Header Ads Widget

Breaking

Friday, April 26, 2024

Spoken English Class II : Learn Tense in Bengali at Home, Tense সম্পর্কে কমপ্লিট ধারণা

Welcome to our other Spoken English Class. It is the number of Class II of this series. In this class, I'll discuss the Tense which is very important for learning Spoken English. It is not only important for Spoken English but also important for your School-based English reading.


Spoken English Class II, This class will give you complete ideas about all types of Tense. It is very effective for your study and also Spoken English.


After knowing all the Tanse Structure you can speak in English. So read this carefully and get a clear idea.

Learn Tense in Bengali at Home

Spoken English Class II : Tense সম্পর্কে কমপ্লিট ধারণা

ইংরেজী যাদের দ্বীয় ভাষ, তাদের ইংরেজি শেখার ক্ষেত্রে Tense- এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুতপক্ষে একজনের ইংরেজি ভাষার দক্ষতার অনেকটাই নির্ভর করে সে Tense কত ভালোভাবে আয়ত্ত করেছে তার ওপর। সঠিক ইংরেজি ভাষ লিখতে হলে Tense খুব ভালোভাবে শিখে নিতে হবে। কারণ প্রতিটি বাক্য কোনো না কোনো Tense এ থাকে এবং বাক্যটি লেখার সময় তার Tense আগে ঠিক করে নিতে হয়।Tense খুবই সোজা। প্রথমে ছোট ছোট বাক্য দিয়ে শুরু করে বড়ো বড়ো বাক্য কিভাবে লিখতে হয় তা শিখে নেবো


এই অধ্যায়টি ঠিক যেভাবে সজানো হয়েছে ঠিক সেভাবে শিখে নাও। দেখবে Tense তোমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে।


What is the tense of spoken English?


Spoken English and Class or Normal English এ কোনো আলাদা ধরনের Tense হয় না। দুইয়ের ক্ষেত্রে Tense একই হয়। Tense সাধারণত তিন প্রকার যথা- i) Present Tense বা বর্তমান কাল, ii) Past Tense বা অতীত কাল এবং iii) Future Tense বা ভবিষ্যৎ কাল।


What tense is important for speaking English?

Spoken English এর জন্য কোনো Speacific Tense নেই। English Grammar এর সকল Tense ই জানা দরকার। Tense - Writing and Speakin উভয়ের ক্ষেত্রেই বিশেষ ভূমিকা রাখে। তোমরা Class 6 - Class 10 পর্যন্ত যে সকল English Grammar পড়েছ সেগুলিই Spoken English ক্ষেত্রে প্রয়োজন।


How many tenses are in English?

তোমরা আগেই জেনেছ যে English Grammar এ প্রধানত তিনটি Tense বা ক্রিয়ার কাল রয়েছে যেগুলি হল- Presen Tense, Past Tense and Future Tense। এই Tense গুলিকে আবার কার্য সম্পাদনের সময়ের ভিত্তিতে প্রতিটি Tense কে আরও চার ভাগে ভাগ করা হয়ে থাকে। এই নিয়ে সর্বমোট Tense এর ধরন হয়ে দাঁড়ায় ১২ প্রকার। সেগুলি নিম্ন রূপ।

1. Present Tense: বর্তমান কাল

Present Indefinite Tense
Present Continuous Tense
Present Perfect Tense
Present Perfect Continuous Tense

2. Past Tense: অতীত কাল

Past Indefinite Tense
Past Continuous Tense
Past Perfect Tense
Past Perfect Continuous Tense

3. Future Tense: ভবিষ্যৎ কাল

Future Indefinite Tense
Future Continuous Tense
Future Perfect Tense
Future Perfect Continuous Tense

What are the 12 tenses in English?

There are 12 tenses in English or English Grammar that I mentioned above. Now I am sharing all the tenses in a chart to make you understand clearly.

Present Tense Past Tense Future Tense
Present Indefinite Tense Past Indefinite Tense Future Indefinite Tense
Present Continuous Tense Past Continuous Tense Future Continuous Tense
Present Perfect Tense Past Perfect Tense Future Perfect Tense
Present Perfect Continuous Tense Past Perfect Continuous Tense Future Perfect Continuous Tense

How do you use 12 tenses in Spoken English or Writing English?

