Breaking

Monday, May 1, 2023

Indian Constitution in Bengali - ভারতীয় সংবিধান

Indian Constitution in Bengali-ভারতীয় সংবিধান

Indian Constitution in Bengali
ভারতীয় সংবিধান-প্রথম অধ্যায় [MCQ]

হ্যালো বন্ধুরা,

            আজকের এই আর্টিকল'এ Indian Constitution in Bengali important MCQ (Multiple Choose Questions) প্রশ্নোত্তর শেয়ার করলা। Indian Constitution এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি বিভিন্ন পরীক্ষা যেমন- UPSC, SSC, RRB Railway, Group D, WBCS এরূপ পরীক্ষাগুলিতে সংবিধানের প্রথম অধ্যায়- "গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস" থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। Indian Constitution in Bengali Pdf এর লিংকটি তুমি নীচে পেয়ে যাবে। সেখান থেকে ভারতীয় সংবিধানের বিকল্পধর্মী প্রশ্নোত্তর এর পিডিএফ টি ডাউনলোড করে নিবে।

গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস


(1) ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখটি হল-

(a) 15 আগষ্ট, 1947

(b) 24 জুলাই, 1948

(c) 20 জানুয়ারি, 1951

(d) 26 জানুয়ারি, 1950 ✔


(2) 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন-

(a) জওহরলাল নেহেরু

(b) ডঃ রাজেন্দ্রপ্রসাদ

(c) ডঃ বি আর আম্বেদকর

(d) ডঃ সচ্চিদানন্দ সিনহা 


(3) কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়?

(a) জওহরলাল নেহেরু

(b) বি আর আম্বেদকার 

(c) রাজেন্দ্রপ্রসাদ

(d) বি এন রাউ

(4) ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল?

(a) 300

(b) 305

(c) 308

(d) 389 


(5) গণপরিষদের সদস্যরা ছিলেন-

(a) প্রত্যক্ষভাবে ভারতবর্ষের জনগণ দ্বারা নির্বাচিত

(b) প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত 

(c) সরকার কর্তৃক মনোনীত

(d) একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি


(6) ভারতীয় সংবিধান গৃহীত হয়-

(a) 1950 সালের 26 শে জানুয়ারি

(b) 1949 সালের 26 শে জানুয়ারী

(c) 1949 সালের 26 শে নভেম্বর 

(d) 1949 সালের 31 শে ডিসেম্বর


(7) কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে?

(a) 1949

(b) 1950 

(c) 1951

(d) 1952


(8) কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা-

(a) 9 ডিসেম্বর, 1947

(b) 9 ডিসেম্বর, 1948

(c) 9 ডিসেম্বর, 1946 

(d) 9 ডিসেম্বর, 1949


(9) ভারতের সংবিধান রচনা করেছে-

(a) ব্রিটিশ পার্লামেন্ট

(b) ভারতের গণপরিষদ 

(c) তৎকালীন প্রদেশগুলোর প্রাদেশিক আইনসভার সদস্যগণ

(d) ভারতের জনগণ


(10) নিম্নলিখিত সময়কালগুলির মধ্যে কোন্ সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে?

(a) নভেম্বর 1946 - নভেম্বর 1949

(b) নভেম্বর 1947 - নভেম্বর 1949

(C) ডিসেম্বর 1946 - নভেম্বর 1949 

(d) ডিসেম্বর 1947 - নভেম্বর 1949


(11) ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান ছিলেন-

(a) জওহরলাল নেহেরু

(b) ডঃ রাজেন্দ্র প্রসাদ

(c) ডঃ বি.আর.আম্বেদকার 

(d) উপরের কোনটিই নয়


(12) গণ-পরিষদের সভাপতি কে ছিলেন?

(a) জওহরলাল নেহেরু

(b) বল্লভভাই প্যাটেল

(c) মৌলানা আবুল কালাম আজাদ

(d) রাজেন্দ্রপ্রসাদ 


(13) নিম্নলিখিত কোন্‌টির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ?

(a) মাউন্টব্যাটেন প্ল্যান

(b) ক্যাবিনেট মিশন প্ল্যান 

(c) ভারতীয় স্বাধীনতা আইন, 1947

(d) ওয়েভেল প্ল্যান


(14) ভারতের সংবিধান কোন্ তারিখে ঘোষণা করা হয়?

(a) 26 শে জানুয়ারী, 1952

(b) 26 শে জানুয়ারী 1953

(c) 26 জানুয়ারী 1951

(d) 26 শে জানুয়ারী, 1950 


(15) ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকরী হয়-

(a) 9 ডিসেম্বর, 1946

(b) 26 জানুয়ারী, 1949

(c) 26 জানুয়ারী, 1950 

(d) 26 নভেম্বর, 1951


(16) গণপরিষদের মোট কত জন সদস্য দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত ছিলেন?

(a) 13 জন

(b) 83 জন

(c) 93 জন 

(d) 97 জন


(17) গণ পরিষদ গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

(a) মাৰ্চ, 1946 

(b) এপ্রিল, 1946

(c) নভেম্বর, 1946

(d) ডিসেম্বর, 1946


(18) কোন্ ব্যক্তি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবী প্রথম উত্থাপন করেন?

(a) মহাত্মা গান্ধী

(b) মোতিলাল নেহেরু

(c) এম. এন. রায় 

(d) মৌলানা আবুল কালাম আজাদ


(19) ভারতের গণ পরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনার জন্য?

(a) প্রায় 2 বছর

(b) প্রায় 3 বছর 

(c) প্রায় 4 বছর

(d) প্রায় 5 বছর


(20) গণপরিষদের প্রাথমিক সদস্যপদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য?

(a) 78 

(b) 88

(c) 56

(d) 98


(21) গণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন্ শহরে?

