WBBSE Class 8 History Chapter 2 Question Answer in Bengali | আঞ্চলিক শক্তির উত্থান
হ্যালো বন্ধুরা,
তোমাদের আজকের এই প্রতিবেদনে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) নির্ধারিত 'অতীত ও ঐতিহ্য' ইতিহাস বই'এর অষ্টম অধ্যায়ের "আঞ্চলি শক্তির উত্থান" থেকে সকল অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও সেগুলির উত্তর নীম্নে শেয়ার করলা। WBBSE Class 8 History Chapter 2 Question Answer in Bengali এই অধ্যায়ে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান- বাংলা, হাইদ্রাবাদ, অযোধ্যা প্রভৃতি।
১। কত খ্রিস্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেব মারা যান?
উঃ ১৭০৭ খ্রিস্টাব্দে।
২। কত খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটে?
উঃ ১৭৫৭ খ্রিস্টাব্দে।
৩। কোন যুদ্ধের পর ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটে?
উঃ পলাশীর যুদ্ধের পর।
৪। কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন?
উঃ ১৭৩৯ খ্রিস্টাব্দে।
৫। কার নেতৃত্বে দিল্লিতে আফগান আক্রমণ ঘটেছিল?
উঃ আহমদ শাহ আবদালির নেতৃত্বে।
৬। কার নেতৃত্বে ভারতে পারসিক আক্রমণ ঘটে?
উঃ নাদির সাহেব নেতৃত্বে।
৭। আহমেদ শাহ আবদালি কবে দিল্লি আক্রমণ করে?
উঃ ১৭৫৬ খ্রিস্টাব্দে।
৮। শক্তিশালী তিনটি আঞ্চলিক শক্তির নাম লেখ?
উঃ বাংলা হায়দ্রাবাদ ও অযোধ্যা।
৯। মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান নিযুক্ত করেন কে?
উঃ সম্রাট ঔরঙ্গজেব ।
১০। কত খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খান কে বাংলার নাজিম পথ দেওয়া হয়?
উঃ ১৭৫৭ খ্রিস্টাব্দে।
১১। কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার উত্থান ঘটেছিল?
উঃ মুর্শিদকুলি খান এর নেতৃত্বে।
১২। কোন শহরকে জাহাঙ্গীরনগর বলা হত?
উঃ ঢাকা শহরকে।
১৩। ‘মুর্শীদ কুলী খাঁর অভ্যুদয়’ প্রবন্ধটি বাংলায় তরজমা করেন কে?
উঃ যদুনাথ সরকার
১৪। মোগল আমলের বাংলার একজন আর্মিণীয় ও ব্যবসায়ীর নাম লেখ?
উঃ খোঁজা ওয়াজিদ।
১৫। বণিক রাজা কাদের বলা হত?
উঃ বাংলার বণিকদের বণিক রাজা বলা হতো।
১৬। জগত সেট কে ছিলেন?
উঃ মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী।
১৭। হিরাপদ শাহ কোথাকার বাসিন্দা ছিলেন?
উঃ রাজস্থানের।
১৮। মানিকচাঁদ কোথায় মহাজনি কারবার শুরু করেন?
উঃ ঢাকায়।
১৯। মোগল সম্রাটের কাছ থেকে কে প্রথম জগৎশেঠ উপাধি লাভ করেন?
উঃ ফতেহচাঁদ।
২০। কাটরা মসজিদ কোথায় অবস্থিত?
উঃ মুর্শিদাবাদে।
২১। কত খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খাঁন মারা যান?
উঃ ১৭২৭ খ্রিস্টাব্দে।
২২। কত খ্রিস্টাব্দে আলিবর্দি খান বাংলার মসনদে বসেন?
উঃ ১৮৪০ খ্রিস্টাব্দে।
২৩। কত খ্রিস্টাব্দে আলিবর্দি খান মারা যান?
উঃ ১৭৫৬ খ্রিস্টাব্দে।
২৪। আলিবর্দি খান কত বছর রাজত্ব করেন?
উঃ ১৬ বছর। (১৭৪০ খ্রিঃ - ১৭৫৬ খ্রিঃ)
২৫। আলিবর্দি খানের প্রকৃত নাম কী?