There are no separate tenses for Spoken English or Writing English. It is the same in both. If you are a basic learner of Spoken English and have many questions, like How do I use tense easily?, How can I use tense? I will say you don't worry, I will explain all the tenses simply.


এখানে আমি তোমাকে কোনো Sentence Structure মুখস্ত করতে বলব না। আজকের এই প্রতিবেদনটি পড়ার পর তুমি নিজেই জেনে নেবে যে কোন Tense এর গঠন কীভাবে হয়ে থাকে। 


এখানে আমি একটি মাত্র Verb নিব এবং সেই Verb বা ক্রিয়া দিয়েই সকল টেন্স এক এক করে তোমাদের সম্মুখে উপস্থাপন করব। প্রথমে Present Tense এর সকল ভাগ এবং তার বাংলা বাক্য কী হয় তা জানব।


Present Tense: বর্তমান কাল

Present Tense কে ক্রিয়া সম্পাদনের সময়ের ওপর ভিত্তি করে আরও যে চারটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে তা হল- i) Present Indefinite Tense, ii) Present Continuous Tense, iii) Present Perfect Tense এবং iv) Present Perfect Continuous Tense

এই সকল Tense এর গঠল প্রণালী নিম্নে উল্লেখ করা হল - 

PRESENT TENSE SENTENCE STRUCTURE ক্রিয়া পদের শেষে ব্যবহৃত বাংলা শব্দ
Present Indefinite Tense Sub + `V_{1}`(s+es) + Obj অ,আ,ই,এ,য় থাকে।
Present Continuous Tense Sub + am/is/are +`V_{1}`+ing + Obj চ্ছি,চ্ছ,চ্ছে,চ্ছেন/তেছি,তেছ,তেছে,তেছেন
Present Perfect Tense Sub + have/has+ `V_{3}` + Obj য়েছি,য়েছ,য়েছে
Present Perfect Continuous Tense Sub + have been/has been + `V_{1}` + ing + Obj + for/since + time ধরে......... চ্ছি,চ্ছ,চ্ছে

Present Tense Example

Present Tense এর সকল ভাগ গুলিতে Learn বা শিখা এই ক্রিয়াপদটি ব্যবহার করব। যাতে আমরা অনুধাবন করতে পারি এবং ঘরে বসে নিজে Tense চর্চা করতে পারি।

1.Present Indefinite Tense Example

ইংরেজী বাক্যের গঠনঃ Subject + `V_{1}`(s/es) + Object


NB: যদি Subject 3rd Person Singular Number অর্থাৎ নামবাচক বিশেষ্যপদ হয় সেক্ষেত্রে main verb এর সঙ্গে 's/es' যুক্ত করে লিখতে হয়।

বাংলা বাক্য English Sentences
আমি ইংরেজি শিখি I learn English.
তুমি ইংরেজি শিখো You learn Englih.
আমরা ইংরেজি শিখি We learn English.
তোমরা ইংরেজি শিখো You learn English.
তারা ইংরেজি শেখে They learn English.
সে (পুঃ) ইংরেজি শিখে He learns English.
সে (স্ত্রীঃ) ইংরেজি শিখে She learns English.
আপনি ইংরেজি শিখেন You learn English.
তিনি ইংরেজি শিখেন He/She learns English.
সুমা ও রুমা ইংরেজি শিখে Suma and Ruma learn English

2.Present Continuous Tense Example

ইংরেজী বাক্যের গঠনঃ Subject + am/is/are + `V_{1}` + ing + Object


NB: Present Continuous Tense এর লক্ষণীয় বিষয়গুলি হল 'Be Verb' এর ব্যবহার। সাবজেক্ট যদি 'I' হয় সেক্ষেত্রে 'am' বসবে এবং যদি 'You,We,They ও Plural Number (Name)' হয় সেক্ষেত্রে 'are' বসবে আর Subject যদি 'He,She ও Singular Number নাম হয় তবে 'is' বসে। 

