Header Ads Widget

Breaking

Sunday, March 20, 2022

Class 7 history chapter 5 questions answers - Mughal Emperor

Class 7 history chapter 5 questions answers 

Here I share Class 7 History Chapter 5 Questions  Answers. Class 7 History Chapter 5 Questions and Answers West Bengal Board. Class 7 History Chapter 5 Questions and Answers in Bengali. 

WBBSE History Chapter 5 All Questions and Answers. Class 7 History Short Questions and Answers. The most interesting topic in Indian history is the Mughal Emperor. Here you find all the related questions about Mughal Emperor like Who was the first Mughal emperor Class 7?, What is the history of the Mughal emperor? Who was the founder of the Mughal Empire? Etc.

পঞ্চম অধ্যায়


মোগল সাম্রাজ্য


১। ভারতবর্ষের প্রথম মুঘল বাদশা কে ছিলেন?

উঃ জহিরুদ্দিন মহম্মদ বাবর।


২। কত খ্রিস্টাব্দে তৈমুরiলং উত্তরiভারত আক্রমণ করেন?

উঃ ১৩৯৮ খ্রিস্টাব্দে।


৩। বাবর কোন বংশীয় সন্তান ছিলেন?

উঃ তৈমুরীয় বংশের।


৪। বাবর কত বছের বয়সে শাসনভার গ্রহণ করেন?

উঃ মাত্র ১২ বছর বয়সে।(ফরগনা প্রদেশ)।


৫। কত খ্রিস্টাব্দে বাবর ফরগনা প্রদেশের শাসনভার গ্রহণ করেন?

উঃ ১৪৯৪ খ্রিস্টাব্দে।


৬। সফাবি কী?

উঃ ইরানের একটি রাজবংশ।


৭। উজবেক কারা?

উঃ মধ্য এশিয়ার একটি তুর্কিভাষী জাতি।

৮। মুঘলরা বাদশাহ শব্দটি কেন ব্যবহার করতেন?

উঃ মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে পাদশাহ বা বাদশাহ শব্দটি ব্যবহার করেন।


৯। জাহাঙ্গীরের প্রকৃত নাম কী ছিল?

উঃ সেলিম।


১০। বাদশাহ বা পাদশাহ কোন শব্দ?

উঃ ফারসি শব্দ।


১১। পাদশাহ শব্দের অর্থ কী?

উঃ পাদ শব্দের অর্থ প্রভু এবং শাহ শব্দের অর্থ হল শাসক বা রাজা।


১২। কত খ্রিস্টাব্দে বাবর পাদশাহ উপাধিটি গ্রহণ করেন?

উঃ ১৫০৭ খ্রিস্টাব্দে। (কাবুল)


১৩। সার্বভৌম শাসক বলতে কী বোঝ?

উঃ সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্ব ভূমির উপর যার আধিপত্য। অর্থাৎ যাঁর আধিপত্য একটি বিরাট অঞ্চলের উপর থাকে এবং যিনি সেখানে নিজের ক্ষমতায় শাসন করেন, তাকে সার্বভৌম শাসক বলে।


১৫। কত খ্রিস্টাব্দে পাণিপথের প্রথম যুদ্ধ হয়েছিল?

উঃ ১৫২৬ খ্রিস্টাব্দে ২১ শে এপ্রিল।


১৬। পাণিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

উঃ মুঘল সম্রাট বাবরের সঙ্গে ইব্রাহিম লোদীর ।


১৭। কত খ্রিস্টাব্দে খানুয়ারের যুদ্ধ হয়েছিল?

উঃ ১৫২৭ খ্রিস্টাব্দে। (বাবরi ও রানাiসংগ্রাম সিংহের মধ্যে)

১৮। কত খ্রিস্টাব্দে ঘর্ঘার যুদ্ধ হয়?

উঃ ১৫২৯ খ্রিস্টাব্দে।


১৯। ঘর্ঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

উঃ মোঘল ও আফগানদের মধ্যে।


২০। বাবরের ছেলের নাম কী ছিল?

উঃ হুমায়ন।


২১। কত খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ হয়েছিল?

উঃ ১৫৩৯ খ্রিস্টব্দে। (বিহারে)


২২। কাদের মধ্যে চৌসারের যুদ্ধ হয়েছিল?

উঃ মুঘল সম্রাট হুমায়ন এবং শের খানের সঙ্গে।


২৩। কত খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধ হয়?

উঃ ১৫৪০ খ্রিস্টাব্দে (কনৌজ)।


২৪। কোন দুটি যুদ্ধে হুমায়ন শের খানের কাছে পর পর পরাজিত হয়?

