ভারতের বিভিন্ন ক্ষেত্রে পদাধিকারী ভারতীয় প্রথম পুরুষের তালিকা
বাংলা GK (Generel Knowledge): আজকের এই পোষ্ট'এ শেয়ার করলাম 'ভারতের বিভিন্ন ক্ষেত্রে পদাধিকারী ভারতীয় প্রথম পুরুষের তালিকা'টি। বাংলা GK (Generel Knowledge) এর অংশে বিভিন্ন ব্যক্তিত্বের নাম রয়েছে যারা ভারতের প্রথম প্রাণপুরুষ। Bangla Static GK এই অধ্যায় থেকে চাকরির বিভিন্ন পরীক্ষা যেমন- WB Police, Rail, Group D একটি হলেও এই ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে।
তাই বলব নিচে দেওয়া বাংলা জিকে প্রশ্নগুলিকে ভালোভাবে আয়ত্ব করে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিংক থেকে PDF টিকে ডাউনলোড করে নাও।
ভারতের বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় প্রথম পুরুষ
১। ভারতের প্রথম গভর্নর জেনারেল হন কে?
উঃ- ওয়ারেন হেস্টিংস।
২। ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হন কে?
উঃ- রাজাগোপালাচারি।
৩। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি নিযুক্ত হন কে?
উঃ- উমেশচন্দ্র ব্যানার্জি।
৪। ভারতের প্রথম ভাইসরয় হন কে?
উঃ- লর্ড ক্যানিং।
৫। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হন কে?
উঃ- বদরুদ্দিন তোয়াবজি।
৬। ভারতের প্রথম রাষ্ট্রপতি হন কে?
উঃ- রাজেন্দ্র প্রসাদ।
৭। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হন কে?
উঃ- সর্বপল্লী রাধাকৃষ্ণান।
৮। ভারতের প্রথম প্রধান মন্ত্রী হন কে?
উঃ- ডঃ রাজেন্দ্র প্রসাদ।
৯। ভারতের প্রথম উপপ্রধান মন্ত্রী হন কে?
উঃ- সর্দার বল্লভভাই প্যাটেল।
১০। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হন কে?
উঃ- আবুল কালাম আজাদ।
১১। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হন কে?
উঃ- ডঃ জাকির হোসেন।
১২। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হন কে?
উঃ- সুকুমার সেন।
১৩। ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ হন কে?
উঃ- জি ভি মাভলাঙ্কার।
১৪। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হন কে?
উঃ- হরিলাল জে কানিয়া।
১৫। ভারতের প্রথম I.C.S উত্তীর্ণ হন কে?
উঃ- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১৬। ভারতের প্রথম ICS অফিসার হন কে?
উঃ- সত্যেন্দ্রনাথ ঠাকুর।
১৭। ভারতের প্রথম কমান্ডার ইন চিফ জেনারেল নিযুক্ত হন কে?
উঃ- কে.এম.কারিয়াপ্পা।
১৮। ভারতের প্রথম চিফ অফ আর্মি স্টাফ জেনারেল হন কে?
উঃ- রাজেন্দ্রসিংজি জাদেজা।
১৯। ভারতের প্রথম চিফ অফ নাভাল স্টাফ হন কে?
উঃ- রাম দাস কাটারি।
২০। ভারতের প্রথম এয়ার চিফ মার্শাল হন কে?
উঃ- সুব্রত মুখার্জী।
২১। ভারতের প্রথম লোকসাভার বিরোধী দলনেতা কে ছিলেন?
উঃ- এ কে গোপালন।
২২। ভারতের প্রথম মহাকাশচারীর নাম কী?
উঃ- রাকেশ শর্মা।
২৩। ভারতের প্রথম নোবেল পুরষ্কার পান কে?
উঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।
২৪। কোন ভারতীয় প্রথম জ্ঞানপীঠ পুরুষ্কার পান?
উঃ- জি শঙ্কর কুরূপ।
২৫। কোন ভারতীয় প্রথম অর্থনীতিতে নোবেল পুরষ্কার পান?
উঃ- অমর্ত্য সেন।
২৬। কোন ভারতীয় প্রথম নোবেল শান্তি পুরষ্কার পান?
উঃ- কৈলাশ সত্যার্থী।
২৭। কোন ভারতীয় প্রথম পরমবীর চক্র পুরষ্কার পান?
উঃ- মেজর সোমনাথ শর্মা।
২৮। প্রথম ভারতরত্ন প্রাপকের নাম?
উঃ- রাধাকৃষ্ণান, রাজাগোপালাচারী ও সি ভি রমন।
২৯। কোন চলচ্চিত্র পরিচালক প্রথম অষ্কার পুরষ্কার পান?
উঃ- সত্যজিত রায়।
৩০। কোন ভারতীয় প্রথম আন্টার্কটিকা জয় করে?
উঃ- লেফটেন্যান্ট রামচরণ।
৩১। কোন ভারতীয় প্রথম দক্ষিণমেরু জয় করে?
উঃ- জে কে বাজাজ।
৩২। প্রথম কোন ভারতীয় উত্তরমেরু জয় করে?
উঃ- জগন্নাথন শ্রীনিবাসারাঘবন।
৩৩। কোন ভারতীয় প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করে?
উঃ- মিহির সেন।
৩৪। অক্সিজনে ছাড়াই কোন ভারতীয় প্রথম মাউন্ট এভারেস্ট জয় করে?
উঃ- শেরপা ফু দোর্জি।
৩৫। প্রথম কোন ভারতীয় মিস্টার ইউনিভার্স হন?
উঃ- মনোতোষ রায়।
৩৬। প্রথম কোন ভারতীয় মিস্টার ওয়ার্ল্ড হন?
উঃ- রোহিত খান্ডেলওয়াল।
৩৭। কোন ভারতীয় প্রথম অলিম্পিকে সোনা জয় করে (পুরুষ)?
উঃ- অভিনব বিন্দ্রা।
৩৮। ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ- কে আর নারায়ন।
File Details:
Name: ভারতের বিভিন্ন ক্ষেত্রে পদাধিকারী ভারতীয় প্রথম পুরুষের তালিকা
Language: বাংলা
No. Page: 2
Size: 165KB
Download: Click Here To Download.
No comments:
Post a Comment