বাংলা বাক্য English Sentences
আমি ইংরেজি শিখছি/শিখতেছি I am learning English.
তুমি ইংরেজি শিখছ/শিখতেছ You are learning Englih.
আমরা ইংরেজি শিখছি/শিখতেছি We are learning English.
তোমরা ইংরেজি শিখছ/শিখতেছ You are learning English.
তারা ইংরেজি শিখছে/শিখতেছে They are learning English.
সে (পুঃ) ইংরেজি শিখছে/শিখতেছে He is learning English.
সে (স্ত্রীঃ) ইংরেজি শিখছে/শিখতেছে She is learning English.
আপনি ইংরেজি শিখছেন/শিখতেছেন You are learning English.
তিনি ইংরেজি শিখছেন/শিখতেছেন He/She is learning English.
সুমা ও রুমা ইংরেজি শিখছে/শিখতেছে Suma and Ruma are learning English

3.Present Perfect Tense Example

ইংরেজী বাক্যের গঠনঃ Subject + have/has + `V_{3}` + Object


NB: Present Perfect Tense এর লক্ষণীয় বিষয়গুলি হল 'Have Verb' এর ব্যবহার। সাবজেক্ট যদি 'I,You,We,They ও Plural Number (Name)' হয় সেক্ষেত্রে 'have' বসবে এবং যদি একটি বস্তু বা ব্যক্তি অর্থাৎ Singular Number হয় সেক্ষেত্রে 'has' বসবে।


বাংলা বাক্য English Sentences
আমি ইংরেজি শিখেছি I have learned English.
তুমি ইংরেজি শিখেছ You have learned Englih.
আমরা ইংরেজি শিখেছি We have learned English.
তোমরা ইংরেজি শিখেছ You have learned English.
তারা ইংরেজি শিখেছে They have learned English.
সে (পুঃ) ইংরেজি শিখেছে He has learned English.
সে (স্ত্রীঃ) ইংরেজি শিখেছে She has learned English.
আপনি ইংরেজি শিখেছেন You have learned English.
তিনি ইংরেজি শিখেছেন He/She has learned English.
সুমা ও রুমা ইংরেজি শিখেছে Suma and Ruma have learned English

4.Present Perfect Continuous Tense Example

ইংরেজী বাক্যের গঠনঃ Subject + have been / has been + `V_{1}` + ing + Object + for / since + time


NB: Present Perfect Tense এর লক্ষণীয় বিষয়গুলি হল 'Have Verb' এর ব্যবহার। সাবজেক্ট যদি 'I,You,We,They ও Plural Number (Name)' হয় সেক্ষেত্রে 'have been' বসবে এবং যদি একটি বস্তু বা ব্যক্তি অর্থাৎ Singular Number হয় সেক্ষেত্রে 'has been' বসবে।

আর একটি লক্ষণীয় বিষয় হল 'for ও since' এর ব্যবহার। যদি কাজটি কোন সময় থেকে শুরু হয়েছে বোঝায় সেক্ষেত্রে 'Since' ব্যবহৃত হয়। যেমন-


আমি সকাল থেকে ইংরেজী পড়ছি- I have been reading English since morning.


আর যদি কাজটি কত সময় ধরে চলছে বোঝায় সেক্ষেত্রে 'for' ব্যবহৃত হয়। যেমন-


আমি দু'ঘন্টা ধরে ইংরেজী পড়ছি - I have been reading English for two hours.


বাংলা বাক্য English Sentences
আমি এক মাস ধরে ইংরেজি শিখছি/শিখতেছি I have been learning English for one month
তুমি এক মাস ধরে ইংরেজি শিখছ/ শিখতেছ You have been learning Englih for one month
আমরা এক মাস ধরে ইংরেজি শিখছি/শিখতেছি We have been learning English for one month
তোমরা এক মাস ধরে ইংরেজি শিখছ/শিখতেছ You have been learning English for one month
তারা এক মাস ধরে ইংরেজি শিখছে/শিখতেছে They have been learning English for one month
সে (পুঃ) এক মাস ধরে ইংরেজি শিখছে/শিখতেছে He has been learning English for one month
সে (স্ত্রীঃ) এক মাস ধরে ইংরেজি শিখছে/শিখতেছে She has been learning English for one month
আপনি এক মাস ধরে ইংরেজি শিখছেন/শিখতেছেন You have been learning English for one month
তিনি এক মাস ধরে ইংরেজি শিখেছেন/শিখতেছেন He/She has been learning English for one month
সুমা ও রুমা এক মাস ধরে ইংরেজি শিখছে/শিখতেছে Suma and Ruma have been learning English for one month

