Breaking

Monday, April 29, 2024

Spoken English: How Can I Learn Spoken English- স্পোকেন ইংলিশ কীভাবে শিখব

আপনি কী একজন ছাত্র অথবা কর্মরত একজন কর্মচারী, এবং আপনি কী Spoken English শিখতে চাইছেন, তবে আপনাকে অনুরোধ করব আজকের এই প্রতিবেদনটিকে মনোযোগ সহকারে পড়ার।


আজকের এই প্রতিবেদনটি শুধু আপনাদের জন্যই। আজকের এই প্রতিবেদনে রয়েছে Spoken English সম্পর্কে আপনার মনে ঘুরপাক খাওয়া সকল প্রকার প্রশ্ন যেমন - ১) আমি কী স্পোকেন ইংলিশ শিখতে পারব। ২) কোথা থেকে আমি Spoken English শেখা শুরু করব। ৩) স্পোকেন ইংলিশ শেখার সহজ পদ্ধতি গুলি কী? ইত্যাদি প্রশ্নের সমাধান।


তো My Dear Learner আপনি যদি আজকের এই Lesson টি ভালোভাবে পড়েন তাহলে আপনার মনের ভেতর গড়ে ওঠা সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবে।


Spoken English: How Can I Learn Spoken English- স্পোকেন ইংলিশ কীভাবে শিখব

1. What is Spoken English?

Spoken English শেখার আগে আমাদের Spoken English কি? সে সম্পর্কে ধারনা রাখা দরকার। আপনাদের বলে রাখা দরকার Spoken English কিছুই না, Spoken English হল এক ধরনের Language বা ভাষা, যা লোকজন তাদের প্রতিদিনের ভাব বিনিময়ে ব্যাবহার করে থাকে। অর্থাৎ ইংরেজী ভাষায় প্রতিদিনের ভাব বিনিময়ের দক্ষতাই হল Spoken English.


2. Are spoken English and Writing English the same?

Writing English এবং Spoken English একই রকম নয়। Writing English বা লিখিত ইংলিশ বলতে স্কুল বা ইউনিভার্সিটির পাঠ্যপুস্তক, চিঠিপত্র, ইংরেজি ব্লগ এ ব্যবহৃত English কে বোঝায়। Writing English সর্বদা তথ্য প্রদান করে থাকে।আর Spoken English হল একরকম ভাষা যেমন- আমরা যেহেতু বাঙালি, আমাদের ভাষা হল বাংলা ভাষা। সেরকমই Spoken English ও হল একপ্রকারের ভাষা যেটির বহুল ব্যাবহার রয়েছে পশ্চিমা দেশগুলিতে।


3. How Can I Learn Spoken English?

আজকের এই বর্তমান যুগে কেনা ইংরেজীতে কথা বলতে চাই। এখানে প্রশ্ন হল কীভাবে আমি স্পোকেন ইংলিশ শিখব How Can I Learn Spoken English?, Spoken English শেখার সহজ উপায় কী? অনেকেই জানতে চাই Spoken English শেখার সহজ উপায় সম্পর্কে। তবে সত্য কথা বলতে কী যে পৃথিবীতে এমন কিছুই নেই যা বিনা পরিশ্রম বা কষ্ট না করে মেলে। কোনো কিছু শিখতে বা অর্জন করতে হলে তোমাকে অবশ্যই পর্যাপ্ত পরিশ্রম ও সময় ব্যয় করতে হবে। Spoken English এর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তবে এমন কিছু বিষয় আছে যেগুলি নিয়মিত অনুশীলন করেলে তুলনামুলক কম সময় ও পরিশ্রমে আপনিও হয়ে যেতে পারেন ইংরেজিতে একজন দক্ষ ব্যক্তি।

Spoken English শেখার জন্য আপনাকে যা করতে হবে-

  1. Be Confident- আত্মবিশ্বাসী হন।
  2. ইংরেজীর ভয় দূর করুন।
  3. ইংরেজীতে ভাবতে শুরু করুন।
  4. ইংরেজীতে কথা বলার চেষ্টা করুন।
  5. প্রথমে ছোট ছোট শব্দ দিয়ে ইংরেজী বলা শুরু করুন।
  6. English Grammar এর প্রতি খুব একটা মনোযোগ না দিলেও চলবে।
  7. বাংলা থেকে ইংরেজীতে word by word অনুবাদ না করা।
  8. ছোটদের ইংরেজী বই পড়ে শব্দভান্ডার গড়ে তুলুন।
  9. বেশি বেশি ইংরেজী বই পড়ার অভ্যাস গড়ে তুলুন।
  10. বেশি বেশি করে Practice করুন।
  11. সর্বপরি নিজের আত্মবিশ্বাস আর সংকল্পের প্রতি অটল থাকুন।

