Header Ads Widget

Breaking

Sunday, August 22, 2021

Class 6 history chapter 3 bengali pdf || ক্লাস ৬ তৃতীয় অধ্যার প্রশ্নোত্তর pdf

 Class 6 History Chapter 3 bengali pdf || History chapter 3 Bangla medium

Class 6 history chapter 3 bengali

ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা 

১। মানুষ চাষের কাজ শুরু করে কোন যুগে ?

উঃ - নতুন পাথরের যুগে। 

২। মানুষ স্থায়ী বসতি স্থাপন করে কোন যুগে ?

উঃ - নতুন পাথরের যুগে। 

৩। আগে মানুষ কিভাবে জিনিসপত্র কেনাবেচা করত ?

উঃ - জিনিসের বিনিময়ে জিনিসের বদলে। 

৪। লিখার প্রয়োজনে কিসের দরকার হয় ?

উঃ - বর্ণ বা লিপির। 

৫। সভ্যতা কিভাবে গড়ে ওঠে ?

উঃ - প্রাচীন কালে মানুষ শুধু গ্রামেই নয় , নগরেও বাস করত।  এইভাবে গ্রাম ও নগরকে কেন্দ্র করে গড়ে ওঠে সভ্যতা। 

৬। সভ্যতার সবচেয়ে বড়ো মাপকাঠি কী ?

উঃ - লিপিমালা। 

৭। কয়েকটি প্রাচীন সভ্যতার নাম লেখ ?

উঃ - মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, সুমেরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা ইত্যাদি। 

৮। কত শতকে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতা গড়ে ওঠে ?

উঃ - খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে। 

৯। প্রাচীনকালে কিভাবে সমাজে ভেদাভেদ তৈরী হয় ?

উঃ - আদিম গোষ্ঠী সমাজে সমতার ধারণা সৃষ্টি হয় কিন্তু নগর সভ্যতায় সেই সমতা বেশিদিন টিকেনি। শুরু হয় গোষ্ঠী দ্বন্দ্ব। ফলে সমাজে সৃষ্টি হয় শাসক শ্রেণীর এবং একদল ধর্ম ও যাগযজ্ঞ করতে শুরু করে। আর এইভাবে সমাজে ভেদাভেদের সৃষ্টি হয়। 

১০। তাম্র প্রস্তর যুগ কাকে বলে ?

উঃ - নতুন পাথরের যুগে মানুষ তামা ও পাথরের তৈরী জিনিস ব্যবহার করে থাকে।  কিন্তু তারা তখনও লোহার ব্যবহার জানতনা। তারা তামা ও পাথরের তৈরী জিনিস ব্যবহার করত বলে এই সময়কে তামা-পাথরের যুগ বা তাম্রপ্রস্তর যুগ বলা হত। 

১১। কোথায় মেহেরগড় সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ?

উঃ - পাকিস্তানের বেলুচিস্থান প্রদেশে। 

১২। মেহেরগড় কোথায় অবস্থিত ?

উঃ - পাকিস্তানের বোলান গিরিপথ থেকে খানিক দূরে অবস্থিত। 

১৩। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করে ?

উঃ - ১৯৪৭ খ্রিস্টাব্দে Sy¡ éy¡­সোয়া জারিজ।

১৪। মেহেরগড় সভ্যতা আবিষ্কারে Sy¡ éy¡­সোয়া জারিজকে কে সাহায্য করেন ?

উঃ - রিচার্ড মেডো। 

১৫। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরোনো শস্যভাণ্ডার কোথায় পাওয়া গেছে ?

উঃ - মেহেরগড় সভ্যতায়। 

১৬। মানুষ কখন চাকার ব্যবহার শিখে ?

উঃ - নতুনপাথরের যুগের শেষ দিকে। 

১৭। কত খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় ?

উঃ - ১৯২১ খ্রিস্টাব্দে। 

১৮। কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদাড়ো সভ্যতা আবিষ্কৃত হয় ?