Past Tense: অতীত কাল

Present Tense এর মত Past Tense কেও ক্রিয়া সম্পাদনের সময়ের ওপর ভিত্তি করে আরও যে চারটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে তা হল- i) Past Indefinite Tense, ii) Past Continuous Tense, iii) Past Perfect Tense এবং iv) Past Perfect Continuous Tense
এই সকল Tense এর গঠল প্রণালী নিম্নে উল্লেখ করা হল -
PAST TENSE SENTENCE STRUCTURE ক্রিয়া পদের শেষে ব্যবহৃত বাংলা শব্দ
Past Indefinite Tense Sub + `V_{2}`(s+es) + Obj ছিলাম,ছিলে,ছিল,ছিলেন
Past Continuous Tense Sub + was/were +`V_{1}`+ing + Obj ছিলাম,ছিলে,ছিল,ছিলেন/তেছিলাম,তেছিলে,তেছিল,তেছিলেন
Past Perfect Tense Sub + had+ `V_{3}` + Obj য়েছিলাম,য়েছিলে,য়েছিল,য়েছিলেন
Past Perfect Continuous Tense Sub + had been + `V_{1}` + ing + Obj + for/since + time ধরে......... তেছিলাম,তেছিলে,তেছিল,তেছিলেন

Past Tense Example

Past Tense এর সকল ভাগ গুলিতে Learn বা শিখা এই ক্রিয়াপদটি ব্যবহার করব। যাতে আমরা অনুধাবন করতে পারি এবং ঘরে বসে নিজে Tense চর্চা করতে পারি।

1.Past Indefinite Tense Example

ইংরেজী বাক্যের গঠনঃ Subject + `V_{2}` + Object


বাংলা বাক্য English Sentences
আমি ইংরেজি শিখছিলাম/শিখলাম I learned English.
তুমি ইংরেজি শিখছিলে/শিখলে You learned Englih.
আমরা ইংরেজি শিখছিলাম/শিখলাম We learned English.
তোমরা ইংরেজি শিখছিলে/শিখলে You learned English.
তারা ইংরেজি শেখছিল/শিখল They learned English.
সে (পুঃ) ইংরেজি শিখছিল/শিখল He learned English.
সে (স্ত্রীঃ) ইংরেজি শিখছিল/শিখল She learned English.
আপনি ইংরেজি শিখছিলেন You learned English.
তিনি ইংরেজি শিখছিলেন/শিখলেন He/She learned English.
সুমা ও রুমা ইংরেজি শিখছিল/শিখল Suma and Ruma learned English

2.Past Continuous Tense Example

ইংরেজী বাক্যের গঠনঃ Subject + was/were + `V_{1}` + ing + Object


NB: Past Continuous Tense এর লক্ষণীয় বিষয়গুলি হল 'Be Verb' এর ব্যবহার। সাবজেক্ট যদি 'I' হয় সেক্ষেত্রে 'was' বসবে এবং যদি 'You,We,They ও Plural Number (Name)' হয় সেক্ষেত্রে 'were' বসবে আর Subject যদি 'He,She ও Singular Number নাম হয় তবে 'was' বসে। 

বাংলা বাক্য English Sentences
আমি ইংরেজি শিখছিলাম/শিখতেছিলাম I was learning English.
তুমি ইংরেজি শিখছিলে/শিখতেছিলে You were learning Englih.
আমরা ইংরেজি শিখছিলাম/শিখতেছিলাম We were learning English.
তোমরা ইংরেজি শিখছিলে/শিখতেছিলে You were learning English.
তারা ইংরেজি শিখছিল/শিখতেছিল They were learning English.
সে (পুঃ) ইংরেজি শিখছিল/শিখতেছিল He was learning English.
সে (স্ত্রীঃ) ইংরেজি শিখছিল/শিখতেছিল She was learning English.
আপনি ইংরেজি শিখছিলেন/শিখতেছিলেন You was learning English.
তিনি ইংরেজি শিখছিলেন/শিখতেছিলেন He/She was learning English.
সুমা ও রুমা ইংরেজি শিখছিল/শিখতেছিল Suma and Ruma were learning English

3.Past Perfect Tense Example

ইংরেজী বাক্যের গঠনঃ Subject + had + `V_{3}` + Object


NB: Present Perfect Tense এর লক্ষণীয় বিষয়গুলি হল 'Have Verb' এর ব্যবহার। সাবজেক্ট Singular হোক বা Plural উভয় ক্ষেত্রে 'had' বসবে।

Past Perfect Tense এ আরও কিছু লক্ষনীয় বিষয় রয়েছে, যেমন এই Tense এ দুটি কাজের উল্লেখ থাকতে পারে। যেমন-
১) তোমার আসার আগে আমি বইটি পড়েছিলাম - I had read the book before You came.