উঃ মির্জা মহম্মদ আলী।
২৬। মির্জা মহম্মদ আলীকে 'আলীবর্দী খান' উপাধিতে ভূষিত করেন কোন মোগল সম্রাট?
উঃ সুজাউদ্দিন খান। ১৮২৮ খ্রিস্টাব্দে
২৭। কোন ঘটনার পর আলীবর্দী খান বাংলার মসনদে বসেন?
উঃ ১৭৪০ খ্রিস্টাব্দের ৯ এপ্রিল গিরিয়ার যুদ্ধে সরফরাজকে পরাজিত ও নিহত করে।
২৮। আলিবর্দি খানের মৃত্যুর পর কে বাংলার নবাব হন?
উঃ তার দৌহিত্র সিরাজ উল-দৌলা।
২৯। মহারাষ্ট পুরাণ কার রচনা?
উঃ গঙ্গারামের।
৩০। সম্রাট ঔরঙ্গজেব কাকে 'চিন কুলিচ খান' উপাধি দেন?
উঃ মির কামার উদ্দিন খান সিদ্দিকেকে।
৩১। 'বর্গীয় হাঙ্গামা' প্রবন্ধটি কে রচনা করেন?
উঃ যদুনাথ সরকার।
৩২। 'নিজাম-উল-মুলক' উপাধি পান কে?
উঃ মির কামার উল-খান সিদ্দিকি।
৩৩। কার কাছ থেকে মির কামার উল-খান সিদ্দিকি ' নিজাম-উল-মুলক' উপাধি পান?
উঃ সম্রাট ফারুখশিয়ারের কাছ থেকে।
৩৪। কার কাছ থেকে 'মির কামা উল-খান সিদ্দিকি 'আসফ ঝা' উপাধি পান?
উঃ সম্রাট মহম্মদ শাহের কাছ থেকে।
৩৫। কবে হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৭২৪ খ্রিস্টাব্দে
৩৬। হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠাতা কে?
উঃ মির কামার উল-খান সিদ্দিকি।
৩৭। কবে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের আত্মপ্রকাশ ঘটে?
উঃ ১৭৪০ খ্রিস্টাব্দে।
৩৮। কবে অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা হয় ?
উঃ ১৭২২ খ্রিস্টাব্দে।
৩৯। কার নেতৃত্বে অযোধ্যা রাজ্যটি আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে ?
উঃ সাদাৎ খানের নেতৃত্বে।
৪০। কে সাদাৎ খান-কে ‘বুরহান-উল-মুলক’ উপাধি দেন ?
উঃ মোগল সম্রাট মহম্মদ শাহ।
৪১। কত খ্রিস্টাব্দে সাদাৎ খান মারা যান?
উঃ ১৭৪০ খ্রিস্টাব্দে।
৪২। সাদাৎ খানের পর কে অযোধ্যার শাসক হন ?
উঃ সাদাৎ খানের পর অযোধ্যার শাসক হন সফদর জং।
৪৩। কবে সুজা উদ-দৌলা অযোধ্যার শাসক হন ?
উঃ ১৭৫৪ খ্রিস্টাব্দে সুজা উদ-দৌলা অযোধ্যার শাসক হন।
৪৪। ইংরেজরা কবে ফারুখশিয়রের ফরমান লাভ করে?
উঃ ১৭১৭ খ্রিস্টাব্দে ইংরেজরা ফারুখশিয়রের ফরমান লাভ।
৪৫। কত টাকার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি বাংলায় বিনাশুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে?
উঃ বছরে তিন হাজার টাকার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি বাংলায় বিনাশুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে।
৪৬। ইস্ট ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত ?
উঃ লন্ডনে অবস্থিত।
৪৭। কে কলকাতার নাম দেন আলিনগর ?
উঃ সিরাজ উদ-দৌলা কলকাতার নাম দেন আলিনগর।
৪৮। কবে পলাশির যুদ্ধ হয়েছিল ?
উঃ ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন পলাশির যুদ্ধ হয়েছিল।
৪৯। পলাশির যুদ্ধের পর কে বাংলার নবাব হন ?
উঃ মিরজাফর।
৫০। কবে মিরকাশিম বাংলার নবাব হন ?
উঃ ১৭৬০ খ্রিস্টাব্দে মিরকাশিম বাংলার নবাব হন।
৫১। কোথায় মিরকাশিম রাজধানী স্থানান্তরিত করেন ?
