Geography MCQ Class 10
Geography MCQ in Bengali for Class 10. Geography MCQ Pdf download in Bengali for all students and also aspirants who are taking a preparation of any Government jobs like UPSC. WBPSC.SSC, CGL, Railway, Bank, etc.
Geography MCQ Class 10 - Geography mcq in bengali pdf: এখানে Class 10 Geography MCQ (Multiple Choose Question) দেওয়া হল। MCQ Geography Class 10 প্রশ্নোত্তর গুলির PDF নীচে Geography mcq in bengali pdf download link নীচে দেওয়া রয়েছে।
১। আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল হল-(ক) পর্যায়ন
(খ) পুঞ্জিত ক্ষয়
(গ) ক্ষয়ীভবন
(ঘ) নগ্নীভবন
➤ উঃ পর্যায়ন।
২। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয়-
(ক) ক্যানিয়ন
(খ) 'V' আকৃতির উপত্যকা
(গ) মন্থকূপ
(ঘ) ধান্দ
➤ উঃ ক্যানিয়ন।
৩। ভারতের দীর্ঘতম হিমবাহ হল-
(ক) জেমু
(খ) গঙ্গোত্রী
(গ) সিয়াচেন
(ঘ) বলটারো হিমবাহ
➤ উঃ সিয়াচেন।
৪। বায়ূ ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল-
(ক) লোয়েস
(খ) পেডিমেন্ট
(গ) ইয়ার্দাঙ
(ঘ) লোয়েস
➤ উঃ পেডিমেন্ট।
৫। 'উদীয়মান শিল্প হল-
(ক) লৌহ-ইস্পাত
(খ) কার্পাস বয়ন
(গ) পাট শিল্প
(ঘ) পেট্রোরসায়ন শিল্প
➤ উঃ পেট্রোরসায়ন শিল্প।
৬। ভারতের রাজ্য পুণর্গঠনের মুল ভিত্তি ছিল-
(ক) ভাষা
(খ) ধর্ম
(গ) ভূ-প্রকৃতি
(ঘ) মৃত্তিকা
➤ উঃ ভাষা।
৭। চলমান বালিয়াড়িকে বলে-
(ক) শটস
(খ) ওয়াদি
(গ) ধ্রিয়ান
(ঘ) প্লায়া
➤ উঃ ধ্রিয়ান।
৮। ভারতের নবীনতম রাজ্যটি হল-
(ক) ঝাড়খন্ড
(খ) উত্তরাঞ্চল
(গ) তেলেঙ্গানা
(ঘ) ছত্তিশগড়
➤ উঃ তেলেঙ্গানা।
৯। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ-
(ক) ধূপগড়
(খ) মাউন্ট আবু
(গ) গুরুশিখর
(ঘ) গোর্গাবুরু
➤ উঃ গুরুশিখর।
১০। ভারতের মৃত্তিকা গবেষনাগারটি আছে-
(ক) লক্ষ্মৌতে
(খ) সোদপুরে
(গ) ভূপালে
(ঘ) কলকাতায়
➤ উঃ ভূপালে।
Read More:
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ১ | Click Here |
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ২ | Click Here |
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ৩ | Click Here |
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
১১। ২০১১ সালের আদমসুমারী অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি
হল-
(ক) কেরালা
(খ) বিহার
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) উত্তর প্রদেশ
➤ উঃ বিহার।
১২। গম হল একটি-
(ক) রবি শস্য
(খ) খারিফ শস্য
(গ) জায়িদ শস্য
(ঘ) পানীয় ফসল
➤ উঃ রবি শস্য।