২) ডাক্তার আসার পর লোকটি মারা গেলেন - The man died after the doctor had arrived.

লক্ষ্য রাখবে যে কাজটি আগে সংঘটিত হবে সেটির Past Perfect Tense হবে এবং যেটি পরে ঘটবে সেটিকে Simple Past বা Past Indefinite Tense  করতে হবে।

Use of Before and After: Past Perfect Tense এর রূপটি 'before' এর পূর্বে এবং 'after' এর পরে বসবে।

বাংলা বাক্য English Sentences
আমি ইংরেজি শিখেছিলাম I had learned English.
তুমি ইংরেজি শিখেছিলে You had learned Englih.
আমরা ইংরেজি শিখেছিলাম We had learned English.
তোমরা ইংরেজি শিখেছিলে You had learned English.
তারা ইংরেজি শিখেছিল They had learned English.
সে (পুঃ) ইংরেজি শিখেছিল He had learned English.
সে (স্ত্রীঃ) ইংরেজি শিখেছিল She had learned English.
আপনি ইংরেজি শিখেছিলেন You had learned English.
তিনি ইংরেজি শিখেছিলেন He/She had learned English.
সুমা ও রুমা ইংরেজি শিখেছিল Suma and Ruma had learned English

4.Past Perfect Continuous Tense Example

ইংরেজী বাক্যের গঠনঃ Subject + had been + `V_{1}` + ing + Object + for / since + time


NB: Present Perfect Tense এর লক্ষণীয় বিষয়গুলি হল 'Have Verb' এর ব্যবহার। সাবজেক্ট যদি 'I,You,We,They ও Plural Number (Name)' এবং যদি একটি বস্তু বা ব্যক্তি অর্থাৎ Singular Number হয় তবে উভয়ক্ষেত্রে 'had been' বসবে।

আর একটি লক্ষণীয় বিষয় হল 'for ও since' এর ব্যবহার। যদি কাজটি কোন সময় থেকে শুরু হয়েছে বোঝায় সেক্ষেত্রে 'Since' ব্যবহৃত হয়। যেমন-


আমি সকাল থেকে ইংরেজী পড়ছিলাম- I had been reading English since morning.


আর যদি কাজটি কত সময় ধরে চলছে বোঝায় সেক্ষেত্রে 'for' ব্যবহৃত হয়। যেমন-


আমি দু'ঘন্টা ধরে ইংরেজী পড়ছিলাম - I had been reading English for two hours.


বাংলা বাক্য English Sentences
আমি এক মাস ধরে ইংরেজি শিখছিলাম/শিখতেছি্লাম I had been learning English for one month
তুমি এক মাস ধরে ইংরেজি শিখছিলে/ শিখতেছিলে You had been learning Englih for one month
আমরা এক মাস ধরে ইংরেজি শিখছিলাম/শিখতেছি্লাম We had been learning English for one month
তোমরা এক মাস ধরে ইংরেজি শিখছিলে/শিখতেছিলে You had been learning English for one month
তারা এক মাস ধরে ইংরেজি শিখছিল/শিখতেছিল They had been learning English for one month
সে (পুঃ) এক মাস ধরে ইংরেজি শিখছিল/শিখতেছিল He had been learning English for one month
সে (স্ত্রীঃ) এক মাস ধরে ইংরেজি শিখছিল/শিখতেছিল She had been learning English for one month
আপনি এক মাস ধরে ইংরেজি শিখছিলেন/শিখতেছিলেন You had been learning English for one month
তিনি এক মাস ধরে ইংরেজি শিখছিলেন/শিখতেছিলেন He/She had been learning English for one month
সুমা ও রুমা এক মাস ধরে ইংরেজি শিখছিল/শিখতেছিল Suma and Ruma had been learning English for one month