উঃ - ১৯২২ খ্রিস্টাব্দে। 

১৯। প্রায় ঐতিহাসিক যুগের একটি সভ্যতার নাম লেখ ?

উঃ - হরপ্পা সভ্যতা। 

২০। তাম্র ব্রোঞ্জ যুগের একটি সভ্যতার নাম লেখ ?

উঃ - হরপ্পা সভ্যতা।

২১। হরপ্পা ও মহেঞ্জোদাড়ো সভ্যতা কে আবিষ্কার করেন ?

উঃ - হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি আর মহেঞ্জোদাড়ো সভ্যতা আবিষ্কার করেন রাখালদাস বন্দোপাধ্যায়।

২২।সিটাডেল কী ?

উঃ - নগরকেন্দ্রিক সভ্যতা হরপ্পার শহরে উঁচু ঢিবির উপর একটি আয়তাকার জায়গা থাকত।  প্রত্নতাত্ত্বিকেরা এটিকে সিটাডেল বলত। 

২৩। মহেঞ্জোদারোর কোথায় সিটাডেল ছিল না ?

উঃ - চানহুদারোতে কোনো সিটাডেল ছিল না। 

২৪। হরপ্পা সভ্যতার কোথায় কোথায় ধান চাষ করা হত। 

উঃ - গুজরাটের রংপুর ও লোথালে। 

২৫। হরপ্পা সভ্যতার গ্রামে কারা বাস করত ?

উঃ - কৃষিজীবী মানুষরা। 

২৬। মেসোপটেমিয়া সভ্যতায় কয়টি হরপ্পা সভ্যতার সিলমোহর পাওয়া গেছে ?

উঃ - ২৩ টি। 

২৭। বিদেশ থেকে কোন কোন দ্রব্য হরপ্পা সভ্যতায় আমদানি করা হত ?

উঃ - সোনা, রূপে, তামা, দামি পাথর, হাতির দাঁতের তৈরী চিরুনি, পাখির মূর্তি প্রভৃতি। 

২৮। হরপ্পা সভ্যতা থেকে কী কী দ্রব্য রপ্তানি করা হয় ?

উঃ - বার্লি, ময়দা, তেল ও পশমজাত দ্রব্য। 

২৯। লোথাল শব্দের অর্থ কী ?

উঃ - মৃতের স্থান। 

৩০। লোথাল কোন নদীর তীরে অবস্থিত ছিল ?

উঃ - গুজরাটের ভোগবোর নদীর তীরে। 

৩১। হরপ্পায় কোন প্রকারের লিপি পাওয়া গেছে ?

উঃ- সাংকেতিক লিপি। 

৩২। হরপ্পার লিপিতে কত গুলি চিহ্ন ছিল ?

উঃ - ৩৭৫ থেকে ৪০০ টি। 

৩৩। কবে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতা গড়ে ওঠে ?

উঃ - খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে। 

৩৪। মানুষ চাষের কাজ শুরু করে কোন যুগে ?

উঃ - নতুন পাথরের যুগে। 

৩৫। মানুষ স্থায়ী বসতি স্থাপন করে কোন যুগে ?

উঃ - নতুন পাথরের যুগে। 

৩৬। আগে মানুষ কিভাবে জিনিসপত্র কেনাবেচা করত ?

উঃ - জিনিসের বিনিময়ে জিনিসের বদলে। 

৩৭। লিখার প্রয়োজনে কিসের দরকার হয় ?

উঃ - বর্ণ বা লিপির। 

৩৮। সভ্যতা কিভাবে গড়ে ওঠে ?

উঃ - প্রাচীন কালে মানুষ শুধু গ্রামেই নয় , নগরেও বাস করত।  এইভাবে গ্রাম ও নগরকে কেন্দ্র করে গড়ে ওঠে সভ্যতা। 

৩৯। সভ্যতার সবচেয়ে বড়ো মাপকাঠি কী ?

