Breaking

Sunday, September 25, 2022

Madhyamik Bengali MCQ Question - মাধ্যমিক বাংলা মক টেস্ট - ৬

Madhyamik Bengali MCQ Question - মাধ্যমিক বাংলা মক টেস্ট - ৬ 

In this post I share Madhyamik Bengali MCQ Question. These are most important with answer for Madhyamik Exam 2023. It will help you to carry the good marks in Madhyamik Exam.

Madhyamik Bengali MCQ Question
মাধ্যমিক বাংলা পর্বঃ ৬

WB e-Learning,
        হ্যালো বন্ধুরা,
        এই পোস্টটিতে আমি Madhyamik Bengali MCQ Question (Multiple Choose Question) শেয়ার করলাম। মাধ্যমিক বাংলা MCQ 2023 এর জন্য অপরিহার্য। মাধ্যমিক বাংলা MCQ প্রশ্নগুলি তোমাদের বিগত বছরের Test Paper 2018-19 থেকে প্রস্তুত করা হয়েছে। 

যা তোমার মাধ্যমিক পরীক্ষায়  (Madhyamik Exam 2023) বাংলা বিষয়ে সর্বোচ্চ নম্বর পেতে সাহায্য করবে।মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেতে আপনাকে এই ধরনের প্রশ্নের সাহায্যে প্রস্তুতি নিতে হবে। এগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই সহায়ক।

1➤ স্টেশন থেকে নদীর দূরত্ব ছিল-

ⓐ আধ মাইল
ⓑ এক মাইল
ⓒ দুই মাইল
ⓓ তিন মাইল

2➤ পান্নালাল প্যাটেল কোন ভাষার প্রসিদ্ধ লেখক ছিলেন?

ⓐ মারাঠি ভাষার
ⓑ গুজরাটি ভাষার
ⓒ তামিল ভাষার
ⓓ বাংলা ভাষার

3➤ 'ডিম ভাজা আর চা খায়' - কে?

ⓐ তপনের মেজো কাকা
ⓑ তপনের বাবা
ⓒ তপনের ছোটো মাসি
ⓓ তপনের মামা

4➤ 'অসুখী একজন' কবিতায় কবি কটি বছর কেটে যাওয়ার কথা বলেছেন?

ⓐ চারটি
ⓑ তিনটি
ⓒ দুটি
ⓓ একটি

5➤ 'বুঝি সমুদ্রের নাও'- এখানে 'নাও' শব্দের অর্থ হল-

ⓐ নিয়ে যাওয়া
ⓑ রাখ
ⓒ নৌকা
ⓓ নোঙর

6➤ 'বর্ম খুলে দ্যাখো-গায়ে'। শূন্যস্থান পুরণ করো।

ⓐ নিজের
ⓑ ঠান্ডা
ⓒ আদুড়
ⓓ উষ্ণ

7➤ এখন স্কুলের ছেলেমেয়ের তহবিলে কী দেখা যায়?

ⓐ কলম
ⓑ রকমারি কলম
ⓒ শলাকা
ⓓ তুলি

8➤ শেষ পর্যন্ত নিবের কলমের মান-মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে?

ⓐ শরৎচন্দ্র
ⓑ সত্যজিৎ রায়
ⓒ বঙ্কিমচন্দ্র
ⓓ অমিয় চক্রবর্তী

Madhyamik History pdf

9➤ Sensitive Person-এর বাংলা অর্থ হওয়া উচিত-

ⓐ উত্তেজনাপ্রবণ ব্যক্তি
ⓑ অভিমানী
ⓒ উত্তেজক
ⓓ ব্যথাপ্রবণ

10➤ এখন টাকায় সব হয়।- নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ।

ⓐ কর্তৃওকারক
ⓑ করণকারক
ⓒ অপাদান কারক
ⓓ অধিকরণ কারক

11➤ 'রাজায় রাজায় যুদ্ধ হয়।'- এই বাক্যের কর্তাটি হল-

ⓐ প্রযোজ্য কর্তা
ⓑ সহযোগী কর্তা
ⓒ ব্যতিহার কর্তা
ⓓ সমধাতুজ কর্তা

12➤ তৃতীয়পদ প্রধান হয় যে সমাসে সেটি-

ⓐ অব্যয়ীভাব
ⓑ তৎপুরুষ
ⓒ দ্বীগু
ⓓ বহুব্রীহি

13➤ 'ত্রিভূবন'- কী সমাস?

ⓐ তৎপুরুষ
ⓑ দ্বীগু
ⓒ দ্বন্দ্ব
ⓓ কর্মধারয়

14➤ 'কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এটি কোন শ্রেণীর বাক্য?

ⓐ সরল বাক্য
ⓑ জটিল বাক্য
ⓒ মিশ্র বাক্য
ⓓ যৌগিক বাক্য

15➤ 'আজ কি তোমার বাজার যাওয়া হয়নি?'- এটি হল-

ⓐ কর্তৃবাচ্য
ⓑ ভাববাচ্য
ⓒ কর্মবাচ্য
ⓓ কর্মকর্তৃবাচ্য

16➤ 'গীতায় পড়া আছে'থেকে'গীতায় পড়েছি'- এই বাচ্য পরিবর্তনটি হল-

ⓐ ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে
ⓑ কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে
ⓒ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে
ⓓ কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে

17➤ দৃশ্যটি খুবই সুন্দর।- এটি কী ধরনের বাক্য?

ⓐ প্রশ্নবাচক বাক্য
ⓑ বিস্ময়সূচক বাক্য
ⓒ জটিল বাক্য
ⓓ নির্দেশক বাক্য



No comments:

Post a Comment