Future Tense: অতীত কাল

Present Tense, Past Tense এর মত Future Tense কেও ক্রিয়া সম্পাদনের সময়ের ওপর ভিত্তি করে আরও যে চারটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে তা হল- i) Future Indefinite Tense, ii) Future Continuous Tense, iii) Future Perfect Tense এবং iv) Future Perfect Continuous Tense
এই সকল Tense এর গঠল প্রণালী নিম্নে উল্লেখ করা হল -
PAST TENSE SENTENCE STRUCTURE ক্রিয়া পদের শেষে ব্যবহৃত বাংলা শব্দ
Future Indefinite Tense Sub +shall/will `V_{1}` + Obj ব, বে 
Future Continuous Tense Sub + shall be/will be +`V_{1}`+ing + Obj তে............... থাকব।
Future Perfect Tense Sub + shall/will + have + `V_{3}` + Obj য়ে............... থাকব।
Future Perfect Continuous Tense Sub + shall/will +have been + `V_{1}` + ing + Obj + for/since + time ধরে......... য়ে থাকব।

Future Tense Example

Future Tense এর সকল ভাগ গুলিতে Learn বা শিখা এই ক্রিয়াপদটি ব্যবহার করব। যাতে আমরা অনুধাবন করতে পারি এবং ঘরে বসে নিজে Tense চর্চা করতে পারি।

1.Future Indefinite Tense Example

ইংরেজী বাক্যের গঠনঃ Subject +shall/will + `V_{1}` + Object

NB: তবে Spoken English বা ইংরেজী বলার সময় তুমি 'Shall' এর পরিবর্তে 'Will' ও বলতে পারে। তবে Writing English এর ক্ষেত্রে তোমাকে 'Shall' এর জায়গা 'Shall' এবং 'Will' এর জায়গায় 'will' ই লিখতে হবে।

বাংলা বাক্য English Sentences
আমি ইংরেজি শিখব I shall learn English.
তুমি ইংরেজি শিখবে You shall learn Englih.
আমরা ইংরেজি শিখব We shall learn English.
তোমরা ইংরেজি শিখবে You shall learn English.
তারা ইংরেজি শেখবে They shall learn English.
সে (পুঃ) ইংরেজি শিখবে He will learn English.
সে (স্ত্রীঃ) ইংরেজি শিখবে She will learn English.
আপনি ইংরেজি শিখবেন You shall learn English.
তিনি ইংরেজি শিখবেন He/She will learn English.
সুমা ও রুমা ইংরেজি শিখবে Suma and Ruma shall learn English

2. Future Continuous Tense Example

ইংরেজী বাক্যের গঠনঃ Subject + shall be / will be + `V_{1}` + ing + Object

NB: Past Continuous Tense এর লক্ষণীয় বিষয়গুলি হল 'Be Verb' এর ব্যবহার। সাবজেক্ট যদি 'I,You,We,They ও Plural Number (Name)' হয় সেক্ষেত্রে 'Shall be' বসবে এবং যদি আর Subject যদি 'He,She ও Singular Number নাম হয় তবে 'Will be' বসে। 

তবে Spoken English বা ইংরেজী বলার সময় তুমি 'Shall' এর পরিবর্তে 'Will' ও বলতে পার। তবে Writing English এর ক্ষেত্রে তোমাকে 'Shall' এর জায়গা 'Shall' এবং 'Will' এর জায়গায় 'will' ই লিখতে হবে। এখানে 'will be' কে ছোট করে  " 'll be " বলা যেতে পারে।

বাংলা বাক্য English Sentences
আমি ইংরেজি শিখতে থাকব I'll be learning English.
তুমি ইংরেজি শিখতে থাকবে You'll be learning Englih.
আমরা ইংরেজি শিখতে থাকব We'll be learning English.
তোমরা ইংরেজি শিখতে থাকবে You'll be learning English.
তারা ইংরেজি শিখতে থাকবে They'll be learning English.
সে (পুঃ) ইংরেজি শিখতে থাকবে He'll be learning English.
সে (স্ত্রীঃ) ইংরেজি শিখতে থাকবে She'll be learning English.
আপনি ইংরেজি শিখতে থাকবেন You'll be learning English.
তিনি ইংরেজি শিখতে থাকবেন He/She'll be learning English.
সুমা ও রুমা ইংরেজি শিখতে থাকবে Suma and Ruma will be learning English

3.Future Perfect Tense Example

ইংরেজী বাক্যের গঠনঃ Subject + shall/will + have + `V_{3}` + Object


NB: Future Perfect Tense এর লক্ষণীয় বিষয়গুলি হল 'Have Verb' এর ব্যবহার। সাবজেক্ট Singular হোক বা Plural উভয় ক্ষেত্রে 'shall/will have' বসবে।

Future Perfect Tense এ আরও কিছু লক্ষনীয় বিষয় রয়েছে, যেমন এই Tense এ দুটি কাজের উল্লেখ থাকতে পারে। যেমন-
১) তোমার আসার আগেই আমি বইটি পড়ে ফেলব - I'll have read the book before You will come.

