Header Ads Widget

Breaking

Tuesday, September 12, 2023

বাংলা GK প্রশ্ন ও উত্তর | Bangla GK Question with Answer

বাংলা GK প্রশ্ন ও উত্তর | Bangla GK Question with Answer

bangla-gk-question-answer
বাংলা GK প্রশ্ন ও উত্তর

বাংলা GK (Generel Knowledge): বিভিন্ন প্রতিযোগীতামুলক পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টপিক হল Generel Knowledge বা GK। আজকের এই প্রতিবেদনে নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ কিছু Bangla GK Question with Answer. এই বাংলা GK প্রশ্নোত্তরগুলি তোমাকে বিভিন্ন পরীক্ষায় ভালো ফল করতে আত্মবিশ্বাসী করে তুলবে। তোমরা যাতে সহজেই মনে রাখতে পার তার জন্য এগুলিকে প্রশ্নের আকারে উপস্থাপন করা হয়েছে।

1. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

উঃ- দাদাভাই নওরোজি

2. দিল্লি সুলতানির একজন বিখ্যাত কবির নাম করুন যাকে হিন্দুস্থানের তোতাপাখি বলা হত ?

উঃ- আমির খসরু

3. একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন ?

উঃ- বিনয় বসু

4. তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘোরী আর কার মধ্যে হয়েছিলো ?

উঃ- পৃথ্বীরাজ চৌহান

5. মাতৃ ভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন ?

উঃ- লর্ড লিটন

6. ইক্তা প্রথার প্রবর্তন কে করেন ?

উঃ- ইলতুৎমিস

7. মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছর জারি হয় ?

উঃ- 1878 খ্রিস্টাব্দে

8. বাংলায় আদিনা মসজিদ কে নির্মান করেন ?

উঃ- সিকান্দার শাহ

9. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ?

উঃ- সমাচার দর্পণ

10. সুলতানি আমলে কোন বাঙালি কবি কে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছিল?

উঃ- মালাধর বসুকে

11.স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?

উঃ- 1923 সালে

12. কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ?

উঃ- 1906 সালে

13. হুমায়ুননামা কার রচনা ?

উঃ- গুলবদন বেগম

14. তিতুমীর কে ছিলেন ?

উঃ- ওয়াহাবি আন্দোলনের নেতা

15. কবুলিয়াত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন ?

উঃ- শেরশাহ

16. স্বরাজ্য দলের একজন নেতার নাম কী ?

উঃ- চিত্তরঞ্জন দাশ

17. স্বামী বিবেকানন্দ রচিত একটি গ্রন্থের নাম কি ?

উঃ- বর্তমান ভারত

18. মুঘল ভারতে কে জিন্দাপীর নামে অভিহিত ছিলেন ?

উঃ- ওরঙ্গজেব

19. ডান্ডি অভিযান কবে হয়েছিল ?

উঃ- 12 ই মার্চ 1930 সালে

20. কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন ?

উঃ- আলাউদ্দিন খলজী

21. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?

উঃ- আবদুল গফফর খান

22. হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ- নবগোপাল মিত্র

23. সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন ?

উঃ- রাখালদাস ব্যানার্জি

24. ভারত সভার প্রতিষ্ঠাতা কে ?

উঃ- সুরেন্দ্রনাথ ব্যানার্জি;

25. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন ?

উঃ- ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড

26. সিন্ধু বাসীদের কোন ধাতুর ব্যবহার অজানা ছিল ?

উঃ- লোহা

27. ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ- 1876 খ্রিস্টাব্দে

28. বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয় ?

উঃ- 1500-1000 খ্রিস্টপূর্বাব্দে

29. ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল ?

উঃ- 8 ই আগস্ট 1942 সালে

30. আর্য শব্দের অর্থ কি ?

উঃ- চাষ করা

31. ত্রিপিটক লিখিত হয় কোন ভাষাতে ?

উঃ- পালি ভাষা তে

32. কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় ?

উঃ- 1 লা সেপ্টেম্বর 1942 খ্রিস্টাব্দে

33. প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিলেন ?

উঃ- 24 জন

34. হোমরুল আন্দোলনের একজন নেতার নাম বলো ?

উঃ- অ্যানি বেসান্ত

35. সর্বশেষ তীর্থঙ্কর এর নাম কি ?

উঃ- মহাবীর

36. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল ?

উঃ- 13 ই এপ্রিল 1919 সালে

37. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?

উঃ- মহাপদ্ম নন্দ

38. মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উঃ- বালগঙ্গাধর তিলক

39. ভারতে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন ?

উঃ- বিন্দুসার

40. গদর পার্টি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় ?

উঃ- 1913 সালে আমেরিকার সানফ্রান্সিসকো তে

41. কে শকাব্দ প্রচলন করেন ?

উঃ- 78 খ্রিস্টাব্দে সম্রাট কনিষ্ক

42. বুদ্ধচরিত কে রচনা করেন ?

উঃ- অশ্বঘোষ

43. কাকে বলা হত ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ ?

উঃ- দাদাভাই নওরোজি কে

44. মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করেন ?

উঃ- কুষাণ যুগে

45. করেঙ্গে ইয়া মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন ?

উঃ- মহাত্মা গান্ধী

46. গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- শ্রীগুপ্ত ?

47. ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- নেতাজি সুভাষচন্দ্র বসু

48. কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে অভিহিত ?

উঃ- সম্রাট সমুদ্রগুপ্ত

49. ভারতের লৌহ মানব কাকে বলা হত ?

উঃ- সর্দার বল্লভ ভাই প্যাটেল কে

58. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?

উঃ- কর্ণসুবর্ণ তে

51. কবে ইক্তারা উদ্দিন বক্তিয়ার খলজি বাংলা আক্রমণ করেন ?

উঃ- 1202 খ্রিস্টাব্দে


No comments:

Post a Comment