Header Ads Widget

Breaking

Showing posts with label Class 7. Show all posts
Showing posts with label Class 7. Show all posts

Monday, April 29, 2024

April 29, 2024

The Book Of Nature Class 7 Extra Questions and Answers PDF Download: 1st Term এর প্রস্তুতি

The Book Of Nature Class 7 Extra Questions and Answers

Hello learners, Welcome to my blog WB e-learning. I hope you're fit and great. In this lesson, I am going to share with you The Book Of Nature Class 7 Extra Questions and Answers. It will be very helpful for your first-term examination that will be held in April month. To reduce Exam fairness and Make yourself confident then you have to study properly and also engage with us.

Thursday, September 22, 2022

Friday, June 24, 2022

June 24, 2022

ষষ্ঠ অধ্যায় - Class 7 History Chapter 6 Question And Answer Notes

Class 7 History Chapter 6 Question And Answer Notes

সপ্তম শ্রেণীর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর

WBBSE Solutions for Class 7 History Chapter 6 notes. Class 7 History Chapter 6 is one of the most important subjects included in the Mughal era of Cities, Merchants, and Commerces. This article contains Class 7 History Chapter 6 Questions and Answers.

এই প্রশ্নগুলি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE) এর Class 7th এর ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য Class 7 Chapter 6 History notes তৈরী করা হল।


ষষ্ঠ অধ্যায় - Class 7 history chapter 6 notes

১। ‘নগর’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উঃ সংস্কৃত শব্দ থেকে।


২। ‘শহর’ শব্দটি কোন শব্দ?
উঃ শহর একটি ফারসি শব্দে।


৩।প্রাচীন কালে দিল্লির ভৌগোলিক অবস্থান লেখ?
উঃ ভৌগোলিকভাবে দিল্লির অবস্থান আরাবল্লি শৈলশিরার একটি প্রান্ত ও যমুনা নদীবিধৌত সমতলের সংযোগস্থল।


৪। ‘কিলা রাই পিথোরা’ শহরটি কে নির্মাণ করেন?
উঃ চৌহান রাজপুর পৃথ্বীরাজ।


৫। ‘সিরি’ শহরটি কে নির্মাণ করেন?
উঃ আলাউদ্দিন খলজি।


৬। ‘তুঘলকবাদ’ শহরটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ গিয়াস উদ্দিন তুঘলক।


৭। ‘জাহানপনাহ’ শহরটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ মহম্মদ বিন তুঘলক।


৮। ‘ফিরোজাবাদ’ শহরটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ ফিরোজ শাহ তুঘলক।


৯। ‘দীন পনাহ’ শহরটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ সম্রাট হুমায়ুন।


১০। ‘শেরগাহ’ শহরটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ শেরশাহ।


১১। ‘শাহজাহানাবাদ’ শহরটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ শাহজাহান।


১২। মোঙ্গল কারা?
উঃ মধ্য এশিয়ার এক দুর্ধর্ষ জাতি।


১৩। কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?
উঃ কুতুবউদ্দিন আইবক।


১৪। মধ্য যুগে দিল্লি শহরে উৎপত্তি ও বিকাশের কয়টি পর্যায় ছিল ও কী কী?
উঃ দুইটি পর্যায়। ১) খ্রিস্টীয় ত্রয়োদশ-চতুর্দশ শতকের দিল্লি, এবং ২) সপ্তাদশ শতকে মুঘল সম্রাট শাহজাহানের তৈরী শাহজাহানাবাদ।


১৫। শহর-ই-নও কথার অর্থ কী?
উঃ নতুন শহর।


১৬। হজরত-ই-দিল্লি কী?
উঃ এক সময় দিল্লী হয়ে ওঠে সুফি সাধকদের অন্যতম পীঠস্থান। এই জন্য দিল্লির নামই হয়েগিয়েছিল হজরত-ই-দিল্লি।


১৭।কোটাল মানে কী?
উঃ দুর্গ।


১৮। মোঘল আমলের কয়েকটি উল্লেখযোগ্য শহরের নাম লেখ?
উঃ আগ্রা, ফতেহপুর সিকরি, এলাহাবাদ ও লাহোর।


১৯। ‘নেহর-ই বিহিশত’ কথার অর্থ কী?
উঃ স্বর্গের খাল।


২০। কত খ্রিস্টাব্দে ‘শাহজাহানাবাদ’ শহরটি তৈরী হয়?
উঃ ১৬৩৯ খ্রিষ্টাব্দে।


২১। দিল্লির সুলতানৎ এ প্রচলিত মুদ্রা দুটির নাম কি ছিল?
উঃ তঙ্কা (রূপোর মুদ্রা) ও জিতল (তামার মুদ্রা)।


