Madhyamik Bengali Question 2022-23 | সঠিক উত্তরটি নির্বাচন কর । Part 2
wbelearning,
হ্যালো স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা কি Search
Madhyamik Bengali Question for upcoming Madhyamik Exam 2022-23 on online এ বাংলা বিষয়ের ও অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তর বিভিন্ন সোস্যাল মিডিয়ায় খুঁজে চলেছো? তাহলে আর তোমাদের সময় নষ্ট করে খুঁজাখুঁজি করতে হবে না কারণ আমরা নিয়ে এসেছি Madhyamik
Bengali Question with its answers যা তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি (Madhyamik Exam preparation) কেমন হয়েছে তা তোমরা এখানে নিজেদের যাচাই করতে সক্ষম হবে।
1➤ তপনের চিরকালের বন্ধু-
ⓐ মা
ⓑ বাবা
ⓒ ছোটমাসী
ⓓ মেজোকাকু
ⓑ বাবা
ⓒ ছোটমাসী
ⓓ মেজোকাকু
2➤ 'এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে'-
ⓐ চাকরির জন্য
ⓑ দেশের জন্য
ⓒ নির্জীব নদীর জন্য
ⓓ নূতন রং করা ব্রিজটির জন্য
ⓑ দেশের জন্য
ⓒ নির্জীব নদীর জন্য
ⓓ নূতন রং করা ব্রিজটির জন্য
3➤ গ্রাম প্রধান অমৃতের নাম দিলেন-
ⓐ অদল
ⓑ বদল
ⓒ অদল-বদল
ⓓ বদল-অদল
ⓑ বদল
ⓒ অদল-বদল
ⓓ বদল-অদল
4➤ 'দশাননাত্মজ' কে?
ⓐ রাম
ⓑ ইন্দ্রজিৎ
ⓒ লক্ষ্মণ
ⓓ বিভীষণ
ⓑ ইন্দ্রজিৎ
ⓒ লক্ষ্মণ
ⓓ বিভীষণ
5➤ 'অসুখী-একজন' কবিতাটি তরজমা করেন-
ⓐ শঙ্ক ঘোষ
ⓑ উৎপল কুমার বসু
ⓒ নবারুন ভট্টাচার্য
ⓓ অনিন্দ্য সৌরভ
ⓑ উৎপল কুমার বসু
ⓒ নবারুন ভট্টাচার্য
ⓓ অনিন্দ্য সৌরভ
6➤ 'কেতন' শব্দের অর্থ -
ⓐ পতাকা
ⓑ জয়টীকা
ⓒ ওড়না
ⓓ শিখা
ⓑ জয়টীকা
ⓒ ওড়না
ⓓ শিখা
7➤ কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল-
ⓐ ১৯২৬
ⓑ ১৯৩৬
ⓒ ১৮৪৬
ⓓ ১৯৫৬ সালে
ⓑ ১৯৩৬
ⓒ ১৮৪৬
ⓓ ১৯৫৬ সালে
8➤ 'তাঁরও ছিল ফাউন্টেন পেনের নেশা'- কার?
ⓐ মানিক বন্দ্যোপাধ্যায়
ⓑ রাজশেখর বসু
ⓒ সুবোধ ঘোষ
ⓓ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ⓑ রাজশেখর বসু
ⓒ সুবোধ ঘোষ
ⓓ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
9➤ ডমরুধর-এর লেখক-
ⓐ পরশুরাম
ⓑ শিবরাম চক্রবর্তী
ⓒ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
ⓓ মানিক বন্দ্যোপাধ্যায়
ⓑ শিবরাম চক্রবর্তী
ⓒ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
ⓓ মানিক বন্দ্যোপাধ্যায়
10➤ 'দুয়ারে দাঁড়িয়ে রথ' - নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ-
ⓐ কর্তৃকারক
ⓑ অপাদান কারণ
ⓒ করণ কারক
ⓓ অধিকরণ কারক
ⓑ অপাদান কারণ
ⓒ করণ কারক
ⓓ অধিকরণ কারক
11➤ বর্ধমানের ধান বিখ্যাত - নিম্নরেখ পদটি
ⓐ সম্বন্ধ পদ
ⓑ সম্বোধন পদ
ⓒ কর্মকারক
ⓓ অপাদান কারক
ⓑ সম্বোধন পদ
ⓒ কর্মকারক
ⓓ অপাদান কারক
12➤ ব্যাসবাক্যের অপর নাম-
ⓐ সমাসবধ বাক্য
ⓑ মিশ্রবাক্য
ⓒ বিগ্রহবাক্য
ⓓ কোনোটিই নয়
ⓑ মিশ্রবাক্য
ⓒ বিগ্রহবাক্য
ⓓ কোনোটিই নয়
13➤ নিত্য সমাসের একটি উদাহরণ হল-
ⓐ খেচর
ⓑ দেশান্তর
ⓒ নবরত্ন
ⓓ মেঘনাদ
ⓑ দেশান্তর
ⓒ নবরত্ন
ⓓ মেঘনাদ
14➤ সরলবাক্যে সমাপিকা ক্রিয়া থাকে -
ⓐ একটি
ⓑ দুটি
ⓒ একাধিক
ⓓ একটিও নয়
ⓑ দুটি
ⓒ একাধিক
ⓓ একটিও নয়
15➤ 'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে'- এটি কোন শ্রেণীর বাক্য?
ⓐ বিস্ময় সূচক
ⓑ সরল
ⓒ জটিল
ⓓ যৌগিক বাক্য
ⓑ সরল
ⓒ জটিল
ⓓ যৌগিক বাক্য
16➤ একটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হল-
ⓐ শ্রেয়া শাঁখ বাজায়
ⓑ শাঁখ বাজে
ⓒ বিয়াস পড়ে
ⓓ রমা গান করে
ⓑ শাঁখ বাজে
ⓒ বিয়াস পড়ে
ⓓ রমা গান করে
17➤ কালি কলম মন, লেখে তিন জন - এটি কোন বাচ্যের উদাহরণ?
ⓐ কর্তৃবাচ্য
ⓑ কর্মবাচ্য
ⓒ ভাববাচ্য
ⓓ কর্মকর্তৃবাচ্য
ⓑ কর্মবাচ্য
ⓒ ভাববাচ্য
ⓓ কর্মকর্তৃবাচ্য
আগের পর্বঃ
No comments:
Post a Comment