Header Ads Widget

Breaking

Thursday, September 22, 2022

Class 7 History Chapter 7 - সপ্তম অধ্যায়ের প্রশ্নোত্তর

Class 7 History Chapter 7-সপ্তম অধ্যায়ের প্রশ্নোত্তর

Class 7 History Chapter 7 - সপ্তম অধ্যায়ের প্রশ্নোত্তর
সপ্তম অধ্যায়ের প্রশ্নোত্তর

wbelearning,
History Chapter 7 is a very important chapter for Class 7th students. In this article, I share so many Questions with answers to this chapter.

১। প্রাচীনকালে কারা দেশ শাষন করতেন?

উঃ সুলতান, বাদশাহ, রাজা-উজিররা দেশ শাষন করতেন।


২। প্রাচীনকালে নদীর পাড়ে শিল্পগুলি কেন গড়ে উঠত?

উঃ কাঁচামাল আমদানি ও তৈরীকৃত পণ্য রপ্তানির সুবিধার জন্য।

৩। গাঙ্গেয় সমভূমিতে উৎপন্ন ফসলের মধ্যে কীসের চাহিদা বেশি ছিল?

উঃ আমের চাহিদা বেশি ছিল।


৪। প্রাচীনকালে দিন-রাতের সময় বোঝার জন্য দিন-রাতকে কীসে ভাগ করা হয়?

উঃ আটটি প্রহরে ভাগ করা হত।


৫। প্রাচীনকালের এক একটি প্রহার আজকের (বর্তমানে) হিসাবে কত ঘন্টা?

উঃ প্রায় তিন ঘন্টা।


৬। প্রাচীনকালে 'আট প্রহর' কে কয়টি ঘটিকায় ভাগ করা হত?

উঃ ষাটটি ঘটিকায়।


৭। এক ঘটিকা = কত মিনিট?

উঃ ২৪ মিনিট।


৮। প্রাচীনকালে ষাট ঘটিকাকে কয়টি 'পল' এ ভাগ করা হত?

উঃ ষাটটি পল'এ।


৯। ভক্তিবাদের মুলে কী ছিল?

উঃ ভক্তিবাদের মুলে ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি।


১০। ভক্তিবাদের বৈশিষ্ট্য দুটি কী ছিল?

উঃ ক) ভগবানের কাছে পুরোপুরি আত্মসমর্পন করা। এবং (খ) ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকেই প্রাধান্য দেওয়া।


১১। গুরুনানক কে ছিলেন?

উঃ শিক ধর্মের ধর্মগুরু ছিলেন গুরুনানক।


১২। শিকদের ধর্মগ্রন্থের নাম কী?

উঃ গ্রন্থসাহেব।


১৩। গ্রন্থসাহেব গ্রন্থটি কোল লিপিতে লেখা হয়েছে?

উঃ গুরুমুখি লিপিতে। 


১৪। দোহা কী?

উঃ কবিরে গান এবং কবিতাগুলিকে দোহা বলা হয়।


১৫। ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ মইনউদ্দিন চিশতি।

১৬। সুহরাবর্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ বদরউদ্দিন জাকারিয়া


১৭। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা কে ?

উঃ শ্রী চৈতন্য দেব।


১৮। শ্রী চৈতন্যদেব কোথায় জন্মে ছিলেন?

উঃ নদীয়া জেলার নবদ্বীপে ।


১৯। চৈতন্য চরিতামৃত বইটি কে লিখেন?

উঃ কৃষ্ণদাস কবিরাজ।


২০। শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহন করেন?

উঃ ১৪৮৫ খ্রিস্টাব্দে।


২১। শ্রীচৈতন্যদেব কত খ্রিস্টাব্দে মারা যান?

উঃ ১৫৩৩ খ্রিস্টাব্দে।


২৩। উত্তর-পূর্ব ভারতের অসমে ভক্তিবাদের প্রসার ঘটান কে?

উঃ শ্রীমন্ত শঙ্করদেব।


২৪। সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মমতের নাম কী?

উঃ দীন-ই-ইলাহি।


২৫। টমাস রো কার রাজসভায় ভারতে আসেন?

উঃ মুঘল সম্রাট জাহাঙ্গিরের রাজসভায়।


২৬। বুলন্দ দরওয়াজা সৌধটি কে নির্মান করেন?

