Header Ads Widget

Breaking

Friday, August 27, 2021

প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চার নানাদিক | Class 6 history chapter 8 question answer pdf

প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চার নানাদিক | Class 6 history chapter 8 question answer pdf

Class 6 history chapter 8 question answer pdf
প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চার নানাদিক
হ্যালো বন্ধুরা,
এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের অষ্টম অধ্যায়ের প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। এখানে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চার নানাদিক এর কিছু প্রশ্নোত্তর দেওয়া হল। আশা করি তোমাদের বেশ উপকার হবে।

প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চার নানাদিক

১) গুরুকূল ব্যবস্থা কী?
উঃ- বৈদিকযুগে শিক্ষা ছিল ব্যক্তিগত। অর্থাৎ গুরু শিষ্য সম্পর্ক কেন্দ্রিক। তাকে গুরুকূল ব্যবস্থা বলা হত।

২) প্রাচীন ভারতের বিখ্যাত মহাবিহারগুলির নাম লেখ?
উঃ- নালন্দা, তক্ষশিলা, বিক্রশীলওবলভী।

৩) গান্ধার মহাজনপদের রাজধানী কোথায় ছিল?
উঃ- তক্ষশিলা।

৪) তক্ষশিলার কয়েকজন বিখ্যাত ছাত্রের নাম লেখ?
উঃ- জীবক, পাণিনিওচাণক্য।

৫) আচার্যা কাদের বলা হত?
উঃ- নারী আচার্যদের বলা হত আচার্যা।

৬) উপাধ্যায়া কাদের বলা হত?
উঃ- নারী উপাধ্যায়কে বলা হত উপাধ্যায়া।

৭) পাণিনির লিখিত ব্যাকরণের নাম কী ছিল?
উঃ- অষ্টাধ্যায়ী।

৮) প্রাকৃত ভাষা কী?

উঃ- একই ভাষা যখন বিভিন্ন অঞ্চলে নানাভাবে উচ্চারিত হতে শুরু হয়, তখন সেই ভাষাকে বলা হত প্রাকৃতভাষা।

৯) কোথা থেকে প্রাকৃতভাষাটি এসেছে?
উঃ- প্রকৃত বা আসল থেকে।

১০) কোন ভাষায় জৈনধর্মের সাহিত্যগুলি লেখা হত?
উঃ- প্রাকৃতভাষায়।

১১) কোন ভাষায় বৌদ্ধধর্মের সাহিত্যগুলি লেখা হত?
উঃ- পালিভাষায়।

১২) অর্থশাস্ত্র কে লেখেন?
উঃ- কৌটিল্য।

১৩) মোগলমারি বৌদ্ধ বিহার কে আবিষ্কার করেন?
উঃ- প্রত্নতাত্বিক ড. অশোকদত্ত।

১৪) পশ্চিমমেদিনীপুরের কোথায় একটি বৌদ্ধবিহার আবিষ্কৃত হয়েছে?
উঃ- দাঁতন শহরের কাছে মোগলমারিতে।

১৫) প্রাচীনভারতে ক’রকমের লিপির চলছিল?
উঃ- দুইরকমের। ১) খরোষ্ঠীলিপি ও ২) ব্রাহ্মীলিপি।

১৬) খরোষ্ঠীলিপি কীভাবে লিখা হত?
উঃ- ডানদিক থেকে বাঁমদিকে লিখা হত।

১৭) ব্রাহ্মীলিপি কোন দিক থেকে লিখা হত?
উঃ- বাঁদিক থেকে ডানদিকে।

১৮) দেবনাগরী লিপি কী?
উঃ-উত্তর ভারতে ব্রাহ্মীলিপি থেকে ধীরে ধীরে দেবনাগরী লিপি তৈরী হয় ।ধর্মীয় কাজে বা দেবতার কাজে নগরের ব্রাহ্মণরা ঐলিপির ব্যবহার করতেন।তাই তার নাম দেবনাগরী লিপি।

১৯) রামায়নে কতটি শ্লোক আছে?
উঃ- মোট চব্বিশ হাজার।

২০) রামায়ন কে রচনা করেন?
উঃ- বাল্মীকি।

২১) রামায়নের প্রধান চরিত্রগুলির নাম লেখ?
উঃ- রাম, সীতাওরাবণ।

২২) রামায়ন মহাকাব্যটি কয়টি খন্ডে বিভক্ত?
উঃ- সাতটি খন্ডে বিভক্ত।

২৩) জয়কাব্য কী?
উঃ- মহাভারতের আদি নাম ছিল জয়কাব্য।

২৪) পঞ্চমবেদ কী?
উঃ- মহাভারতকে পঞ্চমবেদ বলা হয়।

২৫) সঙ্গম কী?
উঃ- দক্ষিণ ভারতের মাদুরাই নগরিতে তিনটি সাহিত্য সম্মেলন হয়েছিল। এই সম্মেলনগুলি সঙ্গম নামে পরিচিত।

২৬) সঙ্গম কথার মানে কী?
উঃ- এক জায়গায় জড়ো হওয়া।

২৭) প্রাচীন কালের দুটি বিখ্যাত চিকিৎসা শাস্ত্রের নাম লেখ?
উঃ- চরক-সংহিতা ও শুশ্রুত-সংহিতা।

২৮) বুদ্ধচরিত কার লেখা?
উঃ- অশ্বঘোষ।
২৯) প্রাচীন সংস্কৃত সাহিতের একটি বিখ্যাত নাটকের নাম লেখ?
উঃ- মৃচ্ছকটিকম।

