Breaking

Thursday, August 26, 2021

Class 6 history chapter 7 pdf | ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রশ্নোত্তর

Class 6 history chapter 7 pdf | ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রশ্নোত্তর

Class 6 history chapter 7 pdf

Class 6 history chapter 7 pdf | ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রশ্নোত্তর

WB elearning:
হ্যালো বন্ধুরা,
এখানে আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের সপ্তম আধ্যায়ের প্রশ্নোত্তর শেয়ার করলাম।এখানে ভারতীয় উপমহাদেশের ষষ্ঠ শতক থেকে সপ্তম শতকের জীবিকা ও সেই সময়ের ব্যবসাবানিজ্যের কিছু প্রশ্ন ও উত্তর তুলে ধরা হল।

ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায়ের প্রশ্নোত্তর


১। উত্তর ভারতের প্রধান জীবিকা কী ছিল ?
উঃ- কৃষিকাজ।

২। উত্তর ভারতের প্রধান কৃষিজ ফসল কি ছিল ?
উঃ- ধান, গম, যব, কার্পাস ছিল প্রধান ফসল।

৩। কেরালার কোন ফসল বিখ্যাত ছিল।
উঃ- গোলমরিচ।

৪। সুদর্শন হ্রদ কোথায় বানানো হয়েছিল?
উঃ- কাথিয়াওয়াড় আঞ্চলে।

৫। ওয়াড় কথার অর্থ কী?
উঃ- ওয়াড় কথার অর্থ শহর।

৬। সুদর্শন হ্রদটি সংস্কার করেন কে ?
উঃ- শক শাসক রুদ্রদামন ( ১৫০ খ্রিস্টাব্দে )।

৭। প্রাচীন বাংলার সূক্ষ কাপড়ের নাম কী ছিল?
উঃ- মসলিন।

৮। কোথায় প্রথম নগরায়ন দেখা দিয়েছিল?
উঃ- খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে।

৯। প্রাচীন ওড়িষ্যার কোথায় নগরের খোঁজ পাওয়া গেছে ?
উঃ- শিশুপালগড়ে।
১০। ষষ্ঠ শতকের বিখ্যাত বন্দর-নগর কোনটি?
উঃ- কাবেরীপট্টিনম

১১। প্রাচীন ভারতে সমাজ জীবনের ভিত্তি কী ছিল?
উঃ- পরিবার।

১২। প্রাচীন ভারতে পরিবারের প্রধান কে ছিলেন ?
উঃ- পরিবারের প্রধান ছিলনে বাবা।

১৩। গাথা সপ্তশতী কথার অর্থ কী ?
উঃ- সাতশোটি গাথার সংকলন।

১৪। গাথা সপ্তশতী কী ?
উঃ- সাতবাহন আমলে দক্ষিণ ভারতের গ্রাম-জীবন সম্পর্কে প্রাকৃত ভাষায় লিখিত একটি বই।

১৫। অগ্রহার ব্যবস্থা কী ?
উঃ- গুপ্ত ও গুপ্ত-পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়।

১৬। বণিকগ্রাম কী ?
উঃ- খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে বণিকদের নিজস্ব সংগঠনকে বণিকগ্রাম বলা হত।

১৭। প্রাচীঙ্কালে বানিজ্যিক সংঘগুলি কী কী নামে পরিচিত ছিল ?
উঃ- শ্রেণী ও গণ নামে।

১৮। দীনার ও সুবর্ণ কী ?
উঃ- গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে দীনার ও সুবর্ণ বলা হত ।

১৯। কোন গুপ্ত সম্রাট রূপোর মুদ্রা চালু করেন ?
উঃ- সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ।

২০। রূপক কী ?
উঃ- সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে রূপোর মুদ্রাকে প্রচলন করেন তার নাম ছিল রূপক।

২১। চন্ডাল কারা ?
উঃ- ফাসিয়ানের মতে গুপ্ত সাম্রাজ্যে নগরের বাইরে বসবাসকৃত দুষ্ট প্রকৃতির লোকেদের চন্ডাল বলা হত।

আরও পড়ুনঃ

অধ্যায় ১ঃ ইতিহাসের ধারণা Click Here
অধ্যায় ২ঃ ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ Click Here
অধ্যায় ৩ঃ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা Click Here
অধ্যায় ৪ঃ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা ২ Click Here
অধ্যায় ৫ঃ খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেহশ Click Here
অধ্যায় ৬ঃ সাম্রাজ্য বিস্তার ও শাসন Click Here
অধ্যায় ৭ঃ অর্থনীতি ও জীবনযাত্রা Click Here
অধ্যায় ৮ঃ প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চা Click Here
অধ্যায় ৯ঃ ভারত সমকালীন বহির্বিশ্ব Click Here

No comments:

Post a Comment