Header Ads Widget

Breaking

Monday, September 18, 2023

আবিষ্কার ও আবিষ্কারক | Invention & Inventor | STATIC GK BENGALI | KP, WBP, NTPC, WBCS, SSC, GROUP D, GK in Bengali Pdf

Invention and Inventor Static GK Bengali

বিভিন্ন পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় হল সাধারণ জ্ঞান বা Static Generel Knowledge. আর এই অধ্যায় থেকে না হলেও একটি বা দুটি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তাই সাধারণ জ্ঞানের 'আবিষ্কার ও আবিষ্কারক' এই অধ্যায়ের প্রশ্নগুলির সম্পর্কে সম্মক ধারণা থাকা একান্ত প্রয়োজন।

"আবিষ্কার ও আবিষ্কারক GK Bengali - আজকের এই প্রতিবেদনে  আমি তোমাদেরকে পৃথিবীর বৃহত্তম আবিষ্কারগুলি এবং তাদের আবিষ্কারকদের সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছি। অতএব, Static GK এখনই পড়ুন এবং আপনার জ্ঞান পরিমাণ বৃদ্ধি করুন।"

আজকের Invention and Inventor Static GK Bengali তে পৃথিবীর বিভিন্ন মহৎ আবিষ্কারক ও তাদের আবিষ্কারগুলি উল্লেখ করা হয়েছে। এই Static Generel Knowledge গুলি বিভিন্ন পরীক্ষায় যেমন- WB KP, WBP, WBCS, Group D, NTPC etc পরীক্ষার জন্য খুবই উপকারী হবে। Invention and Inventor Bengali GK এর পিডিএফ' টি নীচের দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারবে।

আবিষ্কার ও আবিষ্কারক


Invention and Inventor Static GK Bengali
Static GK: আবিষ্কার ও আবিষ্কারক

1. Bifocal gallasses ও Lightning rod কে আবিষ্কার করেন?

উঃ- বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

2. মোবাইল ফোন কে আবিষ্কার করেন?

উঃ- মার্টিন কুপার।

3. ব্যান্ড এইড (Band-aid) কে আবিষ্কার করেন?

উঃ- আৰ্লে ডিকসন।

4.এরোপ্লেন কে আবিষ্কার করেন?

উঃ- অরভিল এবং উইলবার রাইট

5. JAVA কে আবিষ্কার করনে?

উঃ- জেমস এ গোসলিবং

6. স্টিম বোট কে আবিষ্কার করেন?

উঃ- রবার্ট ফুলটন।

7. Hot Air Balloon কে আবিষ্কার করেন?

উঃ- জোসেফ এবং ইটিয়েন মন্টগলফিয়ার।

8. ডিজেল ইঞ্চিন কে আবিষ্কার করেন?

উঃ- রুডলফ ডিজেন

9. হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন?

উঃ- এডওয়ার্ড টেলার।

10. ছাপাখানা কে আবিষ্কার করেন?

উঃ- জোহান গুটেনবার্গ।

11. টেলিগ্রাফ কে আবিষ্কার করেন?

উঃ- এম ল্যামন্ড।

12. রক্তসংবহন কে আবিষ্কার করেন?

উঃ- উইলিয়াম হার্ভে।

13. আমেরিকা কে আবিষ্কার করেন?

উঃ- কলম্বাস।

14. দক্ষিণমেরু কে আবিষ্কার করেন?

উঃ- রোল্ড আমুন্ডসেন।

15. সৌরজগৎ কে আবিষ্কার করেন?

উঃ- কোপার্নিকাস।

16. উত্তরমেরু কে আবিষ্কার করেন?

উঃ- রর্বাট পিয়েরি।

17. ভারতের আসার সমুদ্রপথ কে আবিষ্কার করেন?

উঃ- ভাস্কো-ডা-গামা।

18. গ্রহের গতি কে আবিষ্কার করেন?

উঃ- কেপলার।

19. যোগ ব্যায়াম কে আবিষ্কার করেন?

উঃ- পতঞ্চলি।

20. পারমানবিক বোমা কে আবিষ্কার করেন?

উঃ- জে রবার্ট ওপেনহাইমার।

21. সুয়েজখাল কে আবিষ্কার করেন?

উঃ- ফার্দিনান্দ দে লেসেপস।

22. বৈদ্যুতিক ব্যাটারি কে আবিষ্কার করেন?

উঃ- আলসান্দ্রো ভোল্টা।

23. সিনেমা কে আবিষ্কার করেন?

