Breaking

Friday, September 23, 2022

WBBSE Madhyamik Bengali MCQ - মাধ্যমিক বাংলা মক টেস্ট-৫

WBBSE Madhyamik Bengali MCQ - মাধ্যমিক বাংলা মক টেস্ট-৫

WBBSE Madhyamik Bengali MCQ
মাধ্যামিক বাংলা মক টেস্ট-৫
হ্যালো বন্ধুরা,
এই পেজে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের বেশ কিছু ভীষণ গুরুত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্ন উত্তর সহ শেয়ার করলাম।মাধ্যমিকে বাংলা পরীক্ষায় ১৭ নম্বর এর MCQ (Multiple Choose Questions) থাকবে। এজন্য তোমরা যাতে এবছরের মাধ্যমিক পরীক্ষায় ১৭ তে ১৭ নম্বর পেতে পার তার জন্য তোমাদের সুবিধার্থে একটি মক টেস্টের ব্যবস্থা করা হল। যাতে করে তোমরা নিজেরাই যাচাই করে নিতে পার নিজেদের স্কোরটি।

1➤ অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজন কে পালন করতে রাজি ছিলেন?

ⓐ এগারো জনকে
ⓑ সতেরো জনকে
ⓒ একুশ জনকে
ⓓ একত্রিশ জনকে

2➤ নদের চাঁদ কর্মস্থলের কাছের নদীটিকে কত বছর চেনে?

ⓐ তিন বছর
ⓑ চার বছর
ⓒ ছয় বছর
ⓓ পাঁচ বছর

3➤ পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের বয়স-

ⓐ পঁচিশ-ত্রিরিশের বেশি নয়
ⓑ চল্লিশ-পঞ্চাশের মধ্যে
ⓒ আটাশ-উনত্রিশের মধ্যে
ⓓ ত্রিশ-বত্রিশের অধিক নয়

4➤ যুদ্ধের আগুনের দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি তা হল-

ⓐ সেতার
ⓑ হারমোনিয়াম
ⓒ বীণা
ⓓ জলতরঙ্গ

5➤ 'হৈমবতী-সুত' হলেন-

ⓐ মেঘনাদ
ⓑ অর্জুন
ⓒ লক্ষ্মণ
ⓓ কর্তিকেয়

6➤ কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় কে?

ⓐ ঝামর
ⓑ সাগর
ⓒ চামর
ⓓ বাতাস

7➤ 'সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিল" তার পোশাকি নাম-

ⓐ পার্কার
ⓑ পাইলট
ⓒ রিজার্ভার
ⓓ স্টাইলাস

8➤ পরিভাষা রচনার কাজ করতে হয়-

ⓐ বিখ্যাত কোন ব্যক্তির দ্বারা
ⓑ দুজন মিলে
ⓒ সমবেতভাবে
ⓓ বিক্যাত লেখকের দ্বারা

Madhyamik History pdf

9➤ পারিভাষিক বাংলা শব্দ নেই এমন একটি ইংরেজী শব্দ হল-

ⓐ কাপ
ⓑ টেবিল
ⓒ অক্সিজেন
ⓓ চেয়ার

10➤ 'দ্বিগু' শব্দের সাধারণ অর্থ হল-

ⓐ দুটি গোরু
ⓑ দুটি গুন
ⓒ দুই গোরুর সমষ্টি
ⓓ দ্বি-গুনের সমাহার

11➤ বহুব্রীহি সমাসের একই পদের পুনরাবৃত্তির দ্বারা পরস্পরে একজাতীয় কাজ করা কে বোঝায়?-

ⓐ সমার্থক বহুব্রীহি
ⓑ ব্যতিহার বহুব্রীহি
ⓒ সাধারণ বহুব্রীহি
ⓓ একপদী বহুব্রীহি

12➤ কোনটি অনুজ্ঞাসূচক বাক্য?-

ⓐ আবার এসো
ⓑ আমি যাব না
ⓒ তুমি কী করছ?
ⓓ সে আসবে

13➤ 'সে হয়তো আজ আসবে না'- এটি কী ধরনের বাক্য?-

ⓐ আবেগসূচক
ⓑ প্রশ্নবোধক
ⓒ প্রার্থনাসূচক
ⓓ সন্দেহ সূচক

14➤ কোনটি বিভক্তির প্রধান কারক নয়?-

ⓐ নিমিত্ত কারক
ⓑ কর্তৃকারক
ⓒ কর্মকারক
ⓓ অধিকরণ কারক

15➤ বাংলা ব্যাকরণে অ-কারক পদের সংখ্যা হল-

ⓐ ৩টি
ⓑ ২টি
ⓒ ১টি
ⓓ ৪টি

16➤ কর্মবাচ্যে সমাপিকা ক্রিয়াকে নিয়ন্ত্রিত কর-

ⓐ কর্তা
ⓑ গৌণ কর্ম
ⓒ ক্রিয়া স্বয়ং
ⓓ কর্তা ও কর্ম উভয়ই

17➤ 'গাড়ি চলে'- এটি কি ধরণের বাচ্য-

ⓐ কর্মকর্তৃবাচ্য
ⓑ কর্মবাচ্য
ⓒ ভাববাচ্য
ⓓ কর্তৃবাচ্য



No comments:

Post a Comment