২২। মুঘল আমলে সোনার মুদ্রার নাম কী ছিল?
উঃ মোহর বা আশরফি।


২৩। মুঘল আমলে তামার মুদ্রার নাম কী ছিল?
উঃ দাম।


২৪। মুঘল আমলের প্রধান মুদ্রাটির নাম কী?
উঃ বিজয়নগরে তৈরী সোনার মুদ্রা ‘হোন’।


২৫। ‘হুন্ডি’ কী?
উঃ তুর্কি শাসকদের আমলে ব্যবহৃত এক ধরনের কাগজ।


২৬। কত খ্রিস্টাব্দে তৈমুর লঙ দিল্লী আক্রমন করে?
উঃ ১৩৯৮ খ্রিস্টাব্দে।


২৭। ভাষ্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন?
উঃ ১৪৯৮ খ্রিস্টাব্দে।


২৮। ভাষ্কো-দা-গামা কোথাকার অধিবাসি ছিলেন?
উঃ দক্ষিণ আফ্রিকার।


২৯। ভাষ্কো-দা-গামা কত খ্রিস্টাব্দে কালিকট বন্দরে পৌঁছান?
উঃ ১৪৯৮ খ্রিস্টাব্দে।


৩০। ভাষ্কো-দা-গামা’র পর কোন পোর্তুগিক নাবিক ভারতে আসেন?
উঃ ডিউক অফ আলবুকার্ক।


৩১। কত খ্রিস্টাব্দে লন্ডনে ‘ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গড়ে ওঠে?
উঃ ১৬০০ খ্রিস্টাব্দে।


৩২। ‘ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
উঃ ১৬০২ খ্রিস্টাব্দে।


৩৩। কত খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৬৬৪ খ্রিস্টাব্দে।


৩৪। বাংলার কোথায় পোর্তুগিজরা প্রথম ঘাঁটি তৈরী করেন?
উঃ ব্যান্ডেলে।


৩৫। ভারতের কোথায় প্রথম ইংরেজরা কুঁঠি নির্মান করে?
উঃ কলকাতায়।


৩৬। ‘টমাস রো’ কোন মুঘল সম্রাটের রাজসভায় আসেন?
উঃ মুঘল সম্রাট জাহাঙ্গিরের রাজসভায়।


৩৭। ডাচ কাদের বলা হয়?
উঃ নেদারল্যান্ডস দেশের অধিবাসিদের বলা হয় ডাচ। এরা বাংলা ভাষায় ওলন্দাজ নামে পরিচিত।


৩৮। দিনেমার কাদের বলা হয়?
উঃ ডেনমার্কের অধিবাসিদের বলা হয় দিনেমার।


৪০। ইউরোপীয়দের প্রধান বানিজ্যঘাঁটিগুলির নাম লেখ?
উঃ সুরাট, মসুলিপটনম, পুলিকট এবং হুগলি।

Sunday, March 20, 2022

March 20, 2022

Class 7 history chapter 5 questions answers - Mughal Emperor

Class 7 history chapter 5 questions answers 

Here I share Class 7 History Chapter 5 Questions  Answers. Class 7 History Chapter 5 Questions and Answers West Bengal Board. Class 7 History Chapter 5 Questions and Answers in Bengali. 

WBBSE History Chapter 5 All Questions and Answers. Class 7 History Short Questions and Answers. The most interesting topic in Indian history is the Mughal Emperor. Here you find all the related questions about Mughal Emperor like Who was the first Mughal emperor Class 7?, What is the history of the Mughal emperor? Who was the founder of the Mughal Empire? Etc.

পঞ্চম অধ্যায়

Tuesday, February 8, 2022

February 08, 2022

Class 7 history chapter 4 questions and answers

Class 7 history chapter 4 questions and answers

Here I share Class 7 history chapter 4 questions and answers. Class 7 history chapter 4 notes. History chapter 4 class 7 questions. Class 7 chapter 4 history questions and answers. Class 7 history chapter 4 solution. Class 7 history chapter 4 extra questions. Class 7 history chapter 4 questions and answers wb board.


চতুর্থ অধ্যায়

Tuesday, February 1, 2022

February 01, 2022

Class 7 history chapter 3 questions and answers

Class 7 History Chapter 3 Questions and Answers

Here I share Class 7 History Chapter 3 Questions and Answers. Class 7 History Chapter 3 Questions and Answers West Bengal Board. Class 7 History Chapter 3 Questions and Answers in Bengali. WBBSE History Chapter 3 All Questions and Answers. Class 7 History Short Questions and Answers.

