Breaking

Thursday, September 15, 2022

Madhyamik Bengali Suggestion 2023 - মাধ্যমিক বাংলা সাজেশন | Part 3

Madhyamik Bengali Suggestion 2023 - মাধ্যমিক বাংলা সাজেশন

Madhyamik Suggestion of Bengali Subject. This suggestion make helpfull for your prepareing madhyamik exam.

Madhyamik Bengali Suggestion
wbelearning,
        হ্যালো বন্ধুরা,
         তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা ২০২৩ নিয়ে চিন্তিত রয়েছো এবং বিভিন্ন জায়গা সার্চ করে চলেছ কোথায় মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের প্রশ্ন ও উত্তর গুলি পাওয়া যায়। যদি তোমার ধারণা এমনই থাকে তবে তুমি সঠিক জায়গাতেই এসেছ। এই আর্টিকল এ তোমাদের আমি কিছু MCQ (Multiple Choose Question) শেয়ার করলাম যা তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে।

1➤ তপনের নতুন মেসোমসশাই ছিলেন একজন-

ⓐ অভিনেতা
ⓑ খেলোয়াড়
ⓒ চিত্র পরিচালক
ⓓ লেখক

2➤ অমৃতের বয়স -

ⓐ এগারো বছর
ⓑ দশ বছর
ⓒ বারো বছর
ⓓ পনেরো বছর

3➤ 'আমি বাবু ধর্মভীরু মানুষ' ধর্মভীরু মানুষটি হলেন -

ⓐ তেওয়ারী
ⓑ অপূর্ব
ⓒ গিরীশ মহাপাত্র
ⓓ জগদীশ বাবু

4➤ ইন্দ্রজিত এর কাছে ছদ্মবেশে এসেছিনেন-

ⓐ পাঞ্চালসুতা
ⓑ দানবসুতা
ⓒ অম্বুরাশি - সুতা
ⓓ জনকসুতা

5➤ 'অসুখী একজন' কবিতাটির অনুবাদক হলেন-

ⓐ জীবনানন্দ দাশ
ⓑ শক্তি চট্টোপাধ্যায়
ⓒ নবারুণ ভট্টাচার্য
ⓓ উৎপলকুমার বসু

6➤ প্রলয় উল্কা ছোটায়-

ⓐ লাল খিলানে
ⓑ সবুজ খিলানে
ⓒ নীল খিলানে
ⓓ জগৎ মাঝে

7➤ 'কুইল' হল-

ⓐ খাগের কলম
ⓑ পালকের কলম
ⓒ খাগড়ার কলম
ⓓ কঞ্চির কলম

8➤ 'হিমালয় যেন পৃথিবীর মানদন্ড।' - উক্তিটি করেছেন-

ⓐ অশ্বঘোষ
ⓑ ভবভূতি
ⓒ কালিদাস
ⓓ বাণভট্ট

Madhyamik History pdf

9➤ ছোটবেলায় রাজশেখর বসুকে যার বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল তার নাম-

ⓐ ব্রজমোহন মল্লিক
ⓑ হরিমোহন রায়
ⓒ কেশবচন্দ্র নাগ
ⓓ ব্রহ্মমোহন মল্লিক

10➤ যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে বলে-

ⓐ দ্বন্দ্ব সমাস
ⓑ কর্মধারয় সমাস
ⓒ অলোপ সমাস
ⓓ বহুব্রীহি সমাস

11➤ বিস্ময়-আনন্দ-দুঃখ-বিষাদ ইত্যাদি কোন শ্রেণির বাক্যের অন্তর্গত-

ⓐ শর্তসাপেক্ষ বাক্য
ⓑ আবেগসূচক বাক্য
ⓒ অনুজ্ঞাসূচক বাক্য
ⓓ নির্দেশক বাক্য

12➤ কর্তৃবাচ্যের কর্তা কর্মবাচ্যে হয়ে যায়-

ⓐ উক্ত কর্তা
ⓑ অনুক্ত কর্তা
ⓒ উহ্য কর্তা
ⓓ অক্ষুন্ন কর্তা

13➤ উপমান ও উপমেয়ের অভেদ-কল্পনার যে সমাসের বৈশিষ্ট্য তার নাম-

ⓐ উপমান কর্মধারয়
ⓑ উপমিত কর্মধারয়
ⓒ রূপক কর্মধারয়
ⓓ সধারণ কর্মধারয় সমাস

14➤ আমি ডাক্তারবাবুকে টাকা মিটিয়ে দিলাম। - এই বাক্যের নিম্নরেখ পদ দুটি যথাক্রমে

ⓐ মুখ্য কর্ম ও গৌণ কর্ম
ⓑ মুখ্য কর্ম ও মুখ্য কর্ম
ⓒ গৌণ কর্ম ও গৌণ কর্ম
ⓓ গৌণ কর্ম ও মুখ্য কর্ম

15➤ অ-কারক হল-

ⓐ দুই প্রকার
ⓑ তিন প্রকার
ⓒ চার প্রকার
ⓓ পাঁচ প্রকার

16➤ আমি পড়তে যাব। - গঠনগত দিক থেকে বাক্যটি

ⓐ সরল বাক্য
ⓑ জটিল বাক্য
ⓒ যৌগিক বাক্য
ⓓ মিশ্র বাকয়

17➤ ওকে যেতে দাও।- এই বাক্যটির ভাববাচ্য হল-

ⓐ ওকে যেতে দিতে বলছি
ⓑ ওকে যেতে দেওয়া হোক
ⓒ ওর যাওয়া উচিৎ
ⓓ ও যাবে



No comments:

Post a Comment