Breaking

Wednesday, April 27, 2022

Geography MCQ - Class 10 Geography Chapter 1

Geography MCQ - Class 10 Geography Chapter 1

In this article Geography MCQ-Class 10 Geography Chapter 1 এ WBBSE এর 'আধুনিক ভূগোল ও পরিবেশ' বই থেকে Geography Chapter 1 এর অনুশীলনীর বহুবিকল্প ভিত্তিক Multiple Choose Questions (MCQ) রয়েছে, সেগুলির উত্তর এখানে শেয়ার করলাম। আশা করি আসন্ন Madhyamik Exam এ তোমাদের Geography পরীক্ষায় বিশেষভাবে সহযোগিতা করবে।

Class 10 Geography Chapter 1


1➤ কোনটি বহির্জাত প্রক্রিয়া নয় -

ⓐ নদী প্রবাহ
ⓑ অগ্ন্যুৎপাত
ⓒ বায়ুপ্রবাহ
ⓓ হিমবাহ


2➤ নদীর সাথে বয়ে আসা প্রস্তর খন্ডগুলি ক্ষুদ্রাকৃতির খন্ডে বিভক্ত হয়ে বালু কণা এবং কাদাকণায় পরিণত হয় যে প্রক্রিয়ায় তা হল -

ⓐ জলপ্রবাহ ক্ষয়
ⓑ অবঘর্ষ ক্ষয়
ⓒ ঘর্ষণ ক্ষয়
ⓓ দ্রবণ ক্ষয়


3➤ ভারতের উচ্চতম জলপ্রপাতটি হল -

ⓐ কুঞ্চিকল
ⓑ হুন্ড্রু
ⓒ সাদনী
ⓓ গেরসোপ্পা


4➤ নদীর প্রবাহপথে নদীর বক্রতা বিচ্ছিন্নতা হয়ে যে হ্রদ সৃষ্টি হয় তাকে বলে -

ⓐ মিয়েন্ডার
ⓑ লবনাক্ত হ্রদ
ⓒ স্বাদুজলের হ্রদ
ⓓ অশ্বক্ষুরাকৃতির হ্রদ


5➤ যে সীমারেখার উপরে তুষার জমে থাকে, যার নীচে তুষার গলে জল হয় তাকে বলে -

ⓐ গ্রাবরেখা
ⓑ হিমরেখা
ⓒ হিমশৈল
ⓓ এরিটি


6➤ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হল -

ⓐ অ্যান্টার্কটিকার ল্যাম্বর্ট
ⓑ আলাস্কার মালাসপিনা
ⓒ আলাস্কার হুবার্ড
ⓓ ভারতের সিয়াচেন


7➤ হিমবাহের প্রবাহের দিক মসৃণ এবং প্রবাহের বিপরীত দিক অমসৃণ হয়ে যে ভূমিরূপ সৃষ্টিও হয় তাকে বলে -

ⓐ ঝুলন্ত উপত্যকা
ⓑ রসেমতানে
ⓒ ক্র্যাগ ও টেল
ⓓ ফিয়োর্ড


8➤ বিক্ষিপ্ত অবস্থায় গ্রাবরেখা তৈরি হলে তাকে বলে -

ⓐ অবিন্যস্ত গ্রাবরেধা
ⓑ বলয়ধর্মী গ্রাবরেখা
ⓒ রোজেন গ্রাবরেখা
ⓓ স্তরীভূত গ্রাবরেখা


Madhyamik History pdf

9➤ আটাকামা মরুভূমি অবস্থিত -

ⓐ এশিয়ায়
ⓑ দক্ষিণ আফ্রিকায়
ⓒ দক্ষিণ আমেরিকায়
ⓓ অস্ট্রেলিয়ায়


10➤ বায়ুর ক্ষয়কার্যের ফলে নীচের অংশ সরু এবং ওপরের অংশ বিস্তৃত হয় যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে -

