Indian Constitution Questions and Answers pdf in Bengali | Bhartiya Samvidhan
In this article, I have shared the questions of the Indian Constitution with answers. These Questions of Indian Constitution in Bengali Pdf.
There are the most important questions of Chapter 1 Constituent Assembly and the History of Making Constitution of India. It may help you to know about Indian Constitution was adopted.
Indian Constitution Questions and Answers
Every person should be aware of the provisions of the Indian Constitution. The Indian Constitution is the most complex constitution in the world, which is the supreme law of the land.
Constitution of India PDF and Constitutional Law Questions and Answers for knowledge seekers who want to know about the Indian Constitution.
Many people are looking for various information and constitution exam questions online to know about the Indian constitution and get exam questions and answers. This report will be especially helpful for those students.
It is important to remember that our Constitution is a living document that can evolve in response to societal needs. By becoming more knowledgeable about the Constitution, we can strengthen our democracy for generations to come by better understanding our rights and obligations as citizens.
অধ্যায় : 1 - সংবিধান [ Constitution]
১. সংবিধান কি বা সংবিধান কাকে বলে?
উঃ - একটি রাষ্ট্র যে যে মৌলিক শর্তের ভিত্তিতে প্রশাসিত হবে সেই শর্তগুলির সংকলনকে ‘সংবিধান’ বলা হয় ।রাষ্ট্রের শাসনতন্ত্রের কাঠামো প্রশাসনিক প্রতিষ্ঠানসমূহ এবং তাদের মুখ্য পদাধিকারীদের ভূমিকা, ক্ষমতা দায়িত্ব ও দায়বদ্ধতার পূর্ণচিত্র থাকে প্রত্যেকটি সভ্য দেশের লিখিত সংবিধানে ।
২. বিশ্বের কোন দেশের কোন লিখিত সংবিধান নেই?
উঃ - বিশ্বের প্রায় প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রের লিখিত সংবিধান থাকলেও ব্রিটেনের কোন লিখিত সংবিধান নেই।
৩. বিশ্বের মধ্যে আয়তনে বৃহত্তম সংবিধান কোনটি?
উঃ - ভারতীয় সংবিধান ।
৪. কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়?
উঃ - 26 শে নভেম্বর, 1949 সালে।
৫. 1946 সালে গৃহীত ভারতীয় সংবিধানের কয়টি পার্ট অনুচ্ছেদ ও তফসিল ছিল?
উঃ - 22 টি পার্ট, 395 টি অনুচ্ছেদ এবং ৪ টি তফশিল।
৬. গণপরিষদ কি?
উঃ - গণতান্ত্রিক রীতিনিতি অনুসারে একটি দেশের শাসনব্যবস্থা সেই দেশের অধিবাসীদের দ্বারা রচিত হওয়া উচিত । কিন্তু দেশবাসীর সকলের পক্ষে সংবিধান রচনার কাজে সরাসরি অংশগ্রহণ করা সম্ভব নয়। তাই দেশবাসীর প্রতিনিধি হিসেবে কয়েকজনকে নিয়ে একটি সংস্থা গঠিত হয় । এই সংস্থাই দেশ ও দেশবাসির জন্য একটি স্যবিদান প্রণয়ন করে । দেশের জনগণের হয়ে যারা সংবিধান রচনা করে সম্মিলিতবাবে তাঁদের বলা হয় গনপরিষদ ।
৭. কোন মিশনের প্লানের ভিত্তিতে গঠিত হয়েছিল ভারতের গণপরিষদ?
উঃ - 1946 সালে ভারতে আগত ক্যাবিনেট মিশন প্ল্যানের ভিত্তিতে গঠিত হয়েছিল ভারতের গনপরিষদ।
৮. ক্যাবিনেট মিশনের যে চারটি মূলনীতির ওপর ভিত্তি করে ভারতীয় গণপরিষদ গঠিত হয়েছিল সেগুলি কি কি?
উঃ - ক্যাবিনেট মিশনের যে চারটি মূল নিতির উপর ভিত্তি করে গনপরিষদ গঠিত হয়েছিল, সে নীতিগুলি হল-
- প্রত্যেক প্রদেশ ও দেশীয় রাজ্য তাদের জনসংখ্যার অনুপাতে [ প্রতি দশ লক্ষ জনতার জন্য একজন ] গণপরিষদে আসন পাবে । ঠিক হয় প্রদেশগুলির আসন সংখ্যা হবে 292 এবং দেশীয় রাজ্যগুলির আসনসংখ্যা হবে সর্বাধিক 93টি।
- প্রত্যেক প্রদেশের আসন সংখ্যা সাধারণ মুসলিম ও শিখ এই তিন সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যার আনুপাতিক হারে বিভক্ত হবে ।
- প্রত্যেক সম্প্রদায়ের সদস্যগণ একহস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে প্রাদেশিক আইনসভাগুলি থেকে নিজ নিজ প্রতিনিধিদের নির্বাচিত করবে ।
- প্রিন্সলি স্টেটগুলি থেকে প্রতিনিধি মনোনয়নের পদ্ধতি আলাপ আমলোচনার মাধ্যমে স্থির হবে।
৯. 1946 সালে কতজন প্রতিনিধি নিয়ে গঠিত হয় ভারতের গণপরিষদ?
উঃ - ক্যাবিনেট মিশন প্ল্যান অনুসারে 1946 সালের জুলাই মাসে প্রদেশগুলি থেকে নির্বাচিত 292 জন নির্বাচিত প্রতিনিধি এবং প্রিন্সলি স্টেটগুলি থেকে মনোনীত 93 জন প্রতিনিধি নিয়ে গঠিত হয় ভারতের গণপরিষদ ।
১০. ভারতের গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় কোথায়?
