roaming শব্দটির মানে কী ?
উঃ - ঘোরা।
২। সংস্কৃতে "রাম" শব্দের অর্থ কী ?
উঃ - যিনি ঘুরে বেড়ান।
৩। সংস্কৃত শব্দ "মাতৃক " শব্দের অর্থ কী ?
উঃ - মা বা মাতৃ।
৪। কোন প্রাচীন ভারতীয় প্রন্থে ইন্দো - ইরানীয় ভাষার প্রভাব লক্ষ করা যায় ?
উঃ - ঋকবেদ ও জেন্দ আবেস্তায়।
৫। গায়েব কাদের বলা হয় ?
উঃ - ঋকবেদে যাদের দেব বলে সম্মানিত করা হয় জেন্দ-আবেস্তায় তাদের (দেব) গায়েব বলা হয়।
৬। কোন দিক দিয়ে ইন্দো-আর্যরা ভারতে প্রবেশ করে ?
উঃ - উত্তর-পশ্চিম দিক দিয়ে।
৭। কোন শব্দ থেকে বেদ শব্দটি এসেছে ?
উঃ - বৈদিক শব্দ "বিদ" থেকে।
৮। বিদ শব্দের অর্থ কী ?
উঃ - বিদ শব্দের অর্থ হল জ্ঞান।
৯। বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা হয় ?
উঃ - চার ভাগে।যথা - সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষধ।
১০। সংহিতা কী ?
উঃ - ঋক, স্যাম, যজুঃ, অথর্ব - এই চারটিকে সংহিতা বলে।
১১। সবথেকে পুরোনো বৈদিক সংহিতা কোনটি ?
উঃ - ঋকবেদ।
১২। আদি বৈদিক যুগের ইতিহাস কি থেকে জানা যায় ?
উঃ - ঋকবেদ থেকে।
১৩। সংহতি কথার অর্থ কী ?
উঃ - সংকলন।
১৪। ঋক সংহিতা কী ?
উঃ - ঋক বেদের সূক্তগুলি ছন্দে বাঁধা ঋক এর সমষ্টি। তাই ঐ সংহিতার নাম ঋক সংহিতা।
১৫। কোন বেদকে সুর করে গানের মতো গাওয়া হয় ?
উঃ = সামবেদ কে।
১৬। যজুর্বেদে কিসের সংকলন রয়েছে ?
উঃ - বিভিন্ন আচার - অনুষ্ঠানের দরকারি মন্ত্রের সংকলন রয়েছে।
১৭। জাদুমন্ত্রের সংকলন রয়েছে কোন বেদে ?
উঃ - অথর্ববেদে।
১৮। আরণ্যক গুলিতে কিসের সংকলন রয়েছে ?
উঃ - জাগযজ্ঞের ব্যাখ্যা ও চিন্তাভাবনা।
১৯। মহাকাব্য কথার অর্থ কী ?
উঃ - মহৎ বা মহান কাব্য।
২০। বৈদিক যুগের গৃহপালিত পশু কি ছিল ?
উঃ - ঘোড়া।
২১। ভরত গোষ্ঠীর বিখ্যাত রাজার নাম কী ?
উঃ - সুদাস।
২২। রাজা কথার আক্ষরিক অর্থ কী ?
উঃ - নেতা।
২৩। ভূপতি কথার অর্থ কী ?
উঃ - ভূ কথার অর্থ ভূমি আর পতি কথার অর্থ মালিক। অতএব ভূপতি কথার অর্থ হল জমির মালিক।
২৪। নৃপতি কথার অর্থ কী ?
উঃ - নৃ এর অর্থ হল নর অর্থাৎ মানুষের রক্ষাকারী।
২৫। l¢aÀe কাদের বলা হত ?
উঃ - শাসনের কাজে যারা রাজাকে সাহায্য করতেন তাদের l¢aÀe বলা হত।
২৬। বৈদিক যুগের জিনিসপত্র বেচাকেনা হত কিসের মাধ্যমে ?
উঃ - নিষ্কা, শতমান এর মাধ্যমে।
২৭। বৈদিক যুগে পরিবারের প্রধান কে ছিলেন ?
উঃ - পরিবারের সবচেয়ে বয়স্ক পুরুষ ছিলেন পরিবারের প্রধান।
২৮। গোত্র কী ?
উঃ - গোষ্ঠীর গবাদিপশু রাখার জায়গায়কে বলা হত গোত্র।
২৯। ঋক বৈদিক যুগে যুদ্ধ ও বৃষ্টির দেবতা কে ছিল ?
উঃ - ইন্দ্র।
৩০। ঋক বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিল ?
উঃ - দেবতা ইন্দ্র।
৩১। ঋক বৈদিক যুগে সূর্যের দেবতা কে ছিল ?
উঃ - সবিত্রী।
৩২। ভিলদের রাজা কে ছিলেন ?
উঃ - হিরণ্যধনু।
৩৩। হিরণ্যধনুর একমাত্র ছেলের নাম কী ছিল ?
উঃ - একলব্য।
৩৪। একলব্যের গুরু কে ছিলেন ?
উঃ - দ্রোণাচার্য।
৩৫। মেগালিথ কী ?
উঃ - মেগালিথ হলো বড়ো পাথরের সমাধি।
৩৬। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় মহাকাব্য দুটির নাম লেখ ?
উঃ - রামায়ন ও মহাভারত।
৩৭। বলি কি ?
উঃ - ঋক্বেদের যুগে প্রজারা নিরাপদে থাকার জন্য স্বেচ্ছায় রাজাকে একধরণের কর প্রদান করত একে বলি বলা হত।
৩৮। বৈদিক যুগে মানুষের জীবনযাপবের কয়টি পর্যায় ছিল ?
উঃ - চারটি।
৩৯। চতুরাশ্রম কী ?
উঃ - বৈদিক যুগে জীবনযাপনকে চারটি পর্যায়ে ভাগ করা হয়। যথা - ব্রহ্মচর্য , গার্হস্থ , বানপ্রস্থ ও সন্ন্যাস একে চতুরাশ্রম বলা হয়।
৪০। বেদের অপর নাম কী ?
উঃ - শ্রুতি।
৪১। বেদের অপর নাম শ্রুতি কেন ?
উঃ - বেদ আগে শুনে শুনে মনে রাখতে হত , তাই বেদের অপর নাম শ্রুতি।
আরও পড়ুনঃ
No comments:
Post a Comment