উঃ সম্রাট আকবর।


২৭। ফতেহ কথার অর্থ কী?

উঃ জয়।


২৮। সম্রাট জাহাঙ্গিরের 'আত্মজীবনী'র নাম কী?

উঃ তুজুক-ই-জাহাঙ্গিরী।


২৯। মুঘল স্থাপত্য শিল্পের শ্রেষ্ট নিদর্শন কী?

উঃ তাজমহল।


৩০। তাজমহল কে নির্মাণ করেন?

উঃ সম্রাট শাহজাহান।


৩১। গোল গম্বুজ দূর্গটি কে নির্মাণ করেন?

উঃ মহম্মদ আদিল শাহ।


৩২। প্রাচীন বাংলার রাজধানী কোথায় ছিল?

উঃ গৌড়।


৩৩। মালদহের 'আদিনা মসজিদ' কে নির্মাণ করেন?

উঃ সিকান্দার শাহ।


৩৪। মালদহের কোথায় 'আদিনা মসজিদ' নির্মিত হয়?

উঃ পান্ডুয়ায়।


৩৫। একলাখি সমাধিটি কোন সুলতানের সমাধি?

উঃ সুলতান জালালুদ্দিন মহম্মদ শাহ এর। (পান্ডুয়ায়)


৩৬। 'ফিরোজ মিনার কবে নির্মিত হয়?

উঃ ১৪৮৮ খ্রিস্টাব্দে।


৩৭। ফিরোজ মিনারের উচ্চতা কত?

উঃ ২৬ মিটার।


৩৮। কত খ্রিস্টাব্দে 'বড়ো সোনা' মসজিদ নির্মিত হয়?

উঃ ১৫২৬ খ্রিস্টাব্দে।


৩৯। গৌড়ের সবচেয়ে বড়ো মসজিদের নাম লেখ?

উঃ বড়ো সোনা মসজিদ।


৪০। মিনিয়েচার কী?

উঃ সুক্ষ্ম হস্তলিপি এবং ছবি আকার ও আয়তনে ছোট হলে সেগুলি বলা হত মিনিয়েচার।


৪১। ফারুক হোসেন কে ছিলেন?

উঃ বিজাপুরের সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ'র সময়ে সেরা চিত্রশিল্পী ছিলেন ফারুক শাহ।


৪২। 'নাদির আল-অসর কথার অর্থ কী?

উঃ জগতের বিষ্ময়।


৪৩। কে কাকে 'নাদির আল-অসর' উপাধি প্রদান করেন?

উঃ সম্রাট জাহাঙ্গীর ফারুক হোসেন কে।


৪৪। সম্রাট আকবরের রাজসভার বিখ্যাত একজন সংগীতঞ্জের নাম লেখ?

উঃ তানসেন।


৪৫। খেয়াল, তারানা, কওয়ালি প্রভৃতি সংগীতরীতি কে সৃষ্টি করেন?

উঃ আমির খসরু।


৪৬। ভারতবর্ষে ক'টি দ্রুপদী নাচের চল রয়েছে ও কী কী?

উঃ ছয়টি। যথা- ভরতনাট্যম, কথাকলি, ওড়িশি, কুচিপুরি, কত্থক এবং মনিপুরী।


৪৭। আমির খসরু কোথায় জন্ম গ্রহণ করেন?

উঃ ১২৫২ খ্রিস্টাব্দে উত্তর প্রদেশের বদাউনের কাছে পাটিয়ালিতে জন্ম গ্রহন করেন।


৪৮। 'সবক-ই হিন্দ' রচনাশৈলীটি কে আবিষ্কার করেন?

উঃ আমির খসরু।


৪৯। 'রাজতরঙ্গিনী কে রচনা করেন?

উঃ কলহন।


৫০। কুতুবউদ্দিন আইবকের সময়ের একজন ঐতিহাসিকের নাম বল?

উঃ হাসান নিজামি।


৫১। 'তাজ-উল-মাসির' ইতিহাস বিষক বইটি কে লেখেন?

উঃ হাসান নিজামি।


৫২। তুজুক-ই-বাবরি বা বাবরনামা গ্রন্থটি কে লেখেন?

উঃ সম্রাট বাবর।


৫৩। হুমায়ুননামা গ্রন্থটি লেখেন?