(a) বোম্বাই

(b) কলকাতা

(c) লাহোর

(d) নতুন দিল্লি 


(22) ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান ছিলেন-

(a) লর্ড প্যাথিক লরেন্স 

(b) লর্ড চেমসফোর্ড

(c) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস্‌

(d) স্যার জন সাইমন


(23) নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না?

(a) মহাত্মা গান্ধী 

(b) বল্লভ ভাই প্যাটেল

(c) কে. এম. মুন্সী

(d) জে. বি. কৃপালিনী


(24) গণপরিষদগুলি সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়?

(a) গণপরিষদের প্রথম কার্যনির্বাহী চেয়ারম্যান হয়েছিলেন সচ্চিদানন্দ সিন্হা

(b) গণ পরিষদের সকল সিদ্ধান্ত গৃহীত হত সর্বসম্মতিক্রমে

(C) সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণ পরিষদ গঠিত হয়েছিল 

(d) ভারতীয় সংবিধান রচনার জন্য গণ পরিষদে মোট 13 টি কমিটি গঠিত হয়েছিল


(25) মুসলিম লীগের সদস্যগণ সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্যসংখ্যা কত হয়েছিল?

(a) 299 

(b) 329

(c) 331

(d) 359


(26) চেয়ারম্যানসহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন?

(a) সাতজন (খ) 

(b) পাঁচজন (গ)

(c) ন'জন (ঘ)

(d). তিনজন


(27) কোন্ সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবী জানায়?

(a) ভারতীয় জাতীয় কংগ্রেস (খ)

(b) হিন্দু মহাসভা

(c) স্বরাজ পার্টি 

(d). কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া


(28) কি পদ্ধতিতে গণপরিষদে সিদ্ধান্ত গ্রহণ করা হত?

(a) সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে

(b) দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে

(c) সর্বসম্মতিক্রমে 

(d) উপরোক্ত সব ক’টি পদ্ধতির মাধ্যমে


(29) নিম্নলিখিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটি গণ পরিষদ গঠনে অংশগ্রহণ করে নি?

(a) মুসলিম লীগ

(b) ভারতীয় জাতীয় কংগ্রেস

(c) কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া 

(d). ভারতীয় জনতা পার্টি


(30) কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন?

(a) বি. আর. আম্বেদকার

(b) ডক্টর রাজেন্দ্রপ্রসাদ

(c) বি. এন. রাউ 

(d) ডঃ রাজেন্দ্রপ্রসাদ


(31) কে গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন?

(a) ডঃ এস. রাধাকৃষ্ণন

(b) ডঃ রাজেন্দ্রপ্রসাদ

(c) মতিলালা নেহেরু

(d) জওহরলাল নেহেরু 


(32) ভারতবর্ষের সংবিধান-

(a) পৃথিবীর বৃহত্তম সংবিধান

(b) পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান

(c) পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান 

(d) পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান


(33) নীচের কোনটির ফলশ্রুতি হিসেবে গঠিত হয়েছিল গণপরিষদ?

(a) ক্যাবিনেট মিশন পরিকল্পনা, 1946 

(b) ভারতীয় স্বাধীনতা আইন, 1947

(c) ভারত শাসন আইন, 1935

(d) উপরের কোনটিই সঠিক নয়


(34) কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন?

(a) মহাত্মা গান্ধী

(b) বি. এন. রাউ

(c) ডঃ সচচিদানন্দ সিনহা 

(d) ডঃ রাজেন্দ্রপ্রসাদ


(35) কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল?

(a) 1946

(b) 1947

(c) 1948 

(d) 1950


(36) জওহরলাল নেহেরু গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলে-

(a) 1947 সালের 22 শে জানুয়ারী 

(b) 1947 সালের 15 ই আগষ্ট

(c) 1949 সালের 26 শে জানুয়ারী

(d) 1949 সালের 26 শে নভেম্বর


(37) 1949 সালের 26শে নভেম্বর,ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকেই নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে কোনটি কার্যকরী হয় ?

(a) নাগরিকতা সংক্রান্ত বিধিব্যবস্থা

(b) নির্বাচন

(c) কার্যনির্বাহ সংসদ

(d) উপরোক্ত সবক’টি 


(38) গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচচিদানন্দ সিনহার নাম গণপরিষদের কার্যনির্বাহী সভাপতি রূপে ঘোষিত হয়েছিল, কারণ তিনি ছিলেন-

(a) মহাত্মা গান্ধীর সমর্থিত

(b) কংগ্রেসের সমর্থিত

(c) কংগ্রেস এবং মুসলিম লীগের সমর্থিত

(d) গণপরিষদের প্রবীণতম সদস্য 


(39) ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল নিম্নোক্ত কোন্‌টির মাধ্যমে?

(a) গণপরিষদ 

(b) সংসদ

(c) রাষ্ট্রপতি

(d). লোকসভা


(40) কোন্ সালে গণপরিষদ গঠনের দাবী প্রথম উত্থাপিত হয়েছিল?

(a) 1935 

(b) 1938

(c) 1943

(d). 1944


(41) গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন?

(a) ডক্টর সচ্চিদানন্দ সিনহা 

(b) রাজেন্দ্রপ্রসাদ

(c) বি. আর. আম্বেদকার

(d) জওহরলাল নেহেরু


(42) 1946 সালের 11 ই ডিসেম্বর, কে গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নিবার্চিত হন?

(a) জওহরলাল নেহেরু

(b) বি. আর. আম্বেদকার

(c) বি. এন. রাউ

(d) রাজেন্দ্রপ্রসাদ 


(43) ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল?

(a) 13 

(b) 9

(c) 17

(d) 7


No comments:

Post a Comment