উঃ- নিকোলাস এবং জিন লুমিয়ের।

24. ডায়নামো কে আবিষ্কার করেন?

উঃ- মাইকেন ফ্যারাডে।

25. সুপার কম্পিউটার কে আবিষ্কার করেন?

উঃ- জে এইচ ভন টাসেল।

26. টেলিফোন কে আবিষ্কার করেন?

উঃ- আলেকজান্ডার গ্রাহামবেল।

28. X-রশ্মি কে আবিষ্কার করেন?

উঃ- উইলহেম কে রন্টজেন।

29. ব্যকটেরিয়াক কে আবিষ্কার করেন?

উঃ- লিউয়েন হক।

30. ভ্যাকসিন কে আবিষ্কার করেন?

এডওয়ার্ড জেনার।

31. কৃত্রিম হৃৎপিন্ড কে আবিষ্কার করেন?

উঃ- উইলিয়াম কফ।

32. স্টিমইঞ্চিন কে আবিষ্কার করেন?

উঃ- জেমস ওয়াট।

33. রেডিয়াম কে আবিষ্কার করেন?

উঃ- মাদাম কুমি।

34. টেলিভিশন কে আবিষ্কার করেন?

উঃ- জন লগি বেয়ার্ড।

35. ব্যারোমিটার কে আবিষ্কার করেন?

উঃ- ই টরিসেলি।

36. ডিনামাইট কে আবিষ্কার করেন?

উঃ- আলফ্রেড নোবেল।

37. এরোপ্লেন কে আবিষ্কার করেন?

উঃ- রাইট ভাতৃদ্বয়।

38. মাধ্যাকর্ষণ কে আবিষ্কার করেন?

উঃ- আইজ্যাক নিউটন।

39. রেল ইঞ্চিন কে আবিষ্কার করেন?

উঃ- জর্জ স্টিভেনসন।

40. দূরবীন কে আবিষ্কার করেন?

উঃ- গ্যালিলিও।

41. থার্মোমিটার কে আবিষ্কার করেন?

উঃ- ড্যানিয়েল ফারেনহাইট।

42. ইলেকট্রন কে আবিষ্কার করেন?

উঃ- জে টমসন।

43. টিটেনাস জীবানু কে আবিষ্কার করেন?

উঃ- নিকোলেয়ার।

44. শর্টহ্যান্ড কে আবিষ্কার করেন?

উঃ- আইজ্যাক পিটম্যান।

45. পেনিসিলিন কে আবিষ্কার করেন?

উঃ- আলেকজান্ডার ফ্লেমিং।

46. ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন?

উঃ- জেমস সিম্পসন।

47. রাডার কে আবিষ্কার করেন?

উঃ- হেনরিচ হাটজ।

48. নিউট্রন বোমা কে আবিষ্কার করেন?

উঃ- স্যমুয়েল কোহেন।

49. গ্রামোফোন কে আবিষ্কার করেন?

উঃ- টমাস আল্ভা এডিসন।

50. ঘড়ি (যান্ত্রিক) কে আবিষ্কার করেন?

উঃ- আই হ্যাঙ এবং লিয়াং লিং সাং।

51. স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন?

উঃ- রেনে লেনেক।

52. ডিডিটি কে আবিষ্কার করেন?

উঃ- পল মুলার।

53. প্রোটন কে আবিষ্কার করেন?

উঃ- রাদার ফোর্ড।

54. নিউট্রন কে আবিষ্কার করেন?

উঃ- চ্যাডউইক।

55. World Wide Web(www) কে আবিষ্কার করেন?

উঃ- টিম বার্নার্স-লি।

56. GPS (Global Positioning System) কে আবিষ্কার করেন?

উঃ- রজার এল ইস্টন।

57. Raman Effect কে আবিষ্কার করেন?

উঃ- সিভি রমন।

58. পোলিও টিকা কে আবিষ্কার করেন?

উঃ- জোনাস সালক।

59. প্যারাসুট কে আবিষ্কার করেন?

উঃ- লুই-সেবাস্তিয়ান লেনোরম্যান্ড।

60. সাবমেরিন কে আবিষ্কার করেন?

উঃ- কর্নেলিয়াস ড্রেবেল।

61. ক্লোরিন কে আবিষ্কার করেন?

উঃ- কার্ল উইলহেম শিল।

62. হাইড্রোজেন কে আবিষ্কার করেন?

উঃ- হেনরি ক্যাভেনডিশ।

63. দেশলাই কে আবিষ্কার করেন?

উঃ- জন ওয়াকার।

64. সেফটিপিন কে আবিষ্কার করেন?

