WBBSE Class 7 History Chapter 1 and Chapter 2 Atit o Aityaja Questions and Answers Bengali
এই Article এ আমি তোমাদের সঙ্গে West Bengal Board of Secondary Education (WBBSE) এর History Class 7 Chapter 1 or Chapter2 কিছু Questions এবং Answers শেয়ার করলাম। Chapter 2 (ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক) থেকে কিছু উল্লেখযোগ্য প্রশ্ন ও তার উত্তর (WBBSE Class 7 History Chapter 1 and Chapter 2 Atit o Aityaja Questions and Answers Bengali) জানব।
ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা
২য় অধ্যায় - ইতিহাসের ধারণা
উঃ - মাস, সাল, শতাব্দি ও সহস্রাব্দ।
২) ইতিহাসের উপাদান গুলি কি কি?
উঃ - লেখ, মুদ্রা, স্থাপত্য ও ভাস্কর্য, লিখিত উপাদান।
উঃ- প্রাচীনকালে পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের কথা জানা যায়। সেগুলিকে বলা হয় লেখ।
৪) তাম্রলেখ বলতে কী বুঝো?
উঃ- প্রাচীনকালে তামার পাতে লেখা হলে তাকে তাম্রলেখ বলা হত।
৫) "ইন্ডিয়া"কথাটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ- গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।
৬) "হিন্দুস্তান"শব্দটি প্রথম কোন গ্রন্থে ব্যবহৃত হয়?
উঃ-" হুদুদ অল আলম" গ্রন্থে।
৭) কারা প্রথম ভারতে আলুর চাষ শুরু করে?
উঃ- পর্তুগিজরা।
উঃ- ঋকবেদের ঐতরেয় আরণ্যক এ ।
৯) অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন?
উঃ- কৌটিল্য।
উঃ- কালিদাস রচিত রঘুবংশম্ কাব্যে।
উঃ- আবুল ফজল।
১৩) আইন ই আকবরী গ্রন্থটি রচনা করেন কে?
উঃ- ঐতিহাসিক আবুল ফজল।
১৪) সুবা কথার অর্থ কি?
উঃ- প্রদেশ বা রাজ্য।
১৫) কোন তিনটি নদীর দ্বারা প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল?
উঃ- ভাগীরথী পদ্মা ও মেঘনা নদী দ্বারা।
উঃ- প্রাচীন বাংলার প্রধান অঞ্চল গুলি ছিল পুন্ড্রবর্ধন,বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুহ্ণ, গৌড়,সমতট ও হরিকেল।
উঃ- পুন্ড্রবর্ধন।
১৮) প্রাচীন বাংলার অন্তর্গত পুন্ড্রবর্ধন অঞ্চলটি কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল?
উঃ- পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিনাজপুর বগুড়া রাজশাহী এবং পাবনা পর্যন্ত বিস্তৃত ছিল।
১৯) প্রাচীন বাংলার কোন ভূখন্ড বরেন্দ্র নামে পরিচিত ছিল?
উঃ- ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যে এলাকার বরেন্দ্র নামে পরিচিত ছিল।
২০) প্রাচীন বাংলার কোন অঞ্চলকে বঙ্গ বলা হত?
উঃ- প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে ব-দ্বীপ এলাকাকে বলা হত বঙ্গ।
২১) বর্তমানের কোন অঞ্চল গুলি প্রাচীন বঙ্গের অন্তর্গত?
উঃ- খ্রিস্টীয় একাদশ দ্বাদশ শতকে বঙ্গ বলতে বর্তমানে বাংলাদেশের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর ও বরিশাল অঞ্চলকে বোঝানো হতো।
২২) প্রাচীন রাঢ় অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি?
উঃ- দুইটি ভাগে ভাগ করা। যথা উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়।
২৩) উত্তর এবং দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা কি ছিল?
উঃ- অজয় নদ।
উঃ- বর্তমান মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ বীরভূম জেলা সাঁওতাল পরগনার একাংশ এবং বর্ধমান জেলা কাটোয়া মহকুমার উত্তরভাগ ছিল উত্তর রাঢ় অঞ্চল এর অন্তর্গত।
২৫) বর্তমান কোন অঞ্চল গুলি দক্ষিণ রাঢ় অঞ্চলের অন্তর্গত ছিল?
