Header Ads Widget

Breaking

Sunday, February 19, 2023

Class 8 History Questions with Answers Chapter 1 PDF - অতীত ও ঐতিহ্য অষ্টম শ্রেণী

Class 8 History Questions with Answers |  Hodern History Class 8th Chapter 1 PDF

Class 8 History Questions with Answers Chapter 1 PDF
History Questions with Answers 

Class 8 History Questions with Answers Chapter 1

আজকের এই প্রবন্ধটিতে তোমাকে স্বাগত।Class 8 History Questions with Answers Chapter 1 PDF - অতীত ও ঐতিহ্য অষ্টম শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় - 'ইতিহাসের ধারণা' ইতিহাসের প্রশ্ন ও উত্তর। Class 10 History Question and Answer নিম্নে দেওয়া হল। এই অষ্টম শ্রেণির ইতিহাস প্রশ্ন ও উত্তর - WBBSE (পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ) এর সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সহযোগী হবে। WBBSE Class 8 History Questions with Answers notes - অষ্টম শ্রেণীর ইতিহাস বই "অতীত ও ঐতিহ্য" প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে Class 8 History Questions and Answers গুলি তৈরী করা হয়েছে।

অষ্টম শ্রেণীর ইতিহাস 'অতীত ও ঐতিহ্য' প্রথম অধ্যায়


১। কোন সময় থেকে 'আধুনিক ভারতের ইতিহাস' এর সমকাল ধরা হয়?

উঃ পলাশির যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা লাভের সময় পর্যন্ত।

২। ভারতের ইতিহাসে কয়টি পর্যায় রয়েছে ও কী কী?

উঃ তিনটি। যথা- প্রাচীন, মধ্য ও আধুনিক।

৩। কোন শব্দ থেকে 'আধুনিক' শব্দটি এসেছে?

উঃ 'অধুনা' শব্দ থেকে।

৪। 'অধুনা' শব্দটির অর্থ কী?

উঃ অধুনা শব্দটির অর্থ ' সম্প্রতি বা নতুন' ।

৫। কত খ্রিস্টাব্দে পাণিপথের প্রথম যুদ্ধ হয়েছিল?

উঃ ১৫২৬ খ্রিস্টাব্দের ২১ শে এপ্রিল।

৬। কবে পলাশির যুদ্ধ হয়েছিল?

উঃ ১৭৫৭ খ্রিস্টাব্দে।

৭। 'রাজাবলি' নামে ইতিহাস বইটি কে লেখেন?

উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

৮। কত খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 'রাজাবলি' নামে ইতিহাস বইটি লেখেন?

উঃ ১৮০৮ খ্রিস্টাব্দে।

৯। History of British India নামে ইতিহাস গ্রন্থটি কে লেখেন?

উঃ ১৮১৭ খ্রিস্টাব্দে জেমস মিল।

১০। History of British India গ্রন্থটিতে জেমস মিল ভারতের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করেন?

উঃ তিনটি। যথা- হিন্দুযুগ, মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ।

১১। জেমস মিল কোন যুগকে 'অন্ধকারময় যুগ' বলেছেন?

উঃ মুসলিম যুগ (মধ্যযুগ) কে।

১২। চন্দ্রগুপ্ত কোন ধর্মে বিশ্বাসী ছিলেন?

উঃ জৈনধর্মে।

১৩। বিম্বিসার কোন ধর্মাবল্বী ছিলেন?

উঃ বৌদ্ধ ধর্মাবল্বী ছিলেন।

১৪। কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান?

উঃ ১৭০৭ খ্রিস্টাব্দে।

১৫। পলাশির যুদ্ধকে কোন যুগের অন্তর্ভুক্ত করা হয়?

উঃ আধুনিক যুগের।

১৬। সুলতান ইলতুৎমিসের মেয়ের নাম কী?

উঃ সুলতানা রাজিয়া।

১৭। প্রাচীন ভারতের কোন সম্রাট কলিঙ্গ যুদ্ধে অবতীর্ণ হন?

উঃ মৌর্যসম্রাট অশোক।

১৮। ভারতে 'জাতীয় কংগ্রেস' এর প্রতিষ্ঠাতা কে?

উঃ অ্যালান অক্টোভিয়ান হিউম।

১৯। অ্যালান অক্টোভিয়ান হিউমের আত্মজীবনী কে রচনা করেন?

উঃ উইলিয়াম ওয়েডারবার্ন।

২০। ব্রিটিশ সরকারের কাহে ভারতের কৃষক ও উপজাতি বিদ্রোহগুলি কী ছিল?

উঃ হাঙ্গামা বা উৎপাত।

২১। বাংলায় নীল চাষ করা হত কেন?

উঃ বাংলায় নীল চাষ করা হত ইংল্যান্ডের কাপড় কলে নীলের চাহিদা মেটানোর জন্য।

২২। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোন আদর্শের বিশ্লেষণের দ্বন্দ্ব শুরু হয়?

উঃ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদের আদর্শের বিশ্লেষণের দ্বন্দ্ব শুরু হয়।

২৩। ভারত বিভাজন কবে ঘটেছিল?

উঃ ১৯৪৭ সালে ভারত বিভাজন ঘটেছিল।

অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তরের ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে

File Details:
PDF Name: Class 8 History Questions with Answers Chapter 1 Pdf
Language: Bengali
Subject: History
Size: 144Kb
No of Page: 01
Download Link: Click here To download


No comments:

Post a Comment