১৩। 'উন্নয়নের জীবনরেখা' নামে পরিচিত-
(ক) সড়কপথ
(খ) রেলপথ
(গ) জলপথ
(ঘ) আকাশপথ
➤ উঃ জলপথ
১৪। ভারতের একটি অন্তর্বাহী নদী-
(ক) নর্মদা
(খ) তাপ্তি
(গ) লুনি
(ঘ) কৃষ্ণা
➤ উঃ লুনি।
১৫। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল-
(ক) অবঘর্ষ ক্ষয়
(খ) দ্রবণ ক্ষয়
(গ) ঘর্ষণ ক্ষয়
(ঘ) জলপ্রবাহ ক্ষয়
➤ উঃ দ্রবণ ক্ষয়
১৬। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয়-
(ক) ক্যানিয়ন
(খ) মন্থকূপ
(গ) ধান্দ
(ঘ) V আকৃতির উপত্যকা
➤ উঃ ক্যানিয়ন
১৭। পাখির পা-এর মতো ব-দ্বীপ গঠিত হয়েছে-
(ক) নীলনদের মোহনায়
(খ) হোয়াংহো মোহনায়
(গ) সিন্ধুর মোহনায়
(ঘ) মিসিসিপি-মিসৌরি নদীর মোহনায়
➤ উঃ মিসিসিপি-মিসৌরি নদীর মোহনায়
১৮। সার্ক বা করিকে জার্মানিতে বলে-
(ক) কার
(খ) কুম
(গ) কিডেল
(ঘ) বটন
➤ উঃ কার
১৯। মধ্য অক্ষাংশের একটি মরুভূমি হল-
(ক) আরবের মরুভূমি
(খ) উত্তর আমেরিকার কলোরাডো
(গ) ভারতের থর
(ঘ) আটাকামা
➤ উঃ আটাকামা
২০। উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়-
(ক) কালবৈশাখী
(খ) আঁধি
(গ) পশ্চিমী ঝঞ্ঝা
(ঘ) লু
➤ উঃ আঁধি
২১। ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল-
(ক) ঝুমচাষ
(খ) ফালিচাষ
(গ) পর্যাপ্ত জলসেচ
(ঘ) পশুচারণ
➤ উঃ ফালিচাষ
২২। ভারতের 'সিলিকন ভ্যালি' বলা হয়-
(ক) চেন্নাইকে
(খ) নিউটাউন কলকাতাকে
(গ) বেঙ্গালুরুকে
(ঘ) পুণেকে
➤ উঃ বেঙ্গালুরুকে
২৩। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্রক্ষুদ্র শিলাখন্ডক সঞ্চিত হয়ে যে
সমভূমি গঠিত হয়েছে,তাকে বলে-
(ক) খাদার
(খ) ভাঙ্গার
(গ) ভাবর
(ঘ) বেট
➤ উঃ ভাবর
২৪। ভারতের একটি লবণহ্রদের উদাহরণ হল-
(ক) প্যাংগং
(খ) ভীমতাল
(গ) ডাল হ্রদ
(ঘ) লোকটাগ হ্রদ
➤ উঃ প্যাংগং
২৫। গম হল একটি-
(ক) রবি শস্য
(খ) খারিফ শস্য
(গ) জায়িদ শস্য
(ঘ) পানীয় ফসল
➤ উঃ রবি শস্য
২৬। লৌহ-ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল-
(ক) আকরিক লোহা
(খ) কয়লা
(গ) ম্যাঙ্গানিজ
(ঘ) সবগুলিই সঠিক
➤ উঃ সবগুলিই সঠিক
২৭। বহির্জাত শক্তির মুল উৎস হল-
(ক) নদী
(খ) হিমবাহ
(গ) বায়ুপ্রবাহ
(ঘ) সূর্য
➤ উঃ সূর্য
২৮। সমুদ্রজলে ভাসমান বরফস্পাতকে বলে-
(ক) হিমরেখা
(খ) ক্রেভাস
(গ) হিমশৈল
(ঘ) বার্গস্রুন্ড
➤ উঃ হিমশৈল
২৯। গৌর ভুমিরূপ গঠিত হয়-
(ক) নদীর কার্যের ফলে
(খ) হিমবাহের কার্যের ফলে
(গ) বায়ুর কার্যের ফলে
(ঘ) সমুদ্রের-তরঙ্গের কার্যের ফলে
➤ উঃ বায়ুর কার্যের ফলে
৩০। সিন্ধু নদ পতিত হয়েছে-
(ক) আরব সাগরে
(খ) বঙ্গোপসাগরে
(গ) ভারত মহাসাগরে
(ঘ) মান্নার উপসাগরে
➤ উঃ আরব সাগরে
Download
No comments:
Post a Comment