Breaking

Tuesday, February 8, 2022

Class 7 history chapter 4 questions and answers

Class 7 history chapter 4 questions and answers

Here I share Class 7 history chapter 4 questions and answers. Class 7 history chapter 4 notes. History chapter 4 class 7 questions. Class 7 chapter 4 history questions and answers. Class 7 history chapter 4 solution. Class 7 history chapter 4 extra questions. Class 7 history chapter 4 questions and answers wb board.


চতুর্থ অধ্যায়


দিল্লির সুলতানি

১। মহম্মদ ঘোরী কত খ্রিস্টাব্দে মারা যান?

উঃ ১২০৬ খ্রিস্টাব্দে।


২। মহম্মদ ঘোরীর চার অনুচরের নাম লেখ?

উঃ ১) তাজউদ্দিন ইয়ালদুজ, ২) নাসিরউদ্দিন কুবাচা, ৩) বখতিয়ার খলজি এবং কুতুবউদ্দিন আইবক


৩। মহম্মদ ঘোরীর মৃত্যুর পর গজনি শাসনের অধিকার কে গ্রহণ করেন?

উঃ তাজউদ্দিন ইয়ালদুজ।


৪। মহম্মদ ঘোরীর মৃত্যুর পর মুলতান ও উছ এর শাসনভার গ্রহণ করেন কে ?

উঃ নাসিরউদ্দিন কুবাচা।


৫। মহম্মদ ঘোরীর মৃত্যুর পর বাংলাদেশের শাসক কে ছিলেন?

উঃ বখতিয়ার খলজি।


৬। মহম্মদ ঘোরীর মৃত্যর পর লাহোর ও দিল্লীর শাসক হন কে ?

উঃ কুতুবউদ্দিন আইবক।


৭। দিল্লিতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন কে ?

উঃ কুতুবউদ্দিন আইবক।


৮। ‘সুলতান’ কী?

উঃ তুর্কি শাসকদের উপাধি ছিল সুলতান।


৯। সুলতান কথার অর্থ কী ?

উঃ কর্তৃত্ব বা ক্ষমতা।


১০। সুলতানৎ কী ?

উঃ যে ভূ-খন্ড বা অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলত, তাকে বলা হত সুলতানৎ বা সুলতানি।


১১। ‘রাজা’ কথাটি কোন শব্দ?

উঃ রাজা একটি সংস্কৃত শব্দ।


১২। কুতুবউদ্দিন আইবককে সুলতান বলা হয় কেন?

উঃ রাজা , সম্রাট, সুলতান এইসব শব্দগুলি শাসকের উপাধি। রাজা হলেন রাজ্যের শাসক। রাজা কথাটি এসেছে সংস্কৃত শব্দ থেকে। তাই ভারতবর্ষে অ-মুসলমান শাসকদের রাজা সবলা হত। কিন্তু সুলতানরা ছিলেন তুর্কি। সেইজন্যই রাজা আ সম্রাট উপাধি না নিয়ে সুলতান উপাধি গ্রহণ করেন। তাই কুতুবউদ্দিন আইবককে সুলতান বলা হয়।


১৩। খুতবা কথার অর্থ কী?

উঃ খুতবা কথার আসল অর্থ হল ভাষণ।


১৪। কুতুবউদ্দিন আইবকের পর দিল্লির সুলতান নিযুক্ত হন কে?

উঃ তার জামাতা ইলতুৎমিশ।


১৫। ইলতুৎমিশ কত খ্রিস্টাব্দে খলিফার অনুমদন পায়?

উঃ ১২২৯ খ্রিস্টাব্দে।


১৬। আমির কাদের বলা হত?

উঃ আমির বলতে উঁচু বংশে জন্ম, বড়োলোক ব্যক্তি। তবে দিল্লির সুলতানির ইতিহাসে শাসন কাজে নিযুক্ত, বিশিষ্ট ব্যক্তিদের আমির বলা হত।


১৭। আমির শব্দের বহুবচন রূপ কী?

উঃ ওমরাহ্‌।


১৮। দুরবাশ কী?

উঃ স্বাধীন শাসনের প্রতীক দন্ড হল দুরবাশ।


১৯। খিলাত কী ?

উঃ আনুষ্ঠানিক পোশাক।


২০। সুলতানা কথার অর্থ কী?

উঃ আরবি ভাষায় সুলতানা শব্দের অর্থ হল সুলতানের স্ত্রী।


২১। সুলতানি যুগের একজন ঐতিহাসিকের নাম লেখ?

উঃ মিনহাজ-ই-সিরাজ।


২২। তুর্কান – ই – চিহলগানি কথার অর্থ কী?

উঃ চল্লিশ জন তুর্কি বা চল্লিশটি তুর্কি পরিবার।


২৩। বন্দে-ই-চিহলগানি কথার অর্থ কী?

উঃ চল্লিশ জন বান্দা।


২৪। বান্দা কথার অর্থ কী?