উঃ - লিপিমালা। 

৪০। কয়েকটি প্রাচীন সভ্যতার নাম লেখ ?

উঃ - মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, সুমেরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা ইত্যাদি। 

৪১। কত শতকে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতা গড়ে ওঠে ?

উঃ - খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে। 

৪২। প্রাচীনকালে কিভাবে সমাজে ভেদাভেদ তৈরী হয় ?

উঃ - আদিম গোষ্ঠী সমাজে সমতার ধারণা সৃষ্টি হয় কিন্তু নগর সভ্যতায় সেই সমতা বেশিদিন টিকেনি। শুরু হয় গোষ্ঠী দ্বন্দ্ব। ফলে সমাজে সৃষ্টি হয় শাসক শ্রেণীর এবং একদল ধর্ম ও যাগযজ্ঞ করতে শুরু করে। আর এইভাবে সমাজে ভেদাভেদের সৃষ্টি হয়। 

৪৩। তাম্র প্রস্তর যুগ কাকে বলে ?

উঃ - নতুন পাথরের যুগে মানুষ তামা ও পাথরের তৈরী জিনিস ব্যবহার করে থাকে।  কিন্তু তারা তখনও লোহার ব্যবহার জানতনা। তারা তামা ও পাথরের তৈরী জিনিস ব্যবহার করত বলে এই সময়কে তামা-পাথরের যুগ বা তাম্রপ্রস্তর যুগ বলা হত। 

৪৪। কোথায় মেহেরগড় সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ?

উঃ - পাকিস্তানের বেলুচিস্থান প্রদেশে। 

৪৫। মেহেরগড় কোথায় অবস্থিত ?

উঃ - পাকিস্তানের বোলান গিরিপথ থেকে খানিক দূরে অবস্থিত। 

৪৬। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করে ?

উঃ - ১৯৪৭ খ্রিস্টাব্দে জাঁ ফ্রাসোয়াঁ জারিজ।

৪৭। মেহেরগড় সভ্যতা আবিষ্কারে জাঁ ফ্রাসোয়াঁ জারিজকে কে সাহায্য করেন ?

উঃ - রিচার্ড মেডো। 

৪৮। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরোনো শস্যভাণ্ডার কোথায় পাওয়া গেছে ?

উঃ - মেহেরগড় সভ্যতায়। 

৪৯। মানুষ কখন চাকার ব্যবহার শিখে ?

উঃ - নতুনপাথরের যুগের শেষ দিকে। 

৫০। কত খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় ?

উঃ - ১৯২১ খ্রিস্টাব্দে। 

৫১। কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদাড়ো সভ্যতা আবিষ্কৃত হয় ?

উঃ - ১৯২২ খ্রিস্টাব্দে। 

৫২। প্রায় ঐতিহাসিক যুগের একটি সভ্যতার নাম লেখ ?

উঃ - হরপ্পা সভ্যতা। 

৫৩। তাম্র ব্রোঞ্জ যুগের একটি সভ্যতার নাম লেখ ?

উঃ - হরপ্পা সভ্যতা। 

৫৪। হরপ্পা ও মহেঞ্জোদাড়ো সভ্যতা কে আবিষ্কার করেন ?

উঃ - হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি আর মহেঞ্জোদাড়ো সভ্যতা আবিষ্কার করেন রাখালদাস বন্দোপাধ্যায়। 

৫৫। সিটাডেল কী ?

উঃ - নগরকেন্দ্রিক সভ্যতা হরপ্পার শহরে উঁচু ঢিবির উপর একটি আয়তাকার জায়গা থাকত।  প্রত্নতাত্ত্বিকেরা এটিকে সিটাডেল বলত। 

৫৬। মহেঞ্জোদারোর কোথায় সিটাডেল ছিল না ?