উঃ- ওয়াল্টার হান্ট।

65. জেট ইঞ্চিন কে আবিষ্কার করেন?

উঃ- হান্স ভন ওয়াইন।

66. বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন?

উঃ- টমাস আল্ভা এডিসন।

67. বৈদ্যুতিক মোটর (ডিসি) কে আবিষ্কার করেন?

উঃ- টমাস ডেভেনপোর্ট।

68. পলিথিন কে আবিষ্কার করেন?

উঃ- এরিক ও গিবসন।

69. ক্যলকুলাস কে আবিষ্কার করেন?

উঃ- লিবনিজ ও নিউটন।

70. লিফট কে আবিষ্কার করেন?

উঃ- এলিশা জি ওটিস।

71. ভ্যাকিউম ক্লিনার কে আবিষ্কার করেন?

উঃ- হুবার্ট সিসিল বুথ।

72. কাঠের প্রিন্টিং প্রেস কে আবিষ্কার করেন?

উঃ- গুটেনবার্গ।

73. গ্যাস লাইটার কে আবিষ্কার করেন?

উঃ- ইয়োহান উলফগ্যাং ডোবেরেনার।

74. বৈদ্যুতিক ব্যাটারি কে আবিষ্কার করেন?

উঃ- ভোল্ট।

75. পেসমেকার কে আবিষ্কার করেন?

উঃ- রুনে এলমকভিস্ট।

76. বেলুন কে আবিষ্কার করেন?

উঃ- মাইকেল ফ্যারাডে।

77. টেলিস্কোপ কে আবিষ্কার করেন?

উঃ- হ্যান্স লিপারশে।

78. স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন?

উঃ- রেনে ল্যানেক।

79. ইনসুলিন কে আবিষ্কার করেন?

উঃ- স্যার ফ্রেডরিক বান্টিং।

80. চশমা কে আবিষ্কার করেন?

উঃ- আলেকজান্ডার স্পিনা।

81. হিলিয়াম কে আবিষ্কার করেন?

উঃ- জুলস জানসেন।

82. স্টেনলেস স্টিল কে আবিষ্কার করেন?

উঃ- হ্যারি ব্রিয়ারলি।

83. পারদ থার্মোমিটার কে আবিষ্কার করেন?

উঃ- গ্যাব্রিয়েল ফারেনহাইট।

84. হেলিকপ্টার কে আবিষ্কার করেন?

উঃ- ইগর সিকোরস্কি।

85. রিফল্ভার কে আবিষ্কার করেন?

উঃ- স্যামুয়েল কোল্ট।

86. মাইক্রোফোন কে আবিষ্কার করেন?

উঃ- গ্রাহাম বেল।

87. প্রেসার কুকার কে আবিষ্কার করেন?

উঃ- ডেনিস প্যাপিন।

88. অপটিক্যাল ফাইবার কে আবিষ্কার করেন?

উঃ- চার্লস কুয়েন কান্ড।

90. লেজার কে আবিষ্কার করেন কে?

উঃ- থিওডোর মাইমন।

91. কাগজ কে আবিষ্কার করেন?

উঃ- শাই লুন।

92. মোটরসাইকেল কে আবিষ্কার করেন?

উঃ- গটলিয়েব ডেমলার।

93. লোকোমোটিভ কে আবিষ্কার করেন?

উঃ- জর্জ স্টিফেনসন।

94. পেন্ডুলাম ঘড়ি কে আবিষ্কার করেন?

উঃ- ক্রিশ্চিয়ান হাইগেন্স।

95. স্টপ ওয়াচ কে আবিষ্কার করেন?

উঃ- স্যামুয়েল ওয়াটসন।

96. ফ্লোরিন কে আবিষ্কার করেন?

উঃ- আন্দ্রে-মেরি অ্যাম্পিয়ার।

97. ব্যারোমিটার কে আবিষ্কার করেন?

উঃ- টরিসেলি।

98. Bicycle (বাইসাইকে) কে আবিষ্কার করেন?

উঃ- কার্ল ভন ড্রাইজ।

99. সেন্টিগ্রেড স্কেল কে আবিষ্কার করেন?

উ-আন্দ্রে সেলসিয়া।

100. মোটর সাইকে কে আবিষ্কার করেন?

উঃ- এডওয়ার্ড বুটলার।

101. বলপয়েন্ট পেন কে আবিষ্কার করেন?

উঃ- John J Loud.

102. ATM কে আবিষ্কার করেন?

উঃ- ডোনাল্ড ওয়েটজল।

103. টাইপ রাইটার কে আবিষ্কার করেন?

