Madhyamik Bengali MCQ | Madhyamik Bengali Mock Test 4
wbelearning,
এই article এ আমি Madhyamik Bengali MCQ (Multiple Choose Question) উত্তরসহ শেয়ার করলাম। This topic is interesting and want to check your knowledge about this subject then read this article till the end.
1➤ তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে'-
ⓑ উল্লসিত হয়
ⓒ খুশি হয়
ⓓ পুলকিত হয়
2➤ বিরগীর মত 'ধন জন যৌবন' হল-
ⓑ অনর্থের মূল
ⓒ বঞ্চনা
ⓓ সুখের উৎস
3➤ সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন-
ⓑ ডাক্তার
ⓒ পুলিশ
ⓓ কেরানি
4➤ 'সেখানে ছাড়িয়ে রইল কাঠকয়লা'- কোথায় কাঠকয়লা ছাড়িয়ে রইল?
ⓑ যেখানে ছিল শহর
ⓒ যেখানে নগর ছিল
ⓓ যেখানে জঙ্গল ছিল
5➤ সৃষ্টিকর্তা আফ্রিকাকে যার নিবিড় পাহারায় বেঁধেছিলেন, তা হল-
ⓑ হিংস্র জন্তুর
ⓒ বনস্পতির
ⓓ বেদেশি সৈন্যের
6➤ বেথানিত হৈছে বেশ বেশ-
ⓑ অসংবৃত
ⓒ অলংকৃত
ⓓ কোনটিই নয়
7➤ 'লাঠি তোমার দিন ফুরাইয়াছে।'- এই কথাটির রচয়িতা হলেন-
ⓑ বঙ্কিমচন্দ্র
ⓒ রবীন্দ্রনাথ
ⓓ শরৎচন্দ্র
8➤ 'আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুদাধ্য হবে, ' যখন এদেশে-
ⓑ বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে
ⓒ মার্তভাষার অনুবাদের আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারবেন
ⓓ ্লেখকরা অনুবাদের আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারবেন
9➤ বাঙালি সাংবাদিকদের 'বাবু কুইল ড্রাইভারস' বলতেন-
ⓑ লর্ড কার্জন
ⓒ লর্ড বেন্টিঙ্ক
ⓓ লর্ড ওয়েলেসলি
10➤ 'বিভক্তি' ককারকবোধক পদের কোথায় বসে-
ⓑ আগে বিচ্ছিন্ন অবস্থায়
ⓒ মাঝে যুক্ত অবস্থায়
ⓓ পরে যুক্ত অবস্থায়
11➤ পূর্ব ও পর দুই পদের অর্থ বজায় থাকে যে সমাসে সেটি হল-
ⓑ দ্বন্দ্ব
ⓒ দ্বিগু
ⓓ কর্মধারয়
12➤ বিনা জলেই সায়ংসন্ধ্যা সমাপন করিল- স্থূলাক্ষর পদটি যে সমাসের উদাহরণ সেটি হল-
ⓑ দ্বন্দ্ব
ⓒ কর্মধারয়
ⓓ দ্বিগু
13➤ 'পদথের পাঁচালি' আমার আগেই দেখা হয়েছে- এটি কোন বাচ্যের উদাহরণ-
ⓑ কর্মধারয়
ⓒ ভাববাচ্য
ⓓ কর্মবাচ্য
14➤ 'সন্যাসী হাসলেন আর চলে গেলেন'- এটি কী ধরণের বাক্য?-
ⓑ যৌগিক বাক্য
ⓒ জটিল বাক্য
ⓓ মিশ্র বাক্য
15➤ 'লেখাপড়া শেখায় সেই রাস্তা-
ⓑ নির্দেশক বাক্য
ⓒ সন্দেহবাচক বাক্য
ⓓ প্রার্থনাসূচক বাক্য
16➤ 'খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পূজোর সময়' - নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ?
ⓑ করণকারক
ⓒ অধিকরণ কারক
ⓓ কর্মকারক
17➤ অকারক পদ হল -
ⓑ সম্বোধন পদ
ⓒ সম্বন্ধ পদ
ⓓ সম্বন্ধ পদ ও সম্বোধন পদ
No comments:
Post a Comment