উঃ - চানহুদারোতে কোনো সিটাডেল ছিল না। 

৫৭। হরপ্পা সভ্যতার কোথায় কোথায় ধান চাষ করা হত। 

উঃ - গুজরাটের রংপুর ও লোথালে। 

৫৮। হরপ্পা সভ্যতার গ্রামে কারা বাস করত ?

উঃ - কৃষিজীবী মানুষরা। 

৫৯। মেসোপটেমিয়া সভ্যতায় কয়টি হরপ্পা সভ্যতার সিলমোহর পাওয়া গেছে ?

উঃ - ২৩ টি। 

৬০। বিদেশ থেকে কোন কোন দ্রব্য হরপ্পা সভ্যতায় আমদানি করা হত ?

উঃ - সোনা, রূপে, তামা, দামি পাথর, হাতির দাঁতের তৈরী চিরুনি, পাখির মূর্তি প্রভৃতি। 

৬১। হরপ্পা সভ্যতা থেকে কী কী দ্রব্য রপ্তানি করা হয় ?

উঃ - বার্লি, ময়দা, তেল ও পশমজাত দ্রব্য। 

৬২। লোথাল শব্দের অর্থ কী ?

উঃ - মৃতের স্থান। 

৬৩। লোথাল কোন নদীর তীরে অবস্থিত ছিল ?

উঃ - গুজরাটের ভোগবোর নদীর তীরে। 

৬৪। হরপ্পায় কোন প্রকারের লিপি পাওয়া গেছে ?

উঃ- সাংকেতিক লিপি। 

৬৫। হরপ্পার লিপিতে কত গুলি চিহ্ন ছিল ?

উঃ - ৩৭৫ থেকে ৪০০ টি। 

৬৬। কবে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতা গড়ে ওঠে ?

উঃ - খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে। 

৬৭। পৃথিবীর সবচেয়ে প্রাচীন কার্পাসের নমুনা কোথায় পাওয়া গেছে ?

উঃ - মেহেরগড় এ। 

৬৮। পৃথিবীর সবচেয়ে প্রাচীন রাস্তাটি কোথায় পাওয়া গেছে ?

উঃ - মেহেরগড়ে। 

৬৯। কোন ভাষা গুলির সাথে হরপ্পার ভাষার মিল ছিল ?

উঃ - দ্রাবিড় ভাষাগুলির সাথে। 

৭০। সিন্ধু ও হরপ্পা সভ্যতার সময়কাল কত ?

উঃ - ৩০০০ থেকে ১৫০০ অব্দ পর্যন্ত। 

৭১। হরপ্পার যাতায়াত ও অর্থনীতি ব্যবস্থা কিসের ওপর নির্ভর করত ?

উঃ - নদীর ওপর।  

৭২। কোন ভাষা গুলির সাথে হরপ্পার ভাষার মিল ছিল ?

উঃ - দ্রাবিড় ভাষাগুলির সাথে। 

৭৩। সিন্ধু ও হরপ্পা সভ্যতার সময়কাল কত ?

উঃ - ৩০০০ থেকে ১৫০০ অব্দ পর্যন্ত। 

৭৪। হরপ্পার যাতায়াত ও অর্থনীতি ব্যবস্থা কিসের ওপর নির্ভর করত ?

উঃ - নদীর ওপর। 

আরও পড়ুনঃ

অধ্যায় ১ঃ ইতিহাসের ধারণা Click Here
অধ্যায় ২ঃ ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ Click Here
অধ্যায় ৩ঃ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা Click Here
অধ্যায় ৪ঃ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা ২ Click Here
অধ্যায় ৫ঃ খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেহশ Click Here
অধ্যায় ৬ঃ সাম্রাজ্য বিস্তার ও শাসন Click Here
অধ্যায় ৭ঃ অর্থনীতি ও জীবনযাত্রা Click Here
অধ্যায় ৮ঃ প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চা Click Here
অধ্যায় ৯ঃ ভারত সমকালীন বহির্বিশ্ব Click Here

No comments:

Post a Comment