উঃ - 1946 সালের 9 ই ডিসেম্বর দিল্লির ‘কনস্টটটিউশন হল ’ এ অনুষ্ঠিত হয় গণপরিষদের প্রথম সভা।
গণ পরিষদ ও সংবিধান রচনার ইতিহাস
[ Constituent Assembly and the History of Making Constitution of India ]
১১. কোন ভারতীয় দল প্রথম সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি তোলে?
উঃ - সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের প্রথম দাবী তোলে স্বরাজ দল।
১২. স্বরাজ দল কত সালে ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের দাবি তোলে?
উঃ - 1935 সালে।
১৩. কোন সংস্থার পরিকল্পনার অধীনে গঠিত হয় ভারতীয় গণপরিষদ?
উঃ - ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গঠিত হয় গণপরিষদ ।
১৪. কোন দল গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি?
উঃ - গণপরিষদ গঠনে অংশগ্রহণ করে নি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ।
১৫. 1946 সালের গণপরিষদের সদস্যরা কোন আইনসভা দ্বারা নির্বাচিত হয়েছিলেন?
উঃ - গণপরিষদের সদস্যরা প্রাদেশিক আইনসভা দ্বারা নির্বাচিত হয়েছিলেন।
১৬. প্রতিষ্ঠাকালের গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
উঃ- গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389।
১৭. মুসলিম লীগ গণপরিষদের সদস্য পদ ত্যাগ করার পরে গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
উঃ - মুসলিম লীগের প্রতিনিধিরা গণপরিষদের সদস্যপদ ত্যাগ করার পর গণপরিষদের সদস্য সংখ্যা হয় 299 |
১৮. গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন কে?
উঃ - গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন ডঃ সচ্চিদানন্দ সিনহা ।
১৯. গণপরিষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় কত সালে?
উঃ - 1946 সালের 11 ই ডিসেম্বর অনুষ্ঠিত হয় গণপরিষদের দ্বিতীয় সভা ।
২০. গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান নিযুক্ত হন কে?
উঃ ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
২১. গণপরিষদের কোন সভায় ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী চেয়ারম্যান রূপে নির্বাচিত হন?
উঃ গণপরিষদের দ্বিতীয় সভায় (1946, 11 ই ডিসেম্বর)।
২২. ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদে মোট কটি কমিটি গঠিত হয়?
উঃ - ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদে গঠিত হয় মোট 13 টি কমিটি ।
২৩. ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উঃ - খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আমবেদকর ।
২৪. ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়?
উঃ - ডক্টর বি আর আম্বেদকর কে।
২৫. ভারতীয় গণপরিষদের খসড়া কমিটিতে মোট কতজন সদস্য ছিল?
উঃ - ভারতীয় গণপরিষদের খসড়া কমিটিতে চেয়ারম্যানসহ মোট সাত জন সদস্য ছিলেন।
২৬. গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন?
উঃ - গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি. এন. রাউ. ।
২৭. গণপরিষদের সম্মুখে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উপস্থাপন করেন কে?
উঃ - জওহরলাল নেহেরু।
২৮. কত সালে জওহরলাল নেহেরু গণপরিষদের সম্মুখে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উপস্থাপন করে?
উঃ - 1947 সালের 22 শে জানুয়ারি ।
২৯. কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়?
উঃ - 1949 সালের 26 শে নভেম্বর গৃহীত হয় ভারতীয় সংবিধান।
৩০. ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে কোন বিষয়গুলির উপর কার্যকরী গুরুত্ব আরোপ করা হয়?
উঃ - ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো কার্যকর হয় তাদের মধ্যে অন্যতম নাগরিকতা সংক্রান্ত বিষয়, নির্বাচন ও কার্যনির্বাহী সংসদ গঠন ।
৩১. কত খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধান কার্যকর করা হয়?
উঃ - 1950 খ্রিস্টাব্দের 26 শে জানুয়ারি কার্যকরী হয় ভারতীয় সংবিধান।
৩২. ভারতীয়দের দ্বারা ভারতীয় সংবিধান রচনার দাবী জনসমক্ষে প্রথম উত্থাপন করেন কে?
উঃ- ভারতীয়দের দ্বারা ভারতীয় সংবিধান রচনার দাবী জনসমক্ষে প্রথম উত্থাপন করেন মানবেন্দ্রনাথ রায়।
৩৩. কাকে ভারতের কমিউনিস্ট মুভমেন্টের জনক বলা হয়?
উঃ - মানবেন্দ্রনাথ রায়কে ভারতের কমিউনিস্ট মুভমেন্টের জনক বলা হয়।
৩৪. কত খ্রিস্টাব্দে গণপরিষদ ভারতের জাতীয় পতাকাটিকে গ্রহণ ও জাতীয় পতাকা হিসেবে অনুমোদন করে?
উঃ - 22শে জুলাই, 1947 খ্রিস্টাব্দে।
৩৫. কে ভারতীয় জাতীয় পতাকিটির নকশা তৈরী করেছিলেন?
উঃ- পিঙ্গলি ভেঙ্কাইয়া নামক অন্ধ্রপ্রদেশের এক বাসিন্দা।
৩৬. কোন তারিখটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে নির্বাচন করা হয়?
উঃ - 26শে জানুয়ারি ’ তারিখটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসাবে নির্বাচন করা হয়।
৩৭. কংগ্রেসের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
উঃ- জওহরলাল নেহেরুর ।
৩৮. কত খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয়?
উঃ - ১৯২৯ খ্রিস্টাব্দে।
৩৯. কংগ্রেসের কোন অধিবেশনে স্বায়ত্ত শাসনের পরিবর্তে পূর্ণ স্বরাজের দাবি করা হয়?
উঃ - ১৯২৯ খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে।
No comments:
Post a Comment