Madhyamik History Suggestion 2022. History Chapter 3 QuestionsAnswers
Madhyamik History Suggestion 2022. History Chapter 3 Questions and Answers. Class 10 History Questions Answers. Class 10th history chapter 3 notes.
মাধ্যমিক ইতিহাস ২০২২ প্রশ্নোত্তর
Class 10 history chapter 3 notes wbbse ( West Bengal Board of Secondary Education) guide. পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২২ নতুন সিলেবাস অনুযায়ী প্রস্তুত ।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা মাধ্যমিক ২০২২ ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।Madhyamik 2022 History important questions and Asnwers. History Suggestion for Madhyamik 2022 Exam with sure common in Examination.
WB elearning
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়
নং |
প্রশ্ন |
উত্তর |
---|---|---|
০১) | কত খ্রিস্টাব্দে প্রথম অরণ্য আইন চালু হয় ? | ১৮৬৫ খ্রিস্টাব্দে। |
০২) | ১৮৭৮ খ্রিষ্টাব্দের forest Act অনুযায়ী অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়? | তিনটি ভাগে। যথা - (i) সংরক্ষিত অরণ্য ,(ii) নিরাপদ অরণ্য, (iii) গ্রামবাসীদের অরণ্য। |
০৩) | কত খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয় ? | ১৮৫৭ খ্রিস্টাব্দে। |
০৪) | কত খ্রিস্টাব্দে পাইক বিদ্রোহ হয় ? | ১৮১৭ খ্রিস্টাব্দে। |
০৫) | চুয়ার বিদ্রোহের একজন নেতার নাম লেখ ? | দুর্জন সিং। |
০৬) | কত খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহ ঘটে ? | ১৭৬৯ খ্রিস্টাব্দে শুরু হয়। |
০৭) | কত খ্রিস্টাব্দে 'রংপুর বিদ্রোহ' শুরু হয় ? | ১৭৮৩ খ্রিস্টাব্দে ১৮ ই জানুয়ারি । |
০৮) | কার নেতৃত্বে 'রংপুর বিদ্রোহ' হয় ? | নুরুলউদ্দিনের নেতৃত্বে। |
০৯) | কত খ্রিস্টাব্দে 'কোল বিদ্রোহ' শুরু হয় ? | ১৮৩২ খ্রিস্টাব্দে। |
১০) | 'কোল বিদ্রোহ' এর দু'জন নেতার নাম লেখ ? | বুদ্ধ ভগৎ ও জয়া ভগৎ। |
১১) | কত খ্রিস্টাব্দে 'কোল বিদ্রোহ' দমন করা হয় ? | ১৮৩৩ খ্রিস্টাব্দে। |
১২) | কবে 'ভীল বিদ্রোহ' ঘটে ? | ১৮১৮ খ্রিস্টাব্দে। |
১৩) | 'ভীল বিদ্রোহ' কোথায় হয়েছিল ? | পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশে খান্দেশ অঞ্চলে। |
১৪) | " দামিন-ই-কো " কথাটির অর্থ কী ? | পাহাড়ের প্রান্তদেশে। |
১৫) | কত খ্রিস্টাব্দে 'সাঁওতাল বিদ্রোহ' ঘটে ? | ১৮৫৫ খ্রিস্টাব্দে ৩০ শে জুন। |
১৬) | 'সাঁওতাল বিদ্রোহ' এর দু'জন নেতার নাম লেখো ? | সিধু ও কানু। |
১৭) | কত খ্রিস্টাব্দে 'সাঁওতাল বিদ্রোহ' এর পরিসমাপ্ত ঘটে ? | ১৮৫৬ খ্রিস্টাব্দে। |
১৮) | 'সাঁওতাল বিদ্রোহ' এর সময় কে বাংলার ছোটলাট ছিলেন ? | ফ্রেডারিক হ্যালিড। |
১৯) | কোথায় প্রথম 'সাঁওতাল বিদ্রোহ' ঘটে ? | বীরভূম জেলার ভাগনাডিহিতে। |
২০) | কত খ্রিস্টাব্দে 'মুন্ডা বিদ্রোহ' হয় ? | ১৮৯৯-১৯০০ খ্রিস্টাব্দে। |
২১) | কার নেতৃত্বে 'মুন্ডা বিদ্রোহ' হয় ? | বিরসমুন্ডা'র নেতৃত্বে। |
২২) | 'উলগুলান' শব্দের অর্থ কি ? | প্রবল বিদ্রোহ বা ভয়ংকর বিশৃঙ্খলা। |
২৩) | কত খ্রিস্টাব্দে বীরসা মুন্ডা জন্মগ্রহণ করেন ? | রাচি জেলার উলিহাতু গ্রামে ১৮৭৫ খ্রিস্টাব্দে। |
২৪) | 'ধরতি আবা ' কথার অর্থ কি ? | ধরণীর পিতা। |
২৫) | 'সিং বোঙা' কথার অর্থ কি ? | সূর্য দেবতা। |
২৬) | বীরসা মুন্ডার সেনাপতি কে ছিলেন ? | গয়া মুন্ডা। |
২৭) | কত খ্রিস্টাব্দে "ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন " পাস্ করা হয় ? | ১৯০৮ খ্রিস্টাব্দে। |
২৮) | সন্যাসী-ফকির বিদ্রোহের দু'জন নেতার নাম লেখো ? | ভবানী পাঠক ও দেবী চৌধুরানী। |
২৯) | ফকির বিদ্রোহের অন্যান্য নেতৃবর্গের নাম লেখো ? | মজনু শাহ , চিরাগ আলী , মুসা শাহ। |
