Header Ads Widget

Breaking

Monday, October 18, 2021

Madhyamik History Suggestion 2022 | History Chapter 3 | Class 10 History Questions Answers

Madhyamik History Suggestion 2022. History Chapter 3 QuestionsAnswers

Madhyamik History Suggestion 2022. History Chapter 3 Questions and Answers. Class 10 History Questions Answers. Class 10th history chapter 3 notes. 

Madhyamik History Suggestion 2022

মাধ্যমিক ইতিহাস ২০২২ প্রশ্নোত্তর

Class 10 history chapter 3 notes wbbse ( West Bengal Board of Secondary Education) guide. পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ নতুন সিলেবাস অনুযায়ী প্রস্তুত ।

পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক ২০২২ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।Madhyamik 2022 History important questions and Asnwers. History Suggestion for Madhyamik 2022 Exam with sure common in Examination.

WB elearning

হ্যালো বন্ধুরা,
আপনারা যারা মাধ্যমিক দশম শ্রেণীর পরীক্ষার জন্য WB Madhyamik History Suggestion 2022 | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022 খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া Madhyamik History Suggestion 2022 – মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022 প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। Madhyamik History 2022 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।


মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়

নং

প্রশ্ন

উত্তর

০১) কত খ্রিস্টাব্দে প্রথম অরণ্য আইন চালু হয় ?১৮৬৫ খ্রিস্টাব্দে। 
০২) ১৮৭৮ খ্রিষ্টাব্দের forest Act অনুযায়ী অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়?তিনটি ভাগে। যথা - (i) সংরক্ষিত অরণ্য ,(ii) নিরাপদ অরণ্য, (iii) গ্রামবাসীদের অরণ্য।
০৩) কত খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয় ? ১৮৫৭ খ্রিস্টাব্দে।
০৪) কত খ্রিস্টাব্দে পাইক বিদ্রোহ হয় ? ১৮১৭ খ্রিস্টাব্দে।
০৫)চুয়ার বিদ্রোহের একজন নেতার নাম লেখ ?দুর্জন সিং।
০৬)কত খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহ ঘটে ? ১৭৬৯ খ্রিস্টাব্দে শুরু হয়।
০৭)কত খ্রিস্টাব্দে 'রংপুর বিদ্রোহ' শুরু হয় ?১৭৮৩ খ্রিস্টাব্দে ১৮ ই জানুয়ারি ।
০৮)কার নেতৃত্বে 'রংপুর বিদ্রোহ' হয় ?নুরুলউদ্দিনের নেতৃত্বে। 
০৯)কত খ্রিস্টাব্দে 'কোল বিদ্রোহ' শুরু হয় ?১৮৩২ খ্রিস্টাব্দে। 
১০)'কোল বিদ্রোহ' এর দু'জন নেতার নাম লেখ ?বুদ্ধ ভগৎ ও জয়া ভগৎ।  
১১)কত খ্রিস্টাব্দে 'কোল বিদ্রোহ' দমন করা হয় ?১৮৩৩ খ্রিস্টাব্দে।
১২)কবে 'ভীল বিদ্রোহ' ঘটে ?১৮১৮ খ্রিস্টাব্দে। 
১৩)'ভীল বিদ্রোহ' কোথায় হয়েছিল ? পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশে খান্দেশ অঞ্চলে। 
১৪)" দামিন-ই-কো " কথাটির অর্থ কী ?পাহাড়ের প্রান্তদেশে। 
১৫)কত খ্রিস্টাব্দে 'সাঁওতাল বিদ্রোহ' ঘটে ?১৮৫৫ খ্রিস্টাব্দে ৩০ শে জুন। 
১৬)'সাঁওতাল বিদ্রোহ' এর দু'জন নেতার নাম লেখো ?সিধু ও কানু। 
১৭)কত খ্রিস্টাব্দে 'সাঁওতাল বিদ্রোহ' এর পরিসমাপ্ত ঘটে ?১৮৫৬ খ্রিস্টাব্দে। 
১৮)
'সাঁওতাল বিদ্রোহ' এর সময় কে বাংলার ছোটলাট ছিলেন ?
ফ্রেডারিক হ্যালিড। 
১৯)কোথায় প্রথম 'সাঁওতাল বিদ্রোহ' ঘটে ?বীরভূম জেলার ভাগনাডিহিতে।  
২০)কত খ্রিস্টাব্দে 'মুন্ডা বিদ্রোহ' হয় ? ১৮৯৯-১৯০০ খ্রিস্টাব্দে।
২১)কার নেতৃত্বে 'মুন্ডা বিদ্রোহ' হয় ?বিরসমুন্ডা'র নেতৃত্বে।
২২)'উলগুলান' শব্দের অর্থ কি ?প্রবল বিদ্রোহ বা ভয়ংকর বিশৃঙ্খলা। 
২৩)কত খ্রিস্টাব্দে বীরসা মুন্ডা জন্মগ্রহণ করেন ?রাচি জেলার উলিহাতু গ্রামে ১৮৭৫ খ্রিস্টাব্দে।
২৪)'ধরতি আবা ' কথার অর্থ কি ?ধরণীর পিতা।  
২৫)'সিং বোঙা' কথার অর্থ কি ? সূর্য দেবতা। 
২৬)বীরসা মুন্ডার সেনাপতি কে ছিলেন ? গয়া মুন্ডা। 
২৭)কত খ্রিস্টাব্দে "ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন " পাস্ করা হয় ?১৯০৮ খ্রিস্টাব্দে। 
