Breaking

Saturday, August 30, 2025

Class 8 History Question Answer Chapter 3 PDF - অষ্টম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর

Class 8 History Question Answer Chapter 3 PDF - অষ্টম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর 

class 8 history question answer
অষ্টম শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর 
WB e-Learning,
                    হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য Class 8 History বই "অতীত ও ঐতিহ্য" থেকে তৃতীয় অধ্যায়ের Class 8 History Question Answer Chapter 3 Pdf "অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর" নিয়ে এসেছি। এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদ অনুমোদিত "অতীত ও ঐতিহ্য" বই এর তৃতীয় অধ্যায় "ঔপনিবেশিক কতৃত্ব প্রতিষ্ঠা" থেকে যথা সম্ভব প্রশ্নোত্তর এখানে উপস্থাপন করা হল। আশা করি এতে তুমি খুবই উপকৃত হবে। এর আগের অধ্যায় যেমন - Class 8 History Question Answer Chapter 1 এবং Class 8 History Questions Answer Chapter 2 প্রশ্নোত্তর পেতে উপরিউক্তো লিংকে ক্লিক করে দেখতে পার। 

১. প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কেমন শাসন প্রতিষ্ঠা করে? 

উত্তর: ঔপনিবেশিক শাসন


২. প্রশ্ন: ভারতে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্রিটিশদের প্রধান লক্ষ্য কী ছিল? 

উত্তর: অর্থনৈতিক শোষণ


৩. প্রশ্ন: কোন শতকে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার শাসন প্রতিষ্ঠা করে? 

উত্তর: আঠারো শতকে


৪. প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের প্রথম পর্বকে কী বলা হত? 

উত্তর: উপনিবেশের প্রশাসনিক পর্যায়


৫. প্রশ্ন: কোম্পানির শাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের প্রতিষ্ঠা শুরু হয় কোন সময়ে? 

উত্তর: আঠারো শতকে


৬. প্রশ্ন: ভারতে কোম্পানির শাসন ব্যবস্থায় প্রধানত কাদের নিযুক্ত করা হত? 

উত্তর: সিভিল সারভেন্ট


৭. প্রশ্ন: সিভিল সারভেন্টদের প্রশিক্ষণের জন্য কলকাতায় কোন কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? 

উত্তর: ফোর্ট উইলিয়াম কলেজ

৮. প্রশ্ন: কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? 

উত্তর: লর্ড ওয়েলেসলি


৯. প্রশ্ন: লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা করেন? 

উত্তর: ১৮০০ খ্রিস্টাব্দে


১০. প্রশ্ন: ব্রিটিশ শাসনের কোন ভারতীয়দের "সামরিক জাতি" হিসেবে অন্তর্ভুক্ত করা হতো না? 

উত্তর: বাঙালি ও দক্ষিণী ভারতীয়রা


১১. প্রশ্ন: ব্রিটিশরা কোন অঞ্চল থেকে সৈন্য সংগ্রহ করত? 

উত্তর: পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, রাজস্থান


১২. প্রশ্ন: ব্রিটিশরা কাদেরকে 'অসামরিক জাতি' হিসেবে গণ্য করত? 

উত্তর: বাঙালি ও দক্ষিণী ভারতীয়রা


১৩. প্রশ্ন: ঔপনিবেশিক আমলাতন্ত্রের প্রধান ভিত্তি কী ছিল? 

উত্তর: গভর্নর জেনারেল


১৪. প্রশ্ন: গভর্নর জেনারেলের নিচে কে ছিলেন? 

উত্তর: কালেক্টর


১৫. প্রশ্ন: কার সময়ে বিচার ব্যবস্থার সংস্কার করা হয়? 

উত্তর: ওয়ারেন হেস্টিংস


১৬. প্রশ্ন: ওয়ারেন হেস্টিংসের বিচার ব্যবস্থার সংস্কার কবে হয়েছিল? 

উত্তর: ১৭৭২ খ্রিস্টাব্দে


১৭. প্রশ্ন: ভারতে পুলিশি ব্যবস্থার সংস্কার কে করেন? 

উত্তর: লর্ড কর্নওয়ালিস


১৮. প্রশ্ন: লর্ড কর্নওয়ালিস কবে পুলিশি ব্যবস্থার সংস্কার করেন? 

উত্তর: ১৭৯৩ খ্রিস্টাব্দে

১৯. প্রশ্ন: কে থানাব্যবস্থা প্রবর্তন করেন? 

উত্তর: লর্ড কর্নওয়ালিস


২০. প্রশ্ন: প্রত্যেক থানায় কতজন কর্মচারী নিযুক্ত হতেন? 