4. What is the benefit of learning Spoken English?

Spoken English শেখার প্রয়োজন সম্পর্কে কে না জানে? বর্তমান যুগে Spoken English এমন একটি গুরুত্বপূর্ণ Skill যা স্কুল পড়ুয়া থেকে শুরু করে বড়ো বড়ো কোম্পানীর কর্মচারীদেরও শেখা অতি গুরুত্বপূর্ণ। Spoken English এর Benefit বা গুরুত্ব একমাত্র তারাই অনুধাবন করে পারে যারা Spoken English না জানার কারণে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছেন।


বর্তমানে Spoken English শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপনার মধ্যে যদি ভালো ভাবে ইংরেজীতে কথা বলার দক্ষতা থাকে, লোকেদের মধ্যে ইংরেজীতে Communication করার দক্ষতা থাকে তবে এটা নিশ্চিত যে কিছু হোক বা না হোক লোকের কাছে আপনি একজন মর্জাদার পাত্র হয়ে যাবেন। ইস্পোকেন ইংলিশ জানা থাকলে চাকুরী জীবনে আপনার অনেক সহযোগিতা হবে। তবে আপনি এতক্ষণে নিশ্চয় বুঝতে পারছেন Spoken English শেখার গুরুত্ব কতটা।


5. How can I learn English speaking at home?

ইংরেজী শেখার গুরুত্ব কতটা সে সম্পর্কে আগেই জেনেছেন। এখন কথা হল আমি তো একজন কর্মরত ব্যক্তি, আমি তো একজন গৃহবধু, আমি তো একজন ছাত্র কোনো কোচিং সেন্টারে গিয়ে Spoken English Course Fee দেওয়া সম্ভব নয়, তাহলে আমি কী করে Spoken English শিখব। কোথাও না গিয়ে ঘরে বসে কী ইংরেজী শেখা যাবে না, অবশ্যই যাবে তবে আপনাকে নীচের নিয়মগুলি ফলো করতে হবে - 

  1. সর্বপ্রথমে দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ হতে হবে।
  2. সময় মতো একটি রুটিন তৈরী করে নিতে হবে।
  3. ইংরেজী সম্পর্কে Basic ধারনা রাখতে হবে
  4. English Grammar শেখায় এমন YouTube Channel সাবস্ক্রাইব করে রাখতে হবে। প্রয়োজন মতে আপনি এই Channel গুলি সাবস্ক্রাইব করে রাখতে পার। i) RH Method of Learning English এবং ii) English 7Days, Hindi Channel:LEARN ENGLISH ONLINE WITH KRISHNA
  5. কাজের ফাকে অনুশিলন করতে হবে।
  6. কোনো Partner না পেলে একাকী আইনার সামনে Practice করতে হবে।
  7. নিজের Interest, Occupation অনুযায়ী Youtube Channel Follow করতে পারেন।
  8. নিজের প্রতিদিনের Daily Rutine লিখে সেটিকে অনুশীলন করতে পারেন।
  9. কাজের ফাকে সময় পেলে News Paper, Story, Novel পড়তে পারেন। এতে আপনার নতুন নতুন Vocabulary শিখতে পারবেন।
  10. এবং আপনাকে প্রচুর Practice করতে হবে। Practice ছাড়া কোনো মতেই Spoken English শেখা সম্ভব হবে না।

6. Spoken English শেখার জন্য গ্রামারের কোন কোন বিষয়গুলি জানতে হবে?

আগেই বলেছি Spoken English শেখার জন্য English Grammar এর ততটা প্রয়োজন হয় না। তবে আপনাকে বাক্য গঠনের Structure টি অবশ্যই জানতে হবে। তবে কিছু জিনিস আছে যেগুলি না জানতে আপনি ইংলিশ শিখতেই পারবেন না। যেমন - Tense বা ক্রিয়ার কাল।