ⓐ জিউগেন
ⓑ ইয়ার্দাং
ⓒ গৌর
ⓓ ইনসেলবার্জ


11➤ চিনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে বলে -

ⓐ বার্খান
ⓑ লোয়েস
ⓒ ওয়াদি
ⓓ বাজাদা


12➤ মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবনাক্ত জলের হ্রদকে বলে -

ⓐ ধান্দ
ⓑ কাতারা
ⓒ প্লায়া
ⓓ ওয়াদি


13➤ নীচের চিত্রটি -

জলবিভাজিকা
ⓐ নদী অববাহিকার
ⓑ নদী উপত্যকা
ⓒ স্বাভাবিক বাঁধের
ⓓ জলবিভাজিকার


14➤ নীচের চিত্রটি -

I ও V আকৃতির উপত্যকা
ⓐ জলপ্রপাতের
ⓑ I ও V আকৃতির উপত্যকার
ⓒ মন্থকূপের
ⓓ শৃঙ্খলিত শৈলশিরার


15➤ নীচের চিত্রটি -

গৌর
ⓐ জুগ্যানের
ⓑ ইয়ার্দাং এর
ⓒ গৌরের
ⓓ ইনসেলবার্জের


16➤ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হল -

ⓐ অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া
ⓑ অবরোহন প্রক্রিয়া
ⓒ অন্তর্জাত প্রক্রিয়া
ⓓ আরোহন প্রক্রিয়া


17➤ আরোহন পদ্ধতি বা সঞ্চয়ের মাধ্যমে ভূমির উচ্চতা -

ⓐ হ্রাস পায়
ⓑ বৃদ্ধি পায়
ⓒ বৃদ্ধি ও হ্রাস পায়
ⓓ কোনোটিই নয়


18➤ জোয়ার-ভাঁটার প্রাবাল্যের ভিত্তিতে খাঁড়ি হল -

ⓐ পাঁচ প্রকারের
ⓑ তিন প্রকারের
ⓒ চার প্রকারের
ⓓ দু'প্রকারের


19➤ বর্ষা ঋতুতে বা অন্য কোনো কারণে নদীতে অতিরিক্ত জল চলে এলে অববাহিকা প্লাবিত হয়। এই প্লাবিত অববাহিকাকে বলা হয় -

ⓐ সমভূমি
ⓑ মিয়েন্ডার
ⓒ প্লাবনভূমি
ⓓ মন্থকূপ


20➤ পৃথিবীর দ্রূততম হিমবাহের নাম -

ⓐ সিয়াচেন
ⓑ গঙ্গোত্রী হিমবাহ
ⓒ গ্রিনল্যান্ডের কোয়ারেক
ⓓ গ্রেট বলটার


21➤ লবনাবৃত প্লায়াকে বলা হয় -

ⓐ পেডিমেন্ট
ⓑ ওয়াদি
ⓒ বাজাদা
ⓓ স্যালিনা

22➤ ওয়াদি কথার অর্থ হল -

ⓐ পর্বতের পাদদেশ
ⓑমরুভূমি
ⓒ মরুভূমির ক্ষণস্থায়ী নদীখাত
ⓓ ইনসেলবার্জ


23➤ বায়ুর প্রবাহপথের আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে বলে -

ⓐ ইনসেলবার্জ
ⓑ জুগ্যান
ⓒ বালিয়াড়ি
ⓓ বার্খান


24➤ বালু দ্বারা গঠিত মরুভূমিকে সাহারায় আর্গ এবং তুর্কিস্থানে _________ নামে পরিচিত। -

ⓐ রেগ
ⓑ কুম
ⓒ এসকার
ⓓ ড্রামলিন


25➤ বালির মধ্যে ________ থাকলে অবঘর্ষ প্রক্রিয়া'র তীব্রতা বাড়ে -

ⓐ কোয়ার্টজ কণা
ⓑ নুড়ির কণা
ⓒ কাদার পরিমান
ⓓ লৌহ কণা



আরও পড়ুনঃ 


Class 10 Geography Chapter 1- নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ Click Here
Class 10 Geography Chapter 1- নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ Click Here
Class 10 Geography Chapter 1-হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ Click Here

No comments:

Post a Comment