উত্তর: একজন দারোগা ও কিছু চৌকিদার


২১. প্রশ্ন: ভারতে আধুনিক সামরিক বাহিনীর ধারণা প্রথম কে নিয়ে আসেন? 

উত্তর: লর্ড ক্লাইভ


২২. প্রশ্ন: ব্রিটিশ আমলে ভারতীয় সৈন্যদের কী বলা হতো? 

উত্তর: সিপাহি


২৩. প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কোন ব্যবস্থার মাধ্যমে ভূমিরাজস্ব আদায় করত? 

উত্তর: চিরস্থায়ী বন্দোবস্ত


২৪. প্রশ্ন: কে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? 

উত্তর: লর্ড কর্নওয়ালিস


২৫. প্রশ্ন: লর্ড কর্নওয়ালিস কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? 

উত্তর: ১৭৯৩ খ্রিস্টাব্দে


২৬। প্রশ্ন: স্থায়ী বন্দোবস্তের ফলে কাদের স্বার্থ রক্ষা হয়নি? 

উত্তর: প্রজা ও জমিদার


৩০. প্রশ্ন: ব্রিটিশরা ভারতীয় কৃষকদের দিয়ে কোন কোন ফসল চাষ করাত? 

উত্তর: নীল, তুলা, রেশম, তামাক, পাট, চা, কফি, আফিম.


৩১. প্রশ্ন: ব্রিটিশ ভূমিরাজস্ব ব্যবস্থার মূল উদ্দেশ্য কী ছিল? 

উত্তর: বেশি পরিমাণে রাজস্ব আদায়


৩২. প্রশ্ন: নতুন ভূমিরাজস্ব ব্যবস্থার ফলে কৃষকদের কী ধারণা পাল্টে যায়? 

উত্তর: জমির মালিকানা ও উত্তরাধিকারের ধারণা


৩৩. প্রশ্ন: কে বাংলার কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেছিলেন? 

উত্তর: ওয়ারেন হেস্টিংস।


৩৪. প্রশ্ন: "একশো ছিয়াত্তরের মন্বন্তর" কবে হয়েছিল? 

উত্তর: ১৭৭০ খ্রিস্টাব্দে।


৩৫. প্রশ্ন: "একশো ছিয়াত্তরের মন্বন্তর" এর সময় বাংলার কোন অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল?

উত্তর: গ্রামগুলি।


৩৬. প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্তের পর গ্রাম সমাজে কাদের ক্ষমতা বৃদ্ধি পায়? 

উত্তর: নব্য জমিদার ও মহাজন।


৩৭. প্রশ্ন: গ্রাম সমাজে কাদের ওপর কৃষকরা ঋণের জন্য নির্ভরশীল ছিল? 

উত্তর: মহাজন।


৩৮. প্রশ্ন: ঔপনিবেশিক শাসনকালে গ্রাম সমাজের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? 

উত্তর: নতুন জমিদার ও মহাজনদের ক্ষমতা বৃদ্ধি।


৩৯. প্রশ্ন: কে গ্রামের সামাজিক অর্থনীতিকে নিয়ন্ত্রণ করত? 

উত্তর: মহাজন।


৪০. প্রশ্ন: নতুন জমিদার ও মহাজনরা কোথা থেকে আসতো? 

উত্তর: পুরনো জমিদারদের বাইরের ব্যক্তিরা।


৪১. প্রশ্ন: ব্রিটিশ শাসনকালে কৃষির ক্ষেত্রে কী পরিবর্তন আসে? 

উত্তর: কৃষির বাণিজ্যিকীকরণ।


৪২. প্রশ্ন: কৃষির বাণিজ্যিকীকরণের প্রধান উদ্দেশ্য কী ছিল? 

উত্তর: ব্রিটেনের শিল্প কারখানার কাঁচামাল যোগান।


৪৩. প্রশ্ন: ব্রিটিশরা কৃষকদের দিয়ে কোন খাদ্যশস্যের পরিবর্তে অর্থকরী ফসল চাষ করাত? 

উত্তর: ধান, গম।


৪৪. প্রশ্ন: কোন ফসলকে 'অর্থকরী ফসল' বলা হতো? 

উত্তর: নীল, তুলা, পাট, আফিম।


৪৫. প্রশ্ন: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কোন কোন পণ্যের ওপর একচেটিয়া অধিকার লাভ করেছিল? 

উত্তর: তুলা, লবণ, আফিম।


৪৬. প্রশ্ন: নীলচাষের ফলে কাদের জীবন চরম দুর্দশায় পতিত হয়? 

উত্তর: ভারতীয় কৃষকদের।


৪৭. প্রশ্ন: ব্রিটিশরা কিভাবে নীল চাষ করত? 

উত্তর: দাদন প্রথা ও জোরজবরদস্তি।


৪৮. প্রশ্ন: নীলচাষীরা কৃষকদের সাথে কী চুক্তি করত? 

