Breaking

Thursday, August 26, 2021

40+ Class 6 History chapter 6 question answer bangla pdf

40+ Class 6 History chapter 6 question answer bangla pdf

40+ Class 6 History Chapter 6 question answer bangla pdf | History class 6 chapter 6 question answer


৪০+ ক্লাস ৬ ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর বাংলা pdf
WB learning :
হাই বন্ধুরা,
আজকের পোষ্টে ৪০+ ক্লাস ৬ এর ইতিহাসের অধ্যায়ের প্রশ্নোত্তর বাংলা pdf শেয়ার করলাম। এখানে প্রাচীন ভারতীয় রাজাদের বিভিন্ন উপাধি ও তাদের শাসনভার গ্রহণের সময়কালের প্রশ্নোত্তর দেওয়া রয়েছে। ধরে নীতি পার এটি history class 6 chapter 6 notes এর মতোই তোমাদের উপকারে আসবে। 

১। মৌর্য সাম্রাজ্যের পর দাক্ষিণাত্যে করা রাজত্য করত ?

উঃ - সাতবাহন রাজারা। 

২। সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন ?

উঃ - সিমুকে। 

৩। সাতবাহন বংশের তৃতীয় রাজা কে ছিলেন ?

উঃ - রাজা প্রথম সাতকরণী। 

৪।  কি থেকে গৌতমীপুত্র সৎকর্নির রাজ্যবিস্তার সম্পর্ক জানা যায় ?

উঃ - নাসিক লেখ ও কার্ল লেখ থাকে। 

৫। মহাক্ষত্রপ উপাধি গ্রহণ করেন কে ?

উঃ - রুদ্রদামন। 

40+ Class 6 History chapter 6 question answer bangla pdf

৬। বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা উপাধি কে গ্রহণ করেন ?

উঃ - রাজা বিম কদফিসেস। 

৭। রমহারাজা উপাধি গ্রহণ করেন কে ?

উঃ - সম্রাট কণিষ্ক। 

৮। ক্ষত্রপ কাকে বলা হত ?

উঃ - শাসন কার্যের সুবিধার জন্য সম্রাজ্যকে ভাগ করা হত  কতকগুলি প্রদেশে। সেই প্রদেশের শাসককে বলা হত ক্ষত্রপ। 

৯। মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন কে ?

উঃ - সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত। 

১০। সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ?

উঃ - ৩১৯-৩২০ খ্রিস্টাব্দে। 

১১। গুপ্তাব্দ কবে থেকে গণনা শুরু হয় ?

উঃ - ৩১৯-৩২০ খ্রিস্টাব্দে। 

১২। দক্ষিণ ভারতের কত জন রাজাকে সমুদ্রগুপ্ত রাজ্য ফিরিয়ে দেন ?

উঃ - ১২ জন রাজাকে। 

১৩। করদ রাজ্য কাদের বলা হত ?

উঃ - দক্ষিণ ভারতের কয়েকটি রাজশক্তি সমুদ্রগুপ্তকে কর দিত। তাদের বলা হত করদ রাজ্য। 

১৪। সমুদ্রগুপ্তের ছেলের নাম কী ?

উঃ - দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 

১৫। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে রাজা হন ?

উঃ - ৩৭৬ খ্রিস্টাব্দে। 

১৬। শকারী কাকে বলা হত ?

উঃ - দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুজরাট থেকে শক - ক্ষত্রপ শাসকদের উচ্ছেদ করেন তাই তাকে শকারী বলা হত। 

১৭। প্রথম রুপোর মুদ্রা চালু করেন কে ?

উঃ - দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 

১৮। দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছেলের নাম কী ?

উঃ - প্রথম কুমারগুপ্ত। 

১৯। কার শাসন কালে নালন্দা মহাবিহার স্থাপিত হয় ?

উঃ - প্রথম কুমারগুপ্তের শাসন কালে। 

২০। প্রথম কুমারগুপ্তের ছেলের নাম কী ?

উঃ- স্কন্দগুপ্ত। 

২১। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন ?

উঃ - হরিষেন। 

২২। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ের নাম কি ?

উঃ- প্রভাবতিগুপ্ত। 

২৩। প্রভাবতিগুপ্তের কার সাথে বিয়ে হয় ?

উঃ - বাকাটক রাজা দ্বিতীয় রুদ্রসেনের সাথে। 

২৪। ভুক্তি কী ?