৩০) মৃচ্ছকটিকম নাটকটি কে রচনা করেন?
উঃ- শুদ্রক।

৩১) মৃচ্ছকটিকম কথার অর্থ কী?
উঃ- মাটির তৈরী ছোটো গাড়ি।

৩২) মৃচ্ছকটিকম নাটকটির প্রধান চরিত্রের নাম লেখ?
উঃ- চারুদত্ত।

৩৩) বিশাখাদত্তের লেখা দুটি বিখ্যাত নাটকের নাম লেখ?
উঃ- মুদ্রারাক্ষস ও দেবীচন্দ্রগুপ্তম।

৩৪) মুদ্রারাক্ষস নাটকের বিষয়বস্তু কী ছিল?
উঃ- নন্দ রাজা ধননন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন দখলই মুদ্রারাক্ষসের বিষয়বস্তু।

৩৫) দেবীচন্দ্রগুপ্তম নাটকের বিষয়বস্তু কী ছিল?
উঃ- গুপ্তবংশের রাজা রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শক রাজার যুদ্ধকে নিয়ে লেখা হয় দেবীচন্দ্রগুপ্তম নাটক।

৩৬) অমর কোষ অভিধানটিকে সংকলন করেন?
উঃ- অমরসিংহ।

৩৭) হর্ষবর্ধন লিখিত নাটকগুলির নাম লেখ?
উঃ- নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা।

৩৮) তামিল সাহিত্যের মহাকাব্য দুটির নাম লেখ?
উঃ- শিলপ্পাদিকারম ও মণিমেখলাই।

৩৯) পঞ্চতন্ত্র কোন ভাষায় সংকলিত হয়?
উঃ- সংস্কৃত ভাষায়।

৪০) প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সাহিত্যিক কে ছিলেন?
উঃ- কালিদাস।

৪১) কালিদাসের দুটি বিখ্যাত কাব্যের নাম লিখ?
উঃ- মেঘদূত ও কুমারসম্ভবম।

৪২) কালিদাস লিখিত নাটকগুলির নাম লেখ?
উঃ- অভিঞ্জানশকুন্তলম, মালবিকা-গ্নিমিত্রম।

৪৩) বিঞ্জান কথার অর্থ কী?
উঃ- কোনো বিষয়ে বিশেষভাবে ঞ্জান অর্জন করা।

৪৪) প্রযুক্তি কথার অর্থ কী?
উঃ- প্রয়োগকরা।

৪৫) বিশল্যকরণী কী?
উঃ- বিশল্যকরণী কথার মানে বিশেষরুপে শল্যকরণের পর যে ওষুধ লাগানো হয় তাকে বিশল্যকরণী বলে।

৪৬) প্রাচীন ভারতের একজন বিখ্যাত শল্য চিকিৎসকের নাম লেখ?
উঃ- শুশ্রুত।

৪৭) বিম্বিসারের রাজবৈদ্য কে ছিলেন?
উঃ- জীবক ।

৪৮) চরক কথার মানে কী?
উঃ- চরক কথার মানে যারা ঘুরে বেড়ায়।

৪৯) শুশ্রুত কথার মানে কী?
উঃ- যিনি বা যারা ভালোভাবে শুনেছিলেন।

৫০) শবব্যবচ্ছেদ কথার অর্থ কী?
উঃ- মড়াকাটা।

৫১) নাগার্জুন কে ছিলেন ?
উঃ- খ্রিষ্টীয় প্রথম শতকের বিখ্যাত গণিতবিদ ও বৌদ্ধ পণ্ডিত ছিলেন।

৫২) আর্যভট্ট কে ছিলেন?
উঃ- গুপ্তযুগের বিখ্যাত গণিতঞ্জ ও জ্যোতির্বিঞ্জানী ছিলেন।

৫৩) গণিতে শূন্যের ব্যবহার আবিষ্কার করেন কে ?
উঃ- আর্যভট্ট।

৫৪) বরাহমিহির কে ছিনেন ?
উঃ- আর্যভট্টের পরবর্তীকালের বিখ্যাত জ্যোতির্বীঞ্জানী ছিলেন।

৫৫) বরাহমিহিরের লেখা দুটি বিখ্যাত পুস্তকের নাম লেখ ?
উঃ- সূর্যসিদ্ধান্ত ও পঞ্চসিদ্ধান্তিকা ।

৫৬) ব্রহ্মসিদ্ধান্ত পুস্তকটি কে লেখেন ?
উঃ- ব্রহ্মগুপ্ত।

৫৭) মধুরার ভাস্কর্যে কিসের ব্যবহার বেশি লক্ষ্য করা যায় ?
উঃ- লাল চুনাপাথরের।

৫৮) কোথাকার ভাস্কর্যে গ্রীক ও রোমান প্রভাব দেখা যায় ?
উঃ- মথুরা রীতির ভাস্কর্যে।

৫৯) তোরণ কী ?
উঃ- মৌর্য যুগে স্তূপের চারদিকে চারটি বড়ো দরজা থাকত। সেগুলিকে বলা হত তোরণ।

৬০) গুপ্তযুগের বিখ্যাত গুহাচিত্রের নাম লেখ ?
উঃ- মধ্য ভারতের অজন্তা গুহাচিত্র।

আরও পড়ুনঃ

অধ্যায় ১ঃ ইতিহাসের ধারণা Click Here
অধ্যায় ২ঃ ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ Click Here
অধ্যায় ৩ঃ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা Click Here
অধ্যায় ৪ঃ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা ২ Click Here
অধ্যায় ৫ঃ খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেহশ Click Here
অধ্যায় ৬ঃ সাম্রাজ্য বিস্তার ও শাসন Click Here
অধ্যায় ৭ঃ অর্থনীতি ও জীবনযাত্রা Click Here
অধ্যায় ৮ঃ প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চা Click Here
অধ্যায় ৯ঃ ভারত সমকালীন বহির্বিশ্ব Click Here

No comments:

Post a Comment