উত্তর: বাধ্যতামূলক চুক্তি।


৪৯. প্রশ্ন: নীলকরদের অত্যাচার থেকে কৃষকদের মুক্তির পথ কী ছিল? 

উত্তর: নীল বিদ্রোহ।


৫০. প্রশ্ন: নীলচাষের ক্ষেত্রে কৃষকদের কী ব্যবস্থা দেওয়া হত? 

উত্তর: দাদন।


৫১. প্রশ্ন: দাদন কী? 

উত্তর: অগ্রিম টাকা।


৫২. প্রশ্ন: কৃষকদের দাদন কারা দিত? 

উত্তর: নীলকররা।


৫৩. প্রশ্ন: নীল চাষের ক্ষেত্রে কোন সার ব্যবহার করা যেত না? 

উত্তর: রাসায়নিক সার।


৫৪. প্রশ্ন: নীল বিদ্রোহ কবে শুরু হয়? 

উত্তর: ১৮৫৯ খ্রিস্টাব্দে।


৫৫. প্রশ্ন: নীল বিদ্রোহের প্রধান কারণ কী ছিল? 

উত্তর: নীলকরদের অত্যাচার।


৫৬. প্রশ্ন: নীল বিদ্রোহ কোথায় ছড়িয়ে পড়েছিল? 

উত্তর: নদিয়া, যশোর, ফরিদপুর, পাবনা, ঢাকা।


৫৭. প্রশ্ন: ব্রিটিশ সরকার নীলকরদের পক্ষ না কৃষকদের পক্ষ নিয়েছিল? 

উত্তর: নীলকরদের পক্ষ।


৫৮. প্রশ্ন: "নীলদর্পণ" নাটকটি কে রচনা করেন? 

উত্তর: দীনবন্ধু মিত্র।


৫৯. প্রশ্ন: নীল বিদ্রোহের নেতা কারা ছিলেন? 

উত্তর: দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস।


৬০. প্রশ্ন: ১৮৫৫ খ্রিস্টাব্দে কোন নদীর তীরে প্রথম চটকল স্থাপিত হয়? 

উত্তর: হুগলি নদীর তীরে, রিশরায়।


৬১. প্রশ্ন: ১৮৬৮ খ্রিস্টাব্দে কোথায় প্রথম কাগজকল স্থাপন করা হয়? 

উত্তর: শ্রীরামপুর।


৬২. প্রশ্ন: ১৮৬৬ খ্রিস্টাব্দে কোন ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল? 

উত্তর: উড়িষ্যা দুর্ভিক্ষ।


৬৩. প্রশ্ন: দুর্ভিক্ষ প্রতিরোধ করার জন্য কবে দুর্ভিক্ষ কমিশন গঠিত হয়? 

উত্তর: ১৮৮০ খ্রিস্টাব্দে।


৬৪. প্রশ্ন: ১৮৮০ খ্রিস্টাব্দে গঠিত দুর্ভিক্ষ কমিশনের সুপারিশে কী তৈরি হয়? 

উত্তর: দুর্ভিক্ষ কোড।


৬৫. প্রশ্ন: কৃষকদের ঋণের বোঝা কমানোর জন্য ব্রিটিশ সরকার কবে আইন প্রণয়ন করে? 

উত্তর: ১৮৭৯ খ্রিস্টাব্দে।


৬৬. প্রশ্ন: ১৮৭৯ খ্রিস্টাব্দে কৃষকদের জন্য কোন আইন প্রণীত হয়? 

উত্তর: ডেকান অ্যাগ্রিকালচারিস্টস রিলিফ অ্যাক্ট।


৬৭. প্রশ্ন: কৃষকদের ভূমি অধিকার সুরক্ষিত করার জন্য ব্রিটিশ সরকার কবে আইন প্রণয়ন করে? 

উত্তর: ১৮৮৫ খ্রিস্টাব্দে।


৬৮. প্রশ্ন: ১৮৮৫ খ্রিস্টাব্দে কৃষকদের ভূমি অধিকার সুরক্ষিত করার জন্য কোন আইন প্রণীত হয়?

উত্তর: টেন্যান্সি অ্যাক্ট।


৬৯. প্রশ্ন: ব্রিটিশদের নীতির ফলে ভারতীয় শিল্পের কী হয়? 

উত্তর: পতন।


৭০. প্রশ্ন: ভারতের কোন ঐতিহ্যবাহী শিল্প ধ্বংস হয়ে যায়? 

উত্তর: তাঁত শিল্প।


৭১. প্রশ্ন: ব্রিটিশ শাসনের ফলে ভারতীয় বাণিজ্য কাদের হাতে চলে যায়? 

