Breaking

Friday, January 13, 2023

Geography MCQ Class 10 | Geography mcq in bengali pdf

 Geography MCQ Class 10

Geography MCQ in Bengali for Class 10. Geography MCQ Pdf download in Bengali for all students and also aspirants who are taking a preparation of any Government jobs like UPSC. WBPSC.SSC, CGL, Railway, Bank, etc.

Geography MCQ Class 10

Geography MCQ Class 10 - Geography mcq in bengali pdf: এখানে Class 10 Geography MCQ (Multiple Choose Question) দেওয়া হল। MCQ Geography Class 10 প্রশ্নোত্তর গুলির PDF নীচে Geography mcq in bengali pdf download link নীচে দেওয়া রয়েছে।

১। আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল হল-
(ক) পর্যায়ন
(খ) পুঞ্জিত ক্ষয়
(গ) ক্ষয়ীভবন
(ঘ) নগ্নীভবন
➤ উঃ পর্যায়ন।

২। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয়-
(ক) ক্যানিয়ন
(খ) 'V' আকৃতির উপত্যকা
(গ) মন্থকূপ
(ঘ) ধান্দ
➤ উঃ ক্যানিয়ন।

৩। ভারতের দীর্ঘতম হিমবাহ হল-
(ক) জেমু
(খ) গঙ্গোত্রী
(গ) সিয়াচেন
(ঘ) বলটারো হিমবাহ
➤ উঃ সিয়াচেন।

৪। বায়ূ ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল-
(ক) লোয়েস
(খ) পেডিমেন্ট
(গ) ইয়ার্দাঙ
(ঘ) লোয়েস
➤ উঃ পেডিমেন্ট।

৫। 'উদীয়মান শিল্প হল-
(ক) লৌহ-ইস্পাত
(খ) কার্পাস বয়ন
(গ) পাট শিল্প
(ঘ) পেট্রোরসায়ন শিল্প
➤ উঃ পেট্রোরসায়ন শিল্প।

৬। ভারতের রাজ্য পুণর্গঠনের মুল ভিত্তি ছিল-
(ক) ভাষা
(খ) ধর্ম
(গ) ভূ-প্রকৃতি
(ঘ) মৃত্তিকা
➤ উঃ ভাষা।

৭। চলমান বালিয়াড়িকে বলে-
(ক) শটস
(খ) ওয়াদি
(গ) ধ্রিয়ান
(ঘ) প্লায়া
➤ উঃ ধ্রিয়ান।

৮। ভারতের নবীনতম রাজ্যটি হল-
(ক) ঝাড়খন্ড
(খ) উত্তরাঞ্চল
(গ) তেলেঙ্গানা
(ঘ) ছত্তিশগড়
➤ উঃ তেলেঙ্গানা।

৯। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ-
(ক) ধূপগড়
(খ) মাউন্ট আবু
(গ) গুরুশিখর
(ঘ) গোর্গাবুরু
➤ উঃ গুরুশিখর।

১০। ভারতের মৃত্তিকা গবেষনাগারটি আছে-
(ক) লক্ষ্মৌতে
(খ) সোদপুরে
(গ) ভূপালে
(ঘ) কলকাতায়
➤ উঃ ভূপালে।

Read More:
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের  প্রশ্নোত্তর  Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ১ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ২ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ৩ Click Here
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here
মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর  Click Here

১১। ২০১১ সালের আদমসুমারী অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হল-
(ক) কেরালা
(খ) বিহার
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) উত্তর প্রদেশ
➤ উঃ বিহার।

১২। গম হল একটি-
(ক) রবি শস্য
(খ) খারিফ শস্য
(গ) জায়িদ শস্য
(ঘ) পানীয় ফসল
➤ উঃ রবি শস্য।

১৩। 'উন্নয়নের জীবনরেখা' নামে পরিচিত-
(ক) সড়কপথ
(খ) রেলপথ
(গ) জলপথ
(ঘ) আকাশপথ
➤ উঃ জলপথ

১৪। ভারতের একটি অন্তর্বাহী নদী-
(ক) নর্মদা
(খ) তাপ্তি
(গ) লুনি
(ঘ) কৃষ্ণা
➤ উঃ লুনি।