উঃ- ক্রিস্টোফার লোথাম শোলস।

103. মাউস কে আবিষ্কার করেন?

উঃ- ডগলাস এঞ্চেলবার্ট।

104. ক্যালকুলেটর কে আবিষ্কার করেন?

উঃ- ব্লেইজ পাস্কেল।

105. Mobile কে আবিষ্কার করেন?

উঃ- মার্টিন কুপার।

106. ক্যামেরা কে আবিষ্কার করেন?

উঃ- জর্জ ইস্টম্যান

107. ক্রোমোজোম কে আবিষ্কার করেন?

উঃ- স্টাসবুর্গার।

108. কোষ কে আবিষ্কার করেন?

উঃ- রবার্ট হুক।

109. কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করেন?

উঃ- রবার্ট ব্রাউন।

110. গতিসূত্র কে আবিষ্কার করেন?

উঃ- আইজ্যাক নিউটন।

111. জলাতঙ্ক রোগের প্রতিষেধক টীকা কে আবিষ্কার করেন?

উঃ- লুই পাস্তুর।

112. তড়িৎ বিশ্লেষণ কে আবিষ্কার করেন?

উঃ- ফ্যারাডে।

113. থার্মোমিটার কে আবিষ্কার করেন?

উঃ- গ্যালিলিও গ্যালিলি।

114. পরম শূন্যতার স্কেল কে আবিষ্কার করেন?

উঃ- কেলভিন।

115. পোলিও টীকা কে আবিষ্কার করেন?

উঃ- জোনাস ই স্যাক।

116. প্লূটোনিয়াম কে আবিষ্কার করেন?

উঃ- সিবোর্গ।

117. ফনোগ্রাফ কে আবিষ্কার করেন?

উঃ- টমাস আলভা এডিসন।

118. ফ্লপি ডিস্ক কে আবিষ্কার করেন?

উঃ- আইবিএম কোম্পানি।

119. বংশগতির সূত্র কে আবিষ্কার করেন?

উঃ- গ্রেগর মেন্ডেল।

120. বসন্ত রোগের টীকা কে আবিষ্কার করেন?

উঃ- এডওয়ার্ড জেনার

121 বিদ্যুৎ কে আবিষ্কার করেন?

উঃ- উইলিয়াম গিলবার্ট।

122. বিবর্তনের সূত্র কে আবিষ্কার করেন?

উঃ- চার্লস ডারউইন।

123. ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন?

উঃ- ল্যান্ড স্টেইনার।

124. ভাইরাস কে আবিষ্কার করেন?

উঃ- চার্ল আই ইকলুজ।

125. ভিটামিন এ বি ও ডি কে আবিষ্কার করেন?

উঃ- মেকুলাস।

126. ম্যালেরিয়া রোগের জীবানু কে আবিষ্কার করেন?

উঃ- রোনাল্ড রস।

127. যক্ষা রোগের জীবানু কে আবিষ্কার করেন?

উঃ- রবার্ট কচ।

128. রক্ত সঞ্চালন কে আবিষ্কার করেন?

উঃ- ইউলিয়াম হার্ভে।

129. রিভলভার কে আবিষ্কার করেন?

উঃ- স্যামুয়েল কোল্ট।

130. রেডিও কে আবিষ্কার করেন?

উঃ- জি মার্কনি।

131. লেজার কে আবিষ্কার করেন?

উঃ- টি এইচ মাইম্যান।

132. CD কে আবিষ্কার করেন?

উঃ- আর সি এ।

133. হাইড্রোজনে কে আবিষ্কার করেন?

উঃ- হেনরি ক্যাভেন্ডিস।

134. হামের টীকা কে আবিষ্কার করেন?

উঃ- এনভারস এবং জন পিবলস।

135. হোমিওপ্যাথির জনক কে?

উঃ- হ্যানিম্যান।

136. প্রেসার কুকার কে আবিষ্কার করেন?

উঃ- ডেনিস প্যাপিন।

137. রাবার/টায়ার কে আবিষ্কার করেন?

উঃ- টমাস হ্যানকক।

138. সেলাইমেসিন কে আবিষ্কার করেন?

উঃ- টমাস সেন্ট।

139. পলিথিন কে আবিষ্কার করেন?

উঃ- আর ও গিবসন।

140. পেসমেকার কে আবিষ্কার করেন?

উঃ- গ্রেটবাখ।


Details:

File Name: Invention and Inventor Static GK Bengali.

Language: Bengali.

Page No: 5

Size: 291KB

Download: Click Here To Download


No comments:

Post a Comment