উত্তর: ব্রিটিশ কোম্পানি।


৭২. প্রশ্ন: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কী বিক্রি করে মুনাফা অর্জন করত? 

উত্তর: ব্রিটিশ পণ্য।


৭৩. প্রশ্ন: ভারতীয় তাঁতিদের উৎপাদিত বস্ত্রের দাম কেমন ছিল? 

উত্তর: বেশি।


৭৪. প্রশ্ন: ব্রিটিশদের আগমনের আগে ভারতের বস্ত্রশিল্প কেমন ছিল? 

উত্তর: উন্নত মানের।


৭৫. প্রশ্ন: ব্রিটিশ শিল্পনীতি কাদের স্বার্থ রক্ষা করেছিল? 

উত্তর: ব্রিটিশ ব্যবসায়ীদের।


৭৬. প্রশ্ন: ভারতীয় তাঁতিদের করুণ পরিণতিকে কী বলা হতো? 

উত্তর: শিল্পাশ্রয়ী জনজীবন।


৭৭. প্রশ্ন: ঔপনিবেশিক শোষণ কী? 

উত্তর: ভারতের সম্পদ ব্রিটেনে পাচার করা।


৭৮. প্রশ্ন: ব্রিটিশরা ভারতে কোন পরিবহন ব্যবস্থা গড়ে তোলে? 

উত্তর: রেলপথ।


৭৯. প্রশ্ন: ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল? 

উত্তর: কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহন।


৮০. প্রশ্ন: ভারতে কবে প্রথম রেল চলাচল শুরু হয়? 

উত্তর: ১৮৫৩ খ্রিস্টাব্দে।


৮১. প্রশ্ন: ১৮৫৩ খ্রিস্টাব্দে কোথা থেকে কোথায় প্রথম রেল চলাচল শুরু হয়? 

উত্তর: মুম্বাই থেকে থানে।


৮২. প্রশ্ন: প্রথম রেলপথটি কার আমলে তৈরি হয়েছিল? 

উত্তর: লর্ড ডালহৌসি।


৮৩. প্রশ্ন: ভারতে আধুনিক রেলপথের প্রবর্তক কাকে বলা হয়? 

উত্তর: লর্ড ডালহৌসি।


৮৪. প্রশ্ন: লর্ড ডালহৌসি কবে ভারতে রেলপথ নির্মাণের প্রস্তাব দেন? 

উত্তর: ১৮৫৩ খ্রিস্টাব্দে।


৮৫. প্রশ্ন: রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? 

উত্তর: কাঁচামাল পরিবহন ও ব্রিটিশ পণ্য বিক্রয়।


৮৬. প্রশ্ন: রেলপথ নির্মাণে কী ধরনের বিনিয়োগ করা হয়েছিল? 

উত্তর: ব্রিটিশ মূলধন বিনিয়োগ।


৮৭. প্রশ্ন: রেলপথ নির্মাণে ব্রিটিশ সরকার কত শতাংশ লাভের নিশ্চয়তা দিত? 

উত্তর: পাঁচ শতাংশ।


৮৮. প্রশ্ন: ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা কে চালু করেন? 

উত্তর: লর্ড ডালহৌসি।


৮৯. প্রশ্ন: ভারতে প্রথম রেলপথ কত কিলোমিটার দীর্ঘ ছিল? 

উত্তর: ৩৪ কিমি।


৯০. প্রশ্ন: রেলপথ নির্মাণের ফলে কারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল? 

উত্তর: ব্রিটিশরা।


৯১. প্রশ্ন: রেলপথের সামাজিক প্রভাব কী ছিল? 

উত্তর: সামাজিক ভেদাভেদ কমেছিল।


৯২. প্রশ্ন: ব্রিটিশরা টেলিগ্রাফ ব্যবস্থা কেন চালু করেছিল? 

উত্তর: প্রশাসনিক সুবিধা ও যোগাযোগ দ্রুত করতে।


৯৩. প্রশ্ন: মহাত্মা গান্ধী রেল যোগাযোগকে কীভাবে দেখেছিলেন? 

উত্তর: রেলপথ ব্রিটিশদের শাসনকে ভারতে গভীর করেছে।


৯৪. প্রশ্ন: ব্রিটিশ শাসনের কোন ব্যবস্থা ভারতীয় সমাজকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছিল? 

উত্তর: রেলপথ।


৯৫. প্রশ্ন: ঔপনিবেশিক শাসন কাদের সুবিধা দিয়েছিল? 

উত্তর: ব্রিটিশ।


৯৬. প্রশ্ন: ঔপনিবেশিক শাসনের ফলে ভারতের অর্থনৈতিক অবস্থার কী হয়েছিল? 

উত্তর: সম্পদ শোষণ 

No comments:

Post a Comment