উঃ- বর্তমান হাওড়া হুগলি এবং বর্ধমান জেলার বাকি অংশ এবং অজয় ও দামোদর নদীর মধ্যবর্তী ছিল দক্ষিণ রাঢ় অঞ্চলের অন্তর্গত।
উঃ- কর্ণসুবর্ণ।
উঃ- সমতটের দক্ষিণ-পূর্বদিকে আজকের বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে হরিকেল নামে পরিচিত ছিল।
২৭) প্রাচীন গৌড়ের স্বাধীন রাজা কে ছিলেন?
উঃ- শশাঙ্ক।
২৮) কর্ণসুবর্ণ এর প্রাচীন নাম কি ছিল?
উঃ- চিরুটি।
২৯) গৌড়বহ কাব্য কে রচনা করেন কে?
উঃ- বাকপতিরাজ।
৩০) বাকপতিরাজ কে ছিলেন?
উঃ- কনৌজের শাসক- যশোবর্মনের রাজকবি ছিলেন বাকপতিরাজ।
৩১) গৌড়বহ কাব্য টি কোন ভাষায় রচিত হয়?
উঃ- প্রাকৃত ভাষার।
উঃ- হর্ষবর্ধন কে।
৩৩) শশাঙ্ক কার উপাসক ছিলেন?
উঃ- শৈব বা শিবের উপাসক ছিলেন।
৩৪) কাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হত?
উঃ- শশাঙ্ক কে
৩৫) হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন?
উঃ- বানভট্ট।
৩৬) হর্ষচরিত কার লেখা?
উঃ- বানভট্টের লেখা।
৩৭) গৌড়তন্ত্র কি?
উঃ- শশাঙ্কের শাসনকালে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হত গৌড়তন্ত্র।
৩৮) মহেন্দ্র পাল কে ছিলেন?
উঃ- রাজা দেবপালের বড় ছেলে ছিলেন মহেন্দ্র পাল।
৩৯) পাল রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল?
উঃ- বাংলার বরেন্দ্র অঞ্চল।
৪০) পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ- গোপাল।
৪১) দেবপাল কে ছিলেন?
উঃ- ধর্মপালের পুত্র ছিলেন দেবপাল।
৪৩) কত শতকে বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল?
উঃ- পালশাসনে একাদশ শতকের দ্বিতীয় ভাগে।
৪৪) কৈবর্তরা পেশায় কি ছিল?
উঃ- নৌকার মাঝি বা জেলে।
৪৫) রামচরিত কার লেখা?
উঃ- সন্ধ্যাকর নন্দীর।
উঃ- কৈবর্ত বিদ্রোহের।
৪৭) কৈবর্ত বিদ্রোহের তিন জন নেতার নাম লেখ?
উঃ- দিব্য, রুদোক, এবং ভীম।
৪৮) দিব্য কে ছিলেন?
উঃ- দিব্য ছিলেন পাল রাষ্ট্রের একজন কর্মচারী।
৪৯) সেন রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল?
উঃ- দক্ষিণ ভারতের কর্ণাট অঞ্চলে ।
উঃ- বিজয় সেন।
৫১) রাজা গোবিন্দপাল কে পরাজিত করে?
উঃ- বল্লাল সেন।
৫২) লক্ষণ সেন কে ছিলেন?
উঃ- বল্লাল সেনের পুত্র।
৫৩) লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?
উঃ- বিক্রমপুর।
৫৪) ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল?
উঃ- কনৌজের আধিপত্য নিয়ে অষ্টম শতাব্দী একে পাল গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে যে লড়াই হয়েছিল তা ত্রিশক্তি সংগ্রাম নামে পরিচিত।
৫৫) চোল সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন?
উঃ- রাজা বিজয়ালয়।
৫৬) চোল রাজাদের রাজধানী কোথায় ছিল?
উঃ- থাঞ্জাভুর বা তাঞ্জোর।
৫৭) গঙ্গাইকোন্ডচোল উপাধি গ্রহণ করেন কে?
উঃ- প্রথম রাজেন্দ্র।
৫৮) বেদুইন কাদের বলা হত?