  1. Tense: Writing and Speaking এর ক্ষেত্রে Tense একটি অবিচ্ছেদ্য অংশ। Tense ছাড়া আপনি কোনো মতেই নিজের মনের ভাব ব্যক্ত করতে পারবেন না। তার জন্য আপনাকে প্রথমে Tense এর সম্পর্কে Complete ধারণা রাখতে হবে।
  2. Be Verb: Tense এর সঙ্গে Be Verb এর ধারণাটিও Clear করে নিতে হবে।
  3. Have Verb: তার সঙ্গে 'Have Verb' টির ব্যবহার জানতে হবে।
  4. Modal Verb: উপরেরগুলি ভালোভাবে জানার পর 'Modal Verb' জানতে হবে।
  5. Do,Dose, Did: Do/Does/Did এর ব্যবহার জানতে হবে এবং এগুলি দিয়ে Interrogative Sentence করতে জানতে হবে।
  6. Preposition: ইংরেজীতে কথা বলার জন্য আর একটি গুরুত্বপূর্ণ অংশ হল Preposition এর ব্যবহার। যা না শিখলেই নয়।
  7. Have to: Have to এর ব্যবহার অবশ্যই জানতে হবে।
  8. Having: Having এর ব্যবহার কোথায় কীভাবে করতে হয় তা জানতে হবে।
  9. Being: Being এর ব্যাবহার করা শিখতে হবে।
  10. Passive Voice: ইংরেজীতে কথা বলার ক্ষেত্রে Passive এর উপর গুরুত্ব দিতে হবে।
  11. Wh-Family: WH-Word এর ব্যবহার জানতে হবে।
  12. উপরোক্ত বিষয়গুলি ভালোভাবে রপ্ত করলে আমার বিশ্বাস তুমি ইংরেজী কথা বলার ক্ষেত্রে সাবলিল হয়ে উঠবে।

7. Which one is the best app for spoken English? Spoken English শেখার ক্ষেত্রে কোন App টি ভালো?

ইংরেজী শেখার জন্য অনেক App রয়েছে তার মধ্য থেকে কিছু জনপ্রিয় App নিম্নে উল্লেখ করা হল-

1. Duolingo

2. Memrise

3. Rosetta Stone

4. Babbel

5. HelloTalk

6. UK Edition

7. Knudge

8. Quizlet

9. Busuu

10. Lingbe


8. বাড়িতে Spoken English শেখার সহজ কিছু কৌশল বা ট্রিকস

পৃথিবীতে কোনো কিছুই সহজ নয়, কোনো কিছুকে আয়ত্ত করতে হলে চাই দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রম। কোনো কাজ শেখার ক্ষেত্রে পরিশ্রমকে লাঘব করতে আপনি যে সকল পথ বা পন্থা অবলম্বন করে সেটিকে স্মৃতিতে ধরে রাখতে পারেন সেটাই হবে আপনার কাছে সহজ কৌশল বা ট্রিকস। Spoken English শেখার ক্ষেত্রে আপনি নিম্ন লিখত কৌশলগুলি ফলো করতে পারেন - 

  1. যতটা সম্ভব প্রতিদিন Practice করতে পারেন। এতে করে আপনার ইংরেজীতে কথা বলার ভীতি দূর হবে এবং আপনার মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে।
  2. দৈনন্দিন জীবনের কাজকর্ম লিপিবদ্ধ করে ঘরে আইনার সামনে বার বার ভিন্ন ভঙ্গিতে বলার চেষ্টা করতে পারেন।
  3. নিজের Interest অনুযায়ী Youtube Channel সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
  4. English Prodcust দেখতে পারেন।
  5. প্রয়োজনে Google Translator ব্যবহার করতে পারেন।
  6. বাড়ির পরিবারের সঙ্গে ছোট ছোট ইংরেজীগুলি ব্যবহার করতে পারেন।

Conclusion: পরিশেষে বলব আপনি যদি উপরোক্ত বিষয়গুলি ফলো করে নিয়মিত Practice চালিয়ে যেতে পারেন তবে আমার বিশ্বাস আপনি ইংরেজীতে কথা বলতে সক্ষম হবেন। ধন্যবাদ!


No comments:

Post a Comment