উঃ ১৫৩৯ খ্রিস্টাব্দের চৌসার যুদ্ধে এবং ১৫৪০ খ্রিস্টাব্দের বিলগ্রামের যুদ্ধে।


২৫। সম্রাট হুমায়ন কীভাবে মারা যান?

উঃ দিল্লির পুরানো কেল্লার পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান।


২৬। কে ‘শাহ’ উপাধি গ্রহণ করেন?

উঃ শের খান।


২৭। পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থার প্রচলন করেন কে?

উঃ শের খান।


২৮। ‘দাগ’ ও ‘হুলিয়া’ ব্যবস্থা চালু করেন কে ?

উঃ শের খান।


৩০। পাট্টা কী?

উঃ পাট্টা হল সম্রাট দ্বারা স্বীকৃত কৃষকের জমি ভোগ দখলের অধিকার পত্র, যাতে কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি উল্লেখ করা থাকত।


৩১। কবুলিয়ত কী?

উঃ পাট্টায় উল্লেখিত শর্তগুলি মেনে নিয়ে কৃষকরা সম্রাটের কাছে যে সম্মতিপত্র প্রদান করতেন তাই-ই হল কবুলিয়ত।


৩২। সড়ক-ই আজম কী?

উঃ বাংলার সোনারগাঁ থেকে উত্তর-পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক শের খান সংস্কার করান। এই রাস্তাটির নাম দেওয়া হয় সড়ক-ই আজম।


৩৩। সড়ক-ই আজম এর বর্তমান নাম কী?

উঃ গ্রাণ্ড ট্রাঙ্ক রোড।


৩৪। আকবর কত বছর বয়সে সম্রাট হন?

উঃ মাত্র ১৩ বছর বয়সে।


৩৫। কত খ্রিস্টাব্দে পাণিপথের দ্বিতীয় যুদ্ধ হয়?

উঃ ১৫৫৬ খ্রিস্টাব্দে।


৩৬। কত খ্রিস্টাব্দে আকবর চিতোর জয় করেন?

উঃ ১৫৭৬ খ্রিস্টাব্দে।


৩৭। কত খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হয়?

উঃ ১৫৭৬ খ্রিস্টাব্দে।


৩৮। কাদের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়?

উঃ মোঘল সম্রাট আকবরের সঙ্গে রাণা প্রতাপের ।


৩৯। নবরত্ন কাদের বলা হয়?

উঃ আকবরের দরবারে বহু বিশিষ্ট মানুষদের মধ্যে ন-জনকে একত্রে বলা হত নবরত্ন।


৪০। বীরবলের পিতার নাম কী ছিল?

উঃ মহেশ দাস।


৪১। বীরবলকে ‘রাজা’ উপাধি প্রদান করেন কে?

উঃ সম্রাট আকবর।


৪২। আকবরের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উঃ বীরবল।


৪৩। ওয়াজির-ই আজম কথার অর্থ কী?

উঃ প্রধানমন্ত্রী।


৪৪। আবুল ফজল কে ছিলেন?

উঃ আকবরের আমলের এক বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল।


৪৫। আকবরনামা কে রচনা করেন?

উঃ ঐতিহাসিক আবুল ফজল।


৪৬। আকবরের আমলের দু’জন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখ?

উঃ আবুল ফজল এবং আবদুল কাদির বদাউনি।


৪৭। ঐতিহাসিক আবদুল কাদির বদাউনি লিখিত বইটির নাম লেখ?

উঃ মুন্তাখাব-উৎ তওয়ারিখ।


৪৮। কত খ্রিস্টাব্দে আকবর মারা যান?

উঃ ১৬০৫ খ্রিস্টাব্দে।


৪৯। আকবরের ছেলের নাম কী ছিল?

উঃ জাহাঙ্গির ।


৫০। ‘বারোভুঁইয়া’ কাদের বলা হত?

উঃ সম্রাট জাহাঙ্গিরের শাসনকালে বাংলায় গড়ে ওঠা সৈনিক-ভূস্বামীদের জোটকে বারোভুঁইয়া বলা হত।


৫১। সম্রাট শাহজাহানের প্রকৃত নাম কী?

উঃ শাহজাদা খুররম।


৫২। শাহজাহান কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?

উঃ ১৬২৭-২৮  খ্রিস্টাব্দে।


৫৩। শাহজাহানের মৃত্যুর পর কে সম্রাট হন?

