Breaking

Saturday, September 9, 2023

70+ GK Questions in Bengali | পৃথিবীর বিভিন্ন দেশ এবং সেগুলির ভৌগোলিক উপনাম

70+ GK Questions in Bengali: এখানে তোমরা পেয়ে যাবে পৃথিবীর বিভিন্ন

দেশের নাম ও তাদের ভৌগোলিক উপনাম। যেগুলি তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ। এই আর্টিকল এখানে (সাধারণ জ্ঞানের ৭০) বা70+ GK Questions in Bengali এর বেশি প্রশ্ন একই সঙ্গে পেয়ে যাবে।

70+ GK Questions in Bengali
পৃথিবীর বিভিন্ন দেশ ও ভৌগোলিক উপনাম

Generel Knowledge Questions in Bengali: আপনি যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে অবশ্যই সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জেনে রাখা উচিত। লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউতে এই ধরনের প্রশ্নগুলি বেশি করা হয়। এমনকি একজন প্রার্থীর মানদন্ড বিচার হয় তার নলেজ দেখে। এই প্রতিবেদনে তেমনি 70 এরও বেশি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, দেখে নিন।

১। "সাদা হাতির দেশ" বলা হয় কোন দেশ কে?

উঃ – থাইল্যান্ড। 


২। কোন দেশকে 'বাজারের শহর' বলা হয়?

উঃ – কায়রো।


৩। কোন দেশকে 'নীল নদের দেশ/দান' বলা হত?

উঃ – মিশরকে। 


৪। কোন দেশকে 'আগুনের দ্বীপ' বলা হয়?

উঃ – আইসল্যান্ড। 


৫। কোন শহরকে 'প্রাচ্যের ডান্ডি' বলা হয়?

উঃ – নারায়ণগঞ্জ। 


৬। কোন দেশকে 'বজ্রপাতের দেশ' বলা হয়?

উঃ – ভূটানকে। 

৭। কোন শহরকে 'সোনালী তোরণের শহর' বলা হয়?

উঃ –সানফ্রান্সিসকো কে।


৮। কোন দেশকে 'দ্বীপ মহাদেশ' বলা হয়?

উঃ- অস্ট্রেলিয়া কে।


৯। কোন দেশকে 'সোনালী প্যাগোডার দেশ' বলা হয়?

উঃ- মিয়ানমার কে। 


১০। কোন দেশকে 'সকাল বেলার শান্তি' বলা হয়?

উঃ- কোরিয়া কে।


১১। কাকে 'পৃথিবীর ছাদ' বলা হয়?

উঃ- পামির মালভূমি কে।

which-countriy-is-called-land-of-pearls
পৃথিবীর বিভিন্ন দেশ ও ভৌগোলিক উপনাম

১২। 'মুক্তার দ্বীপ' বলা হয় কাকে?

উঃ- বাহরাইন কে।


১৩। কাকে 'লবঙ্গ দ্বীপ' বলা হয়?

উঃ- জাঞ্জিবার কে। 


১৪। কাকে 'নিষিদ্ধ দেশ' বলা হয়?

উঃ- তিব্বত কে।


১৫। কাকে 'বাতাসের শহর' বলা হয়?

উঃ- শিকাগো কে।

১৬। কোন শহরকে 'মন্দিরের শহর' বলা হয়?

উঃ- বেনারস কে।


১৭। কাকে 'শ্বেতাঙ্গদের কবরস্থান' বলা হয়?

উঃ- গিনিকোস্ট কে।


১৮। কাকে 'স্বর্ণ নগরী' বলা হয়?

উঃ- জোহান্সবার্গ কে।


২০। কোন শহরকে 'দ্বীপের নগরী' বলা হয়?

উঃ- ভেনিস কে।


২১। কোন শহরকে 'জাঁকজমকের নগরী' বলা হয়?