উঃ গুলবদন বেগম।


৫৪। হুমায়ুননামা গ্রন্থটি কোন ভাষায় লেখা হয়েছে?

উঃ ফারসি ভাষায়।


৫৫। হুমায়ুন ও আকবর এই দুই'জনের সভাকবি কে ছিলেন?

উঃ কাসিম খান মৌজি।


৫৬। 'আকবরনামা' গ্রন্থটি কে লেখেন?

উঃ আবুল ফজল।


৫৭। আইন-ই-আকবরী কার লেখা?

উঃ আবুল ফজলের লেখা।


৫৮। সম্রাট জাহাঙ্গীরের সভাকবি কে ছিলেন?

উঃ তালিব আমুলি।

৫৯। পদাবলি সাহিত্য কী?

উঃ রাধা-কৃষ্ণকে কেন্দ্র করে লিখিত পদ-কবিতা গুলিকে বলা হয় পদাবলি সাহিত্য।


৬০। রামায়ন বাংলায় অনুবাদ করেন কে?

উঃ কৃত্তিবাস ওঝা।


৬১। মহাভারত বাংলায় অনুবাদ করেন কে?

উঃ কাশীরাম দাস।


৬২। 'ভগবত' বাংলায় অনুবাদ করেন কে?

উঃ মালাধর বসু।


৬৩। মঙ্গল কাব্য কি?
উঃ বৌদিকযুগে বিভিন্ন দেব-দেবীর মহিমা গান গেয়ে শুনানো হত। সেই গানগুলোর ভিতরে থাকত একটা গল্প। সেই গল্পগুলোকে ধরে বেশ কিছু সাহিত্য লেখা হয়। সেগুলোকেই বলা হয় মঙ্গলকাব্য।


৬৪। মঙ্গল কথার অর্থ কী?
উঃ ভালো।


৬৫। শিবায়ন কী?

উঃ দেবতা শিবকে নিয়ে লেখা সাহিত্যকে বলা হয় শিবায়ন।


৬৬। নাথ সাহিত্য কী?

উঃ নাথ যোগী নামের এক ধর্ম সম্প্রদায় বাংলায় বাস করত। তাদের দেবতা ছিল শিব। এই নাথ যোগীদের ধর্ম-কর্ম, আচার-আচরণ নিয়েও সাহিত্য লেখা হয়, যাকে বলা হয় নাথ সাহিত্য।


৬৭। চৈতন্যজীবনিকাব্য কি?

উঃ শ্রী চৈতন্যের জীবন এবং কাজ নিয়ে লেখালেখির ধারা নিয়ে কাব্য লেখেন অনেক বৈষ্ণব কবি। এইগুলিকে চৈতন্যজীবনীকাব্য বলে। 


৬৮। কোন কাব্যে সুলতান আলাউদ্দিন খলজির চিতোর রাজ্য জয়ের কথা আছে?

উঃ আলাওলের পদ্মাবতী কাব্যে।


৬৯। কিতাব উল-হিন্দ গ্রন্থটি কে লেখেন?

উঃ অল বিরুনি।


৭০। কবে প্রথম চীনে কাগজের আবিষ্কার হয়?

উঃ খ্রিস্টীয় প্রথম শতকে।


৭১। ভারতে কারা প্রথম ছাপাখানা স্থাপন করেন?

উঃ ইউরোপীয় মিশনারিরা।


৭২। 'চরকা' কাদের হাত ধরে ভারতে আসে?

উঃ তুর্কি শাসকদের হাত ধরে।


৭৩। ভারতে চরকার কথা প্রথম কোন বইতে পাওয়া যায়?

উঃ ফুতুহ-উস সালাতিন বইতে।


৭৪। ভারতে গুটিপোকা চাষের প্রধান কেন্দ্রগুলি কি  ছিল?

উঃ বাংলার মালদাহ, মুর্শিদাবাদ এবং কাশিমবাজার।


৭৫। চাহারবাগ কী?

উঃ মুঘলরা খ্রিস্টীয় ষোড়শ শতকে ভারতে নিয়ে আসে নতুন এক বাগান বানানোর কৌশল। ফারসিতে এর নাম চাহারবাগ হিন্দিতে যাকে চার বাগান বলা হয়।



No comments:

Post a Comment