WB Class 10th Physical Science Questions Answers
হ্যালো বন্ধুরা,
Welcome to WB e Learning. আজকের এই প্রতিবেদনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বা WB Class 10th Physical Science Questions Answers. দশম শ্রেণীর Physical Science বা ভৌতবিজ্ঞানের এই বিগত বছরের Test Paper থেকে গৃহীত। Class 10 Physical Science বা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রশ্নগুলি MCQ (Multiple Choice Questions) আকারে তোমাদের মাধ্যমিক পরীক্ষার Physical Science (ভৌত বিজ্ঞান) প্রশ্ন পত্রের একেবারে প্রথমে বিভাগ 'ক' দেওয়া থাকে। তোমরা যদি নিয়মিত প্রশ্নগুলি follow কর, তবে অবশ্যই মাধ্যমিক পরীক্ষার Physical Science'এ ভালো ফল করবে।
WB Class 10th Physical Science Questions Answers
1➤ কোনটি জীবাশ্ম জ্বালানী নয়? —
ⓑ ডিজেল
ⓒ সৌরশক্তি
ⓓ পেট্রোল
2➤ গ্রাম আণবিক আয়তনের STP তে মান কত? -
ⓑ 33.6OL
ⓒ 2.24L
ⓓ 22.4L
3➤ কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে, তার আণবিক সংকেত নীচের কোনটি হতে পারে?-
ⓑ `C_{2}H_{4}`
ⓒ `C_{2}H_{6}`
ⓓ `C_{2}H_{2}`
4➤ মোটোর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় -
ⓑ অবতল দর্পণ
ⓒ সমতল দর্পণ
ⓓ উপবৃত্তীয় দর্পণ
5➤ S.I পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক হল-
ⓑ `Wk^-1`
ⓒ `Jk^-1`
ⓓ `Jm^-1K^-1`
6➤ কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে, এর চ্যুক্তি কোণ কত হবে?-
ⓑ `180^0`
ⓒ `30^0`
ⓓ `90^0`
7➤ গ্রহস্থালির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? -
ⓑ সমান্তরাল সমবায়ে
ⓒ শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে
ⓓ শ্রেণী সমবায়ে অথবা সমান্তরাল সমবায়ে
8➤ তড়ৎ ক্ষমতার SI একক কোনটি?-
ⓑ ওয়াট
ⓒ কুলম্ব
ⓓ অ্যাম্পিয়ার
9➤ তেজস্ক্রিয় মৌলের প্রতিটি `\alpha` কণার আধান হল—
ⓑ +1 একক
ⓒ +2 একক
ⓓ -2 একক
10➤ নিষ্ক্রিয় মৌলগুলি আধুনিক পর্যায়সারণীতে কোন শ্রেণীতে থাকে? —
ⓑ 2 নং শ্রেণীতে
ⓒ 17 নং শ্রেণীতে
ⓓ 18 নং শ্রেণীতে
11➤ নীচের কোন যৌগটিতে সমযোজী বন্ধন দেখা যায়—
ⓑ `Ch\4` অনুতে
ⓒ CaO অনুতে
ⓓ MgO অনুতে
12➤ একটি তড়িৎবিশ্লেষ্য পদার্থ হল-
ⓑ কপার সালফেট
ⓒ পেট্রোল
ⓓ বেঞ্চিন
13➤ ফেরিক হাইড্রক্সাইডের বর্ণ হল—
ⓑ কালো
ⓒ সাদা
ⓓ লাল
14➤ কাঁসা কোন দুটি ধাতুর ধাতুসঙ্কর?—
ⓑ Cu ও Ni
ⓒ Cu ও Al
ⓓ Cu ও Sn
15➤ ইথাইল অ্যালকোহলের কার্যকারী মুলক হল —
ⓑ -CHO
ⓒ C=O
ⓓ -COOH
মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ১ | Click Here |
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ২ | Click Here |
মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর পর্ব ৩ | Click Here |
মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
মাধ্যমিক ইতিহাস অষ্টম অধ্যায়ের প্রশ্নোত্তর | Click Here |
No comments:
Post a Comment