২) ট্রেনটি আসার পর লোকটি ট্রেনে চড়বে - The man will have boarded the train after the train will arrive.

লক্ষ্য রাখবে যে কাজটি আগে সংঘটিত হবে সেটির Future Perfect Tense হবে এবং যেটি পরে ঘটবে সেটিকে Simple Future বা Future Indefinite Tense  করতে হবে।

Use of Before and After: Past Perfect Tense এর রূপটি 'before' এর পূর্বে এবং 'after' এর পরে বসবে।

বাংলা বাক্য English Sentences
আমি ইংরেজি শিখে থাকব I'll have learned English.
তুমি ইংরেজি শিখে থাকবে You'll have learned Englih.
আমরা ইংরেজি শিখে থাকব We'll have learned English.
তোমরা ইংরেজি শিখে থাকবে You'll have learned English.
তারা ইংরেজি শিখে থাকবে They'll have learned English.
সে (পুঃ) ইংরেজি শিখে থাকবে He'll have learned English.
সে (স্ত্রীঃ) ইংরেজি শিখে থাকবে She'll have learned English.
আপনি ইংরেজি শিখে থাকবেন You'll have learned English.
তিনি ইংরেজি শিখে থাকবেন He/She'll have learned English.
সুমা ও রুমা ইংরেজি শিখে থাকবে Suma and Ruma will have learned English

4.Future Perfect Continuous Tense Example

ইংরেজী বাক্যের গঠনঃ Subject + shall/will have been + `V_{1}` + ing + Object + for / since + time


NB: Present Perfect Tense এর লক্ষণীয় বিষয়গুলি হল 'Have Verb' এর ব্যবহার। সাবজেক্ট যদি 'I,You,We,They ও Plural Number (Name)' এবং যদি একটি বস্তু বা ব্যক্তি অর্থাৎ Singular Number হয় তবে উভয়ক্ষেত্রে 'have been' বসবে।

আর একটি লক্ষণীয় বিষয় হল 'for ও since' এর ব্যবহার। যদি কাজটি কোন সময় থেকে শুরু হয়েছে বোঝায় সেক্ষেত্রে 'Since' ব্যবহৃত হয়। যেমন-

আমি সকাল থেকে ইংরেজী পড়তে থাকব- I'll have been reading English since morning.


আর যদি কাজটি কত সময় ধরে চলছে বোঝায় সেক্ষেত্রে 'for' ব্যবহৃত হয়। যেমন-


আমি দু'ঘন্টা ধরে ইংরেজী পড়তে থাকব - I'll have been reading English for two hours.


বাংলা বাক্য English Sentences
আমি এক মাস ধরে ইংরেজি শিখতে থাকব I'll have been learning English for one month
তুমি এক মাস ধরে ইংরেজি শিখতে থাকবে You'll have been learning Englih for one month
আমরা এক মাস ধরে ইংরেজি শিখতে থাকব We'll have been learning English for one month
তোমরা এক মাস ধরে ইংরেজি শিখতে থাকবে You'll have been learning English for one month
তারা এক মাস ধরে ইংরেজি শিখতে থাকবে They'll have been learning English for one month
সে (পুঃ) এক মাস ধরে ইংরেজি শিখতে থাকবে He'll have been learning English for one month
সে (স্ত্রীঃ) এক মাস ধরে ইংরেজি শিখতে থাকবে She'll have been learning English for one month
আপনি এক মাস ধরে ইংরেজি শিখতে থাকবেন You'll have been learning English for one month
তিনি এক মাস ধরে ইংরেজি শিখতে থাকবেন He/She'll have been learning English for one month
সুমা ও রুমা এক মাস ধরে ইংরেজি শিখতে থাকবেন Suma and Ruma will have been learning English for one month

No comments:

Post a Comment