Class 6 history chapter 7 pdf | ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রশ্নোত্তর
Class 6 history chapter 7 pdf | ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রশ্নোত্তর
WB elearning:হ্যালো বন্ধুরা,
এখানে আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের সপ্তম আধ্যায়ের প্রশ্নোত্তর শেয়ার করলাম।এখানে ভারতীয় উপমহাদেশের ষষ্ঠ শতক থেকে সপ্তম শতকের জীবিকা ও সেই সময়ের ব্যবসাবানিজ্যের কিছু প্রশ্ন ও উত্তর তুলে ধরা হল।
এখানে আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের সপ্তম আধ্যায়ের প্রশ্নোত্তর শেয়ার করলাম।এখানে ভারতীয় উপমহাদেশের ষষ্ঠ শতক থেকে সপ্তম শতকের জীবিকা ও সেই সময়ের ব্যবসাবানিজ্যের কিছু প্রশ্ন ও উত্তর তুলে ধরা হল।
ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায়ের প্রশ্নোত্তর
১। উত্তর ভারতের প্রধান জীবিকা কী ছিল ?
উঃ- কৃষিকাজ।
২। উত্তর ভারতের প্রধান কৃষিজ ফসল কি ছিল ?
উঃ- ধান, গম, যব, কার্পাস ছিল প্রধান ফসল।
৩। কেরালার কোন ফসল বিখ্যাত ছিল।
উঃ- গোলমরিচ।
৪। সুদর্শন হ্রদ কোথায় বানানো হয়েছিল?
উঃ- কাথিয়াওয়াড় আঞ্চলে।
৫। ওয়াড় কথার অর্থ কী?
উঃ- ওয়াড় কথার অর্থ শহর।
৬। সুদর্শন হ্রদটি সংস্কার করেন কে ?
উঃ- শক শাসক রুদ্রদামন ( ১৫০ খ্রিস্টাব্দে )।
৭। প্রাচীন বাংলার সূক্ষ কাপড়ের নাম কী ছিল?
উঃ- মসলিন।
৮। কোথায় প্রথম নগরায়ন দেখা দিয়েছিল?
উঃ- খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে।
৯। প্রাচীন ওড়িষ্যার কোথায় নগরের খোঁজ পাওয়া গেছে ?
উঃ- শিশুপালগড়ে।
১০। ষষ্ঠ শতকের বিখ্যাত বন্দর-নগর কোনটি?
উঃ- কাবেরীপট্টিনম
১১। প্রাচীন ভারতে সমাজ জীবনের ভিত্তি কী ছিল?
উঃ- পরিবার।
১২। প্রাচীন ভারতে পরিবারের প্রধান কে ছিলেন ?
উঃ- পরিবারের প্রধান ছিলনে বাবা।
১৩। গাথা সপ্তশতী কথার অর্থ কী ?
উঃ- সাতশোটি গাথার সংকলন।
১৪। গাথা সপ্তশতী কী ?
উঃ- সাতবাহন আমলে দক্ষিণ ভারতের গ্রাম-জীবন সম্পর্কে প্রাকৃত ভাষায় লিখিত একটি বই।
উঃ- শিশুপালগড়ে।
১০। ষষ্ঠ শতকের বিখ্যাত বন্দর-নগর কোনটি?
উঃ- কাবেরীপট্টিনম
১১। প্রাচীন ভারতে সমাজ জীবনের ভিত্তি কী ছিল?
উঃ- পরিবার।
১২। প্রাচীন ভারতে পরিবারের প্রধান কে ছিলেন ?
উঃ- পরিবারের প্রধান ছিলনে বাবা।
১৩। গাথা সপ্তশতী কথার অর্থ কী ?
উঃ- সাতশোটি গাথার সংকলন।
১৪। গাথা সপ্তশতী কী ?
উঃ- সাতবাহন আমলে দক্ষিণ ভারতের গ্রাম-জীবন সম্পর্কে প্রাকৃত ভাষায় লিখিত একটি বই।
১৫। অগ্রহার ব্যবস্থা কী ?
উঃ- গুপ্ত ও গুপ্ত-পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়।
১৬। বণিকগ্রাম কী ?
উঃ- খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকে বণিকদের নিজস্ব সংগঠনকে বণিকগ্রাম বলা হত।
১৭। প্রাচীঙ্কালে বানিজ্যিক সংঘগুলি কী কী নামে পরিচিত ছিল ?
উঃ- শ্রেণী ও গণ নামে।
১৮। দীনার ও সুবর্ণ কী ?
উঃ- গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে দীনার ও সুবর্ণ বলা হত ।
১৯। কোন গুপ্ত সম্রাট রূপোর মুদ্রা চালু করেন ?
উঃ- সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ।
২০। রূপক কী ?
উঃ- সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত যে রূপোর মুদ্রাকে প্রচলন করেন তার নাম ছিল রূপক।
২১। চন্ডাল কারা ?
উঃ- ফাসিয়ানের মতে গুপ্ত সাম্রাজ্যে নগরের বাইরে বসবাসকৃত দুষ্ট প্রকৃতির লোকেদের চন্ডাল বলা হত।
আরও পড়ুনঃ
অধ্যায় ১ঃ ইতিহাসের ধারণা | Click Here |
অধ্যায় ২ঃ ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ | Click Here |
অধ্যায় ৩ঃ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা | Click Here |
অধ্যায় ৪ঃ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা ২ | Click Here |
অধ্যায় ৫ঃ খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেহশ | Click Here |
অধ্যায় ৬ঃ সাম্রাজ্য বিস্তার ও শাসন | Click Here |
অধ্যায় ৭ঃ অর্থনীতি ও জীবনযাত্রা | Click Here |
অধ্যায় ৮ঃ প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চা | Click Here |
অধ্যায় ৯ঃ ভারত সমকালীন বহির্বিশ্ব | Click Here |
No comments:
Post a Comment