২৮)সন্যাসী-ফকির বিদ্রোহের দু'জন নেতার নাম লেখো ?ভবানী পাঠক ও দেবী চৌধুরানী। 
২৯)ফকির বিদ্রোহের অন্যান্য নেতৃবর্গের নাম লেখো ? মজনু শাহ , চিরাগ আলী , মুসা শাহ। 
৩০)কত খ্রিস্টাব্দে মজনু শাহ মারা যান ?১৭৮৬ খ্রিস্টাব্দে।
৩১)কত খ্রিস্টাব্দে ভবাণী পাঠক মারা যান ?১৭৮৭ খ্রিস্টাব্দে। 
৩২)"আনন্দমঠ" উপন্যাসটি কার লেখা ?বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।
৩৩)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের নাম বল?আনন্দমঠ ও দেবী চৌধুরানী।  
৩৪)ভারতে 'ওয়াহাবি আন্দোলন' কে শুরু করেন ?স্যার সৈয়দ আহম্মেদ খান। 
৩৫)দার - উল - হারব ' কথার অর্থ কি ?শত্রুর দেশ। 
৩৬)বাংলাদেশে 'ওয়াহাবি আন্দোলন' এর প্রধান নেতা কে ছিলেন ?মীর নিশার আলি (তিতুমীর )। 
৩৭)তিতুমীরের প্রকৃত নাম কি ?মীর নিশার আলি। 
৩৮)তিতুমীর কোথায় বাঁশের কেল্লা তৈরী করেন ?বারাসাতের নারকেলবেড়িয়া গ্রামে। 
৩৯)কত খ্রিস্টাব্দে পাগলাপন্থী বিদ্রোহ ঘটে ?১৮২৪ খ্রিস্টাব্দে। 
৪০)কার নেতৃত্বে 'পাগলাপন্থী বিদ্রোহ' হয় ? ফকির করম শাহ এর ছেলে টিপুর নেতৃত্বে। 
৪১)'ফরাজি আন্দোলন' কে শুরু করেন ?হাজি শরীয়ৎউল্লাহ।  
৪২)'ফরাজি ' কথার অর্থ কি ?ইসলাম - নির্দিষ্ঠ বাধ্যতামূলক কর্তব্য। 
৪৩)'দুদুমিঞা' কে ছিলেন ?হাজি শরীয়ৎউল্লাহ ছেলে। 
৪৪)'দুদুমিঞার' প্রকৃত নাম কি ?মহম্মদ মুসিন। 
৪৫)কত খ্রিস্টাব্দে "দুদুমিঞা" মারা যান ?১৮৬২ খ্রিস্টাব্দে। 
৪৬)দুদুমিঞার ছেলের নাম কি ?নোয়ামিঞা। 
৪৭)তারিখ - ই - মহাম্মদীয়া কথার অর্থ কি ?মহম্মদ প্রদর্শিত পথ।  
৪৮)ভারতে প্রথম নীলশিল্প কে গড়ে তুলেন ?ইংরেজ বণিক কার্ল ব্ল্যাম। 
৪৯)নীলকর চাষীদের অত্যাচারের ও অবিচারের কথা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশ করা হয়েছিল ?১৮২২ খ্রিস্টাব্দে 'সমাচার চন্দ্রিকা' ও 'সমাচার দর্পন' এ 
৫০)"নীলদর্পণ" নাটকটি কার লেখা ?দীনবন্ধু মিত্রের লেখা। 
৫১)কত খ্রিস্টাব্দে "নীলদর্পণ" নাটকটি প্রকাশিত হয় ?১৮৬০ খ্রিস্টাব্দে। 
৫২)কোন আইনের মাধ্যমে ভারতে নীলকরদের নীলচাষীদের উপর অত্যাচার দমিত হয় ?১৮৩০ খ্রিস্টাব্দের "পঞ্চম আইন ' এর মাধ্যমে। 
৫৩)কোথায় প্রথম নীলবিদ্রোহ শুরু হয় ?কৃষ্ণনগরের কাছে চৌগাছা গ্রামে।  
৫৪)নীলবিদ্রোহের দু'জন উল্লেখযোগ্য নেতার নাম লেখ ?বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। 
৫৫)মালদহে নীলবিদ্রোহের নেতা কে ছিলেন ?ফরাজি নেতা রফিক মন্ডল। 
৫৬)কাকে বাংলার "নানাসাহেব" বলা হয় ?রামরতন রায়কে। 
৫৭)"বাংলার ওয়াট টাইটেলের" কাদের বলা হত ?বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কে। 
৫৮)কত খ্রিস্টাব্দে "নীল কমিশন" গঠিত হয় ?১৮৬০ খ্রিস্টাব্দে। 
৫৯)কোন আইন দ্বারা "নীলচুক্তি আইন " রদ করা হয় ?১৮৬৮ খ্রিস্টাব্দের "অষ্টম আইন " দ্বারা। 
৬০)" দ্য ব্লু মিউনিটি (The blue Munity) " গ্রন্থটি রচনা করেন কে ? মার্কিন ঐতিহাসিক ব্লেয়ার ক্লিং ( Blair Kling )
৬১)"অমৃতবাজার" পত্রিকা টি কার লেখা ?শিশিরকুমার ঘোষ। 
৬২)কত খ্রিস্টাব্দে "পাবনা" বিদ্রোহ হয় ?১৮৭০ খ্রিস্টাব্দে। 
৬৩)"পাইক" কথার অর্থ কি ?সৈনিক। 
৬৪)"দিকু" কথার অর্থ কি ?বহিরাগত। 
৬৫)কত খ্রিস্টাব্দে "ভীল" বিদ্রোহ হয় ?১৮১৯ খ্রিস্টাব্দে। 

File Name: Class 10 Madhyamik History All Chapter Pdf.

File Size: 2.13 MB

Download: Click Here to Download

আরও পড়ুনঃ 

মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের  প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ১ Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ২Click Here
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ৩Click Here
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তরClick Here
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here
মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর Click Here


No comments:

Post a Comment