উঃ বান্দা কথার মানে হল সেবক বা অনুগামী।


২৫। কত খ্রিস্টাব্দে সুলতান রাজিয়ার মৃত্যু হয়?

উঃ ১২৪০ খ্রিস্টাব্দে।


২৬। কত খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন দিল্লির সুলতান হন?

উঃ ১২৬৬ খ্রিস্টাব্দে।


২৭। সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন ?

উঃ সুলতান গিয়াসউদ্দিন।


২৮। কত খ্রিস্টাব্দে ইলতুৎমিশ মারা যান?

উঃ ১২৩৬ খ্রিস্টাব্দে।


২৯। কত খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি দিল্লির সিংহাসনে বসেন?

উঃ ১২৯৬ খ্রিস্টাব্দে।


৩০। কে দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান?

উঃ আলাউদ্দিন খলজি।


৩১। মালিক কাফুর কে ছিলেন?

উঃ আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন।


৩২। সিজদা কী?

উঃ সিজদার অর্থ হল সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা।


৩৩। পাইবস কি?

উঃ সুলতানের পদযুগলকে চুম্বন করাকে বলা হত পাইবস।


৩৪। কত খ্রিস্টাব্দে খলজি বিপ্লব ঘটে?

উঃ ১২৯০ খ্রিস্টাব্দে।


৩৫। কোন ঘটনাকে ‘খলজি বিপ্লব’ বলা হয়?

উঃ ১২৯০ খ্রিস্টাব্দে জালাল-উদ্দিন ফিরোজ খলজি বল্বনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে সুলতান হন। এই ঘটনাকে ‘খলজি বিপ্লব’ বলা হয়


৩৭। গিয়াসউদ্দিন তুঘলকের ছেলের নাম কী?

উঃ মহম্মদ বিন তুঘলক।


৩৮। কার শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন?

উঃ মহম্মদ বিন তুঘলকের শাসনকালে।


৩৯। ইবনবতুতা কোন দেশ থেকে ভারতে আসেন?

উঃ আফ্রিকার মরক্কো থেকে। (তাঞ্জিয়ার অধিবাসি)


৪০। অল-রিহলা গ্রন্থটি কে লেখেন?

উঃ ইবনবতুতা।


৪১।মহম্মদ বিন তুঘলকের রাজ্যত্বকালে কোন কোন মাধ্যমে ডাক ব্যবস্থা চলত?

উঃ দুটি মাধ্যমে ডাক ব্যবস্থা চলত। ১) উলাক এবং ২) দাওয়া।


৪২। ‘উলাক’ কী?

উঃ মহম্মদ বিন তুঘলকের সময়ে ডাক যোগাযোগ ব্যবস্থার একটি মাধ্যম হল ‘উলাক’। এই ব্যবস্থায় প্রতি চার মাইল অন্তর ডাকের ঘোড়া রাখা হত।সেই ঘোড়ায় সংবাদবাহক সংবাদ পৌঁছে দিত সর্বত্র। ঘোড়ার ডাকের ব্যবস্থা কে বলা হত ‘উলাক’।


৪৩। ‘দাওয়া’ কী?

উঃ মহম্মদ বিন তুঘলকের সময়ে পায়ে হেঁটে যে ডাকের ব্যবস্থা প্রচলিত ছিল, তাকে বলা হত দাওয়া’।


৪৪। কোন সুলতানকে ‘পাগলা রাজা’ বলা হত?

উঃ মহম্মদ বিন তুঘলকে।


৪৫। মহম্মদ বিন তুঘলক তার রাজধানী কোথায় স্থানান্তরিতiকরেন?

উঃ দেবগিরিতে । (যার নাম দেওয়া হয় দৌলতাবাদ)


৪৬। মহম্মদ বিন তুঘলকের ছেলের নাম কী ছিল?

উঃ ফিরোজ শাহ তুঘলক।


৪৭। ফিরোজ শাহ তুঘলকের কাছে মোট কতগুলি দাস ছিল?

উঃ ১, ৮০,০০০


৪৮। কত খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল?

উঃ ১৫২৬ খ্রিস্টাব্দে।


৪৯।কাদের সঙ্গে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল?

উঃ বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির।


৫০। কোন যুদ্ধের পর দিল্লিতে মোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?

উঃ পানিপথের প্রথম যুদ্ধের পর।


৫১। কত খ্রিস্টাব্দে ভারতের উত্তর – পশ্চিমে মোঙ্গল আক্রমণ ঘটে?

উঃ ১২২১ খ্রিষ্টাব্দে।


৫২। ইলম কোন শব্দ?

উঃ ইলম একটি আরবী শব্দ।


৫৩। ‘ইলম’ শব্দের অর্থ কী?

উঃ ‘ ইলম ‘ কথার অর্থ হল জ্ঞান।


৫৪। “আলিম” কথার অর্থ কী?

উঃ আলিম শব্দের অর্থ জ্ঞানী ।


৫৫। আলিম ও উলেমা কাদের বলা হয়?