উঃ- নিউইয়র্ক কে।


২২। 'ভূ-মধ্যসাগরের প্রবেশ দ্বার' বলা হয় কাকে?

উঃ- জিব্রাল্টার প্রণালীকে। 

which-is-the-getway-of-India
পৃথিবীর বিভিন্ন দেশ ও ভৌগোলিক উপনাম

২৩। কাকে 'ভারতের প্রবেশ দ্বার' বলা হয়?

উঃ- মুম্বাই কে।


২৪। কাকে 'প্রাচ্যের ম্যানচেস্টার' বলা হয়?

উঃ- ওসাকা (জাপান) কে।


২৫। কাকে 'ম্যাপল পাতার দেশ' বলা হয়?

উঃ- কানাডা কে।


২৬। কোন দেশকে 'প্রাচীরের দেশ' বলা হয়?

উঃ- চীন কে।


২৭। কোন শহরকে 'ইউরোপের রুগ্ন মানুষ' মানুষ বলা হয়?

উঃ- তুরস্ক কে।


২৮। কোন শহরকে 'গোলাপী শহর' বলা হয়?

উঃ- জয়পুর কে।,রাজস্থান (ভারত) 


২৯। কাকে 'চির বসন্তের নগরী' বলা হয়?

উঃ- কিটো কে।(দঃ আমেরিকা) 


৩০। কাকে 'ল্যান্ড অব মার্বেল' বলা হয়?

উঃ- ইটালী কে।

৩১। কাকে 'পাকিস্তানের প্রবেশ দ্বার' বলা হয়?

উঃ- করাচী কে।


৩২। কোন দেশকে 'ভাটির দেশ' বলা হয়?

উঃ- বাংলাদেশ কে।


৩৩। কোন শহরকে 'রিক্সার নগরী' বলা হয়?

উঃ- ঢাকা কে।


৩৪। কোন দেশকে 'সূর্যোদয়ের দেশ' বলা হয়?

উঃ- জাপান কে।

৩৫। 'নিশীথ সূর্যের দেশ' বলা হয় কোন শহরকে?

উঃ- নরওয়ে কে। 


৩৬। কোন শহরকে 'মসজিদের শহর' বলা হয়?

উঃ- ঢাকা কে। 


৩৭। কোন দেশকে 'সোনালি আঁশের দেশ' বলা হয়?

উঃ- বাংলাদেশ  কে।


৩৮। কোন দেশকে সাত পাহাড়ের দেশ বলা হয়?

উঃ- রোম কে।


৩৯। কাকে 'পিরামিডের দেশ' বলা হয়?

উঃ- মিশর কে। 


৪০। কোন দেশকে 'বজ্রপাতের দেশ' বলা হয়?

উঃ – ভূটান কে।


৪১। কোন দেশকে 'দারুচিনীর দ্বীপ' বলা হয়?

উঃ – শ্রীলঙ্কা কে।

which-city-is-called-land-of-heaven
পৃথিবীর বিভিন্ন দেশ ও ভৌগোলিক উপনাম

৪২। কোন শহরকে 'ভূ-স্বর্গ' বলা হয়?

উঃ– কাশ্মীর কে।


৪৩। কাকে নিষিদ্ধ দেশ বলা হয়?

উঃ– তিব্বত কে। 


৪৪। কাকে 'নিষিদ্ধ নগরী' বলা হয়?

উঃ– লাসা কে।


৪৫। কাকে 'সমুদ্রের বধু' বলা হয়?

উঃ– গ্রেট বিটেন কে।


৪৬। কোন দেশকে 'নিশীথ সূর্য্যের দেশ' বলা হয়?

উঃ– নরওয়ে কে।


৪৭। কোন শহরকে 'ইউরোপের ককপিট' বলা হয়?

উঃ– বেলজিয়াম কে।

৪৮। কোন শহরকে 'স্কাই স্ক্রাপার্সের শহর' বলা হয়?