৩০) | কত খ্রিস্টাব্দে মজনু শাহ মারা যান ? | ১৭৮৬ খ্রিস্টাব্দে। |
৩১) | কত খ্রিস্টাব্দে ভবাণী পাঠক মারা যান ? | ১৭৮৭ খ্রিস্টাব্দে। |
৩২) | "আনন্দমঠ" উপন্যাসটি কার লেখা ? | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। |
৩৩) | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের নাম বল? | আনন্দমঠ ও দেবী চৌধুরানী। |
৩৪) | ভারতে 'ওয়াহাবি আন্দোলন' কে শুরু করেন ? | স্যার সৈয়দ আহম্মেদ খান। |
৩৫) | দার - উল - হারব ' কথার অর্থ কি ? | শত্রুর দেশ। |
৩৬) | বাংলাদেশে 'ওয়াহাবি আন্দোলন' এর প্রধান নেতা কে ছিলেন ? | মীর নিশার আলি (তিতুমীর )। |
৩৭) | তিতুমীরের প্রকৃত নাম কি ? | মীর নিশার আলি। |
৩৮) | তিতুমীর কোথায় বাঁশের কেল্লা তৈরী করেন ? | বারাসাতের নারকেলবেড়িয়া গ্রামে। |
৩৯) | কত খ্রিস্টাব্দে পাগলাপন্থী বিদ্রোহ ঘটে ? | ১৮২৪ খ্রিস্টাব্দে। |
৪০) | কার নেতৃত্বে 'পাগলাপন্থী বিদ্রোহ' হয় ? | ফকির করম শাহ এর ছেলে টিপুর নেতৃত্বে। |
৪১) | 'ফরাজি আন্দোলন' কে শুরু করেন ? | হাজি শরীয়ৎউল্লাহ। |
৪২) | 'ফরাজি ' কথার অর্থ কি ? | ইসলাম - নির্দিষ্ঠ বাধ্যতামূলক কর্তব্য। |
৪৩) | 'দুদুমিঞা' কে ছিলেন ? | হাজি শরীয়ৎউল্লাহ ছেলে। |
৪৪) | 'দুদুমিঞার' প্রকৃত নাম কি ? | মহম্মদ মুসিন। |
৪৫) | কত খ্রিস্টাব্দে "দুদুমিঞা" মারা যান ? | ১৮৬২ খ্রিস্টাব্দে। |
৪৬) | দুদুমিঞার ছেলের নাম কি ? | নোয়ামিঞা। |
৪৭) | তারিখ - ই - মহাম্মদীয়া কথার অর্থ কি ? | মহম্মদ প্রদর্শিত পথ। |
৪৮) | ভারতে প্রথম নীলশিল্প কে গড়ে তুলেন ? | ইংরেজ বণিক কার্ল ব্ল্যাম। |
৪৯) | নীলকর চাষীদের অত্যাচারের ও অবিচারের কথা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশ করা হয়েছিল ? | ১৮২২ খ্রিস্টাব্দে 'সমাচার চন্দ্রিকা' ও 'সমাচার দর্পন' এ |
৫০) | "নীলদর্পণ" নাটকটি কার লেখা ? | দীনবন্ধু মিত্রের লেখা। |
৫১) | কত খ্রিস্টাব্দে "নীলদর্পণ" নাটকটি প্রকাশিত হয় ? | ১৮৬০ খ্রিস্টাব্দে। |
৫২) | কোন আইনের মাধ্যমে ভারতে নীলকরদের নীলচাষীদের উপর অত্যাচার দমিত হয় ? | ১৮৩০ খ্রিস্টাব্দের "পঞ্চম আইন ' এর মাধ্যমে। |
৫৩) | কোথায় প্রথম নীলবিদ্রোহ শুরু হয় ? | কৃষ্ণনগরের কাছে চৌগাছা গ্রামে। |
৫৪) | নীলবিদ্রোহের দু'জন উল্লেখযোগ্য নেতার নাম লেখ ? | বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। |
৫৫) | মালদহে নীলবিদ্রোহের নেতা কে ছিলেন ? | ফরাজি নেতা রফিক মন্ডল। |
৫৬) | কাকে বাংলার "নানাসাহেব" বলা হয় ? | রামরতন রায়কে। |
৫৭) | "বাংলার ওয়াট টাইটেলের" কাদের বলা হত ? | বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কে। |
৫৮) | কত খ্রিস্টাব্দে "নীল কমিশন" গঠিত হয় ? | ১৮৬০ খ্রিস্টাব্দে। |
৫৯) | কোন আইন দ্বারা "নীলচুক্তি আইন " রদ করা হয় ? | ১৮৬৮ খ্রিস্টাব্দের "অষ্টম আইন " দ্বারা। |
৬০) | " দ্য ব্লু মিউনিটি (The blue Munity) " গ্রন্থটি রচনা করেন কে ? | মার্কিন ঐতিহাসিক ব্লেয়ার ক্লিং ( Blair Kling ) |
৬১) | "অমৃতবাজার" পত্রিকা টি কার লেখা ? | শিশিরকুমার ঘোষ। |
৬২) | কত খ্রিস্টাব্দে "পাবনা" বিদ্রোহ হয় ? | ১৮৭০ খ্রিস্টাব্দে। |
৬৩) | "পাইক" কথার অর্থ কি ? | সৈনিক। |
৬৪) | "দিকু" কথার অর্থ কি ? | বহিরাগত। |
৬৫) | কত খ্রিস্টাব্দে "ভীল" বিদ্রোহ হয় ? | ১৮১৯ খ্রিস্টাব্দে। |
File Name: Class 10 Madhyamik History All Chapter Pdf.
File Size: 2.13 MB
Download: Click Here to Download
আরও পড়ুনঃ
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ১ | Click Here |
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ২ | Click Here |
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ৩ | Click Here |
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
No comments:
Post a Comment