উঃ- মক্কা ও মদীনার যাযাবর মানুষদের বলা হতো বেদুইন।
৫৯) হযরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উঃ- ৫৭০ খ্রিস্টাব্দে।
৬০) মুসলমান কারা?
উঃ- ইসলাম ধর্মের অনুরাগীরা মুসলমান নামে পরিচিত।
৬১) হিজরত কি?
উঃ- ৬২২ খ্রিস্টাব্দে মহম্মদ এবং তার অনুগামীরা মক্কা থেকে মদিনা শহরে চলে আসেন মক্কা থেকে মদীনায় চলে যাওয়া কে আরবি ভাষায় হিজরত বলা হয়।
৬২) কত খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ মারা যায়?
উঃ- ৬৩২ খ্রিস্টাব্দে।
৬৩) ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি?
উঃ- কোরআন।
৬৪) খলিফা শব্দের অর্থ কি?
উঃ- খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী।
৬৫) খলিফা কোন শব্দ?
উঃ- আরবি শব্দ।
৬৬) খলিফা কি?
উঃ- মোহাম্মদের মৃত্যুর পর ইসলাম জগতের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে প্রশ্ন ওঠে।তখন মোহাম্মদের প্রধান চার সঙ্গীরা একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হন। এদের বলা হয় খলিফা বা প্রতিনিধি।
৬৭) ইসলাম ধর্মের প্রথম খলিফার নাম কি?
উঃ- আবু বকর।
৬৮) দারুল ইসলাম কি?
উঃ- যেসব অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়েছিল সেই অঞ্চলগুলিকে বলা হতো দারুল ইসলাম।
৬৯) খিলাফত কি?
উঃ- খলিফার শাসনকৃত অঞ্চলের নাম হল খিলাফত।
৭০) কত খ্রিস্টাব্দে আরবি মুসলিমরা সিন্ধু প্রদেশে অভিযান করে?
উঃ- ৭১২ খ্রিস্টাব্দে।
৭১) কার নেতৃত্বে মুসলমানসিন্ধু প্রদেশ অভিযান করে?
উঃ- মোহাম্মদ বিন কাসেম এর নেতৃত্বে।
৭২) মাহমুদ কতবার উত্তর ভারত আক্রমণ করেন?
উঃ- প্রায় ১৭ বার।
৭৩) কাবা কি?
উঃ- মক্কায় মসজিদ-ই- ফরম নামে একটি মসজিদ রয়েছে ওই মসজিদের মাঝখানে একটি পবিত্র ভবন রয়েছে যা কাবা নামে পরিচিত।
৭৪) হাজারউল আসওয়াদ কি?
উঃ- কাবা ভবনের এক কোনে কালো রংয়ের একটি ছোট্ট পাথর আছে যাকে হাজার উল আসওয়াদ বলা হয়।
উঃ- অলবিরুনি।
৭৬) শাহনামা কাব্যটি কে লিখেন?
উঃ- ফেরদৌসী।
৭৭) কত খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল?
উঃ- ১১৯২ খ্রিস্টাব্দে।
৭৮) তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ- মহম্মদ ঘোরী ও রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান এর সঙ্গে।
৭৯) কত খ্রিস্টাব্দে মহম্মদ ঘোরী মারা যান?
উঃ- ১২০৬ খ্রিস্টাব্দে।
৮০) দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে
উঃ- কুতুবউদ্দিন আইবক।
৮১) বাংলায় তুর্কি শাসন কে শুরু করেন?
উঃ- ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজী।
৮২) তবকাত-ই-নাসিরী গ্রন্থটি কে লিখেন?
উঃ- ঐতিহাসিক মিনহাজ-ই সিরাজ।
৮৩) তুর্কি আক্রমণের সময় বাংলার রাজা কে ছিলেন?
উঃ- রাজা লক্ষণ সেন।
৮৪) বাংলায় কত খ্রিস্টাব্দে তুর্কি শাসন প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১২০৪ খ্রিস্টাব্দে।
৮৫) কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারাজান?
উঃ- ১২০৬ খ্রিস্টাব্দে।
Class 7 History Exercises Questions Answers: CLICK HERE
No comments:
Post a Comment