উঃ– নিউইয়র্ক কে।


৪৯। কোন শহরকে 'ব্রিটেনের বাগান' বলা হয়?

উঃ– কেন্ট (ইংল্যান্ড) 


৫০। কাকে 'সাদা শহর' বলা হয়?

উঃ– বেলগ্রেড (যুগোস্লাভিয়া) 


৫১। কোন দেশকে 'মুক্তার দেশ' বলা হয়?

উঃ– কিউবা।


৫২। কাকে 'বাতাসের শহর' বলা হয়?

উঃ– শিকাগো কে।


৫৩। কোন দেশকে 'হাজার দ্বীপের দেশ' বলা হয়?

উঃ– ফিনল্যান্ড কে।


৫৪। কাকে 'মরুভুমির দেশ' বলা হয়?

উঃ– আফ্রিকা কে।


৫৫। কাকে 'নীরব শহর' বলা হয়?

উঃ– রোম কে।


৫৬। কোন শহরকে 'পবিত্র ভুমি' বলা হয়?

উঃ– প্যালেস্টাইন কে।


৫৭। কোন শহরকে 'উত্তরের ভেনিস' বলা হয়?

উঃ– স্টকহোম কে।


৫৮। কোন শহরকে 'স্বর্ণ নগরী' বলা হয়?

উঃ– জোহনেসবার্গ কে। 


৫৯। কোন দেশকে 'ল্যান্ড অব মার্বেল' বলা হয়?

উঃ– ইটালি 


৬০। কাকে 'পবিত্র পাহাড়' বলা হয়?

উঃ– ফুজিয়ামা (জাপান) 


৬১। কোন শহরকে 'গোলাপি শহর' বলা হয়?

উঃ– রাজস্থান কে (ভারত) 


৬২। কোন শহরকে 'দ্বীপের নগরী' বলা হয়?

উঃ– ভেনিস কে। 


৬৩। সকাল বেলার শান্তি কোন দেশকে বলা হয়?

উঃ– কোরিয়া কে।


৬৪। 'চির বসন্তের নগরী' বলা হয় কাকে?

উঃ– কিটো (দ.আমেরিকা) 


৬৫। কাকে 'চীনের দুঃখ' বলা হয়?

উঃ– হোয়াংহো নদী কে।


৬৬। কোন প্রণালীকে 'ভূ-মধ্য সাগরের প্রবেশদ্বার' বলা হয়?

উঃ– জিব্রাল্টার কে।


৬৭। কোন দেশকে 'ম্যাপল পাতার দেশ' বলা হয়?

উঃ– কানাডা 


৬৮। কাকে 'দক্ষিণের রাণী' বলা হয়?

উঃ– সিডনি কে। 


৬৯। কোন দেশকে 'প্রাচ্যের ভেনিস' বলা হয়?

উঃ– ব্যাংকক 


৭০। কোন দেশকে ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয়?

উঃ– সুইজারল্যান্ড কে। 


৭১। কোন দেশকে 'ভূমিকম্পের দেশ' বলা হয়?

উঃ– জাপান কে।


৭২। 'সাত পাহাড়ের শহর' কাকে বলা হয়?

উঃ– রোমকয়ে। 


৭৩। 'দক্ষিণের গ্রেট ব্রিটেন' কোন দেশকে বলা হয়?

উঃ–নিউজিল্যান্ড কে।


৭৪। 'প্রাচ্যের গ্রেট ব্রিটেন' কোন দেশকে বলা হয়?

উঃ– জাপান কে।


৭৫। 'পান্না দ্বীপ' কোন দেশের উপনাম?

উঃ– আয়ারল্যান্ড 


৭৬। 'চির সবুজের দেশ' বলা হয় কাকে?

উঃ– নাটাল কে। .


৭৭। কাকে 'পোপের শহর' বলা হয়?

উঃ– রোম কে।


No comments:

Post a Comment