১৫। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল-
(ক) অবঘর্ষ ক্ষয়
(খ) দ্রবণ ক্ষয়
(গ) ঘর্ষণ ক্ষয়
(ঘ) জলপ্রবাহ ক্ষয়
➤ উঃ দ্রবণ ক্ষয়

১৬। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয়-
(ক) ক্যানিয়ন
(খ) মন্থকূপ
(গ) ধান্দ
(ঘ) V আকৃতির উপত্যকা
➤ উঃ ক্যানিয়ন

১৭। পাখির পা-এর মতো ব-দ্বীপ গঠিত হয়েছে-
(ক) নীলনদের মোহনায়
(খ) হোয়াংহো মোহনায়
(গ) সিন্ধুর মোহনায়
(ঘ) মিসিসিপি-মিসৌরি নদীর মোহনায়
➤ উঃ মিসিসিপি-মিসৌরি নদীর মোহনায়

১৮। সার্ক বা করিকে জার্মানিতে বলে-
(ক) কার
(খ) কুম
(গ) কিডেল
(ঘ) বটন
➤ উঃ কার
১৯। মধ্য অক্ষাংশের একটি মরুভূমি হল-
(ক) আরবের মরুভূমি
(খ) উত্তর আমেরিকার কলোরাডো
(গ) ভারতের থর
(ঘ) আটাকামা
➤ উঃ আটাকামা

২০। উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায়-
(ক) কালবৈশাখী
(খ) আঁধি
(গ) পশ্চিমী ঝঞ্ঝা
(ঘ) লু
➤ উঃ আঁধি

২১। ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল-
(ক) ঝুমচাষ
(খ) ফালিচাষ
(গ) পর্যাপ্ত জলসেচ
(ঘ) পশুচারণ
➤ উঃ ফালিচাষ

২২। ভারতের 'সিলিকন ভ্যালি' বলা হয়-
(ক) চেন্নাইকে
(খ) নিউটাউন কলকাতাকে
(গ) বেঙ্গালুরুকে
(ঘ) পুণেকে
➤ উঃ বেঙ্গালুরুকে

২৩। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্রক্ষুদ্র শিলাখন্ডক সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে,তাকে বলে-
(ক) খাদার
(খ) ভাঙ্গার
(গ) ভাবর
(ঘ) বেট
➤ উঃ ভাবর
২৪। ভারতের একটি লবণহ্রদের উদাহরণ হল-
(ক) প্যাংগং
(খ) ভীমতাল
(গ) ডাল হ্রদ
(ঘ) লোকটাগ হ্রদ
➤ উঃ প্যাংগং

২৫। গম হল একটি-
(ক) রবি শস্য
(খ) খারিফ শস্য
(গ) জায়িদ শস্য
(ঘ) পানীয় ফসল
➤ উঃ রবি শস্য

২৬। লৌহ-ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল-
(ক) আকরিক লোহা
(খ) কয়লা
(গ) ম্যাঙ্গানিজ
(ঘ) সবগুলিই সঠিক
➤ উঃ সবগুলিই সঠিক

২৭। বহির্জাত শক্তির মুল উৎস হল-
(ক) নদী
(খ) হিমবাহ
(গ) বায়ুপ্রবাহ
(ঘ) সূর্য
➤ উঃ সূর্য 
২৮। সমুদ্রজলে ভাসমান বরফস্পাতকে বলে-
(ক) হিমরেখা
(খ) ক্রেভাস
(গ) হিমশৈল
(ঘ) বার্গস্রুন্ড
➤ উঃ হিমশৈল

২৯। গৌর ভুমিরূপ গঠিত হয়-
(ক) নদীর কার্যের ফলে
(খ) হিমবাহের কার্যের ফলে
(গ) বায়ুর কার্যের ফলে
(ঘ) সমুদ্রের-তরঙ্গের কার্যের ফলে
➤ উঃ বায়ুর কার্যের ফলে

৩০। সিন্ধু নদ পতিত হয়েছে-
(ক) আরব সাগরে
(খ) বঙ্গোপসাগরে
(গ) ভারত মহাসাগরে
(ঘ) মান্নার উপসাগরে
➤ উঃ আরব সাগরে


No comments:

Post a Comment