উঃ - গুপ্ত সাম্রাজ্যকে শাসনকার্যের সুবিধার্থে কয়েকটি প্রদেশে ভাগ করা হয়।  এই প্রদেশগুলিকে বলা হয় ভুক্তি। যেমন - মগধভুক্তি। 

২৫। রাজ্যের শাসকদের কী বোয়া হত ?

উঃ - সেনাপতি। 

২৬। বিষয় কী ?

উঃ - গুপ্ত শাসনে প্রদেশের থেকে ছোটো জেলা অঞ্চলগুলি বিষয় নামে পরিচিত হত। 

২৭। পট্ট বা আহার কী ?

উঃ - বাঁকাটক শাসনে বিষয় শব্দের বদলে জেলা গুলিকে বলা হত পট্ট বা আহার। 

২৮। হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন ?

উঃ - পুষ্যভূতি বংশের। 

২৯। প্রভাকরবর্ধন কত খ্রিস্টাব্দে মারা যান ?

উঃ - ৬০৫ খ্রিস্টাব্দে। 

৩০। প্রভাকরবর্ধনের ছেলের নাম কী ?

উঃ - রাজ্যবর্ধন। 

৩১। প্রভাকরবর্ধনের মেয়ের নাম কী ?

উঃ - রাজ্যশ্রী। 

৩২। কার সাথে রাজ্যশ্রীর বিয়ে হয় ?

উঃ - কনৌজের রাজা গ্রহবর্মার সাথে। 

৩৩। গৌড়ের রাজা কে ছিলেন ?

উঃ - শশাঙ্ক। 

৩৪। রাজ্যবর্ধনকে কে হত্যা করেন ?

উঃ - রাজা শশাঙ্ক। 

৩৫। কত খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন ?

উঃ - ৬০৬ খ্রিস্টাব্দে। 

৩৬। কত খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গনণা শুরু হয় ?

উঃ - ৬০৬ খ্রিস্টাব্দ নাগাদ। 

৩৭। মগধরাজ উপাধি গ্রহণ করেন কে ?

উঃ - রাজা হর্ষবর্ধন। 

৩৮। দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন ?

উঃ - রবিকীর্তি। 

৩৯। আইহোল প্রশস্তি কে লিখেন ?

উঃ - রবিকীর্তি। 

৪০। সকলোত্তরপথনাথ কাকে বলা হত ?

উঃ - রাজা হর্ষবর্ধনকে। 

৪১। সকলোত্তরপথনাথ কথার অর্থ কী ?

উঃ - উত্তর ভারতের সমস্ত পথের প্রভু।  

৪২। 'শিলাদিত্য' উপাধি কে গ্রহণ করেন ?

উঃ - রাজা হর্ষবর্ধন। 

৪৩। হর্ষচরিত কে রচনা করেন ?

উঃ - বাণভট্ট। 

৪৪। সি-ইউ-কি গ্রন্থটি কে লেখেন ?

উঃ - সুয়ান জাং। 

৪৫। হর্ষ কথার অর্থ কী ?

উঃ - আনন্দ। 

৪৬। রাজ্যবর্ধনকে মারতে শশাঙ্ককে সহযোগিতা করে কে ?

উঃ - মালবের রাজা দেবগুপ্ত। 

৪৭। থানেশ্বরের রাজা কে ছিলেন?

উঃ - হর্ষবর্ধন। 

৪৮। হূনরা কত খ্রিস্টাব্দে উত্তরভারত আক্রমণ করে ?

উঃ - ৪৫৮ খ্রিস্টাব্দে। 

আরও পড়ুনঃ

অধ্যায় ১ঃ ইতিহাসের ধারণা Click Here
অধ্যায় ২ঃ ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ Click Here
অধ্যায় ৩ঃ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা Click Here
অধ্যায় ৪ঃ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা ২ Click Here
অধ্যায় ৫ঃ খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেহশ Click Here
অধ্যায় ৬ঃ সাম্রাজ্য বিস্তার ও শাসন Click Here
অধ্যায় ৭ঃ অর্থনীতি ও জীবনযাত্রা Click Here
অধ্যায় ৮ঃ প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতিচর্চা Click Here
অধ্যায় ৯ঃ ভারত সমকালীন বহির্বিশ্ব Click Here

No comments:

Post a Comment