Breaking

Thursday, August 26, 2021

40+ Class 6 History chapter 6 question answer bangla pdf

40+ Class 6 History chapter 6 question answer bangla pdf

40+ Class 6 History Chapter 6 question answer bangla pdf | History class 6 chapter 6 question answer


৪০+ ক্লাস ৬ ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর বাংলা pdf
WB learning :
হাই বন্ধুরা,
আজকের পোষ্টে ৪০+ ক্লাস ৬ এর ইতিহাসের অধ্যায়ের প্রশ্নোত্তর বাংলা pdf শেয়ার করলাম। এখানে প্রাচীন ভারতীয় রাজাদের বিভিন্ন উপাধি ও তাদের শাসনভার গ্রহণের সময়কালের প্রশ্নোত্তর দেওয়া রয়েছে। ধরে নীতি পার এটি history class 6 chapter 6 notes এর মতোই তোমাদের উপকারে আসবে। 

১। মৌর্য সাম্রাজ্যের পর দাক্ষিণাত্যে করা রাজত্য করত ?

উঃ - সাতবাহন রাজারা। 

২। সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন ?

উঃ - সিমুকে। 

৩। সাতবাহন বংশের তৃতীয় রাজা কে ছিলেন ?

উঃ - রাজা প্রথম সাতকরণী। 

৪।  কি থেকে গৌতমীপুত্র সৎকর্নির রাজ্যবিস্তার সম্পর্ক জানা যায় ?

উঃ - নাসিক লেখ ও কার্ল লেখ থাকে। 

৫। মহাক্ষত্রপ উপাধি গ্রহণ করেন কে ?

উঃ - রুদ্রদামন। 

40+ Class 6 History chapter 6 question answer bangla pdf

৬। বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা উপাধি কে গ্রহণ করেন ?

উঃ - রাজা বিম কদফিসেস। 

৭। রমহারাজা উপাধি গ্রহণ করেন কে ?

উঃ - সম্রাট কণিষ্ক। 

৮। ক্ষত্রপ কাকে বলা হত ?

উঃ - শাসন কার্যের সুবিধার জন্য সম্রাজ্যকে ভাগ করা হত  কতকগুলি প্রদেশে। সেই প্রদেশের শাসককে বলা হত ক্ষত্রপ। 

৯। মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন কে ?

উঃ - সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত। 

১০। সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ?

উঃ - ৩১৯-৩২০ খ্রিস্টাব্দে। 

১১। গুপ্তাব্দ কবে থেকে গণনা শুরু হয় ?

উঃ - ৩১৯-৩২০ খ্রিস্টাব্দে। 

১২। দক্ষিণ ভারতের কত জন রাজাকে সমুদ্রগুপ্ত রাজ্য ফিরিয়ে দেন ?

উঃ - ১২ জন রাজাকে। 

১৩। করদ রাজ্য কাদের বলা হত ?

উঃ - দক্ষিণ ভারতের কয়েকটি রাজশক্তি সমুদ্রগুপ্তকে কর দিত। তাদের বলা হত করদ রাজ্য। 

১৪। সমুদ্রগুপ্তের ছেলের নাম কী ?

উঃ - দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 

১৫। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে রাজা হন ?

উঃ - ৩৭৬ খ্রিস্টাব্দে। 

১৬। শকারী কাকে বলা হত ?

উঃ - দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুজরাট থেকে শক - ক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করেন তাই তাকে শকারী বলা হত। 

১৭। প্রথম রুপোর মুদ্রা চালু করেন কে ?

উঃ - দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 

১৮। দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছেলের নাম কী ?

উঃ - প্রথম কুমারগুপ্ত। 

১৯। কার শাসন কালে নালন্দা মহাবিহার স্থাপিত হয় ?

উঃ - প্রথম কুমারগুপ্তের শাসন কালে। 

২০। প্রথম কুমারগুপ্তের ছেলের নাম কী ?

উঃ- স্কন্দগুপ্ত। 

২১। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?