তৃতীয় অধ্যায়

Monday, October 11, 2021

October 11, 2021

History Exercise Questions | Class 7th History Questions Answers

History Exercise Questions | Class 7th History Questions Answers

Class 7th History Questions Answers

সপ্তম শ্রেণীর অনুশীলনী প্রশ্নোত্তর 


WB e-Learning :

বন্ধুরা,
    এখানে সপ্তম শ্রেণীর ইতিহাসের অনুশীলনীর প্রশ্নোত্তর শেয়ার করা হলো। এখানে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে ভারতের রাজনৈতিক ইতিহাসের বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পেয়ে থাকবে। আশা করি এগুলি তোমাদের খুব উপকারে আসবে। 


দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী প্রশ্নোত্তর 



১।শূন্যস্থান পূরণ করো:-

(ক) বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় __________________ গ্রন্থে। 
    (i) ঐতরেয় অরণ্যক          (ii) আইন-ই- আকবরী              (iii)অর্থশাস্ত্র 

উত্তরঃ - (i)  ঐতরেয় অরণ্যক। 

(খ) প্রাচীন বাংলার সীমানা তৈরী হয়েছিল __________, __________ এবং _________ নদী দিয়ে। 
     (i) ভাগীরথী , পদ্মা , মেঘনা           (ii) গঙ্গা , ব্রহ্মপুত্র , দামোদর                (iii) কৃষ্ণা , কাবেরী , চন্দ্রভাঙা  

উত্তরঃ - (i) ভাগীরথী , পদ্মা , মেঘনা
(গ) সকলোত্তরপথনাথ উপাধি ছিল ______________ এর। 

     (i) শশাঙ্ক                  (ii) হর্ষবর্ধন               (iii) রামপাল 


উত্তরঃ - (ii) হর্ষবর্ধন। 

(ঘ) কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ___________ । 
     (i) ভীম          (ii) রামপাল               (iii)  প্রথম মহিপাল 

উত্তরঃ - (i) ভীম। 

(ঙ) সেন রাজা ____________  বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল।

     (i) বিজয় সেন           (ii) বল্লাল সেন               (iii) লক্ষণ সেন 

উত্তরঃ - (iii) লক্ষণ সেন। 

(চ) সুলতানি যুগের একজন ঐতিহাসিকের নাম হল ______________ । 

     (i) মোহাম্মদ ঘুরি          (ii) মিনহাজ - ই - সিরাজ               (iii) ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 

উত্তরঃ -  (ii) মিনহাজ - ই - সিরাজ

২। "ক" স্তম্ভের সঙ্গে "খ" স্তম্ভ মিলিয়ে লেখো:-
ক-স্তম্ভ  খ-স্তম্ভ
(ক) বজ্রভূমি বৌদ্ধ বিহার            (খ)
(খ) লো-টো-মো-চিহ  আধুনিক চট্টগ্রাম (ঙ)
(গ) গঙ্গাইকোন্ডচোল বাকপতিরাজ (ঘ)
(ঘ) গৌড়বহো উত্তর রাঢ় (ক)
(ঙ) হরিকেল অল-বিরুনি (চ)
(চ) কিতাব-অল-হিন্দ প্রথম রাজেন্দ্র (গ)


৩। সংক্ষেপে (৩০-৫০ টি শব্দের মধ্যে ) উত্তর লেখো:-

Saturday, September 18, 2021

September 18, 2021

WBBSE Class 7 History Chapter 1 and Chapter 2 Atit o Aityaja Questions and Answers Bengali

WBBSE Class 7 History Chapter 1 and Chapter 2 Atit o Aityaja Questions and Answers Bengali

এই Article এ আমি তোমাদের সঙ্গে West Bengal Board of Secondary Education (WBBSE) এর History Class 7 Chapter 1 or Chapter2 কিছু Questions এবং Answers শেয়ার করলাম। Chapter 2 (ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক) থেকে কিছু উল্লেখযোগ্য প্রশ্ন ও তার উত্তর (WBBSE Class 7 History Chapter 1 and Chapter 2 Atit o Aityaja Questions and Answers Bengali) জানব।

WBBSE Class 7 History Chapter 1

ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা 


২য়  অধ্যায় - ইতিহাসের ধারণা 


১) ইতিহাসে সময় মাপার হিসাব গুলি কি কি?
উঃ - মাস, সাল, শতাব্দি ও সহস্রাব্দ।

২) ইতিহাসের উপাদান গুলি কি কি?
উঃ - লেখ, মুদ্রা, স্থাপত্য ও ভাস্কর্য, লিখিত উপাদান।
৩) লেখ বলতে কি বুঝো?
উঃ- প্রাচীনকালে পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের কথা জানা যায়। সেগুলিকে বলা হয় লেখ।

৪) তাম্রলেখ বলতে কী বুঝো?
উঃ- প্রাচীনকালে তামার পাতে লেখা হলে তাকে তাম্রলেখ বলা হত‌।

৫) "ইন্ডিয়া"কথাটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ- গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।

৬) "হিন্দুস্তান"শব্দটি প্রথম কোন গ্রন্থে ব্যবহৃত হয়?
উঃ-" হুদুদ অল আলম" গ্রন্থে।

৭) কারা প্রথম ভারতে আলুর চাষ শুরু করে?
উঃ- পর্তুগিজরা।

৮) কোথায় প্রথম বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায়?
উঃ- ঋকবেদের ঐতরেয় আরণ্যক এ ।

৯) অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- কৌটিল্য।

১০) রঘুবংশম্ কাব্যটি রচনা করেন কে?
উঃ- কালিদাস।