উঃ বিশেষভাবে যারা ইসলামি শাস্ত্রে পণ্ডিত তাদের বলে আলিম আর একের বেশী আলিমকে বলা হয় উলেমা।


৫৬। ইকতা কী?

উঃ দিল্লির সুলতানরা তাদের ক্রমবর্ধমান রাজ্যকে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থার সুবিধার্তে রাজ্যগুলিকে এক একটি প্রদেশে বিভক্ত করে দেন। এই প্রদেশগুলিকেই বলা হত ইকতা।


৫৭। ইকতাদার কাকে বলা হত?

উঃ ইকতার দায়িত্বে থাকতেন যে সামরিক নেতা তাকে বলা হত ইকতাদার বা মুকতি বা ওয়ালি।


৫৮। তিমার কী?

উঃ অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে একই ধরনের অন্য একটি ব্যবস্থার কথা জানা যায়, তাকে বলা হত তিমার।


৫৯। কে প্রথম কোথায় ‘জিজিয়া কর’ চালু করেন ?

উঃ মহম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেন।


৬০। তুরুষ্কদণ্ড কী?

উঃ সুলতানি যুগে কোনো কোনো হিন্দু রাজারাও কর আদায় করতেন। তারা এই কর তাদের মুসলমান প্রজা ও তুর্কিদের উপর চাপাতেন। এই করকে বলা হত তুরুষ্কদণ্ড।


৬১। ফিরোজ শাহ তুঘলকের আমলে প্রজাদের কাছ থেকে ক’ধরনের কর আদায় করা হত ও কি কি?

উঃ চার ধরণের। (ক) খরাজ, (খ) খামস , (গ) জিজিয়া এবং (ঘ) জাকাত।


৬২। ‘খরাজ কর’ কী?

উঃ কৃষিজমির উপর আরোপিত কর হল ‘খরাজ কর’।


৬৩। ‘খামস’ কী?

উঃ যুদ্ধের সময়ে লুট করা ধন সম্পদের একটি অংশ কর হিসাবে প্রদান করাকে ‘খামস’ বলা হত।


৬৪। ‘জিজিয়া’ কী?

উঃ সুলতানি যুগে অমুসলমান্দের উপর আরোপিত কর হল ‘জিজিয়া’।


৬৫। জাকাত কী?

উঃ সুলতানি যুগে মুসলমানদের উপর আরোপিত কর হ্ল ‘জাকাত’।


৬৬। রেশম ব্যবস্থার প্রচলন করেন কে?

উঃ আলাউদ্দিন খলজি।


৬৭। কত খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার (লখনৌতি) সিংহাসনে বসেন?

উঃ ১৩৪২ খ্রিস্টাব্দ।


৬৮। শামসউদ্দিন ইলিয়াস শাহ এর রাজধানী কোথায় ছিল?

উঃ পাণ্ডুয়ায়।


৬৯। বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম লেখ?

উঃ সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ।


৭০। সুলতান জালালউদ্দিন মহম্মদ শাহ জন্মসূত্রে কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন?

উঃ হিন্দু ।


৭১। হাবশি কাদের বলা হত?

উঃ আফ্রিকার আনিসিয়ার অধিবাসিদের বলা হত ‘হাবশি’।


৭২। কত খ্রিস্টাব্দে বাংলার স্বাধীন সুলতানী শাসনের অবসান ঘটে?

উঃ ১৫৩৮ খ্রিস্টাব্দে । শের খানের আক্রমনে।


৭৩। চৈতন্য ভাগবত গ্রন্থটি কার লেখা?

উঃ বৃন্দাবন দাস’এর।


৭৪। কোন নদীর তীরে ‘বিজয়নগর’ রাজ্যেটি গড়ে ওঠে?

উঃ ১৩৩৬ খ্রিষ্টাব্দে।


৭৫। সঙ্গম রাজবংশ কে প্রতিষ্টা করেন?

উঃ প্রথম হরিহর ও বুক্ক।


৭৬। ‘সঙ্গম’ বাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উঃ রাজা দ্বিতীয় দেবরায়।


৭৭। সালুভ বংশের প্রতিষ্ঠা করেন কে?

উঃ নরসিংহ।


৭৮। ‘আমুক্তমাল্যদ’ গ্রন্থটি কে লিখেন?

উঃ কৃষ্ণদেব রায়।


৭৯। ‘আমুক্তমাল্যদ’ গ্রন্থটি কোন ভাষায় রচিত?

উঃ তেলেগু ভাষায়।


৮০। দাক্ষিণাত্যে বাহমিন রাজ্য প্রতিষ্ঠা করেন কে?

উঃ ১৩৪৭ খ্রিস্টাব্দে হাসান গঙ্গু, আলাউদ্দিন হাসান বাহমন নাম নিয়ে ‘বাহমিন’ রাজ্য প্রতিষ্ঠা করেন


৮১। কত খ্রিষ্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়?

উঃ ১৫৬৫ খ্রিস্টাব্দে।


No comments:

Post a Comment