Geography MCQ-Class 10 Geography Chapter 1 MCQ online test
Here I share the Class 10 Geography MCQ questions with answers. It will also be called Madhyamik Geography MCQ. Before this post, I share the Geography MCQ Chapter 1 exercise questions that have in your Geography book. Geography Chapter 1 অনুশীলনী MCQ.
1➤ ভূমিরুপ গঠনকারী প্রক্রিয়াসমুহকে কয় ভাগে ভাগ করা যায়? -
ⓑ ৩টি
ⓒ ৪টি
ⓓ ৫টি
2➤ ভূমিরুপ গঠনকারী পার্থিব প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? -
ⓑ ৩টি
ⓒ ৪টি
ⓓ ৫টি
3➤ বহির্জাত প্রক্রিয়ার প্রকৃতি -
ⓑ ধীর
ⓒ মাঝারি
ⓓ অত্যন্ত ধীর
4➤ আরোহণ পদ্ধতির ফলে ভূমিঢালের কী পরিবরতন হয়? -
ⓑ গ্রাস পায়
ⓒ বৃদ্ধি পায়
ⓓ শূন্য হয়
5➤ কার্বনেশনের ফলে সৃষ্ট মৃত্তিকা হল -
ⓑ চারনোজেম
ⓒ লাল মাটি
ⓓ হলুদ মাটি
6➤ পৃথিবীতে যেসব ভূগঠনকারী প্রক্রিয়া ঘটে থাকে, তাদের কী বলে -
ⓑ বহির্জাত প্রক্রিয়া
ⓒ পার্থিব প্রক্রিয়া
ⓓ অন্তর্জাত প্রক্রিয়া
7➤ অবরোহণের মাত্রা নদীর শক্তি ছাড়া কোন বিশয়ের ওপর নির্ভর করে? -
ⓑ ভর সঞ্চালনের পরিমাণ
ⓒ নদীর স্রোত
ⓓ জলের পরিমাণ
8➤ শিলা কখন তাপ বিকিরণ করে সংকুচিত হয়? -
ⓑ দিনের বেলা
ⓒ মধ্যাহ্নে
ⓓ বিকেল বেলা
9➤ উচ্চ পার্বত্য অঞ্চলে আবহবিকারের ফলে সৃষ্ট তীক্ষ শিলাখন্ডকে কী বলে? -
ⓑ কলয়েড
ⓒ ট্যালাস
ⓓ নুড়ি
10➤ ভূ-গর্ভস্থ অর্ধররল পদার্থের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটানোর জন্য চাপ ব্যতীত অন্য কোন কারণটি দায়ী -
ⓑ ঘনত্ব
ⓒ লবণতা
ⓓ শীতলতা
11➤ নিম্নলিখিত কোনটি 'প্রথম ক্রম' বা 1st Order ভূমিরূপ -
ⓑ মহাদেশ
ⓒ ভাঁজ
ⓓ চ্যূতি
12➤ পর্যায়ন বা Gradation এই ধারণাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন? -
ⓑ পেঙ্ক
ⓒ স্টুলার
ⓓ ডেভিস
13➤ নীচের কোন ভূমিরূপটি অবনমন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছে -
ⓑ আগ্নেয় পর্বত
ⓒ বদ্বীপ
ⓓ প্লাবনভূমি
14➤ জৈব রাসায়নিক আবহবিকারের ফলে ব্যাসল্ট শিলা বিয়োজিত হয়ে কী সৃষ্টি করে -
ⓑ কৃষ্ণ মৃত্তিকা (রেগুর)
ⓒ মার্বেল
ⓓ বালি
15➤ ভূত্বকের পরিবর্তনের অন্তর্জাত শক্তি কাজ করে -
ⓑ আকস্মিকভাবে
ⓒ ধীর ও আকস্মিকভাবে
ⓓ ভূ-অভ্যন্তর থেকে ধাক্কা মেরে
16➤ অন্তর্জাত শক্তির প্রধান উৎস হল -
ⓑ পাতের চলন
ⓒ জোয়ারভাটা
ⓓ লাভার উদগিরণ
17➤ ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে -
ⓑ মহাজাগতিক প্রক্রিয়া
ⓒ অপ্রাকৃতিক প্রক্রিয়া
ⓓ কোনোটিই নয়
18➤ নীচের কোন ভূমিরূপ অন্তর্জাত প্রক্রিয়ার ফল হয় -
ⓑ নদীর বাঁক বা মিয়েন্ডার
ⓒ অগ্ন্যুৎপাত
ⓓ ভঙ্গিয় পর্বত
19➤ ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূপৃষ্ঠের সমতলীকরণ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় -
ⓑ ইউস্ট্যাটিক সঞ্চলন
ⓒ আবহবিকার
ⓓ পর্যায়ন
20➤ যে প্রকৃয়ায় ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জীভবন হয় তা হল -
ⓑ আরোহণ
ⓒ অবরোহণ
ⓓ ভর অপসরণ
21➤ যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতার বৃদ্ধি ঘটে তা হল -
ⓑ আরোহণ
ⓒ ধস
ⓓ আবহবিকার
22➤ যে প্রক্রিয়ায় বক্সাইট বা লৌহ অক্সাইড অবশেষ রূপে পড়ে থাকে তা হল -
ⓑ আরোহণ
ⓒ ভর অপসারণ
ⓓ আবহবিকার
23➤ ভূপৃষ্ঠের যে উচ্চতার ওপর বরফ কখনো গলে না তাকে বলে -
ⓑ হিমরেখা
ⓒ স্থায়ী হিমরেখা
ⓓ শৈলশিরা
24➤ হিমশৈলের কত অংশ জলে ভেসে থাকে? -
ⓑ ২/৯ অংশ
ⓒ ১/৩ অংশ
ⓓ ১/৯ অংশ
25➤ ভারতের বৃহত্তম হিমবাহের নাম -
ⓑ সিয়াচেন হিমবাহ
ⓒ জেমু হিমবাহ
ⓓ রূপাল হিমবাহ
26➤ গ্রাবরেখা একে অপরের ওপর সঞ্চিত হলে তাকে বলে -
ⓑ মধ্য গ্রাবরেখা
ⓒ স্তরীভূত গ্রাবরেখা
ⓓ রোজেন গ্রাবরেখা
27➤ যান্ত্রিক আবহবিকার ঘটে -
ⓑ সমভূমি অঞ্চলে
ⓒ মরুভূমি অঞ্চলে
শিলাগাত্রে
28➤ 'ইনসেলবার্জ' নামটি দেন ভূবিজ্ঞানী -
ⓑ পেঙ্ক
ⓒ এস.পাসার্জ
ⓓ ডেভিস
29➤ মরুভূমির মাঝখানে জলাশয়ের চারদিকে বৃক্ষবেস্টিত উদ্যানতিকে বলে -
ⓑ ওয়াদি
ⓒ মরুদ্যান
ⓓ বাজাদা
30➤ বাজাদার প্রস্থচ্ছেদ কীরূপ? -
ⓑ ত্রিকোণাকার
ⓒ আয়তাকার
ⓓ উলম্ব
আরও পড়ুনঃ
Class 10 Geography Chapter 1- নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ | Click Here |
Class 10 Geography Chapter 1- নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ | Click Here |
Class 10 Geography Chapter 1-হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ | Click Here |
Class 10 Geography Chapter 1 MCQ - অনুশীলনী | Click Here |
No comments:
Post a Comment