উঃ - হরিষেন। 

২২। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ের নাম কি ?

উঃ- প্রভাবতিগুপ্ত। 

২৩। প্রভাবতিগুপ্তের কার সাথে বিয়ে হয় ?

উঃ - বাকাটক রাজা দ্বিতীয় রুদ্রসেনের সাথে। 

২৪। ভুক্তি কী ?

উঃ - গুপ্ত সাম্রাজ্যকে শাসনকার্যের সুবিধার্থে কয়েকটি প্রদেশে ভাগ করা হয়।  এই প্রদেশগুলিকে বলা হয় ভুক্তি। যেমন - মগধভুক্তি। 

২৫। রাজ্যের শাসকদের কী বোয়া হত ?

উঃ - সেনাপতি। 

২৬। বিষয় কী ?

উঃ - গুপ্ত শাসনে প্রদেশের থেকে ছোটো জেলা অঞ্চলগুলি বিষয় নামে পরিচিত হত। 

২৭। পট্ট বা আহার কী ?

উঃ - বাঁকাটক শাসনে বিষয় শব্দের বদলে জেলা গুলিকে বলা হত পট্ট বা আহার। 

২৮। হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন ?

উঃ - পুষ্যভূতি বংশের। 

২৯। প্রভাকরবর্ধন কত খ্রিস্টাব্দে মারা যান ?

উঃ - ৬০৫ খ্রিস্টাব্দে। 

৩০। প্রভাকরবর্ধনের ছেলের নাম কী ?

উঃ - রাজ্যবর্ধন। 

৩১। প্রভাকরবর্ধনের মেয়ের নাম কী ?

উঃ - রাজ্যশ্রী। 

৩২। কার সাথে রাজ্যশ্রীর বিয়ে হয় ?

উঃ - কনৌজের রাজা গ্রহবর্মার সাথে। 

৩৩। গৌড়ের রাজা কে ছিলেন ?

উঃ - শশাঙ্ক। 

৩৪। রাজ্যবর্ধনকে কে হত্যা করেন ?

উঃ - রাজা শশাঙ্ক। 

৩৫। কত খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন ?

উঃ - ৬০৬ খ্রিস্টাব্দে। 

৩৬। কত খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গনণা শুরু হয় ?

উঃ - ৬০৬ খ্রিস্টাব্দ নাগাদ। 

৩৭। মগধরাজ উপাধি গ্রহণ করেন কে ?

উঃ - রাজা হর্ষবর্ধন। 

৩৮। দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন ?

উঃ - রবিকীর্তি। 

৩৯। আইহোল প্রশস্তি কে লিখেন ?

উঃ - রবিকীর্তি। 

৪০। সকলোত্তরপথনাথ কাকে বলা হত ?

উঃ - রাজা হর্ষবর্ধনকে। 

৪১। সকলোত্তরপথনাথ কথার অর্থ কী ?

উঃ - উত্তর ভারতের সমস্ত পথের প্রভু।  

৪২। 'শিলাদিত্য' উপাধি কে গ্রহণ করেন ?

উঃ - রাজা হর্ষবর্ধন। 

৪৩। হর্ষচরিত কে রচনা করেন ?

উঃ - বাণভট্ট। 

৪৪। সি-ইউ-কি গ্রন্থটি কে লেখেন ?

উঃ - সুয়ান জাং। 

৪৫। হর্ষ কথার অর্থ কী ?

উঃ - আনন্দ। 

৪৬। রাজ্যবর্ধনকে মারতে শশাঙ্ককে সহযোগিতা করে কে ?

উঃ - মালবের রাজা দেবগুপ্ত। 

৪৭। থানেশ্বরের রাজা কে ছিলেন?

উঃ - হর্ষবর্ধন। 

৪৮। হূনরা কত খ্রিস্টাব্দে উত্তরভারত আক্রমণ করে ?

উঃ - ৪৫৮ খ্রিস্টাব্দে। 


No comments:

Post a Comment