উঃ ১৬৫৮ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব।


৫৪। ওয়াতন কথাটির অর্থ কী?

উঃ নিজের ভিটে বা এলাকা, স্বদেশ।


৫৫। ‘ওয়াড়’ কোন শব্দ?

উঃ রাজস্থানী শব্দ।


৫৬। ‘ওয়াড়’ শব্দের অর্থ কী?

উঃ একটি বিশেষ অঞ্চল।


৫৭। কোন শব্দ থেকে ‘মারওয়াড়’ শব্দটি এসেছে?

উঃ রাজস্থানী শব্দ ‘মরুওয়াড়’ থেকে যার অর্থ মরু অঞ্চল।


৫৮। দাক্ষিণাত্যের স্বাধীন রাজা কে ছিলেন?

উঃ মারাঠা নেতা শিবাজী।


৫৯। ‘দীন-ই-ইলাহী’ কী?

উঃ  ১৫৮২ খ্রিষ্টাব্দে সম্রাট আকবর ‘সুলহ-ই-কুল’ বা পরধর্মসহিষ্ণুতার আদর্শের ভিত্তেতে একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তলেন যা দীন-ই-ইলাহী নামে পরিচিত।


৬০। সুবা কী?

উঃ সুবা কথার অর্থ হল প্রদেশ। সম্রাট আকবর তার সাম্রাজ্যকে কতকগুলি প্রদেশে ভাগ করেছিলেন। এই প্রদেশগুলিকে সুবা বলা হত।


৬১। শাসনকার্যের সুবিধার জন্য সম্রাট আকবর তার সাম্রাজ্য কে কী কী ভাগে বিভক্ত করেন?

উঃ সম্রাট আকবর তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশ বা সুবা’য় বিভক্ত করেন। সুবা গুলিকে কতকগুলি সরকারে এবং সরকার গুলিকে আবার পরগনাতে ভাগ করেন।

৬২। মনসবদারি ব্যবস্থা কে প্রবর্তন করেন?

উঃ সম্রাট আকবর।


৬৩। মনসব কথাটির অর্থ কী?

উঃ পদমর্যাদা।


৬৪। আকবর কোন দেশের অনুকরনে মনসবদারি প্রথা চালু করেন?

উঃ মধ্য এশিয়ার মুসলিম দেশগুলির অনুকরণে।


৬৫। মনসবদারি ব্যবস্থা কী?

উঃ আকবরের রাজত্বকালে প্রতিটি মনসবদার যে প্রথা মেনে নির্দিষ্ট সংখ্যাক সেনা ও ঘোড়া মোতায়েন রাখতেন এবং পদমর্যাদা অনুযায়ী বেতন পেতেন সেই প্রথাকে বলা হয় মনসবদারি ব্যবস্থা।


৬৬। আমির কাদের বলা হত?

উঃ উচ্চপদস্থ মনসবদারদের আমির বলা হত।


৬৭। জায়গিরদারী ব্যবস্থা কী?

উঃ মনসবদারদের দু-রকমভাবে বেতন দেওয়া হত – নগদে অথবা রাজস্ব বরাত দিয়ে। রাজস্বের এই বরাতকে বলা হতো জায়গির। জায়গির যিনি পেতেন তিনি হতেন জায়গিরদার। এই ব্যবস্থা কে বলা হত জায়গিরদারী ব্যবস্থা।


৬৮। ‘জাবত’ কথার মানে কী?

উঃ জাবত কথার মানে নির্থারণ।


৬৯। ‘জাবতি’ কী?

উঃ জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হত ‘জাবতি’।


৭০। দহশালা বা দশশালা বন্দোবস্ত চালু করেন কে ?

উঃ সম্রাট আকবর ১৫৮০ খ্রিস্টাব্দে।


৭১। দহ শব্দের অর্থ কী?

উঃ দহ শব্দের অর্থ দশ।


৭২। আকবরের রাজস্বমন্ত্রী কে ছিলেন?

উঃ রাজা টোডরমল।


৭৩। আকবরের শেষ রাজ্যজয় কোনটি?

উঃ আসিরগড়।


৭৪। আকবরের দরবারের নবরত্নের মধ্যে দুজনের নাম লেখ?

উঃ ঐতিহাসিক আবুল ফজল এবং সঙ্গীতজ্ঞ তানসেন।


৭৫। মোগলদের আদি বাসস্থান কোথায় ছিল?

উঃ মধ্য এশিয়ার মঙ্গোলিয়া অঞ্চল।


No comments:

Post a Comment