উঃ মুঙ্গের-এ।
৫২। কবে বক্সারের যুদ্ধ হয়েছিল ?
উঃ ১৭৬৪ খ্রিস্টাব্দের অক্টোবরে বক্সারের যুদ্ধ হয়েছিল।
৫৩। সিরাজউদৌলা' গ্রন্থটি কে রচনা করেন?
উঃ অক্ষয়কুমার মৈত্র।
৫৪। 'অন্ধকূপ হত্য-রহস্যনির্ণয়' - প্রবন্ধটি কে লেখেন?
উঃ অক্ষয়কুমার মৈত্র।
৫৫। কত খ্রিস্টাব্দে 'আলিনগর সন্ধি' স্বাক্ষরিত হয়?
উঃ ১৮৫৭ খ্রিষ্টাব্দের ৯ ই ফেব্রুয়ারী।
৫৬। কত খ্রিষ্টাব্দে পলাশির যুদ্ধ ঘটে?
উঃ ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন।
৫৭। সিরাজউদৌলার পর কে বাংলার নবাব হন?
উঃ মির জাফর।
৫৮। মির জাফরের পর কে বাংলার নবাব হন?
উঃ ১৭৬০ খ্রিস্টাব্দে তার জামাই মির কাশিম।
৫৯। কবে ব্রিটিশ কোম্পানি দেওয়ানির অধিকার লাভ করে ?
উঃ ১৭৬৫ খ্রিস্টাব্দে।
৬০। কবে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
উঃ ১৭৬৫ খ্রিস্টাব্দে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
৬১। দেওয়ানির বিনিময়ে ব্রিটিশ কোম্পানি মোগল সম্রাটকে বার্ষিক কত টাকা দিতে অঙ্গীকার করে ?
উঃ বার্ষিক ২৬ লক্ষ টাকা।
৬২। বাংলায় দ্বৈতশাসন কে প্রবর্তন করেন ?
উঃ লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈতশাসন প্রবর্তন করেন।
৬৩। কবে দ্বৈতশাসনের অবসান ঘটে ?
উঃ ১৭৭২ খ্রিস্টাব্দে দ্বৈতশাসনের অবসান ঘটে।
৬৪। দ্বৈতশাসনের অবসান কে করেন ?
উঃ ওয়ারেন হেস্টিংস।
৬৫।‘ছিয়াত্তরের মন্বন্তর' কবে হয়েছিল ?
উঃ ১৭৭০ খ্রিস্টাব্দে (১১৭৬ বঙ্গাব্দ) ‘ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল।
৬৬। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন ?
উঃ লর্ড ওয়েলেসলি।
৬৭। কোন্ দেশীয় রাজ্য সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল ?
উঃ দেশীয় রাজ্য হায়দরাবাদ সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল।
৬৮। স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
উঃ লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন।
৬৯। কোন্ দেশীয় রাজ্যে স্বত্ববিলোপ নীতি সর্বপ্রথম প্রয়োগ করা হয়েছিল ?
উঃ সাতারা রাজ্যে স্বত্ববিলোপ নীতি সর্বপ্রথম প্রয়োগ করা হয়েছিল।
৭০। মহীশূরের রাজধানী কোথায় ছিল ?
উঃ মহীশূরের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তমে।
৭১। কত বঙ্গাব্দে 'ছিয়াত্তরের মন্বমন্তর' ঘটে?
উঃ ১১৭৬ বঙ্গাব্দে।
৭২। ‘মহীশূর শার্দূল’ কাকে বলা হয় ?
উঃ টিপু সুলতানকে ‘মহীশূর শার্দূল’ বলা হয়।
৭৩। পণ্ডিচেরির ফরাসি গভর্নর কে ছিলেন ?
উঃ জোসেফ ডুপ্লে ছিলেন পণ্ডিচেরির ফরাসি গভর্নর।
৭৪।কত খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?
উঃ ১৭৮২ খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
৭৫। কবে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?
উঃ ১৮০২ খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
৭৬। শেষতম মারাঠা পেশোয়া কে ছিলেন ?
উঃ দ্বিতীয় বাজীরাও।
৭৭। কবে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
উঃ ১৮৪৬ খ্রিস্টাব্দে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
৭৮। কবে মহীশূর ব্রিটিশ শাসনাধীন হয়েছিল ?
উঃ ১৭৯৯ খ্রিস্টাব্দে মহীশূর ব্রিটিশ শাসনাধীন হয়েছিল।
৭৯। কত খ্রিস্টাব্দে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল ?
উঃ ১৮৪৯ খ্রিস্টাব্দে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল।
৮০। মোগল রাষ্ট্রের অধীন তিনটি প্রধান আঞ্চলিক শক্তির নাম লেখো।
উঃ মোগল রাষ্ট্রের অধীন তিনটি প্রধান আঞ্চলিক শক্তির নাম হল - বাংলা, হায়দরাবাদ ও অযোধ্যা
৮১। বাংলার নবাবি আমলের দুজন ধনী ব্যবসায়ীর নাম
উঃ নউমিচাঁদ ও খোজা ওয়াজিদ।
৮২। কোন্ কোন্ সময়ে কারা বাংলায় আক্রমণ চালায় ?
উঃ ১৭৪২ থেকে ১৭৫১ খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা বাংলা ও ওড়িশার বিভিন্ন অঞ্চলে আক্রমণ চালায়।
৮৩। কে, কবে হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন ?
উঃ মির কামার উদ্-দিন খান সিদ্দিকি ১৭২৪ খ্রিস্টাব্দে হায়দরাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন।
৮৪। বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিলেন ?
উঃ বক্সারের যুদ্ধের সময় মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম।
৮৫। কবে, কাদের মধ্যে বিদেরার যুদ্ধ হয় ?
উঃ ১৭৫৯ খ্রিস্টাব্দে ইংরেজ ও পোর্তুগিজদের মধ্যে বিদেরার যুদ্ধ হয়।
৮৬। কবে, কাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল ?
উঃ ১৭৫৭ খ্রিস্টাব্দের ২৩ জুন ব্রিটিশ কোম্পানির বাহিনী ও সিরাজ উদ-দৌলার বাহিনীর মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল।
৮৭। ব্রিটিশ কোম্পানি কবে কার কাছ থেকে দেওয়ানি লাভ করে?
উঃ ব্রিটিশ কোম্পানি ১৭৬৫ খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করে।
৮৯। ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ কেন্দ্র দুটির নাম লেখো।
উঃ ভারতে ফরাসিদের গুরুত্বপূর্ণ কেন্দ্র দুটির নাম চন্দননগর ও পণ্ডিচেরি।
৯০। কবে কাদের মধ্যে সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
উঃ ১৭৮২ খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির সঙ্গে মারাঠাদের সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
৯১। কবে কাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
উঃ ১৮০২ খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির সঙ্গে মারাঠাদের বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
৯২। কোন্ যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় ?
উঃ চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়।
৯৩। সময় ও ঘটনাক্রম অনুসারে সাজাও: দ্বৈতশাসন, বক্সারের যুদ্ধ, ছিয়াত্তরের মন্বন্তর, পলাশির যুদ্ধ।
উঃ পলাশির যুদ্ধ (১৭৫৭ খ্রিস্টাব্দ) → বক্সারের যুদ্ধ (১৭৬৪ খ্রিস্টাব্দ) → দ্বৈতশাসন (১৭৬৫ খ্রিস্টাব্দ) ছিয়াত্তরের মন্বন্তর (১১৭৬ বঙ্গাব্দ; ১৭৭০ খ্রিস্টাব্দ)।
৯৪। সময় অনুযায়ী সাজিয়ে লেখো: ওয়ারেন হেস্টিংস, কার্টিয়ার, ভেরেলেস্ট।
উঃ ভেরেলেস্ট, কার্টিয়ার, ওয়ারেন হেস্টিংস। উল্লেখ্য যে, এঁরা সকলেই বাংলার গভর্নর ছিলেন।
৯৫। বক্সি কথাটির অর্থ কী ?
উঃ বক্সি কথাটির অর্থ হল সেনাপতি।
File Details:
Name: WBBSE Class 8 History Chapter 2 Question Answer in Bengali Pdf
Language: Bengali
Page No: 5
Size: 232 KB
Download: Click Here To Download
অষ্টম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
No comments:
Post a Comment